নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রহমতের থালা নিয়ে আবার এসেছে মাহে রমজান
একমাস আমাদের নাযাতের, পুণ্যের আর মুক্তির
ভুলেও যেন একটি রোজা তোমার বন্ধু, না হয় ক্বাযা
মুঠো ভরে করো দান জনে জনে, সওয়াব নাও কামিয়ে
খোদার কাছে তাহাজ্জুদের পুণ্যটুকু চেয়ে নিতে করোনা ভুল
আল্লাহ বলেন, আমি নিজেই দেবো এর প্রতিদান-
দয়াময় কবুল করো মোনাজাত, ক্ষমা করো গোনাহ-
আবার সবাই যেন ফিরে পাই পবিত্র মাহে রমযান
পরকালে যেন মোদের জান্নাত হয় ঠিকানা।
(আমি কবি নই। কবিতা লেখার সামান্য যোগ্য আমি নই। তবুও কবিতার মতোন করে কিছু একটা লিখতে চেষ্টা করেছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ভালো থাকুন। সুস্থ থাকুন। )
২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৫
রাজীব নুর বলেছেন: সাজ্জাদ ভাই অনেক ধন্যবাদ।
ঈদে কি দেশে আসবেন?
২| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪০
শামচুল হক বলেছেন: কবিতা সুন্দর হয়েছে, খারাপ হলেও আমি হাঁয়ের বিপক্ষে যাবো না।
২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: আপনি কবি। তাই আপনি নরম মনের মানুষ। তাই কবিরা কাউকে কষ্ট দিতে চায় না।
৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪০
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।
২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: লাবণ্য ১ কই?
৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:০২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মাশাল্লা ভালো হইছে।
২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৪
রাজীব নুর বলেছেন: আপনি তো আমাকে ভুলেই গেছেন!!!
এক হাজার বছর হয়ে গেছে আমার পোষ্টে আসেন না।
৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৩
অর্থনীতিবিদ বলেছেন: কবিতার মধ্য দিয়ে সবাইকে যে বার্তাটা দিতে চেয়েছেন ঐটাই আসল। সে হিসেবে এটি একটি সার্থক কবিতা।
২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আপনি বুদ্ধিমান।
৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
১২ মাসের মাঝে এই মাসটি নিয়ে হাজার কোটী কবিতা, গজল লেখা হয়েছে; বাকী ১১ টা মাস এই মাসের কাছাকাছি হলে, জীবনটা সুখেই কেটে যেতো।
২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: উফ আপনি বুঝেন না কেন???
ব্যাপারটা আসলে----
মানে ইয়ে---
ভালো থাকুন।
৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৫
কাইকর বলেছেন: সুন্দর কবিতা
২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: কাইকর সাহেব আছেন কেমন? দিনকাল কেমন কাটছে? ভবিষ্যৎ ইচ্ছা কি?
৮| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৫২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: লেখক বলেছেন: আপনি তো আমাকে ভুলেই গেছেন!!!
এক হাজার বছর হয়ে গেছে আমার পোষ্টে আসেন না।
রমযান মাসে আমি কিছুটা অনিয়মিত। তাছাড়া ব্লগে আসলে আপনার পোষ্ট পড়ি। দুই চারটায় মন্তব্য ও আছে।
সামনে এগিয়ে যান। পাশে আছি।
২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: এই তো চাই।
ভালোবাসা নিরন্তর।
৯| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৪৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজীব ভাই ভাল হয়ে গেছে, সবাই বলেন আমিন!
২৮ শে মে, ২০১৮ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: আমিন।
১০| ২৮ শে মে, ২০১৮ রাত ১১:১২
কাওসার চৌধুরী বলেছেন: কে বলে আপনি কবি নন!! আপনার কবিতাটি ভাল হয়েছে।
২৮ শে মে, ২০১৮ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর বড় ভাই।
১১| ২৯ শে মে, ২০১৮ সকাল ৮:২৩
অলিভিয়া আভা বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ভাইয়া
২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:০৪
সাইন বোর্ড বলেছেন: ভাল লাগল নির্মল অাশাবাদ...
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৪০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: আরেকটা লেখার অনুপ্রেরনা পেলাম।
১৪| ২৯ শে মে, ২০১৮ সকাল ১১:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইরে, গরীব মানুষ। দেশে আসার টাকা কই পাবো? দেশের কথা খুব মনে পড়ে। এমন পচা একটা দেশ তাও মিস করি । আফসোস!
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: এত ঢং করবেন না। গরীব মানুষ। টাকা নাই।
যদি সত্যি আপনার টাকা না থাকে তাহলে আমি টাকা দিব,।
১৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ২:০৫
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: আমিন।
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: হুম।
১৬| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৩:১৯
ব্লগার_প্রান্ত বলেছেন: কোন মুভির লিংক লাগবে ভাই?
২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২
রাজীব নুর বলেছেন: প্রলয়
বাইশে শ্রাবন
ঘুড্ডি
আপাতত এই তিনটা দেন।
১৭| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ব্লগার_প্রান্ত বলেছেন: আপনি এই খানে অনেক ভা.ব. মুভি পাবেন কিন্তু একটা সমস্যা আছে view this link
২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: সেই রকম একটা লিঙ্ক দিছেন। গ্রেট।
ছবি চেঞ্জ করছেন। ভালো করেছেন।
১৮| ২৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
২৯ শে মে, ২০১৮ রাত ৮:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।
১৯| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৩৯
নিশাচড় বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর।
৩০ শে মে, ২০১৮ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সুন্দর হইয়াছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন।
আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে। হাঁ জয়যুক্ত হয়েছে।