নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কাল রাতে আমি ভূত দেখেছি !

২২ শে মে, ২০১৮ রাত ৮:৪১



১। আজ অফিসের অনেক গুলো কাজ নিয়ে বের হয়েছি। রোদ নেই কিন্তু প্রচন্ড গরম। ঘামে পুরো শার্ট ভিজে একাকার। রাস্তায় জ্যাম নিত্যদিনকার জ্যাম। রোজার জন্য অফিস আদালত সাড়ে তিনটা, চারটার মধ্যে সব বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কাজ গুলো সব আজই শেষ করতে হবে। ধানমন্ডিতে এক অফিসে গিয়েছি। পুরো অফিস এসি। মুহূর্তে আমার ভালো লাগায় ভরে গেল মন। বুঝতে পারছি দ্রুত আমার ঘামে ভেজা শার্ট শুকিয়ে যাচ্ছে। ঠান্ডায় আরামে ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। টানা দেড় ঘন্টা ঘুমালাম। অফিসের কেউ আমাকে ডাকেনি।

একদল লোক আছে যারা কর্মের খাতিরে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে-ফিরে, হাহুতাশ করতে-করতে যখন গরমে টিকতে পারে না, তখন তারা এসিওয়ালা শপিংমলে, অথবা কোনো অফিসে, হাসপাতাল অথবা প্রাইভেট ডায়াগনিষ্ট সেন্টারের ওয়েটিং রুমে বসে শরীল ঠান্ডা করে নেয়। গরম'ই তাকে বাধ্য করেছে এপথ বেছে নিতে।

২। গাছ কেটে পরিবেশের বিপর্জয় ঘটিয়ে পৃথিবীর উন্নত এক সভ্যতা, মায়া সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। অন্যান্য দেশ যেখানে ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানোর নির্দেশ দিচ্ছে, সেখানে আমাদের দেশে নানান অজুহাতে গাছ কাটা বেড়েই চলেছে।
১৯৯০ সালে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং ২০২০ সালে তাপমাত্রা হবে ৫০ ডিগ্রী সেলসিয়াস।

৩। দিনের শেষে আমি বুঝতে পারলাম- বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।

৪। মারাত্মক এক সমস্যায় পড়েছি। সারাক্ষন মৃত্যুর কথা চিন্তা আসে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয় আমি আর বেশিদিন বাঁচবো না। হাতে সময় খুব কম।
ডাক্তার বললেন, মৃত্যুভয় থাকাটা ভাল।
মনোরোগ বিশেষজ্ঞ বললেন- মুভি সিরিজ Final Destination দেখুন মৃত্যুভীতি আর থাকবে না। মসজিদের ইমাম বললেন, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সব ঠিক হয়ে যাবে।
আর আমি নিজেকে বলি- সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়।

৫। আপনি যদি ভুল মানুষের সঙ্গে সময় ব্যয় করেন, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। কারণ আপনি যে মূল্যবান সময় ব্যয় করছেন, তা আর ফিরে আসবে না কখনো। আপনার চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যথায় নেতিবাচক মানসিকতার মানুষেরা নিজেদের পাশাপাশি আপনাকেও ডোবাবে।

৬। হাদিসে শাড়ির কথা নেই। কিন্ত শাড়ি দিয়ে বানানো কাথা গায়ে দিচ্ছে তাবলীগ জামায়াতের হুজুররা বিশ্ব ইজতেমাতে। হাদিসে চিংড়ি মাছ খাওয়ার কথা নেই। আমরা খাই। হাদিসে তিন বেলা ভাত খাওয়ার কথা নেই। আমরা খাচ্ছি। মাছের ছুটকি খাওয়ার কথা নেই। কিন্তু আমরা এসব খাচ্ছি। মালয়েশিয়ার লোকরা কাকড়া খায়। কাকড়া খাওয়ার কথা কি হাদিসে আছে?

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৫৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ১ম মন্তব্যটা করেই ফেললাম :)

২২ শে মে, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: কি খাবেন বলুন?

২| ২২ শে মে, ২০১৮ রাত ৮:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: মায়া সভ্যতার বিলুপ্তির কারনটা জানা ছিলো না। জানলাম।

২২ শে মে, ২০১৮ রাত ৯:০০

রাজীব নুর বলেছেন: প্রচুর পড়তে হবে প্রচুর। অন্য কোনো বিকল্প নাই।

৩| ২২ শে মে, ২০১৮ রাত ৯:০০

কাইকর বলেছেন: সুন্দর লেখা।লাইক দিলাম

২২ শে মে, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: মন্তব্য করা, লাইক দেওয়া এসব আপনার অধিকার বা দায়িত্বও বলা যায়।

৪| ২২ শে মে, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


ভুত আপনার থেকে ব্লগিং শেখার চেষ্টা করছে নাকি?

২২ শে মে, ২০১৮ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: অনেক ভূত ব্লগের আশ পাশ দিয়ে ঘুরাঘুরি করে। তাদের জন্য আমাদের কিছু করা উচিত।

৫| ২২ শে মে, ২০১৮ রাত ৯:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার গল্পটা পড়ে দেখবেন তাহলেই হবে।
ধন্যবাদ।
VIP

২২ শে মে, ২০১৮ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই। এটা আমার দায়িত্ব।

৬| ২২ শে মে, ২০১৮ রাত ৯:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ভূত দেখে কাউকে বলতে হয়না। বললে ভূতে পায়।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: হায় হায়---
তাহলে তো ভুল হয়ে গেল ।

৭| ২২ শে মে, ২০১৮ রাত ৯:১৭

স্ব বর্ন বলেছেন: এমন বিষয়ে প্রকাশ ভঙ্গিটা অসাধারন হয়েছে ধন্যবাদ এত সুন্দর করে লেখার জন্য।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে মে, ২০১৮ রাত ৯:২৭

ভুয়া মফিজ বলেছেন: মায়া সভ্যতার বিলুপ্তির কারন 'গাছ কাটা' এটা কোথায় পেলেন? বিলুপ্তির আসল কারন কারো জানা নেই। ৬ নং পয়েন্টের জন্য আপনাকে প্রচুর পড়তে হবে।
বাকীগুলো আপনার টিপিক্যাল লেখা। সুখপাঠ্য। :)

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৯| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৪৩

অনুতপ্ত হৃদয় বলেছেন: আপনার চারপাশের মানুষের কাছে আপনার কি চাওয়ার আছ? হয়তো চান, তারা আপনাকে ভালোবাসুক, আপনাকে বিশ্বাস করুক, আপনার বিপদে পাশে থাকুক, যে কোনো কিছুর বিনিময়েই আপনাকে ছেড়ে না যাক। তাই নয় কি?

হ্যা ঠিক এই চাওয়া গুলোও আশা করে, আপনার থেকে আপনার চারপাশের মানুষগুলো । তাই আগে সবার মনে আপনার প্রতি বিশ্বাস স্থাপন করুন । আপনি আগে সবার দিকে এগিয়ে যান, কাউকে কিছু না দিয়ে কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করে বোকারা। আশা করি ততোটা বোকা আমরা নই ।

চলুন নিজে পাল্টাই, চাওয়ার আগে আর একবার দেওয়ার হিসেবটা মিলিয়ে দেখি, চাওয়ার প্রত্যাশা না করে বরং নিজেকে বিলিয়ে দিন, প্রতিদান আসবেই। আসতে বাধ্য।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: দারুন সুন্দর বলেছেন।

১০| ২২ শে মে, ২০১৮ রাত ১০:০৭

কাওসার চৌধুরী বলেছেন: আপনার প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে (৫) ইউনিক।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫০

অর্থনীতিবিদ বলেছেন: গুরুত্বপূর্ণ সব পয়েন্ট। বাস্তবতা, নৈতিকতার কতিপয় চিত্র আর তার সাথে আত্ম উপলব্ধির আহবান।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

১২| ২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৪

প্রামানিক বলেছেন: পয়েন্টগুলো খুবই ভালো লাগল। ধন্যবাদ

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আজকেই তাজিন আহমেদ মারা গেলেন।
৬ নং-এ যা লিখলেন, তা হল কুযুক্তি। মাজারপন্থীদের মত যুক্তি...

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু আমাকে কষ্ট দেয়।

১৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:৫৭

সফেদ বিহঙ্গ বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:২৭

নীল মনি বলেছেন: "দিনের শেষে আমি বুঝতে পারলাম- বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।"
কথাটা কিন্তু দারুণ বলেছেন।
পোস্ট পড়ে মনে হল লেখকের ভয়াবহ মন খারাপ।একটু এলোমেলো আছেন।

ভালো থাকুন :)

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.