নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

Never talk to strangers

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০



১। লিখলেই তো লেখক হওয়া যায়। কিন্তু সাহিত্যিক হতে হলে ভিন্ন একটা কিছু থাকা লাগে। কিছু মানুষ প্রেম ভালোবাসা উপন্যাসকেও ইসলামী করণ করে ফেলেছে। যে কারণে, তারা হুমায়ুন, আনিসুল হক, ইমদাদুল হক মিলনদের উপন্যাসের চেয়ে বেশী হালাল মনে করে কাসেম বিন আবু বকরের উপন্যাসকে!! এক শ্রেণীর মুসলমান সব কিছুতে ইসলামী লেভেল থাকলে পুলকিত হয়ে থাকেন। যেমন- কিছু লোকদের বলতে শোনা যায় ইরানী ছবি দেখা যেতে পারে। কেন ভাই? ইরানী ছবিতে নায়ক নায়িকা হাত ধরে না।

২। কিছু কিছু শব্দের উপর আমার খুব ঘৃণা জমেছে। যেমন 'কঠোর হুশিয়ারি', মন্ত্রীরা প্রায়ই কঠোর হুশিয়ারী দিয়ে থাকেন। ফলাফল শূণ্য। টিভি চ্যানেল দেখলেই মন্ত্রীরা 'কঠোর হুশিয়ারী' শব্দটা খুব বেশি বলেন। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি অথবা ট্রেনের টিকিট কালো বাজারি হলে মন্ত্রীরা 'কঠোর হুশিয়ারি' দিয়ে থাকেন। আরেকটা শব্দ 'তদন্ত কমিটি'। আসলে, 'তদন্ত কমিটি' হলো, মানুষকে ধোকা দেয়ার একটি উন্নতমানের পথ! আজ পর্যন্ত কোন তদন্ত কমিটি তদন্ত করে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে?....তদন্ত কমিটি করা হয় হত্যাকারীকে কিভাবে বাঁচানো হবে তার পথ বের করার জন্য, তদন্ত কমিটি করা হয় কোনভাবে রাজনৈতিক ফায়দা নেয়া যায় কি না সেই পথ বের করার জন্য, তদন্ত কমিটি করা হয় ঘটনাকে সাজিয়ে গুছিয়ে অন্যদিকে প্রবাহিত করার জন্য। তদন্ত কমিটি নয় তদন্ত কমেডি ।

৩। বালিশে মাথা রাখা মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য আমার না। আমাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়।

৪। আমাদের নবীজি (স.) মাছের গন্ধ সহ্য করতে পারতেন না। তিনি কখনো মাছ খান নি। একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেয়া হয়েছিল। দুর্গন্ধ বলে তিনি সরিয়ে রেখেছিলেন।

৫। অঙ্গভঙ্গির মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে বিশ্বের সর্বোৎকৃষ্ট উদাহরণ হল চার্লি চ্যাপলিন।

৬। কাল রাতে হুট করে খুব ভয় পেলাম, খুব। ভয়ে আমার হাত পা কাঁপছে। ঘামে সারা শরীর ভিজে গেছে। পাশে সুরভি গভীর ঘুম। উঠে যে ওয়াশ রুমে যাবো, সেই সাহসও পাচ্ছি না। সুরভিকেও ডাকতে পারছি না। বেচারা আমাকে দেখে ভরসা পায়। এখন যদি দেখে আমার এই অবস্থা, তাহলে তাকে ভরসা কে দিবে? কেন ভয় পাচ্ছি? নিজেকে বার বার বুঝাতে চেষ্টা করেও ব্যর্থ হলাম। মনে হচ্ছে ঘরে কেউ আছে, হাটছে, ফিস ফিস করে কথা বলছে। মনে হলো যেন তাদের নিঃশ্বাসের শব্দও পাচ্ছি। প্রচন্ড ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছে।

নিজেকে নিজেই বারবার বুঝাচ্ছি- ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভূত বলতে কিছু নেই, মন আমার বুঝ মানছে না। ঠিক এই সময় রান্না ঘরে বেসিনের কল ছাড়ার স্পষ্ট শব্দ শুনলাম। মনে হচ্ছে আজ আমি মরেই যাবো। ঘর অন্ধকার করে ঘুমানোর অভ্যাস আমার। ঘরের লাইট বন্ধ। কিন্তু আমি খুব গভীর ভাবে তাদের অস্তিত্ব টের পাচ্ছি। বাধ্য হয়ে সুরভিকে ডেকে তুললাম। সুরভি লাইট অন করে প্রচন্ড অবাক হলো। আমাকে জড়িয়ে ধরলো। বলল, কোনো ভয় নেই। ভয়ের কি আছে? এই যে আমি! ছোট বাচ্চারা ভয় পেলে বড়রা যেভাবে জড়িয়ে ধরে ভয় দূর করে ঠিক সেভাবে সুরভি আমাকে আগলে রাখলো। অনেকক্ষন পর ভয় কমলো। দুই মগ ঠান্ডা পানি খেলাম।

ভয়টা কেন পেলাম? ভয় পেয়েছি কারন রাতে ঘুমানোর আগে ভূতের বই পড়েছি। নাম 'দ্য থিং ইন দ্য ক্লজিট' কোলকাতার একজন অনুবাদ করেছে। সেই বইয়ে খুন খারাবি, মানুষ কাটাকাটি, মৃত মানুষ, কবরস্থান, রক্ত সবই ছিল। এর মধ্যে গতকাল মানে শুক্রবার পর পর দুইটা ভূতের মূভি দেখেছি। একটা হলো 'Drag Me To Hell' আরেকটার নাম 'জুলিয়া’স আইজ'।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আজকেও ডুব দেবেন নাকি????


উত্তর না পেলে লেখা পড়বো না।:D

২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: আজ বলেই ডুব দিবো।
এখন খাবো। তারপর 'তাজ উদ্দিন আহমেদ নেতা ও পিতা' বইটা পড়বো। শেষে ৫২ পাতা এখনও বাকি আছে।
সকালে বাজারে যেতে হবে। ফ্রিজ খালি।

এবং আগামীকাল একটা ভূরের গল্প পোষ্ট করবো। পড়ার আমন্ত্রন।

২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


২ নং: কঠোর হুশিয়ারী, তদন্ত করা হবে, জনতার রায়ই শেষ রায়, জনতা আমাদের সাথে আছে, জনতা মানবে না, আমরা এলে দেশের উন্নতি হয়, এই ৬ বাক্য শুদ্ধভাবে বলতে পারায় ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সেক্রেটারী করা হয়েছে

২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: সম্পূরন সহমত।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"কিছু লোকদের বলতে শোনা যায় ইরানী ছবি দেখা যেতে পারে। কেন ভাই? ইরানী ছবিতে নায়ক নায়িকা হাত ধরে না।"
-- --- ওদের সিনেমাতে ধর্ষন, লিপকিস, সেক্সি শিলার গান হয় না। ইরানি মুভি আমিও দেখি। সুপার......

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: তদন্ত কমেডি নিয়ে বা দেখলে ত + দন্ত বিকশিত করে অট্টহাসি দিই।

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: হাসুন।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩

রাসেল উদ্দীন বলেছেন: ভালো বলেছেন!

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ৫ নং এর সোর্স জানতে আগ্রহী।
আমি ঘৃণা করি 'পেরা' শব্দটা!

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: চ্যাপলিনের মুভি গুলো দেখেন। তাহলে আপনি নিজেই বুঝবেন।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩২

কাওসার চৌধুরী বলেছেন: রাজীব ভাই। এতো কিছু করতে সময় পান! আপনার এনার্জি থো মারাত্মক!! যাক সে কথা লেখাটি দূর্দান্ত হয়েছে। বিশেষ করে "হালালিকরণ" নীতিটা। কোন কিছুর সাথে ইসলাম জুড়ে দিলেই অনেক পাবলিক হালাল মনে করে। তাহলে "মিয়া খলিফার" মুভিও নিশ্চয় হারাম নয়!!!

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০১

আল আমিন সেতু বলেছেন: সবকিছুর সাথে ইসলামি শব্দ যোগ করলেই হালাল হয় না। এটা বিভিন্ন মানুষরা ব্যবসার উদ্দেশ্যে করে থাকে যেমন বিভিন্ন সুদি ব্যাংক রা ও নামের শেষে ইসলামী শব্দটি লেবেল লাগিয়ে ধোঁকা দেয় অথচ সেখানে ইসলামের ছিটেফোটা ও নাই।

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।

৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:০৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ সুন্দর পোষ্ট।
যে শব্দের প্রতি ঘৃণা সেই শব্দ যদি লেখকে কোনো না বলতো!!
শুভ কামনা রইল।

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩০

মাহের ইসলাম বলেছেন: বালিশে মাথা রাখার সৌ ভাগ্য হয়না কেন?

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ঘুম আসতে অনেক সময় লাগে।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৪২

নোয়াখাইল্ল্যা বলেছেন: মাঝেমাঝে ভয় পাওয়া ভাল।তবে তদন্ত কমিটির কার্যকলাপ এর জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন আবশ্যক।

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:০৩

জাহিদ অনিক বলেছেন:


অপরিচিতদের সাথে কথা না বললে পরিচিত হব কিভাবে ?

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: তাও ঠিক।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রাজীব ভাই, ৪ নং এর ব্যাপারে কিন্তু ফেইসবুকে আপনাকে অনেক খোজা হচ্ছে রেফারেন্সের জন্য আই মিন হাদিস বা কোরান থেকে। এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন না। একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সাধারণ জানাশোনার বিপরীতে, তা বলতে গেলে অবশ্যই হাদিস বা কোরানের উদ্ধৃতি আবশ্যক।

ধীরে ধীরে নিজের একটা অবস্থান গড়ে তুলতে সমর্থ হয়েছেন। অসাড় কিছু বলে নিজেকে হাস্যকর করবেন, আশা করি সেটা আপনি চান না।

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ভাই শুভ দুপুর।
আসলে কোন বইতে পরে ছিলাম, আমার মনে নাই। বানিয়ে লিখি নাই। শুধু বানিয়ে কেন লিখব?

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:১৪

ক্স বলেছেন: হযরত মূসা’দ্দাদ (রহঃ) হযরত জাবির (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন, আমরা জায়শুল খাবাতের যুদ্ধে অংশগ্রহন করেছিলাম, আর আবূ উবায়দা (রাঃ) কে আমাদের সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। পথে আমরা ভীষন ক্ষুধায় আক্রান্ত হয়ে পড়ি। তখন সমুদ্র আমাদের জন্য আম্বর নামের একটি মরা মাছ তীরে নিক্ষেপ করে দিল। এতো বড় মাছ আমরা আর কখনো দেখিনি। এরপর মাছটি থেকে আমরা অর্ধ মাস আহার করলাম। একবার আবূ উবায়দা (রাঃ) মাছটির একটি হাড় তুলে ধরলেন আর সাওয়ারীর পিঠে চড়ে একজন হাড়টির নিচ দিয়ে অতিক্রম করল (হাড়ে স্পর্শ লাগেনি)। ইবনু জুরায়জ বলেন) আবূ যুবায়র (রহঃ) আমাকে জানিয়েছেন যে, তিনি জাবির (রাঃ) থেকে শুনেছেন, জাবির (রাঃ) বলেন: ঐ সময় আবূ উবায়দা (রাঃ) বললেন, ‘তোমরা মাছটি আহার কর। এরপর আমরা মদিনা ফিরে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বিষয়টি অবগত করলাম। তিনি বললেন, খাও। এটি তোমাদের জন্য রিযক, আল্লাহ্ পাঠিয়ে দিয়েছেন। আর তোমাদের কাছে কিছু অবশিষ্ট থাকলে আমাদেরকেও স্বাদ গ্রহন করতে দাও। একজন মাছটির কিছু অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এনে দিলে তিনি তা খেলেন।

গ্রন্থঃ সহীহ বুখারী (ইসলামী ফাউঃ),পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন , অধ্যায়ঃ ৫১/ মাগাযী (যুদ্ধাভিযান) হাদিস নাম্বার: 4023

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: তখন আম্বর ছাড়া অন্য কোনো খাবার ছিল না। তাই বাধ্য হয়ে এই মাছ খেতে হয়েছিল।
আর ইয়েমেনে অন্য অনেক খাবার ছিল তাই নবীজী মাছ ছুয়েও দেখেন নি।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: কঠোর হুশিয়ারি আর তদন্ত কমিটি এই দুইটি শব্দ সত্যি অর্থহীন হয়ে পড়েছে।

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: রাজীব নুর খান!!!! দায়সারা প্রতিউত্তর????:(

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: যদি সঠিক উত্তর দেই, দিতেই হয়- তাহলে হয়তো আপনি রাগ করবেন।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

শামচুল হক বলেছেন: তদন্ত কমেডি কথাটা ভালো লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আরবী হরফে কোন গালাগালি লেখা থাকলেও কি তাকে সম্মানের সাথে চুম্বন করতে হবে?

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

রাজীব নুর বলেছেন: যদি বিশ্বাস আর ভালোবাসা থেকে চুম্বন করা যায়, সেটা ভালো।

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ১ নং নিয়ে কিছু বলার নেই।
২ নং নিয়ে শুধু হাসবো,

৩ নং নিয়ে আপনার দুশ্চিন্তার জন্য আমিও দুঃখিত কিন্তু নিজের জন্য চিন্তিত নই।

৪ নং

৫ নং সহমত।

৬ নং নিয়ে,আমার একটা ছোট্ট প্রয়াস আছে, যেটা চলমান। পড়ার অনুরোধ রইল।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২০| ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি লেখেন ভালো।

২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: দোয়া চাই। স্বচ্ছ পবিত্র দোয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.