নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একটি ছেলে একটা বাক্সের মধ্যে আটটি মাকড়সা আর গুবরে পোকা সংগ্রহ করে রেখেছে। সেগুলোর পা গুনে ছেলেটি দেখলো মোট ৫৪ টি পা। তাহলে বলুন তো সে কতগুলো মাকড়সা আর কতগুলো গুবরে পোকা সংগ্রহ করেছিল?
২। গ্রিক পুরাণে আছে,ডিডেলাস এবং তার ছেলে থাইকেয়াস পাখির মতো দু'হাতে পাখা লাগিয়ে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। তারা তাদের তৈরি করা পাখাকে মোম দিয়ে আটকেছিলেন গায়ের সঙ্গে । যার ফলে সূ্র্যের কাছ দিয়ে যাওয়ার সময় তীব্র তাপের ফলে ডিডেলাস ও থাইকেয়াসের পাখা খসে পড়েছিল । মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ (স.) বোরাকে আরোহণ করে সাত আসমান পাড়ি দিয়েছিলেন । ইহুদি বাদশা ও নবী হজরত সোলায়মান (আ.) তার সিংহাসনে বসে শূন্যের মধ্য দিয়ে মুহূর্তের ভেতর এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারতেন বলে উল্লেখ আছে । রামায়ণে উল্লেখ আছে, দেবতারা রথে চড়ে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসতেন আবার মর্ত্য স্বর্গে যেতেন । সে রথ টানত পংখিরাজ ঘোড়া ।
৩।
# একটা ছেলে যখন চাকরী না পায়... সেই বেকার ছেলেটা পরিবারের সবচেয়ে কাছের মানুষদের কাছেই উপেক্ষিত হয়।
# একটা মেয়ের যখন বিয়ে হয় না সেই মেয়েকে কটু কথা শুনতে তার পরিবারের কাছ থেকেই বেশি!
# একটা অটিস্টিক বাচ্চাও একসময় তার পরিবারে উপেক্ষিত হয়!!!
কি অদ্ভুদ ব্যাপার...!!! যাদেরকে সেই কঠিন মুহূর্তগুলোতে বেশি দরকার হয় তারাই উপেক্ষা করে বেশি.....!!
৪। সংসার নামের জোকটি অবয়ব থেকে সব ভা্লোবাসা আর মমতা শুষে নিয়ে সেখানে ছিটিয়ে দেয় রাশি রাশি গ্লানি আর যাতনা ।
আমরা ঘর সংসার সাজাইয়া ছেলেখেলা খেলছি! এক ফুয়ে সব উড়ে যাবে একদিন।
৫। মেয়েদের মনে কোনো পুরুষের ছাপ পড়ে গেলে সেটা একেবারে উৎখাত না করে বিয়ে দিলে- তার ফলাফল ভালো হয় না।
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: ছবিটা কেন উলটে গেল বুঝলাম না। আজিব !!!
২| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
শাহিন-৯৯ বলেছেন: অনেকগুলো নীতি বাক্য একসাথে দেখলাম যা আমাদের সমাজে চরমভাবে দেখা যাচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলে।
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
বিষাদ সময় বলেছেন: সব মাকড়সা আর গুবরে পোকার পা যদি ঠিক ঠাক মত থাকে তবে ৩ মাকড়সা আর ৫ টা গুবরে পোকা হওয়ার কথা তবে এর মধ্যে যদি কোন ল্যংড়া মাকড়সা বা গুবরে পোকা থাকে তবে আমার পক্ষে বলা সম্ভব না. হাঃ হাঃ হাঃ................ ভাল থাকুন।
১৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০০
রাজীব নুর বলেছেন: হুম।
ধন্যবাদ।
৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫
জাহিদ অনিক বলেছেন:
মন থেকে পায়ের ছাপ উতক্ষাত কিভাবে করে ?
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: সে বিষয়ে অবশ্যই একটা পোষ্ট দিব।
৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। কুহক' নামে নদী আছে কিনা তা কুহকই থেকে গেল যদিও!
১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: মনে হয় নাই।
৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
এস এম মামুন অর রশীদ বলেছেন: ইকারাসকে থাইকেয়াস হিসেবে পরিচিত করছে কোন পুরাণ লেখক? নাকি গণেশ উল্টে গেছে এখানেও?
১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য কিছুই বুঝলাম না।
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
কুঁড়ের_বাদশা বলেছেন:
গনেণ উল্টে গেছে কেন? না মানে ছবিটা একটু সিদে আপলোড করতে পারতেন,রাজীব ভাই।