নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৪৮

১৭ ই মে, ২০১৮ রাত ১২:২০



১। গতকাল রাতে স্বপ্ন দেখলাম- আমি অর্থমন্ত্রী হয়েছি। আমার গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়ছে। পেছনের সিটে আমি চোখ বন্ধ করে বসে আছি। ফাইল হাতে ড্রাইভারের পাশে বসে আছে আমার পিএস। সামনে পেছনে পেপু বাজিয়ে গাড়িতে আছে সিকুরিটির লোকজন। হঠাত রাস্তায় গাড়ি থেমে গেল। আমি আমার পিএস মকবুল কে বললাম- কি হয়েছে? পিএস জানালো স্যার রাস্তায় খুব জ্যাম। আমি বললাম- রংসাইড দিয়ে যাও।

২। আসল রহস্য পদার্থ বিদ্যা বা অংকে না-আসল রহস্য মানুষের মনে।আকাশ যেমন অন্তহীন মানুষের মনও তাই। পৃথিবীর বেশির ভাগ অংকবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতেন।আকাশের দিকে তাকালে জাগতিক সব কিছুই তুচ্ছ মনে হয়।We are so insignificant.আমাদের জন্ম মৃত্যু সবই অর্থহীন। (আমিই মিসির আলি।পৃ:৭৯)

৩। আমি ভালো নেই, ভালো নেই কেউ, ভালো নেই দেশ। ভালো নেই দোয়েল-কোয়েল-শ্যামা-ময়না-টিয়া-চড়ুই। ভালো নেই শাপলা-শিউলী-হাসনাহেনা-পদ্ম-বকুল-চাঁপা-জবা। ভালো নেই মাঠ-ঘাট-পথ-প্রান্তর-নদী-হাওর-বিল-পাহার-টিলা-সমতল। ভালো নেই পীর-মোয়াজ্জিন-পুরোহিত-পাদ্রি-ভিক্ষু-আউল-বাউল। ভালো নেই কৃষক-শ্রমিক-লেখক-প্রকাশক-কবি-শিল্পী-অধ্যাপক-জেলে-নাপিত। ভালো নেই আকাশ-বাতাস-মাটি-জল। ভালো নেই বঙ্গোপসাগর। ভালো নেই মন্দির-মসজিদ-গীর্জা-প্যাগোডা-মাজার।
আমাদের ভালো না-লাগার, ভালো না-থাকার তালিকা দীর্ঘ করে দিচ্ছে রাষ্ট্র-সমাজ-ধর্ম আর ক্ষমতাবানগণ।

৪। মানুষের অর্থনৈতিক অবস্থার সাথে তার চিন্তা করার ক্ষমতার সম্পর্ক আছে।

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:২৯

বিষাদ সময় বলেছেন: ১ আর ৩ এ একই ঘটনা দুইবার কেন??

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: স্যরি ভাই। ভুল হয়ে গেছে।

ধন্যবাদ।

২| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩০

হবা পাগলা বলেছেন: এই জন্যই লালন বলে জন্ম দিয় না, জন্ম আত্মা কে বিভাজন করে

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩২

অনুতপ্ত হৃদয় বলেছেন: এক ঘটনা দুইবার পড়ে গেছে ………ভালো লাগলো

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: এডিট করে দিয়েছি।

৪| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৩৩

বিষাদ সময় বলেছেন: ব্লগাররাও যে ভাল নেই সে কথা কে বলবে???

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: ও এটা বাদ পড়ে গেছে।

৫| ১৭ ই মে, ২০১৮ রাত ১২:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পকেট ভারী তো চিন্তাশক্তিও ভারী...

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক কথা।

৬| ১৭ ই মে, ২০১৮ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


৫ নং, জাতির বেলায় আরো বেশী প্রয়োজ্য

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই মে, ২০১৮ রাত ২:০৪

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার পোস্ট। তিন নম্বরটা রিপিট হয়ে গেছে।

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: এডিট করেছি।
কাল রাতে পোষ্ট করেই, মুভি দেখা শুরু করেছিলাম ।

৮| ১৭ ই মে, ২০১৮ রাত ২:০৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: # ৫ নং ভালো লাগল।

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কথা।

৯| ১৭ ই মে, ২০১৮ রাত ৩:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তিন নম্বরটা নিদারুণ সত্য কথা। য‌দিও আপ‌নি ঘু‌মের ঘো‌রে ছি‌লে ব‌লে ওহ রা‌বিশ বল‌তে ভু‌লে গি‌য়ে‌ছি‌লেন। ভা‌লো জি‌নিস দুইবার পোস্ট দি‌তে হয়। রি‌পিট করা‌তে দুইবার পড়ার সু‌যোগ পেলাম।

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১০| ১৭ ই মে, ২০১৮ ভোর ৬:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১ ও ৩ দুইবার টাইপ হয়েছে। ৪ কবিতার মতো - দারুণ।

ভালো লেগেছে...

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪০

ফারহানা সুন্দর মন বলেছেন: আপনার স্বপ্ন বাস্তবে রূপলাভ না করুক এটাই কাম্য

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কখনো কখনো মনে হয় জন্ম মৃত্যু সবই অর্থহীন। পক্ষান্তরে যখন ভালো কিছু করবেন অথবা কোন কিছুতে সফলতা আসবে তখন মনে হয় জন্ম অর্থহীন নয়।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০০

কামরুননাহার কলি বলেছেন: ভালো লাগলো ভাইয় আপনার লেখাটি।

১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫২

মুচি বলেছেন: পোস্টটি চিন্তার উদ্রেক ঘটালো। তবে ভালো আছে কি কেউ? ভালো থাকার উপায়টা কি?

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: আপনিই খুজেই বের করুন।

১৫| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাঁদগাজী বলেছেন: ৫ নং, জাতির বেলায় আরো বেশী প্রয়োজ্য

৫ নম্বরটা ভালো লাগায় সেটা খেয়ে ফেলতে হবে?
সব খেকোর দেশ, বাংলাদেশ

১৭ ই মে, ২০১৮ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: খেকো তো আমরাই।

১৬| ২২ শে মে, ২০১৮ রাত ৮:১৬

স্ব বর্ন বলেছেন: খুব সুন্দর প্রকাশ ।অর্থহীন হয়ে যায় জন্ম-জন্মান্তরের হিসেব ক্ষমতার চাঁদরে।

২২ শে মে, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.