নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। জর্জ বার্নাড শ লাঠি হাতে নিয়ে মানুষকে মারার জন্য তেড়ে যেতেন । মার্ক টোয়েন ইটের সাইজের বই ছুড়ে মেরে এক সাংবাদিককে আহত করেছিলেন । আমি তাদের মতো বড় মাপের কেউ না বলে এই রকম করি না ।
২। যারা ধূমপান করেন না, তাদের জন্য একটা সতর্কতা। এমন একদিন আসবে যেদিন আপনার সব বন্ধুরা মরে যাবে আর আপনি একা পড়ে থাকবেন।
৩। কোলকাতার তিনজন লেখকের বই আমার খুব ভালো লাগে।
১। শীর্ষেন্দু মুখোপাধ্যায়
২। সুনীল গঙ্গোপাধ্যায়
৩। সমরেশ মজুমদার
৪। আমার একটা বাজে অভ্যাস হলো- নতুন বই পড়ার চেয়ে পড়া বই আবার নতুন করে পড়তে ভালো লাগে। যদি নতুন বই পড়ার পর মনে হয়, বইটা ভালো নয়, আমি ঠকে গেলাম। সময়টা অপচয় করা হলো। এই ভয়ে আমার গত পাঁচ বছরে কোনো নতুন বই পড়া হয়নি।
আর পড়া বই আবার নতুন করে পড়লে মনে হয়- আমি তো জানি, এই বইটা খুব ভালো। কখন কি ঘটবে আমি জানি। সময়টা অপচয় হবে না। এই করে-করে আবারও শেষ করলাম- পূর্ব পশ্চিম, কালবেলা, সাতকাহন, পার্থিব, এখন পড়ছি দূরবীন- যদিও বইটা আগে দুইবার পড়া।
৫। অনেকে ফেসবুকে ছবি পোষ্ট করে, লিখে- প্রখ্যাত/বিখ্যাত প্রিয় কবি'র সাথে বা প্রিয় কথা সাহিত্যিকের সাথে। ইত্যাদি ইত্যাদি...
আমার খুব লজ্জা হয়- তাদের প্রখ্যাত/বিখ্যাত প্রিয় কথা সাহিত্যিক বা কবি'র নাম আমি জীবনেও শুনিনি বা দেখিনি। এমনকি তাদের কোনো লেখাও পড়িনি !!!
৬। বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা বিষ্ঠা।
০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: কে বলেছে উত্তর দেই না??
এই নিন- উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর...
২| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
এম আর তালুকদার বলেছেন: সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
তাদের লেখা আমারও ভাল লাগে।
শরৎ চন্দ্রের বই আরো ভাল লাগে।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১। আপনি ফেবুতে স্টাটাস দিতে পরেন।
যারা আমার পোস্টে কমেন্টস করবে
তাদেরকে ভূরিভোজে আপ্যায়িত করবেন।
=========================
৬। টয়লেট একটি এ বিশেষ্য পদ।
এর বাংলা অর্থঃ প্রশাধন দ্রব্য।
পাগল হয়তো আপনাকে সাজু গুজু করার জন্য
বিষ্ঠার ফেস প্যাক তৈরী করেছে।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪১
রানার ব্লগ বলেছেন: যারা ধূমপান করেন না, তাদের জন্য একটা সতর্কতা। এমন একদিন আসবে যেদিন আপনার সব বন্ধুরা মরে যাবে আর আপনি একা পড়ে থাকবেন
এটা বেশ লেগেছে ।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মন্তব্য করলাম।
৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
রুরু বলেছেন: ভালো
৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮
নিয়াজ সুমন বলেছেন: উপস্থিত স্যার !
৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৪
যূথচ্যুত বলেছেন: লেখা থেকে নাম্বারিং তুলে দিয়ে প্যারাগুলো গুছিয়ে দিন। একটি পোস্টমর্ডান কবিতা হলেও হতে পারে
০৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: বুদ্ধিটা ভালো দিয়েছেন।
৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ বলেছেন:
ব্লগাররা জানে, বলদ বুদ্ধিমান সাজার চেষ্টার করলেও উহার সঙ্গ সব সময়ের জন্যই পরিত্যাজ্য। কমেন্টের লাইগা হাহাকারমূলক শিরোনামে পোস্ট প্রসব কইরা এখন যারা মন্তব্য করছে তাগোর মন্তব্যের প্রতিউত্তর করেন না ক্যা?
নাকি এখনো প্রসব যন্ত্রনা সইয্য কইরা উঠতে পারেন নাই? আবার আমি বলছি দেইখা আমারটার প্রতিউত্তর কইরা য্যান কইয়েন না, এই তো কর্ছি! তাইলে কিন্তু জুতাইয়া কানকুন ফাডাইয়ালবাম!
এই পোস্টে সব কয়টা মন্তব্যের প্রতিউত্তর না করলে কনফর্ম আপনারে কালকের থিকা আবারও ফ্রন্টপেইজ ব্যান করা হইবে! তখন আবার কাইন্দা কইন্দা আপনার ভচ চাঁদগাজীর কাছে গিয়া নালিশ জানাইয়া আইসেন! ছাগল কুনহানকার...
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: আপনার ভাষা এত নোংরা কেন? বাবা মা'র কাছ থেকে এই রকম শিক্ষা পেয়ে বড় হয়েছেন?
দয়া করে আপনি আমার পোষ্টে আসবেন না।
দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
ধ্রুবক আলো বলেছেন: শিরোনামের সাথে পোষ্টের লেখার কোনো মিল নেই।
আপনি শ্রীকান্ত পড়বেন। আর পারলে দুর্গেশনন্দিনী পড়বেন। এই দুই বই আবার পড়া হয়ে থাকে আবার পড়বেন।
আর ইছামতি।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: অনেক আগে বই দু'টা পড়েছি।অবশ্য কিছুই মনে নেই।
একেবারেই ভুলে গেছি। ইনশাল্লাহ আবার পড়বো।
১১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০
মলাসইলমুইনা বলেছেন: আমি কিন্তু ওরা নই | এইতো এলাম | মন্তব্যও করলাম | ও আরো একটা মন্তব্যও এখানে করলাম -আপনার মেয়ে গুণবতী হোক, ধনবতী হোক আর ধর্মবতী হোক | ধ্রুবক আলো বলেছেন: --- পারলে দুর্গেশনন্দিনী পড়বেন। ওটা পড়লে ইসমাইল হোসেন সিরাজীর রায় নন্দিনীও পড়বেন | এটা দুর্গেশনন্দিনীর উত্তর হিসেবেই উনি লিখেছিলেন |
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: জ্বী, ধন্যবাদ।
বই দুইটা আবারও পড়বো।
১২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি অন্যের পোস্টে মন্তব্য করেন না, এমনকি নিজের পোস্টে অন্যের মন্তব্যের জবাবও দেন না। এরপরেও মন্তব্য আশা করছেন? এটা ব্লগিং নয় ভাই।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: আমি তো অন্যের পোষ্ট খুব মন দিয়ে পড়িল। এবং লেখা ভালো লাগলে মন খুলে মন্তব্য করি।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
চাঁদগাজী বলেছেন:
১ম পাতায় আগের চেয়ে কমেন্ট বেড়েছে, আপনি গড়ে ভালো কমেন্টই পাচ্ছেন।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ওস্তাদ দেখুন এক ছাগল কি মন্তব্য করেছে। এই সব দুষ্টলোকদের জন্য ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে।
(রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ)
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০৪
সুমন কর বলেছেন: আমি করি না। কারণ আপনি খালি পোস্ট দেন, মন্তব্য করেন না।।।
* তবে আজ আপনার একটা লেখায় মন্তব্য করেছি।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: সুমন ভাই, আমি মন্তব্য করি। সত্যি বলছি মন্তব্য করি।
যে লেখা গুলো ভালো লাগে। সেই সব পোষ্ট গুলোর মন্তব্য করি।
১৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
ওমেরা বলেছেন: ভাইয়া আপনার সমস্যাগুলো সবাই বলে ফেলেছেন, আমি আর কিছু বল্লাম না।
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: আমাকে ভুল বুঝেছে।
আমি প্রতিদিন প্রচুর পোষ্ট পড়ি। এবং ভালো লাগা পোষ্ট গুলোর মন খুলে মন্তব্য করি।
১৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯
আবু তালেব শেখ বলেছেন: আপনাকে প্রথম পাতা থেকে বহিস্কার করা হোক
০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
১৭| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
বিলিয়ার রহমান বলেছেন: আমি সম্ভবত সেই সৌভাগ্যবানদের একজন যারা আপনার মন্তব্য পেয়ে ধন্য হয়েছেন!
পোস্ট ভালো হয়েছে!! তবে শিরোনামের সাথে ও পোস্টের বিষয় বস্তুর অসংগতি রয়েছে!
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: এই টাই আমার দোষ।
১৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে মন্তব্য করে উত্তর চাওয়ার অধিকার সকল পাঠকেরই কিন্তুক আছে মেয়াবাই!!!
দয়া করে কাউকে অধিকার বঞ্চিত করবেন নাহ!!
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ওবশ্যই।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম করলাম
২০| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
নতুন নকিব বলেছেন:
গতকালই তো রাজীব নুর ভাই আমার একটি পোস্টে সুন্দর মন্তব্য করে এলেন। ধীরে ধীরে পাল্টাচ্ছেন তিনি। অভিনন্দন তাকে। এই পোস্টটির শিরোনাম ভিন্ন হলেও ভেতরটা ভাল লাগলো। লেখার হাতও ক্রমে পেকে উঠছে, মনে হচ্ছে।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাসায় আপনার দাওয়াত রইল।
২১| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অধীকাংশ পোষ্টই শিরোনাম আর বিষয়বস্তু অসংগতিপূর্ন!
অনেকটা নজরুলের কলাগাছে মারলাম তীর, হাটুবায়া রক্ত পড়ে চোখ গেলরে বাবা এই উপহাসের মত সত্যি!
প্রতিমন্তব্য আপনার পোষ্ট ভিজিট কারী মাত্রই জানেন কি আছে সেখানে! সো আমি করি বললেইতো হলো না। সথ্যাসত্য থাকতে হবে। আর উন্নাসিকতা কেউই পছন্দ করে না।
সম্পর্ক হয় পারষ্পারিক। ওয়ান ওয়ে রিলেশন যেমন হয়না তেমনি আপনার ক্ষেত্রে ঘটে।
দেখুন কান্ড আনার পোষ্টের বিষয়বস্তু অনালোচিতই রয়ে গেল! কারণ শিরোনামেই খেয়েছ সব হা হা হা
হ্যাভ এ নাইস ব্লগিং
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
উম্মে সায়মা বলেছেন: মন্তব্য করলাম রাজীব নূর ভাই। হেনাভাই, বিলিভাই, সুমনদার সাথে একমত।
শুধু ভালো লাগলেই মন্তব্য করবেন তা না কিন্তু। খারাপ লাগলে গঠনমূলক সমালোচনা করতে পারেন। মোটামুটি লাগলে তাও জানাতে পারেন। মোটকথা ব্লগে ভাবের আদানপ্রদান হওয়া উচিৎ। এতে ব্লগাররা উৎসাহ পায়। উপকারও হয় তাদের। আপনার পোস্টে মন্তব্য না করলে আপনার যেমন খারাপ লাগে, অন্যদেরও লাগে নিশ্চই। তারাও আশা করে। আর আপনার পোস্টে কেউ মন্তব্য করলে উচিৎ সবারটার প্রতিমন্তব্য করা। স্কিপ করে গেলে তাদের ভালো লাগার কথা না।
অনেক কথা বলে ফেললাম, আশা করি কিছু মনে করবেননা। ভালো থাকুন।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুচিন্তিত মতামতের জন্য।
২৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩
ময়না বঙ্গাল বলেছেন: প্লেটেোর রিপাবলিক এক খতম দিয়ে আবার আর এক খতমের কাজ চলছে কিছু লেখার উপকরন সংগ্রহের অভিপ্রায়ে তবে উপন্যাস গল্প রিপিট পড়া টাইমের অপচয় মনে হয় । বরকত হোক আপনার ।
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
যাযাবর চখা বলেছেন: এমন হাহাকারমুলক পোস্ট আগেও করছেন, সবার সাজেশান তেমন প্রভাব ফেলে নাই আপনার উপর। রোমিওজনুরফিয়াস প্যারিছন্ডিএব্দাশ, উম্মে সায়মা, বিদ্রোহী ভৃগুর উত্তর মন দিয়া পরেন, ভাষা যাই হোক আপনের সমস্যার সমাধান এইখানেই আছে। ব্লগের কিছু আদব কায়দা আছে। কয়েকটা মন্তব্য বাদ দিয়া যে উত্তর দেন এইটা চরম অভদ্রতা। মন্তব্যকারী অন্তত একটা ধন্যবাদ আশা করে। ২৩টি মন্তব্য ১৬টি উত্তর!!!!!!! আপনে নিজেরে কি মনে করেন? ব্লগ তো আপনের শ্বশুরবাড়ী না যে সবাই আপনেরে তোয়াজ করবে। এই কথাগুলা আপনের উস্তাদের বলার কথা, যদি সত্যিই সে উস্তাদ হয়। হয় নিজেরে বদলান, কানে যে রিফ্লেকটর লাগাইছেন সেইটা খোলেন, আর না হইলে ব্লগ ছারেন।
০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: জ্বী।
২৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: অামিই শুধু বুঝি, আর বাকীরা কি বাল বুঝে ? এই ভাবনা মারাত্মক। কেউ দেখে শিখে, আর কেউ ঠেকে শিখে। আপনি ঠেকে শিখা মানুষ, তবে একবার ঠেকে শেখা মানুষ নয়, বারবার ঠেকে কিছুটা শেখা মানুষ। কি বলতে চাইছি তা যদি নিজে বুঝেন, তাহলে ভাল। যে একবার আপনার পোস্টে মন্তব্য করে প্রতিমন্তব্য পায়নি, ছ্যাঁচড়া না হলে সে আপনার পোস্টে কখনো আবার মন্তব্য করবে না। অার যত মোটামাথার লোকই হোক না কেন, ব্লগে যিনি লিখছেন, তার মাথায় ঘিলু এভারেজ মানুষদের চাইতে বেশীই হবে এটা আপনাকে মানতেই হবে, আর এরকম মন্তব্য চেয়ে হাহাকার করতে হবে না। আপনার সমস্যা অনেকেই এই পোস্টে বলে দিয়েছেন, তাই আর কথা বাড়ালাম না। লম্বা সময় ব্লগে থেকেও ব্লগিয় কালচার অাত্মস্থ করতে পারেননি দেখে নতুন করে কালচার অাত্মস্থ করতে বলার সাহস করতে পারলাম না। তবে যাই বলেন আপনার বিক্ষিপ্ত ভাবনার পোস্টগুলির ভিন্নতা আছে, এটা স্বীকার করতে হবে..........।
বি.দ্র: আমার এই কমেন্ট এর প্রতিউত্তর করতে হবে না।
২৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: না। প্রতি উত্তর আমি করবো। করবোই।
অয়াগলকে সাঁকো নাড়া দিতে না বললে পাগল কি করে? সাঁকো নাড়া দেয়।
হি হি হি---
ধন্যবাদ ভালো থাকুন। সুস্থ থাকুন।
২৭| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১
ঢ্যাঙা মোস্তাফা বলেছেন: ফিডার খাও আবালচুদা
২৮| ১০ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাসায় আপনার দাওয়াত রইল।
মন্তব্য করলেই দাওয়াত ?
আমি কি দোষ করলাম ?
১০ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: আপনাকেও দাওয়াত জনাব।
২৯| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
তারেক ফাহিম বলেছেন: শিরোনামটি আরও সুন্দর হলে এই ধরনের মন্তব্য হয়ত পেতেন না।
০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভুল করেই মানুষ শিখে।
৩০| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: আপনার তিন নম্বর আর চার নম্বর দুটি বিষয় আমার ক্ষেত্রেও প্রযোজ্য রাজীব নুর ।
এই তিন জন ছাড়া আরো অনেক অনেক লেখক আমার প্রিয় । তার মধ্যে কয়েকজন হলো প্রমথ নাথ বিশী, সুবোধ ঘোষ, মনোজ বসু, আশাপুর্না দেবী, গজেন্দ্র কুমার মিত্র, বিভুতিভুষন, আশুতোষ, সঞ্জীব চটোপাধায় আরো অনেকেই ।
আর বই পড়ার ক্ষেত্রেও অনেক দিন ধরে আমি আপনার পদ্ধতিটি অনুসরন করি । মাথার কাছে প্রিয় বই সাজানো কোন পাতায় কি আছে জানা । প্রিয় পাতাগুলো বের করে করে পড়ি
০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন সুন্দর মন্তব্য করেছেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মন্তব্য করলে তো উত্তর দেননা ; কিন্তু কেন?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।