নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ব্লগে ইদানিং এই ছবিটা প্রায়ই দেখা যাচ্ছে। ছবিটা অশ্লীল বলা চলে। ছবিটার জন্য বেশ বিব্রতকর অবস্থায় পড়ছি।
সামুতে অনেক বিজ্ঞাপন দেখা যায়। সেটা সমস্যা না। কিন্তু এই ছবিটা ভালো লাগে না।
সামু কতৃপক্ষ ছবিটা কি সরিয়ে দিবেন প্লীজ?
আমি যখন ব্লগে থাকি অনেকেই আমার আশে পাশে থাকে। ব্যাপারটা দৃষ্টিকটু লাগে।
আমার মনে হয়, এই সমস্যায় অনেক ব্লগার'ই পড়েছেন।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০
রাজীব নুর বলেছেন: আরে ভাই--
একা থাকলে সমস্যা নাই।
কিন্তু আশে পাশে তো লোজন আছে আমার।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: িঠক বলেছেন। খারাপ ছবি থাকলে কেউ দেখলে বলবে ব্লগের এইসব ছাইপাশ দেখার জন্যই বুঝি ব্লগে পড়ে থাকে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮
রাজীব নুর বলেছেন: সামু নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫
তারেক ফাহিম বলেছেন: হুঁম, দৃষ্টিকটু
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: আশা করি সব ঠিক হয়ে যাবে।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমি কয়েকদিন ধরেই এটা নিয়ে পোস্ট দিতে চেয়েও দেইনি। কারণ, সামুর হয়ত বিজ্ঞাপনের কোন নীতিমালা আছে। যাহোক আপনি এ ব্যাপারে পোস্টটি দিয়ে খুব ভাল করেছেন। আশা করি কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: কর্তৃপক্ষ ব্যব স্থা নিবেন আশা করি।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন:
দুঃখীত এই মাত্র পাওয়া আরেকটা ছবি।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: শালীনতা বজায় রাখুন।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
শাহ আজিজ বলেছেন: বা বা নালিশের ছলে লুঙ্গি খুলে মাথায় বাধল । আমার পাশে দুজন ছিল , তারা বলল রাজিব নুর বেশ পোংটা আর হাসু মামা একদম মেরে দিয়েছে । ভাল ভাল স্বাস্থ্যকর আইটেম ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: না না আমি পোংটা না। আপনার পাশের দুইজনকে অবশ্যই বুঝিয়ে বলবেন।
আমি একদম সহজ সরল। ছোটবেলা থেকেই।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৬
পদ্মপুকুর বলেছেন: শাহ আজিজ বলেছেন: বা বা নালিশের ছলে লুঙ্গি খুলে মাথায় বাধল ।
হাহাপগে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: হাসুন হাসুন-----
কিন্তু আপনার হাসিতে আমার দুঃখ লাগছে।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বাসায় সাবধানে ব্লগ চালাবেন। এড ব্লকার ইনস্টল করে নিন। আপনার স্ত্রী দেখলে খবর হয়ে যাবে!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: জ্বী, এই ভয়ই করছি।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৩
ব্লগার_প্রান্ত বলেছেন: Rajib vai use Ad blocker .
Dekhen ami ad blocker use kori , kono ad nai.
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: সামুর কিছু করার নাই। এইসব ad এ click পড়লেই সামু টাকা পায়। আর ad নির্ভর করে company এর উপর।আপনি ad blocker use করলে কোথাও কোন ad পাবেন না।তবে এতে সামুর আয় হবে না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: পরীক্ষা আর কয়টা বাকি? একটা?
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৭
ব্লগার_প্রান্ত বলেছেন: জি ভাই
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: আসলে ভাত খাই আর ব্লগ দেখি।এখনই পড়তে বসবো<
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: গুড।
লেখাপড়াকে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮
টারজান০০০০৭ বলেছেন: ইহা কি সামুর বিনুদুন ?
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই না।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯
ধ্রুবক আলো বলেছেন: এড গুলো একেবারে ডুবাচ্ছে।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: তাই তো সমাধান চাচ্ছি।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনারাও তাহলে এইসব এড পান। গুগল এডসেন্স যা তা সব ছবি দিয়ে রাখে। এত ক্রশ করি, তাও যায় না। আমি যেটা পাই সেটা অন্য একটা। ঐ একটাই বার বার পাই।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৭
রাজীব নুর বলেছেন: এডসেন্স তো থার্ড পার্টির বিজ্ঞাপন চালায়।
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
আটলান্টিক বলেছেন: ++++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
ছবিটা প্রথম দেখলাম
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ও ছবিটা সবাই দেখতে পারছে না?
তাহলে আমার পিসিতে বার বার দেখাচ্ছে কেন?
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নির্বাক কাকতাড়ুয়া বলেছেন: আমার চোখে অবশ্য কখনও পড়েনাই এই ছবিটা ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: ঘটনা কি?
তাহলে বারবার ব্লগ খুললেই আমি এই ছবিটা দেখতে পাচ্ছি কেন?
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬
স্পার্টাকাস৭১ বলেছেন:
হা হা হা এই সব এ্যাড গুলাতে অতি স্বল্প মাত্রার এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দেয়া আছে যা সহজেই আপনার মনের ভাব বুঝতে পারে আর শরীরের সাথেও মানানসই।
আপনাকে সেটাই দেখানো হয় যা আপনি দেখতে চান বা কোন কলে চেয়েছিলেন। বিশ্বাষ না হলে পড়াশুনা করেন।
সো নাথিং ইজ সিক্রেট ইন দিস ওয়েব ওয়ার্ল্ড!!!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: মানে কি !!!!!!!!!!!
আমি ভুলেও এইসব দেখতে চাই না। প্রশ্নই আসে না।
ছিঃ ছিঃ কি বললেন আপনি??!!!
তাহলে ব্লগে না এসে অই সমস্ত সাইট নিয়েই পড়ে থাকতাম।
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
কলাবাগান১ বলেছেন: আপনি যদি কোন খারাপ সাইটে গিয়ে থাকেন, তাহলে ই আপনার স্ক্রিন এ এমন ছবি দেখাবে....গুগুল বিজ্ঞাপন সবই কাস্টোমাইজড...যারা এসব তাদের স্ক্রিন এ দেখছেন, সবাই....কোনকোন সাইটে ভিজিট করেন, তা বুঝা যাচ্ছে
আজ আপনি গাড়ীর কিনার কোন সাইটে যান, কয়েকটা ক্লিক করে দেখুন, কাল থেকেই আপনার স্ক্রিন এ গাড়ীর বিজ্ঞাপন দেখাবে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: না, খারাপ সাইটে যাই না।
এত সময় কই?
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৩
ওমেরা বলেছেন: আচ্ছা সাময়িক পোষ্ট মানে কতক্ষন ??
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: সমাধান না হওয়া পর্যন্ত।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১
আবু তালেব শেখ বলেছেন: ভালোই লাগে
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: আমার ভালো লাগে না।
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন: উত্তম প্রস্তাব।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১
মোঃ মঈনুদ্দিন বলেছেন: রাজিব ভাই, এটা কী মোবাইলে ব্রাউজ করার সময় না কী পিসিতে দেখা যাচ্ছে? আমি কিন্তু মোবাইলে ব্রাউজ করার সময় দেখেছি কিন্তু পিসিতে দেখিনি। তবে, মনে হয় কোন এড ওপেন করলে অর্থাৎ ভুলক্রমে এতে কোন ক্লিক পড়লে রিমাইন্ডার সিস্টেমেীইটা অটো প্রদর্শিত হতে পারে।
তবে, এটা শুধু আমার ধারণা।
এরকম উৎকট দৃশ্য ব্রাউজিং এর সময় আসলে পাবলিক্লি লজ্জা আসবেই। আশা করি এরকম অসামাজিক, অশ্লীল ছবির এডের বিষয়ে সামু কর্তৃপক্ষ সচেতন হবেন। ধন্যবাদ। ভালো থাকুন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
রাজীব নুর বলেছেন: আমি সব সময় পিসিতেই ব্লগ চালাই। মোবাইলে মজা পাই না।
না, আমি ভুলেও এডে ক্লিক করি নাই।
২৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: রাজিব ভাই, এটা কী মোবাইলে ব্রাউজ করার সময় না কী পিসিতে দেখা যাচ্ছে? আমি কিন্তু মোবাইলে ব্রাউজ করার সময় দেখেছি কিন্তু পিসিতে দেখিনি। তবে, মনে হয় কোন এড ওপেন করলে অর্থাৎ ভুলক্রমে এতে কোন ক্লিক পড়লে রিমাইন্ডার সিস্টেমে এইটা অটো প্রদর্শিত হতে পারে।
তবে, এটা শুধু আমার ধারণা।
এরকম উৎকট দৃশ্য ব্রাউজিং এর সময় আসলে পাবলিক্লি লজ্জা আসবেই। আশা করি এরকম অসামাজিক, অশ্লীল ছবির এডের বিষয়ে সামু কর্তৃপক্ষ সচেতন হবেন। ধন্যবাদ। ভালো থাকুন।
২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: রাজিব ভাই, ২৫ নম্বর কমেন্টটি মুছে দিবেন। দুবার হয়ে গেছে। ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫০
রাজীব নুর বলেছেন: মোছার দরকার কি? থাক।
২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
ব্লগার_প্রান্ত বলেছেন: chrome.google.com/webstore/category/extensions?hl=en ভাই এই লিংকে যান।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২
নতুন বলেছেন: ভাই এই সব এড কিন্তু আপনার ব্রাউজিং পাটা`নের উপরে নিভর করে....
আপনি হয় তো সম্প্রতি এই রকমের সাইটে ঘুরতে গিয়েছিলেন... তাই গুগুল আপনাকে এই রকমের সাইটের ছবি দেখাচ্ছে...
আপনি অন্য আমাজনে বা ফোন কম্পানি বা অন্য কোন ব্যবসা সাইটে ঘুরাঘুরি করুন... সাইটে এই সব দেখাবেনা
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: আমি আমার অফিসের কম্পিউটারে বসি।
অফিসের কম্পিউটারে তো ওই ধরনের সাইট বন্ধ।
৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: যারা বলছেন এইসব এড সম্পূর্ন ব্রাউজিং প্যাটার্নের উপর নির্ভর করে - তারা পুরো চিত্রটা জানেন না।
এইসব এড অনেক ক্ষেত্রে অনুমানের উপরে দেয়া হয়। যেমন, আমার কাছে একটা এড আসত - "ডেট এরাব ওমেন", সাথে এক ভয়ংকর উৎকট মহিলার ততোধিক উৎকট ছবি। আমি কোন ডেটিং সাইটে যাই না, কোন কারন নেই ডেটিং সাইটে যাওয়ার। সম্ভবত কোথাও "আমি মুসলিম" জাতীয় ইনফরমেশন দিয়েছিলাম, সেকারনে আমার সাথে রিলেট করেছে "ডেট এরাব ওমেন"। বড়ই দুর্বল রিলেশন।
ইদানিং আমি ইন্টারনেটে কিছু জিনিস কেনায় সেইসব জিনিসের এড পাই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আবদুল্লাহ।
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বেশ চাঙ্গা ছবি