নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি যদি চে গুয়েভারার অদ্ভুত দুটি সুন্দর চোখ না দেখে থাকো, তাহলে ঈশ্বরের কাছেও তিরস্কৃত হবে

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫২



১। যখন কেউ আপনাকে কষ্ট দেয় কাদবেন না ! কারন কাঁদতে ৪৯ টা পেশি ব্যাবহার হয় । আর হাসতে লাগে ১২ টা । কিন্তু থাপ্পড় দিতে লাগে খালি ৬ টা ।
... এনার্জি বাঁচান । ...মার ঘুরিয়ে, উড়িয়ে ।

২। ফানুস হলো সুতোবিহীন ঘুড়ির মধ্যে সবচেয়ে প্রাচীন । এটা বানানোও খুব সহজ । ফানুস হচ্ছে মুখ খোলা বড় আকারের বেলুন । পুরোটাই কাগজ দিয়ে বানানো হয় । রাতের আকাশে একাকী ভাসতে থাকা ফানুসকে বাউল তুলনা করেছেন মানুষ হিসাবে । তাহলে মানুষ কি সত্যি সত্যি ফানুস ! চলো আজ কিছু ফানুস আকাশে উড়াই !

৩। আমার কষ্ট দেখে, ফেরেশতাদের চোখে বিন্দু বিন্দু অশ্রু ঝরে সারারাত । আমি রেল লাইনের শব্দ শুনে ঘুমিয়ে পড়ি । আমি কতদিন ঘুমানোর আগে মুখস্ত করেছি তোমার মুখ । পরীক্ষার খাতায় এক লাইনও লিখতে পারি নি ।

৪। এক পোয়া দুধ এনেছি গো
কি হবে তা বলো না
ক্ষীর হবে, ছানা মাখন
রাবরি, মালাই হবে
ও বড় বউমা আরো কি, বলো না
এবেলা হবে, ও বেলা হবে
উপেন খাবে, বিপিন খাবে
নন্দলালটা কোলের ছেলে
তাকেও তো দিতে হবে।

৫। আমি কোনো মানূষের মুখে প্রথমেই পাপ দেখি না বলেই বন্ধুত্বের সহজ হাত বাড়িয়ে দেই । যে একে গ্রহন করতে পারে না তার জন্য আমার মায়া হয় । নিজের মনের অবিশ্বাস দিয়ে পরের বিশ্বাসকে আহত করার নামই হলো- কাপুরুষতা ।

৫। পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচূর হচ্ছে বলে আজকাল দেশে এত অশান্তি এবং বিশৃংখলা । জাতিতে জাতিতে এত হিংসা, রেষারেষি । আন্তজাতিক দস্যুতা, ক্ষমতার অপহরন, শক্তির দম্ভ এবং এক দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হামলা । আন্তজাতিক অবিশ্বাস মানুষের ব্যক্তিগত জীবনেও গ্রাস করেছে । আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি । জীবনের প্রতি সত্য নিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই !

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩

ব্লগ মাস্টার বলেছেন: ২য় প্যারায় কাগক সম্ভবত কাগজ হবে ।
ভালো লেগেছে । :)

২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: এডিট করে দিয়েছি।

২| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

কামরুননাহার কলি বলেছেন: ও ভাইয়া আমি তো লেখার সাথে আর ছবির সাথে মিলের কিছুই বুজলাম না এখান কিসের মিল রয়েছে ।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: কোনো মিল নেই বোন।

এটা একটা জগাখিচুরী পোষ্ট।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

কানিজ ফাতেমা বলেছেন: ১,৩,৫ নং অনন্য লেগেছে ।

শুভ কামনা রইল ।

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

ঢাকাবাসী বলেছেন: হেডিং আর লেখাতে ম্যালা গোলমাল! ১ নং ছাড়া বাকীগুলো অর্থহীন মনে হল!

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: গোলমালের কি আছে?
সহজ ভাবে মেনে নিন।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

ফয়সাল রকি বলেছেন: কামরুননাহার কলি বলেছেন: ও ভাইয়া আমি তো লেখার সাথে আর ছবির সাথে মিলের কিছুই বুজলাম না এখান কিসের মিল রয়েছে ।
ঢাকাবাসী বলেছেন: হেডিং আর লেখাতে ম্যালা গোলমাল!
:(

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আপনিও কিছু বলেন।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

শামচুল হক বলেছেন: চমৎকার লাগল।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫

বনসাই বলেছেন: কানিজ ফাতেমা বলেছেন: ১,৩,৫ নং অনন্য লেগেছে। এখানে তো ২টি ৫। কোন ৫ অনন্য হলো?
যেদিন হেডিং, ফটো আর সাবজেক্ট-এর মিল পাবেন সেদিন বুঝতে পারবেন নিকটি হ্যাকিং এর শিকার হয়েছে।

মিল না থাকাটাই এই ব্লগারের ব্লগের মিল। ;)

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: রাইট।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

ফয়সাল রকি বলেছেন: আমি এনার্জি বাচানোর চেষ্টায় আছি!

২৬ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

রাজীব নুর বলেছেন: চেস্টা চালিয়ে যান।

৯| ২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

টারজান০০০০৭ বলেছেন: ৪ নম্বরটা অবশ্যই দাদাদের দেশের ঘটনা ! আমাদের দেশে এক পোয়া দুধে কখনই এতকিছু হইতে পারে না !!!!!!!!!

২৬ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বনসাই বলেছেন: কানিজ ফাতেমা বলেছেন: ১,৩,৫ নং অনন্য লেগেছে। এখানে তো ২টি ৫। কোন ৫ অনন্য হলো?
যেদিন হেডিং, ফটো আর সাবজেক্ট-এর মিল পাবেন সেদিন বুঝতে পারবেন নিকটি হ্যাকিং এর শিকার হয়েছে।

মিল না থাকাটাই এই ব্লগারের ব্লগের মিল। ;)
হাসতেই আছি =p~

২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মিল না থাকাটাই এই ব্লগারের ব্লগের মিল।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.