নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। চমৎকার ছবি। দারুন ফ্রেমিং।
২। এক সময় আমাদের বিক্রমপুরে এভাবেই বিয়ে করে পালকিতে করে বৌ নিয়ে আসতো।
৩।
মেয়েটা কি সুন্দর?
৪। ধান মাড়াই করা পরও কিছু দিন অবশিষ্ট থেকে যায়। সেই অবশিষ্ট ধান গুলো সংগ্রহ করার জন্য গরু দিয়ে ধান গুলো 'মলা' করা হয়।
৫। নতুন দম্পতি। দেশঃ চীন।
৬। বাংলাদেশের সব মানষ খারাপ না। অল্প কিছু মানুষ খুব বেশী ভালো। আর সহজ সরল সত্য কথা হলো- ভালো মানূষেরা দরিদ্র হয়।
৭। আমার খুব ভয় হয়। কিভাবে থাকবো আমি একা, এখানে !!!
৮। কঠিন বলার।
৯। কত কষ্ট করে তারা ফসল ফলায় !!
১০। 'আজ বরিবার' নাটকটা আমার খুব প্রিয় নাটক।
১১। ছবিটা ভালো করে দেখুন। গরুটা কোথায়?
১২। ওরা কারা? কোন ব্লগার?
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আপনি বিক্রমপুরের? বাড়ি কোথায়?
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: শ্রী নগর থানা। কামার গাও।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
মিথী_মারজান বলেছেন: ৭ নং ছবিটা দেখে একটু কেমন যেন লাগল।
জীবনের চরম গন্তব্য যা আমরা ভুলে থাকার চেষ্টা করি।
আর ১২ নং এর একজন আমি।
(তবে আমি এখনো প্রকাশ্যেই এই কাজটা করি)।
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
ওমেরা বলেছেন: ৩ নং ছবি , আমাদের সুরুভী ভাবী এর চেয়ে বেশী সুন্দর।
১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে সুরভি খুব খুশি
সে আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াবে।
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
জাহিদ হাসান বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
৬ নং ছবিতে "মানুষ"এর ছবি, ভালো লেগেছে।
৭ নং ছবি দিয়েছেন অকারণ
৫ নং ছবির লোকেরা কারো না কারোর ক্ষতি করবে, সম্ভাবনা ৯৯%