নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। শাহেদ গবেষনা শুরু করেছে। গবেষনার বিষয় ভালো মানুষ। রীতিমতোন সে কাগজ কলম নিয়ে রাস্তায় নেমে গেছে। ভালো মানুষ খুঁজে বেড়াচ্ছে। অন্ততপক্ষে একজন ভালো মানুষ খুঁজে না পাওয়া পর্যন্ত সে সারা বাংলাদেশ চষে বেড়াবে এটাই তার পরিকল্পনা। প্রয়োজনে সে প্রতিটা জেলায় যাবে, যাবে গ্রামে থেকে গ্রামে। সারা বাংলাদেশে কি কোনো ভালো মানুষ নেই? শাহেদ তার এই মহৎ কর্মে আমাকে সাথে নিতে চেয়েছিল। আমি স্পস্ট করে মানা করে দিয়েছি। এবং বলে দিয়েছি ফাজলামোর একটা সীমা থাকা উচিত। তবে আমার ধারনা বাংলাদেশে কোনো ভালো মানুষ নেই। যদিও শাহেদকে আমি এই কথা বলিনি। কি দরকার বেচারাকে আশাহত করা। সে যদি সত্যি একজন ভালো মানুষ পেয়ে যায়!
২। ওরা কারা, যারা ছাত্রলীগের নামই শুনতে পারে না? আরে ভাই ওরা তো আমাদেরই ভাই বন্ধু। সবচেয়ে বড় কথা ওরা এদেশের সন্তান। ওদের বাবা মা অনেক আশা নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে লেখা পড়া করতে পাঠায়। ওরা লেখাপড়ার পাশাপাশি, দেশকে ভালোবাসার কারনে- পড়ালেখার ফাঁকে ফাঁকে ছাত্র রাজনীতি করে। ছাত্র রাজনীতি খারাপ কিছু না। ছাত্র রাজনীতি থেকেই অনেক বড় বড় নেতা বের হয়ে আসে। আর এই ছাত্ররাই দেশের বড় সমস্যা দেখা দিলে সবার আগে এগিয়ে আসে। ৫২ তে, ৭১ এ তাদের ভূমিকা আমরা দেখেছি। এরশাদের পতনেও তারা বিরাট ভূমিকা রেখেছে। এজন্য তারা বলে তাদের আছে ইতিহাস আর ঐতিহ্য। আসল কথা বলি, ছাত্রলীগের গুনগান না করলে আমাকে দিনে দুপুরে সবার সামনে কুপিয়ে মেরে ফেলবে। ওরা বড় ভয়ঙ্কর। ওদের বুকে কোনো মায়া দয়া নেই। ওরা জালিম। পাকনামি করে নিজের জীবনটা অকালে হারাতে চাই না। জয় হোক ছাত্রলীগের।
মানবতা হলো মানুষের ধর্ম বা বৈশিষ্ট্য যার দ্বারা একজন মানুষ পুর্নাঙ্গ মানুষে পরিনত হতে পারে। এক কথায় মানবতা হলো- মানুষের জন্য মানুষের ভালোবাসা,স্নেহ মায়া মমতা।
৩। এক ব্যাঙ ক্ষুধার্থ এক সাপের সামনে আসতেই সাপটা তাকে এক ছোবলেই ধরে ফেললো। ব্যাঙটা জানে না, সে আদৌ আর সাপের মুখ থেকে মুক্তি পাবে কি না। তবু সে বাঁচার জন্য অনেক শোর-চিতকার করতে লাগলো। অথচ কেউ আর তার সাহায্যে এগিয়ে আসল না। কিন্তু সাপ জানে যে, এই ব্যাঙ আর তার কবল থেকে কখনো মুক্তি পাবে না। সে আর কিছুক্ষণের মধ্যেই তার খোরাক হয়ে যাবে। তাই সে ব্যাঙটাকে খুব মিষ্টি করে বললো, “প্রিয় ব্যাঙ, আমি তোমাকে খুব ভালবাসি।
নিজের আনন্দের জন্য লিখে যান। টিকে থাকবে কিনা, খ্যাতিময় হবে কিনা- সময়ের হাতেই সেটা ছেড়ে দেয়াই বোধ হয় যথার্থ হবে।
( গতকাল হাতের আঙুলে লোহার দরজায় চাপ খেয়েছি। রক্ত বের হয়ে ভয়াবহ অবস্থা। আঙুল ফুলে গেছে। প্রচন্ড ব্যাথা। প্রায় ৪৮ ঘন্টা হয়ে গেছে টাইপ করতে পারছি না। লিখতে পারছি না। শেষে এখন এক আঙুল দিয়ে টাইপ করছি। ডাক্তারের কাছে যাব কিনা বুঝতে পারছি না।)
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন।
অনেকদিন পর আপনাকে দেখলাম।
২| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১
ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নূর ভাই গল্প সুন্দর হয়েছে তবে কথা হচ্ছে ডাক্তারের কাছে যাওয়াটা জরুরী বলতে খুবই জরুরী, আঙ্গুলে ব্যাথা কেমন তার ভুক্তভোগী আমি তাই আমি জানি কেমন তার ব্যাথা । আপনার সুস্বাস্থ্য কামনা করছি । ।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: প্রচন্ড ব্যাথার কারনে জ্বর এসে গেছে। তাই একটা নাপা খেয়ে নিছি।
ডাক্তারের কাছে যেতে ইচ্ছা করে না।
৩| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সাইন বোর্ড বলেছেন: লেখায় ভাল টান অাছে ।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: কি যে বলেন না!!!
৪| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
রাকু হাসান বলেছেন: সত্যিই শাহেদ যে গভেষনা শুরু করছে ,সেটাই ভাল মানুষ পাওয়া দুষ্কর এ সমাজে ।
আমি অবাক হচ্ছি... লিখতে কেমন ভালবাসা থাকলেেএকজন এক আঙ্গুলেও লিখে পোস্ট দেয়!
আপনার সুস্থতা কামনা করছি অতি শীঘ্রই
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।
৫| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় ছোটো ভাই
অটোতে ফেরার পথে টাইপ করছি। ফলে টাইপো হতে পারে। এবার বলি ১ - আমি যদি শাহেদ হই তাহলে এতদ্রুত হা্ল ছাড়বো না। সামু ব্লগেই আগে খুঁজবো এবং পেয়েও যাবো। হা হা হা।
২- ছাত্রলীগ সম্পর্কে ঐ প্যারার শেষ লাইনই হবে মন্ত্রশক্তি । চাইবো ওদের শুভবুদ্ধির উদয় হোক।।
৩- ব্যাঙের জন্য সমবেদনা থাকলো। পরজন্মে যাতে ঘটনা রিভার্স হয় ব্যাঙের জন্য সেই কামনাই থাকলো। হা হা হা।
৪- আঙ্গুলে লেগে গেছে, সত্যিকার অন্তর থেকে ব্যাথিড। ইমিডিয়েট একটা এ. টি. এস নেওয়া জরুরী । অথবা হোমিও ক্যালেনডুলা লাগালে ইনফেকশটা রিমুভ হবে। আমারা দ্রুত আরোগ্যলাভ কামনা করি।
অনেক শুভ কামনা প্রিয় ছোটো ভাইকে।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: দাদা আপনি অনেক ভালো।
৬| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডাক্তারের কাছে যান এবং তা দেরী না করেই।
আপনার সুস্থ্যতা কামনা করছি
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:১৮
রাজীব নুর বলেছেন: আমি অসুস্থ না।
জাস্ট আঙুলে ব্যাথা পেয়েছি।
৭| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
কাওসার চৌধুরী বলেছেন: প্রিয় রাজীব ভাই।
(১) বাংলাদেশে হাজার হাজার ভালো মানুষ আছেন; যারা শুধু বাংলাদেশ কেন পৃথিবীর যেকোন ভাল মানুষদের কাতারে নিজেদের নিয়ে যেতে পারবেন। এসব ভাল মানুষদের আমরা খালি চোখে দেখি না। এ জাতির চোখে ছানি পড়েছে বলে।
(২) খাঁটি কথা; সহমত।
(৩) এটাই পরম ভালবাসা; এটা বাঙালিদের ভালবাসার নমুনা।
নীচের দুঃসংবাদটি শুনে মনটা খারাপ হয়ে গেল। প্রয়োজন হলে ডাক্তারের কাছে যান। এজন্য কালকে আপনাকে ব্লগে পাইনি। শুভ কামনা রইলো।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: ১। বাংলাদেশের কয়েকজন ভালো মানুষের নাম বলুন?
আপনিই বলুন কেমন লাগে? মাথায় ৩/'৪ টা লেখা অথচ লিখতে পারছি না।
৮| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
সিগন্যাস বলেছেন: ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই ভাইয়া।মাঝে মাঝে রক্তপাত হওয়া শরীরের জন্য ভাল।এইজন্য প্রাচীন যোদ্ধারা দীর্ঘায়ু লাভ করতো।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২১
রাজীব নুর বলেছেন: দারুন মন্তব্য করেছেন।
গ্রেট।
৯| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
ফ্রেকচার হলে, আংগুল বাঁকা হয়ে যাবে, ঘি তুলতে সহজ হবে; ডাক্তারকে দেখাতে পারেন, ফ্রেকচার হলে বলতে পারবে!
ছাত্র রাজনীতি থেকে যারা নেতা হয়েছে, উহারা ঘোড়াও নয়, গাধাও নয়, সোজাসুজি খ্চ্চর!
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: না ফ্রেকচার হয়নি।
চারপাশ রক্ত জমে কালো হয়ে আছে। প্রচন্ড ফুলে গেছে। আঙুল নাড়াতে পারছি না।
নাপা খেয়েছি। আশা করি আগামীকাল ঘুম থেকে উঠে দেখব সব ঠিক হয়ে গেছে।
১০| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০
কাওসার চৌধুরী বলেছেন: প্রো-পিকটা ঝাক্কাস হয়েছে।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রোফাইল পিক টা সুন্দর হয়েছে। আঙ্গুল ঠিক হয়ে যাক সেই কামনা করি...
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৪
রাজীব নুর বলেছেন: ঠিক তো হবেই।
বাসে উঠেছি। দাঁড়িয়ে আছি। সিট নেই। বাস চলছে কিন্তু আমি বাসের হেবডেল ধরতে পারছি না ব্যাথায়। কি অবস্থা বলেন/??!!!
১২| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৩
চঞ্চল হরিণী বলেছেন: 'নিজের আনন্দে লিখে যান' গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার লেখার প্রতি এত তীব্র ভালোবাসা দেখে নতুন করে আপনার প্রতি সমীহ আসলো। সাপের 'ভালবাসি' বলাটা এই সমাজের মিষ্টিমুখে কথা বলা নেতাদের ইঙ্গিত। আপনার আঙ্গুলের দ্রুত সুস্থতা কামনা করছি।
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: জয় বাংলা।
১৩| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখা ভালো লাগল! আপনার আঙ্গুলের অবস্থা শুনে খারাপ লাগল!
০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: ঠিক হয়ে যাবে।
আমি ভাবছি যদি এ ব্যাথা ছোট্র একটা বাচ্চা পেত??!!!
আল্লাহ যা করে ভালোর জন্যই করে।
১৪| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৯:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
স্যার, বিদেশী পোশাকে আপনাকে খুব স্মার্ট লাগছে।
আচ্ছা, আমাদের জাতীয় পোশাক কী??
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৪২
রাজীব নুর বলেছেন: পাঞ্জাবী। লুঙ্গি।
১৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৯:০৩
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: ভালো মানুষের সংজ্ঞা টা যেন কি !! ভুলে গেছি
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: ভালো মানুষ কারো ক্ষতি করে না। মিথ্যা বলে না। রাস্তায় মেয়েদের দিকে কুৎসিতভাবে তাকায় না। অসৎ হয় না। মানূষকে ঠকায় না। দরিদ্রদের উপকার করে।
১৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৪৫
আমি ব্লগার হইছি! বলেছেন: খুব সুন্দর লেখা রাজীব ভাই। আপনাকেও খুব সুন্দর লাগছে।
০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩৬
জাহিদ অনিক বলেছেন:
শাহেদকে আমার কাছে পাঠিয়ে দিন ! আমি মানুষ খারাপ না
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: কথাটা মন্দ বলেন নি।
১৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৩
গরল বলেছেন: প্রোপিকটা যথেষ্ঠ সুন্দর হয়েছে তবে ব্লগার ব্লগার মনে হচ্ছে না, মণ্ত্রী মণ্ত্রী মনে হচ্ছে।
০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬
রাজীব নুর বলেছেন: ঠিক আছে কয়দিন পর বদলে দিব।
১৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
তারেক ফাহিম বলেছেন: রাজিব ভাই যে
একটু দেরি হলো মন্তব্যে আসতে।
এখনতো মন হয় আংগুলের অবস্থা ভালো।
প্রো ফিকটি অনেক সুন্দর হয়েছে।
০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: আঙ্গুলের অবস্থা বেশ। ব্যথা ৯০% কমে গেছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টুকরো টুকরো সাদা মিথ্যার আড়ালে কিছু সত্য বয়ান পড়লাম।