নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিদেশে বসে দেশের কথা ভাবতে বড় ভালো লাগে

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০২


ছবিঃ দৌলতদিয়া ফেরিঘাট।

১। আমাদের জাতীয় সংগীতটা খুব অদ্ভুত!!
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥

-------বুকের মধ্যে কেমন হাহাকার করে উঠে। আমি যতবার শুনি- আমার চোখ ভিজে উঠে।

২। প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন।
কবি-সাহিত্যকদের লেখার সাথে তাদের জীবনে কাজের কোন মিল নেই- এই ছিল তাঁর ক্ষোভ।

৩। একটা জীবন্ত হাতির বাচ্চা কেনার খুব শখ। আদর ভালোবাসা দিয়ে বড় করবো। তারপর হাতিটা বড় হলে, পিঠে চড়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো।

৪। আশে-পাশে শিক্ষিত মানুষের কোনো অভাব নেই কিন্ত শিক্ষিত বিবেকের খুব অভাব।

৫। প্রতি ৫০ হাজার ব্লগারের মধ্যে একজন হয়তো ধর্ম নিয়ে টানাহেঁচড়া করেন, তাতে কি বাকি সব ব্লগারই ধর্মবিরোধী নাস্তিক হয়ে যান?

৬। আমি স্বপ্নে দেখলাম, একটি নৌকায় আমি সম্পূর্ণ একা। নৌকায় কোনো দাঁড় নেই, কোনো হাল নেই। অথৈ সাগরে নিঃসহায়ের মত একা ভেসে চলেছি।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


আমাদের আরো একটা জাতীয় সংগীত দরকার, যেটা ১৯৭১ সালের জেনারেশনের বীরত্বের কথাও বলবে।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: জাতীয় সংগীত আমাদের এক অস্তিত্বের নাম।
অনেককেই বুকে হাত রেখে জাতীয় সংগীত গাইতে দেখা যায়। এটি আসলে সঠিক নয়। জাতীয় সংগীত গাইতে হবে সোজা হয়ে দাঁড়িয়ে। এবং কারও মাথায় টুপি থাকলে খুলে ফেলতে হবে।

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই হাতির বাচ্চা কিনে রাখবেন কোথায়?

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: গ্যারেজে।
কোরবানীর ঈদের সময় আমরা গরু কোথায় রাখি?

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

নূর-ই-হাফসা বলেছেন: ৪ আর ৫ নম্বর কথা গুলো ভালো বলেছেন ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন হাফসা।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২১

কথাকথিকেথিকথন বলেছেন:




প্লেটোর ইচ্ছ্বে অমূলক নয় ।

আপনার ইচ্ছেগুলো পূর্ণ হোক ।

০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৭

প্রামানিক বলেছেন: আপনি এত ঘন ঘন স্বপ্ন দেখনে -- - - বুঝতি পারছি না- - -

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: স্বপ্নই যদি না দেখি তাহলে বাঁচবো কেমন করে?

৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩২

সোহানী বলেছেন: নামের সাথে লিখার তো মিল খুঁজে পেলাম না!

০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: এটা আমার স্টাইল।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৪

তিহাম বলেছেন: হাতির বাচ্চা, ঘোড়ার বাচ্চা.. দুই'টাই দেখতে খুব সুন্দর।

০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আমার বেশি ভালো লাগে হাতির বাচ্চা।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ১। জাতীয় সংগীত অদ্ভুত বললে আমার কাছে কেমন জানি শুনায়। মধুর বললে আরো ভালো লাগত।

০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: 'মধুর' শব্দ টা ব্যবহার করা উচিত ছিল।
শুধরে নিলাম।

৯| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৯

ধ্রুবক আলো বলেছেন: পোষ্ট ভালো ছিলো, কিন্তু শিরোনামের সাথে তো লেখার মিল নেই।

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: এটা আমার নির্বোধ স্টাইল।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬

জাহিদ অনিক বলেছেন:


কবি সাহিত্যিকদের কথা বাস্তবের সাথে মিল না থাকতে পারে তবে গাজাখুরি নয়

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন অনেক কবি গাঁজা খেয়েই কবিতা লিখতে বসে।

১১| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:১২

জাহিদ অনিক বলেছেন:

হুম জানি, অনেক কবিই গাঁজা খায়। গাঁজা খাওয়া ভালো, পরিমিত হারে

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: বই পড়ার নেশা ছাড়া আমার আর কোনো নেশাই ভালো লাগে না।

১২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: দৌলতিয়া, শব্দটি প্রায়ই আমার বাগানে কাদঁতে আসে। বলুনতো কেন ?
ভাই একটু বিচ্ছিন্ন আছি, আমার বইয়ের তালিকাটি কই?

০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: দৌলতিয়া ???? না পারলাম না। তবে একটা ধারনা করেছি।

গুগলে সার্চ দেন। লিখবেন' ''মৃত্যুর আগে যে ১০০ টি বই পড়তে হবে'' রাজীব নূর খান। দেখবেন সব বইয়ের নাম এবং রিভিউ পাবেন। সেই বই গুলো পড়তে পারেন। সামু ব্লগে ধারাবাহিকভাবে লিখেছিলাম।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার এই সিরিজটি আমি দেখেছি।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.