নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একবার চোখ বন্ধ করে আপনি ভাবুন। আপনি সামু ব্লগের মালিক। ভাবলে ক্ষতি তো নেই। বাজারে চালের দামও তাতে বৃদ্ধি পাবে না। আমি যখন ভাবি আমি সামু ব্লগের মালিক তখন আমার এক আকাশ আনন্দ হয়। গর্বে বুকটা ফুলে যায়। এক মুহূর্তের জন্য এমনটা ভেবে যদি শান্তি পাই সেটা মন্দ কি? কারো তো কোনো ক্ষতি হচ্ছে না। একটা গল্প আছে, গল্পটা এই রকম- এক বিশাল রাজার বাড়ির পাশে এক দরিদ্র কৃষকের কুড়ে ঘর।। কৃষক মনে মনে ভাবে এই যে বিশাল রাজার বাড়ি, এই যে বিশাল বাঁধানো পুকুর ঘাট, এই যে অতি মনোরম ফুলের বাগান। কাগজে কলমে এসবের মালিক রাজা সাহেব। কিন্তু এসবের সৌন্দর্য রাজার মতো আমিও সমান ভাবে উপভোগ করি। কাজেই এক মুহূর্ত সামু ব্লগের মালিক নিজেকে ভেবে ক্ষনিকের জন্য আনন্দ পাওয়া অবশ্যই নির্দোষ একটা আনন্দ।
আমি সামু ব্লগের মালিক হলে- ব্লগে কোনো দুষ্ট লোক (বদ ব্লগার) রাখতাম না। কানটা ধরে বের করে দিতাম। কথায় আছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। প্রতি বছর বড় একটা অনুষ্ঠান আয়োজন করে ব্লগ থেকে সেরা তিনজন লেখক নির্বাচিত করতাম। এবং তাদের প্রত্যেককে নগদ অর্থ দিয়ে সম্মানিত করতাম। সাথে সার্টিফিকেট ও ক্রেস্ট। মোট সাতটা বিভাগ থেকে সাতজন সেরা ব্লগারদের পুরস্কৃত করতাম। যেমন ধরুন, সেরা গল্প, সেরা কবিতা, সেরা অনুবাদ, সেরা রিভিউ, সে প্রবন্ধকার ইত্যাদি। বছরে একটা অনুষ্ঠান করলে সব মিলিয়ে ধরুন পনের থেকে বিশ লাখ টাকাই খরচ হলো। তাতে কি? সামু ব্লগে বিজ্ঞাপন দিয়েই বছরে এক কোটি টাকা আয় করা সম্ভব। সেখান থেকে ব্লগারদের কিছু দেওয়া (সম্মান করা) অনেক বড় আনন্দের কাজ। এটা ব্লগারদের হক। ব্লগাররা দেশের সাধারন মানুষের চেয়ে বেশি হৃদয়বান। এই হৃদয়বান ব্লগারদের জন্য সামুর অবশ্যই দায় দায়িত্ব আছে। এই দায়িত্ব হাসি মুখে পালন করা সামুর মালিকের উচিত।
ঢাকায় সামু ব্লগের একটা অফিস করতাম। অফিসে সামু ব্লগের সম্মানিত ব্লগাররা আসবেন চা খাবে, আড্ডা দিবেন এবং তারা তাদের সুবিধা অসুবিধা, পাওয়া না পাওয়ার কথা গুলো বলবেন। গুরুত্ব সহকারে ব্লগারদের সমস্যার সমাধান করা হবে। সামু ব্লগের অফিস শুধু ঢাকায় না। প্রতিটা জেলায় হবে। ধরুন নাটোর জেলায় ব্লগার সৈয়দ তারেক মাহমুদ থাকে তাকে নাটোর অফিসের প্রধান করা হবে। সে স্থানীয় ব্লগারদের নিয়ে মিটিং করবে। অত্র এলাকায় নানান কল্যাণ মূলক কাজ করবে। নাটোর জেলার অফিসের সব খরচ বহন করবে সামু ব্লগের হেড অফিস। আবার ধরুন আমেরিকাতে সামু ব্লগের অফিস থাকবে। সেই অফিসের প্রধান হবে 'চাঁদগাজী' সাহেব। সে আমেরিকার সামুর সমস্ত ব্লগারদের নিয়ে দেশের ভালো মন্দ নিয়ে আলাপ আলোচনা করবেন। চাঁদগাজী সভাপতির দায়িত্ব পালন করবেন। আমেরিকার অফিসে মিটিং এ কি কি বিষয় নিয়ে আলাপ আলোচনা হলো তা তিনি ব্লগে বিস্তারিত লিখবেন। সামুর সমস্ত ব্লগাররা তা জানতে পারবেন। এইভাবে সারাদেশ এবং ইউরোপ, আফ্রিকা বা মধ্যপাচ্য সব দেশে সামুর অফিস থাকবে।
আমি জানি এবং বুঝি আমাদের মতোন দেশে ব্লগ চালানো চারটিখানি কথা না। সরকার চাইলে বিনা নোটিশে ব্লগ বন্ধ করে দেওয়া কোনো ঘটনাই না। ভিতরে ভিতরে অনেক জটিল হিসাব নিকাশ আছে। অবশ্য সরকারের ব্লগ সম্পর্কে তাদের জ্ঞান কম। তারা বুঝে ব্লগার মানেই নাস্তিক। তাই তো তাদের কুপিয়ে মারা হয়। তবে সরকারের লোকজন অবশ্যই সব সময় ব্লগে নজর রাখে। ব্লগ মালিককে অবশ্যই অনেক রকম ঝক্কি ঝামেলা পোহাতে হয়। অবশ্য সরকারকে সামলে চলা কোনো ব্যাপার না। একটু বুদ্ধি থাকলেই সেটা সম্ভব। সামুর প্রতিটা ব্লগার দেশের একজন সাধারন মানুষের চেয়ে এগিয়ে আছে। জ্ঞান এবং বুদ্ধিতে। একজন সাংবাদিকের চেয়েও একজন ব্লগার জ্ঞান বুদ্ধি বা মন মানসিকতা অনেক বেশি উন্নত। সবচেয়ে বড় কথা সামু ব্লগাররা শুধু সমস্যার কথা লিখে না সমস্যা সমাধানের কথাও লিখে। যা সাংবাদিকেরা কখনও করে না। সাংবাদিকেরা সরকারকে ভয় পায়। তার খুব বেশি তোষামদ করে সরকারকে। ব্লগাররা কোনো রাজনীতিবিদকে ভয় পায় না। ব্লগাররা মনে মনে বলে, তোষামদের মায়রে বাপ। তারা চিৎকার করে যোগ্য কথাটা বলে দেয়। আর যেসব সাংবাদিকরা ব্লগে আছে তারা কোনো না কোনো দলের হয়ে তোষামদি করে। সে যাই হোক, সবাইকে বুঝিয়ে দিতে হবে ব্লগাররা সহজ জিনিশ নয়। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গনজাগরন মঞ্চ উত্তাল করেছিল এই ব্লগাররাই।
যেহেতু আমি সামুর মালিক (মনে মনে) তাই সামু নিয়ে আমার চিন্তা ভাবনার শেষ নেই। সামুর নাম দিয়ে একটা প্রকাশনী খুলে ফেলতাম। বাংলা একাডেমি থেকে অনুমতি নিয়ে ট্রেড লাইসেন্স করে ফেলতাম। সামু ব্লগ থেকে শুধু সামুর ব্লগারদের লেখা বই প্রকশ করা হবে। প্রতি বছর বইমেলাতে বাংলা একাডেমির সাথে দেনদরবার করে ভালো জাগায় একটা স্টল নিয়ে নিতাম। আমার বিশ্বাস সামু প্রকাশনীতে মানুষজন হুমরি খেয়ে পড়বে। সামু প্রকাশনী নিজ খরচে সামুর সেরা লেখা গুলো প্রকাশ করতো। সেরা গল্প গুলো নিয়ে বই বের করবে। কবিতা গুলো দিয়ে বই বের করবে। প্রবন্ধ গুলো দিয়ে বই বের করবে। বইয়ের প্রচ্ছদ এর জন্য চিন্তার কিছু নাই। সামু ব্লগেই ভালো ভালো চিত্রশিল্পী আছেন। তারা প্রচ্ছদ করার পর তাদের অবশ্যই সম্মানী দেওয়া হবে।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই পাবেন।
কোণ বইয়ে যেন পড়েছিলাম- '' স্বপ্নেই যদি পোলাও খাবেন তাহলে ঘি ঢালতে এত কার্পণ্য কেন?''
২| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৯
চাঁদগাজী বলেছেন:
আপনি মননশীল মালিক হতেন, সন্দেহ নেই!
তবে, আপনার ও আমার মাঝে শত্রুতার উদ্ভব হচ্ছে নাকি? আপনি আমাকে সভাপতি বানানোর কথা বলাতে আমার মনে কিছু সন্দেহের সৃষ্টি হয়েছে।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২
রাজীব নুর বলেছেন: সভাপতি তো যোগ্য লোককেই করতে হয়।
সবাইকে তো আর দায়িত্ব দেওয়া যায় না।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১
মো:হাবিবুর রহমান(হাবিব) বলেছেন: স্বপ্নেই যদি পোলাও খাবেন তাহলে ঘি ঢালতে এত কার্পণ্য কেন?
প্রথমত নিচে নামতে নামতে এই কমেন্টটা ভালা লাগছে..। এর পর থেকে স্বপ্নে পুলাও খাইলে ইচ্ছেমত ঘি দিবানে.।
তয়, এগ্গা কথা হইলো, সামুর মালিক হলে আপনার কথাও কিনা ভোটের পরের নেতাদের হতো ভাবতাছি.
তবে আসার কথা হইচ্ছে- আপনার যা প্রকাশ করার দরকার ছিলো, কৌশলের সাথে প্রকাশ করে দিয়েছে। এইটা ভালা লাগছে, সামু কতৃপক্ষ দেখলে আপনার মূল্যবান খন্ডচিন্তার চিন্তার দাম দিবে অাসাকরি.।
মালিক হলে কি কি করতেন না, তার পোষ্ট এর জন্য বসে রইলাম দাদা.
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: না না। রাজনীতিবিদের মতো কখনই কিছু করতাম না। আমি তো দুষ্টলোক না। আমি সহজ সরল ভালো মানুষ ছোটবেলা থেকেই।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৪
জাহিদ অনিক বলেছেন: আরেহ বাহ!! বিশাল চিন্তাভাবনা। আপনি ভালো চিন্তা করেছেন। ব্লগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে সেজন্য প্রচার ও প্রসার জরুরী।
কথাটা ভালো লাগলো, আমি মনে মনে ধরেই নেই আমিই ব্লগের মালিক! নিজের মন মত লিখতে পারি। অর্থের জন্য কখনো ব্লগে লিখিনি। অনেকেই অবশ্য নানাভাবে ইনফ্লুয়েন্স করেছে অন্যের ব্লগে লিখে কি লাভ? লেখাও চুরি হয়ে যাচ্ছে সম্মানীও পাচ্ছেন না, তারচেয়ে নিজে ব্লগ খুলেন!
আমি জানি নিজে ব্লগ খুলে চালানো চাট্টেখানি কথা নয়। আর সামু থাকতে অন্য ব্লগের দরকারই বা কি! সামু তো আমারই ব্লগ!
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
সামু আমাদের ব্লগ।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৮
ইব্রাহীম আই কে বলেছেন: ব্লগাররা আসবেন, চা খাবেন, আড্ডা দিবেন। আর এমনটা হলেই কিন্তু আপনাদের মতো কিছু মহৎ মানুষের কাছ থেকে সরাসরি কিছু শিখার সৌভাগ্য হত।
যাইহোক, আপনারা চাইলে কিন্তু একটা গেট-টুগেদার এর আয়োজন করতে পারেন অন্তত।
০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: ইবরাহীম ভাই গেট টুগেদার হবে। অপেক্ষা করুন।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩১
সুমন কর বলেছেন: ভালো চিন্তা !!
০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪
আকতার আর হোসাইন বলেছেন: প্রিয় রাজিব ভাই, এমন যদি হতো তাহলে সত্যি খুবি ভালো লাগতো, একেবারে স্বপ্নের মতো।।।
সামুর মালিক তো ইচ্ছা করলে এটা করতে পারবে বলে আমি বিশ্বাস করি...
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: এই তো আসল পয়েন্ট ধরেছেন।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:২৮
সিসৃক্ষু বলেছেন: আমি বোধহয় আপনার লেখা বা কথা চিনে গেছি। প্রথম লাইনটা পড়েই একটু হেসে ফেললাম। মনে মনে বললাম, এটা রাজিব নূরই হবে। তাকিয়ে দেখি তাই!
অতুলনীয় পোস্ট হয়েছে।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:০৪
সিসৃক্ষু বলেছেন: Very much sorry I am, রাজীব নূর, আপনার নামের বানান ভুল লেখার জন্য।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: এটা আমার কাছে বড় কোনো ব্যাপার না।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৩
সিসৃক্ষু বলেছেন: কমেন্ট দিয়ে উপরে ফিরে যেতেই দেখি আপনার নামে নূর বানানে ন-এ ু দেওয়া। আমার তো মাথায় হাত। তার মানে, আবারও একটা ভুল করেছি আপনার নামের বানানে! তক্ষুনি আবার দেখি আপনার পরিচয়ের জায়গায় ন-এ ূ দেওয়া। কোনটা সঠিক?
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: রাজীব নূর খান।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪৫
সোহানী বলেছেন: চমৎকার ভাবনা এবং প্রতিটি ভাবনায় সহমত। এবং যে সব প্রস্তাব দিয়েছেন তা ও কিন্তু অসাধারন। এবং সেটা সম্ভব। শুধু দরকার কিছু উদ্যোগী মানুষ।
আর হাঁ, কানাডার শাখার দায়িত্ব তাইলে কিন্তু আমার.......... হাহাহাহাহা
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: জ্বী কানাডা শাখার দায়িও আপনার।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: আমার পুরো নাম খানা আপনার পোষ্টে দেখে আমি আপ্লুত। আপনার সাথে একদিন চা খাইতেই হবে দেখছি। আপনার ভবনাগুলো ভাল। খুব ভাল লাগলো পোষ্ট।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:০৭
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার ভাবনা ভালো আবার বেছে বেছে ভালো ভালো সভাপতিও নিয়েছেন।
০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: সভাপতি ভালো না হলে তো সমস্যা।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯
সামিয়া বলেছেন: কিউট সব চিন্তা চিন্তা ও মাঝে মাঝে কিউট হয় কিন্তু
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩
আল ইফরান বলেছেন: খুব সুন্দর চিন্তা করেছেন, রাজিব ভাই।
আমি গ্রেটার নারায়নগঞ্জ এলাকার সভাপতির দায়িত্বের জন্য আগেই একটু তদবীর করে গেলাম আর কি, হে হে হে
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: হা হা হা
অবশ্যই অবশ্যই।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আহা এমন চিন্তা কয়জনে করে।
স্বপ্নের মত কিছু কথামালা।
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সামু ব্লগে বিজ্ঞাপন দিয়েই বছরে এক কোটি টাকা আয় করা সম্ভব।
রাজীব নুর ভাই, পথটা একটু দেখিয়ে দেন না, প্লিজ! আর, কয়েকটা কোম্পানী'র সাথে দুয়েকটা মিটিং, এতেই হবে।
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: আপনি কি সেলস এ কাজ করেন? না করলে বুঝবেন না।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: যদি কোন দিন সামুর মালিক হয়েই যান..
মিষ্টি আপনার জন্য ফ্রি।
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: বয়স হচ্ছে ইদানিং মিষ্টি ভালো লাগে না। ঝাল টাকল কিছু খাওয়ায়েন।
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন ভাই, ভালো লাগলো আপনার আইডিয়া গুলো। কোনএকদিন আপনার ইচ্ছে গুলোর মধ্যে অনেক ইচ্ছে পূরণ হতেই পারে।
আমার মনে হয় না সামু এতটাকা আয় করার মতো এড যুক্ত করতে পেরেছেন, তবে চেষ্টা করছেন। বছরে অর্ধ কোটি টাকা খরচ করে বাংলা ব্লগ চালানো কতটা কষ্টের সেটা জানা আপাই বুঝতেছেন, তার উপর ঝক্কিঝামেলা তো আছেই, আছে মৃত্যুর হুমকিও। তারপরও কেবল বাংলা ও বাংলাদেশকে ভালোবেসে চলেছেন তিনি। তার জন্য দোআ রাইখেন ভাই।
ভালো লাগলো আপনার পোষ্ট।
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: জানা আপুর জন্য এক আকাশ শ্রদ্ধা।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৯
মোস্তফা সোহেল বলেছেন: এমন হলে ভালই হত।
০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭
সনেট কবি বলেছেন: আপনার পোষ্টটা পড়ে মনটা ভরেগেল। খুব ভালো আইডিয়া।
০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।
২২| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বছরে কোটি টাকার বিজ্ঞাপন কিভাবে পাওয়া যায় ভাই? যদি দিতে পারেন, তাহলে ব্লগ মালিকদের সাথে কথা বলে আমরা ২০% নিয়ে নিবো। আপনার ১০ আমার ১০। রাজি কিনা বলেন?
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: অবশ্যই বলতে পারবো। কিভাবে টাকা ইনকাম করতে হয় আমার সাথে আলোচনায় বসেন, আমি পানির মতো সহজ করে বুঝিয়ে দিব।
আমি গিয়ে তো আর টাকা এনে দিব না। তবে আমি পথ দেখিয়ে দিব। খুব কঠিন কিছু না।
২৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাই, অধমের দিকেও খেয়াল রাইখেন!
পোস্টের শেষ প্যারাটা কাকতালীয় ভাবে আমার ভাবনার প্রতিফলন ।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: বেশ।
২৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯
আল ইফরান বলেছেন: রাজীব ভাই, আপনার স্বপ্নের চাপ সহ্য করতে না পেরে মডু সাহেব কোটি টাকার স্বপ্নের থিওরেটিক্যাল এক্সাম নিতে চলে আসছেন।
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ব্যাপার না।
কথাটা আমি আবেগ থেকে বলি। এটা সম্ভব।
২৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
তারেক ফাহিম বলেছেন: ভাবতেও প্রশান্তি আসে
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:০০
প্রামানিক বলেছেন: বিনা পয়সায় মালিক হয়ে ব্লগের লাভের অংশ পেলে ক্ষতি কি?
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৫
রাজীব নুর বলেছেন: আমি আমার লাভের জন্য বলি নি। সমগ্র ব্লগার আর ব্লগ মালিকের ভালোর জন্য বলেছি।
২৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬
ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো পোস্ট+
ভাই সামুর মালিক কে?? চিনেন নাকি?
ভালো কথা, আমরাও খান বংশ
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: আমি তাদের চিনি কিন্তু তারা আমাকে চিনেন না।
২৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অতি উত্তম প্রস্তাব। তবে তাই হোক।
০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২৯| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭
শাহারিয়ার ইমন বলেছেন: ভাই আপনার কোটা আছে ? এমনি এমনি মালিক হতে পারবেন না
১২ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: কোটা ব্যাপারটাই আমার পছন্দ না।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ব্লগের মালিকানার ভাগ চাই