নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

যতিহীন দীর্ঘতম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯



ঠিক বিকেল পাঁচ টায়-
নিউ মার্কেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছি
দেখি, চারদিকে মানুষ পাগলের মতো ছোটাছুটি করছে
খোঁজ নিয়ে জানলাম, হকারদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ
পুলিশ এসেছে, যাকে সামনে পাচ্ছে তার পিঠেই দিচ্ছে।

আকাশে ক্রমশ মেঘের গর্জন-
আমি আকাশের দিকে তাকাতেই, ঝুম বৃষ্টি শুরু হলো
মনটাই আমার খারাপ হয়ে গেল, আজ আসবে না নীলা
বৃষ্টি থামলো রাত আট টায়, কাক ভেজা হয়েছি আমি
সেন্ডেল গিয়েছে ছিঁড়ে, পা টেনে টেনে হাঁটছি বহু কষ্টে
বৃষ্টির দিনে রাস্তায় মুচি পাওয়া অসম্ভব।

এমন হওয়ার কথা ছিল না-
আজ নীলার সাথে খুব জরুরী অনেক কথা ছিল
ফুলার রোডে সুযোগ পেলে একটা চুমু কি দিতাম না
ছাত্রলীগ আর বৃষ্টি আজকের দিনটি দিলো মাটি করে
ছিঃ ছাত্রলীগ, ছিঃ বৃষ্টি, ছাড়বো না তোমাদের আমি।
ইচ্ছে করছে ছেঁড়া সেন্ডেল ফেলে, খালি পায়ে
এক দৌড়ে যাই নীলার কাছে।
নিজেকে বুঝাই, মন শক্ত করো,
পৃথিবী ভালো জায়গা নয়।

( আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্যতা আমার নেই। তারপরও কিছু দিন পরপর কবিতার মতোন কিছু একটা না লিখলে ভালো লাগে না। এটা আমার দীর্ঘ দিনের অভ্যাস। আসলে মাথার ভিতরে অনেক অনেক লেখা জমা হয়ে আছে। এগুলো ডেলিভারী না করতে পারলে শান্তি লাগে না। লিখতে বসলেই মাথার ভেতর সব শব্দরা নেচে ওঠে। একটার পর একটা শব্দ বসিয়ে যাই আপন মনে। ভয়ঙ্কর অগোছালো এবং বিচ্ছিরি লেখা মানেই আমার লেখা- তা কি আর আমি জানি না!
ছবিটা আমারই তোলা। হাতটা সুরভি'র।
আপনারা ভালো থাকুন। সুস্থ থাকুন।)

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

কামরুননাহার কলি বলেছেন: ওয়াও অনেক সুন্দর কবিতা এবং দুষ্ট-মিষ্টি ভাবির হাতটি দারুন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

চাঁদগাজী বলেছেন:


কবিতা পাহাড়ী নদীর মতো, থামানো মুশকিল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: কাল রাতে আবেগ মাথাচারা দিয়ে উঠেছিল।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ভাইয়া।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবীর।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১২

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো ভাবনাগুলো,আমিও কবিতা বুঝি না তাই বলতে পারবো না কবিতা হয়েছে কিনা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ঙ্কবিতা যে হয় নাই এ ব্যাপারে আমি নিশ্চিত।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: নিজেকে বোঝাই মন শক্ত কর
পৃথিবী ভালো জায়গা নয়!!

কথা সত্য!

তবে ডেটিং ফেটিং পন্ড করার দোষ বৃষ্টির ঘাড়ে না হয় চাপানো যাশয় !!
কিন্তু গোবেচারা নিরীহ ছাত্রলীগকে এর মধ্যে কেন টেনে আনা হে কবি??

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ সব নষ্টের মূল।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই কবিতাতো ভালই লেখছেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পড়লাম গল্প, আর বলছেন কবিতা??

"আসলে মাথার ভিতরে অনেক অনেক লেখাজমা হয়ে আছে। এগুলো ডেলিভারী না করতে পারলে শান্তি লাগে না।" হাহ্ হা হা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসুন।
সময় এখন আপনাদের।

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

তারেক ফাহিম বলেছেন: পৃথিবী ভালো জায়গা নয়, সহমত অাপনার সাথে।

কবিতায় ভালো লাগা+

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন। ভালো থাকবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: আপনার যখন ভালো লেগেছে-- তাহলে বলা যায় কবিতাটা একেবারে মন্দ হয় নাই।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৯

স্বার্থহীন বলেছেন: ভাইয়া “আজ নীলার সাথে খুব জরুরী অনেক কথা ছিল, ফুলার রোডে সুযোগ পেলে একটা চুমু কি দিতাম না” সব চাইতে ভালো লাগছে এই লাইনটা। একটু খানি হাসলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: হাসুন।
হাসি মুখ ভালো লাগে।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর উপস্থাপনা। কাব্যশৈলীতে মুগ্ধ হলাম প্রিয়কবি।
অসাধারণ কাব্যভাবনার সুন্দর কবিতা পাঠে মুগ্ধ ও অভিভূত হলা।
প্রিয়কবিকে জানাই ফাগুনের প্রীতিভরা শুভেচ্ছা। আর আগামী শুভ দোল পূর্ণিমার আগাম প্রীতি আর শুভেচ্ছা।
শুভকামনা রইল সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
প্রাণভরে লিখুন আর লিখতে থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
সর্বদা ও অবিরাম।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: আরে বাব্বা আপনি মন্তব্য করেছেন!!!!
খুব খুশি লাগছে।

আপনার মন্তব্য আমার জন্য গুরুত্বপূর্ণ।
ভালো থাকবেন।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

শায়মা বলেছেন: গুড গুড ভেরী গুড ভাইয়া! :)

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৩২

ব্লগার_প্রান্ত বলেছেন: বৃষ্টি হলো কবিতার মৌসুম। আশা করি এবার মনের মতো বৃষ্টি হবে, কি বলেন?

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৫৯

রাজীব নুর বলেছেন: আশা করতে তো দোষ নেই।

১৫| ০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কবি তা। দারুণ

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.