নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

তুমি যখন প্রচন্ড ভালোবাসার কথা বলো- তখন ঐ ভালোবাসাটাকেই অসহ্য বলে মনে হয়

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭



১। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি রবীন্দ্রনাথকে বহির্বিশ্বের মানুষ যতটা না চিনে তার চেয়েও তসলিমা নাসরিনকে বর্তমান বিশ্ব অনেক বেশি চিনে। এখানেই তসলিমার সার্থকতা।

২। সিংহরাজ বনের সকল পশুপাখিদের একটা জরুরী সভা আহ্বান করেছেন। সব পশুপাখি যথাসময়ে সভায় হাজির হল শুধুমাত্র একজন বাদে।
বলুন তো, সে কে?

৩। সকল সফল ব্যক্তিই এক সময় মায়ের কোলে কাঁদতে থাকা শিশু ছিলো। সব বড় অট্টালিকাই একসময় শুধু একটি নকশা ছিলো। আপনি আজ কোথায় আছেন তা গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে আপনি কোথায় পৌছাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪। একটা ধর্মীয় প্রেম ভালোবাসায় ভরপুর একটা উপন্যাস লিখব। নাম হবে- ''" হিজাব-ই হলো নারীর আসল সৌন্দর্য'।

৫। আমাদের দেশের দুই রানীর মত মিশরের ও এক রানী ছিলেন। উনি ক্লিওপেট্রা।

৬। আপনাকে একটি রেফ্রিজারেটরের ভেতর একটা জিরাফ রাখতে বলা হল ।
কিভাবে রাখবেন?

৭।
সুরভি'র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান....

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাল লাগল।অতি সুন্দর।

১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: নিজের ছবি দেয়ার কারণে আপনি না জেনারেল হইছিলেন? তাও আবার দিচ্ছেন?

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: মনে আছে।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৭

রাফিন জয় বলেছেন: জিরাফ তা ছিলোনা।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাল লাগল। :)

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১১

কথাকথিকেথিকথন বলেছেন:



হায়েনা আসে নাই কারণ সে ঘাড়তেড়া প্রাণী । ফ্রিজ থেকে হাতিটা বের করে জিরাপটা রেখে দেবো ।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: বাহ !!

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

আটলান্টিক বলেছেন: ভাইয়া আপনি কি অণুগল্প লিখলেন নাকি অণুপ্রশ্ন করলেন?

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: দু'টোই।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


৫নং: আমাদের ২ রানীই বাংগালীদের ক্লিপপেট্রা; কিন্তু আমাদের জুলিয়াস সিজার নেই, আছে এরশাদ; ২ রাণী ঘোড়ার বদলে এক গাধার উপর চড়ছেন!

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


৬ নং:

১) রেফ্রিজারেটরের দরজা খুলবো
২) জিরাফকে ভেতরে রাখবো
৩) দরজা বন্ধ করে দেবো

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


২ নং: এই পোষ্ট অনুসারে, জিরাফ আসতে পারেনি, তাকে রেফ্রিজার্বটরে রাখা হয়েছে

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

তারেক ফাহিম বলেছেন: পড়েছি অার ভাবিছ,

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

কাতিআশা বলেছেন: এটা কি ফেসবুক?..আপনি আপনার বৌ এর পারমিশন নিয়ে ছবি দেন তো ব্লগে, না কি?...

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২২

নতুন বলেছেন: ৬ নং প্রশ্নটা ২ নংএর স্হানে হবে... :)

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩

কাইয়ুম বাঙালি বলেছেন: গত বছর বইমেলা থেকে আপনার ঠুকরো ঠুকরো সাদা মিথ্যা বইটা কিনেছিলাম।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩১

কলাবাগান১ বলেছেন: সিংহরাজ আসে নাই কেননা সে বাংগালী সিংহরাজ

ফ্রিজে তো মরা জিরাফ ই রাখবো..তাই কেটেকুটে প্যাকেট করে রাখব

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ১:২৪

জাহিদ অনিক বলেছেন:

অতিরিক্ত কোন কিছুই ভাল না, অতিরিক্ত ভালোবাসাও ভাল না।

২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কিছু মানুষের সব কিছুই বেশি বেশি---

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৮

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আপনি বেশ আছেন, নিজেকে নিয়ে।।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: একদিন ভাববার সময় দিন।একটু ভাবি....

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

অপ্‌সরা বলেছেন: আসলেই বেশি ভালোবাসা আমারও সহ্য হয়না। :(

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সেই রক ম পোস্ট দিলেন। খুবই আরাম পেলাম।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রশ্ন বাদ এখন বলুন ভাবীকে হলুদ শাড়ী কিনে দিলেন না কেনো!!

২১| ২০ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৭

শূন্যনীড় বলেছেন: সুন্দর কিছু কথা বলেছেন ভাই, ভালো লাগলো

২২| ২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯

নূর-ই-হাফসা বলেছেন: সুরভি ভাবীকে সুন্দর লাগছে । ফেবু স্টাইলে কমেন্টস করলাম । :D
২. জিরাফ আসতে পারেনি ।

২০ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার এবারের ছবিটা দারুণ হয়েছে।

আপনাকে স্মার্ট দেখাচ্ছে।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: ১ নং পয়েন্টে একটি হাস্যকর কথা বললেন। নোবেল পুরস্কারের ওয়েবসাইট থেকে জানা যায়, বব ডিলানের পর রবীন্দ্রনাথকে মানুষ বেশি খুঁজে থাকে। এটি আপনার অভিজ্ঞতা, বহির্বিশ্ব ও বিশ্বসাহিত্যের ব্যাপারে আপনার ধারণাকে ব্যাপক প্রশ্নবিদ্ধ করে। তা অবশ্য নতুন নয়।

২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: আসলে কিছু কিছু গোঁড়ামি আমার মধ্যে প্রবলভাবে কাজ করে।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩

আকিব হাসান জাভেদ বলেছেন: ৩ নং প্রশ্নটা আমাকে সফল হওয়ার অনুপ্রেরণা দিলো । বাকি সব ভাবতে হবে । তারপরেও ভাবি আর আপনাকে আর আপনারা দুজনকেই সুন্দর দেখাচ্ছে। এ যুগল জুটির প্রতি রহিল ভালোবাসা আর শ্রদ্ধা। Cleopatra আমাদের কোর রানীর একজন ? জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.