নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। কোনো একদিন অন্ধকারে চলতে চলতে আমি তোমার কাছে পৌছাতেও পারি, অথবা অন্ধকারই হতে পারে আমার প্রকৃত জন্মস্থান। আমার শরীরের প্রতিটি রক্ত প্রবাহের ধারায় জীবনানন্দের বিষন্ন ট্রামগুলো চলাচল করে কিনা, জানিনা; তবে এতটুকু জানি আমি আসলে মৃত মানুষ। এখন তোমরা যাকে দেখতে পাও সেতো আমি নই আমার ছায়া মাত্র।
২। মেয়েদের ঘর সংসার ছাড়া আর কিছু করার নেই ? ছেলেদের বিয়ে করা আর মেয়েদের বিয়ে করা কিন্তু এক ব্যাপার নয় । ছেলেদের বিয়ে করা অনেকটা আনন্দের ব্যাপার, একটু ভারমুক্ত হওয়ার ব্যাপার । কারণ তাকে দেখাশোনা করার একজন আসছে । কিন্তু মেয়েদের বিয়ে করার মানেই হচ্ছে ভয়, উদ্বেগ, অনিশ্চয়তা । নিজের পরিবার ছাড়তে হবে, সন্তান ধারণ থেকে আরও অনেক কিছুর দায়-দায়িত্ব নিতে হবে। এবং তার পরে সংসার ছাড়া তার আর কিছু করার থাকবে না ।
কোনো পুরুষই কখনও মেয়েদের সত্যিকারের কষ্ট বুঝতে পারে না । সিপপ্যাথাইজার হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু মেয়েদের আসল মস্যাটা শুধু মেয়েরাই টের পায় ।
ছেলেদের প্রবলেম গুলো কি মেয়েরা বুঝতে পারেব ?
ধারালো মেয়েরা আজকাল ইচ্ছা করেই ব্যক্তিত্বহীন আবুল টাইপ, জো-হুজুর মার্কা পুরুষদের পছন্দ করে । তাতে তাদের ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকে, যা খুশি করতে পারে, স্বামীকে ইচ্ছে মতো চালাতে পারে ।
আসলে মানূষের মন স্বভাবতই এলোমেলো । চিন্তাগুলোকে পর্যায়ক্রমে সাজাতে পারে না বলে তার সিদ্দান্তে আসতে দেরী হয় বা কখনই আসতে পারে না।
৩। সমুদ্রের নীল পানি রাশির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অপার দিগন্ত বিস্তৃত নীল আকাশের দিকে অনেক্ষণ চেয়ে থাকলে মনটা দেখবেন বেশ শান্ত হয়ে যায় ।
নীল রঙ আমাদের মস্তিষ্কের উপর সরা সরি প্রভাব ফেলে – এবং কামিং হরমোন ( calming hormones ) গুলিকে নির্গত করতে উদ্দীপনা যোগায় । যা আমাদের মনটা কে অনেকটা শান্ত করে দেয় ।
৪। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিকে ইলেক্ট্রিক্যাল চেয়ারে বসানোর পর সে পুলিশকে জিঞ্জাসা করলঃ স্যার, খুব বেশী কষ্ট হইব?
পুলিশঃ আরে না !! অল্প একটু।
কিছুক্ষণ পর আসামি মাগো বাবাগো বইলা চিল্লাইয়া উইঠা বললঃ স্যার এত গরম লাগে কেন, জ্বলতাছে, মনে হয় পুইড়া যাইতাছে...!
পুলিশঃ চুপ কইরা বইসা থাকেন, কারেন্ট নাই, চেয়ারের নীচে মোমবাতি দিয়া মৃত্যুদন্ড কার্যকর করা হইতাছে...!!!
৫। প্রত্যেকটা মানূষের মধ্যেই লুকানো, অব্যবহৃত কিছু গুন আছে । সে হয়তো সারা জীবন নিজের সেই গুনটার কথা জানতেই পারে না । লোকে কত ভালোবাসার কথা বলে, কিন্তু ভালোবাসা কাকে বলে তা তাদের জানা নেই । প্রেমিক প্রেমিকারা কত ভালোবাসার কথা-টথা বলে বিয়ে করে- তারপর তাদের ঝগড়ার জ্বালায় বাড়ীতে কাকও বসতে পারে না ।
আপনি কি আরণ্যক উপন্যাসটা পড়েছেন ?
যে লোকটা জঙ্গলে নতুন নতুন গাছ লাগিয়ে বেড়াত । জঙ্গলটা তার নিজের নয়, গাছ লাগালে তা থেকে কোও লাভও হতো না । শুধু জঙ্গলটাকে সুন্দর দেখাবে বলে। এটাই হলো- ভালোবাসা । কেউ কি পারবে এই ভাবে ভালোবাসতে ?
আজকাল ইউনিভার্সিটি'র ভালো ভালো ছেলে-মেয়েরা চাকরির পরিধির বাইরে আর কিছু বুঝতে চায় না ।চাকরি ছাড়াও যে সাকসেস বলে আর একটা ব্যাপার আছে, তা তারা বুঝতেই পারে না ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: সু চি অতি দুষ্ট মহিলা।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
সাগর শরীফ বলেছেন: সুন্দর লিখেছেন !
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
স্রাঞ্জি সে বলেছেন:
৬। যার যেটা ইচ্ছা তা করুক।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: হা হা হা ---
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচা।
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দিনে দিনে জ্ঞানের ভান্ডার বেড়ে চলেছে।
নিজেকে বেকার ভাবা শুরু করেছি। এটাই বুঝতে বুঝতে সব কিছু সংগ্রহ করি। আর কিছু নাই
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: বেকার যেন না থাকতে হয়, তাই বুদ্ধি কাজে লাগান।
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬
মাহমুদুর রহমান বলেছেন: বরাবরের মতই ভালো লিখেছেন।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০
মোঃ হোসাইন খাঁন বলেছেন: আমার নাম- হোসাইন খান । ভাবছি এবার এশিয়া কাপে বাংলাদেশের হয়ে খেলব । ভাল লাগে রা.নু, চাঁ.গা, কা.চৌ সহ গুনি ব্লকারের লেখা পড়তে । কোন সংস্কারকুতে আমার নেই বিশ্বাস । নিজের দেশটাকে কঠোর ভাবে ভালবাসি । অত্যাধিক শ্রদ্ধা করি পরিশ্রমি মানুষকে
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১
আবু মুহাম্মদ বলেছেন: কথা গুলো ভাল লেগেছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিয়ে এখন ছেলে ও মেয়ে দুইজনের জন্যই কঠিন পরীক্ষা। বিশেষ করে ছেলেদের। কারণ, তার উপরই একটা মেয়ের বাকী জীবনের দায়িত্ব বর্তায়...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: সহমত।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৫
জাহিদ অনিক বলেছেন:
মিথ্যে এত টুকরো টুকরো কেন ?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: কঠিন প্রশ্ন।
উত্তর আপাতত দিচ্ছি না।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৬
বাকপ্রবাস বলেছেন: অন্ধকারে আলো নেই
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: অন্ধকারের জন্যই আলো বুঝা যায়।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: চার নাম্বারটা পড়ে হাসি পাচ্ছে । যাইহোক ভাইজান চালিয়ে যান । অনেক শুভ কামনা রইল ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
এ.এস বাশার বলেছেন: বেশ ভালো... ৩ নং এ জেনেছি ও ৪ নং এ হেসেছি......
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: বাহ !!!
১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৮
জহির আসাদ বলেছেন: মিথ্যেরা ছোট ছোট টুকরোর আকারে থাকলেও অনেক সত্য লুকিয়ে আছে যা আমরা অনেকে অনুভব্ করতে পারলেও অনেকেই আবার তা প্রকাশ করতে পারিনা বা করি না। সত্যি ভালো লাগলো টুকরো মিথ্যেগুলো। ধন্যবাদ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন জহির ভাই।
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাংলাদেশ প্রস্তুত ছিল না, তাই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়নি: সু চি