নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৬৮

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১



১। শেষ নবী মহম্মদ সাঃ ১৪ টি বিয়ে করেছেন।
মহানবী ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজাকে বিয়ে করেন।
মহানবী ৫১ বছর বয়সে সাওদাকে বিয়ে করেন।
মহানবী ৫২ বছর বয়সে মাত্র ৬ বছরের শিশু আয়শাকে বিয়ে করেন।
মহানবী ৫৪ বছর বয়সে হাফসা কে বিয়ে করেন।
মহানবী ৫৫ বছর বয়সে জয়নব কে বিয়ে করেন। তিনি ছিলেন বিধাব।
মহানবী ৫৫ বছর বয়সে উম্মে সালমা কে বিয়ে করেন।
মহানবী ৫৮ বছর বয়সে সাফিয়া কে বিয়ে করেন।
মহানবী ৫৭ বছর বয়সে মেরী কে বিয়ে করেন।

তাঁর স্ত্রীদের মধ্যে দুজন ছিলেন, খলিফাদের কন্যা। স্ত্রীদের অধিকাংশই ছিলেন সুন্দরী ও গুণবতী। একজন ভাল রাধুনীও ছিলেন। কয়েকজন ছিলেন বুদ্ধিমতি। তবে হাদিসে সুন্দরী মেয়েদের বিয়ে করার কথা বলা হয়েছে। কুমারী ছিলেন শুধুমাত্র খ্রীস্টান সম্প্রদায়ের মেরি। একজন ছিলেন ইহুদী। এদের অনেকেই ছিল অসহায়, তাদের স্বামীরা যুদ্ধে মারা গিয়েছিল। এদের বিশেষ প্রেক্ষাপটে এবং সামাজিক অবস্থায় বিয়ে করেন।

২। বাংলা ভাষায় এ যাবতকালের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক কে– এই প্রশ্ন করা হলে সুকুমার রায়কে নিয়ে কোন সংশয় থাকবে বলে মনে হয় না। ‘আবোল তাবোল’ ছড়ার বইয়ের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে 'ননসেন্স রাইমিং' ধারার সূচনা করেন, যা বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার।
প্রেসিডেন্সী কলেজে পড়ার সময় ননসেন্স ক্লাব গড়ে তুলে আবোল তাবোল ছড়া নামে একটি নতুন ধারার সূত্রপাত করেন। সৎ পাত্র, কাঠ-বুড়ো, রামগরুড়ের ছানা, খিচুড়ি, কাতুকুতু বুড়ো সহ আরও অনেক বিখ্যাত কবিতা এসময়ের সৃষ্টি। পরে উচ্চশিক্ষার্থে বিলেত গমন করেন। সেখান থেকে ফিরে এসে মন্ডা ক্লাব (Monday Club) নামে একই ধরণের আরেকটি ক্লাব খুলেছিলেন।

আজ ছড়াকার, সাহিত্যিক, রম্যরচয়িতা সুকুমার রায়ের জন্মবার্ষিকী।আবোল তাবোল ছড়াকার সুকুমার রায়ের ১২৬তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

৩। বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বকালের সেরা কয়েকটি চরিত্রের মধ্যে একটি 'ফেলুদা'। ফেলুদা'তে দেখা যায় আরেক চরিত্র 'সিধু জ্যাঠা'। সিধু জ্যাঠা চিরকুমার। বিয়ে-শাদী করেনি। প্রচুর টাকার মালিক। সে তার টাকা কাজে লাগায় বই কিনে। দিন রাত বই পড়েন। সে এক জীবন্ত তথ্যকোষ। প্রচন্ড জ্ঞানী। ফেলুদা বিভিন্ন তথ্যের জন্য সিধু জ্যাঠার কাছে যান। সিধু জ্যাঠা সাহায্য করেন।
এক গল্পে দেখা যায় সিধু জ্যাঠা ফেলুদাকে বলছেন, গোয়েন্দাগিরিতে নামলে আমি তোমাকেও হারিয়ে দিতে পারতাম। ফেলুদাও সায় দেয় তাতে।

৪।
সাইনবোর্ডে লেখা আছে- শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র জায়গা। এখানে প্রস্বাব করবেন না। তারপরও ছবির এই ছাগল এখানে প্রস্বাব করছে। এই রকম ছাগল ঢাকা শহরে অভাব নাই।
রাস্তা মাত্র ঢালাই করেছে তবুও কোনো না কোনো ছাগল সেই কাঁচা ঢালাই পাড়িয়ে যাবে। যাবেই। কেউ যেন পাড়া দিতে না পারে তার জন্য মিস্ত্রীরা চারপাশে ভাঙ্গা ইট দিয়ে রেখেছে, রসি দিয়ে আটকে দিয়ে। তবুও সেসব সরিয়ে কোনো না কোনো ছাগল কাঁচা রাস্তা পাড়িয়ে যাবেই। ছাগল গুলো এই কাজ গুলো কেন করে?

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

নজসু বলেছেন: (১) মেরি কি যুদ্ধবন্দী ছিলেন? মহানবীর ৫৫ বছর, ৫৭ বছর, ৫৮ বছর ক্রমান্বয় হলে ভালো হতো মনে হয়।
আপনি দিয়েছেন ৫৫, ৫৮, ৫৭ বছর। (এটা আমার ধারণা ভাই। আপনার পোষ্টের উপর কথা বলার সাহস আমার নাই। ক্রমিক বয়সটা ঠিক থাকতো)

(২) সুকুমার রায়ের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা।

(৩) সিধু জ্যাঠাকে স্যালুট।

(৪) এই ছাগলাদের কথা না বলাই ভালো। এদের প্যান্ট খুলে মাথায় বেঁধে দেয়া উচিত।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পোষ্ট টি মন দিয়ে পড়েছেন বলে।

২| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০

আরোহী আশা বলেছেন: রাসুল (স) এর সব স্ত্রীদের একত্রে সুন্দর ভাবে দিয়েছেন। খুব ভালো লাগলো। ছাগল কখনো মানুষ হবে না।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: ছাগলদের মানুষ করতে হবে।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অনেকে বলে আট, আবার আপনি ৬। যাই হোক আমি এমন লেখাও পেয়েছি। এই বয়স নিয়ে অনেক তর্ক আছে। আর আরেকটা বিষয় আছে সেটা হল জাতিবেধে মানুষের গঠন। আরো কথা আছে যা আমার ব্যাখ্যা সম্ভব নয়।আমি অজ্ঞ

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি অজ্ঞ নন।
আপনি যথেষ্ট বুদ্ধিমান ব্লগার।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

হাবিব বলেছেন: হাদীসের আলোকে কেমন মেয়ে বিয়ে করা উচিত?

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “যদি এমন কেউ তোমাদের বিয়ের প্রস্তাব দেয়, যার ধার্মিকতা ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তবে তোমরা তার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। যদি তা না করো, তবে পৃথিবীতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হবে।” (তিরমিযী: ১০৮৪)
মুহাম্মাদ (সাঃ) আরও বলেন, “তিনটি বিষয়ে দেরি করা উচিত নয়ঃ সালাত আদায়- যখন সালাতের সময় হয়ে যায়, কবর দেওয়া- যখন জানাযা হয়ে যায় এবং একজন নারীর বিয়ে- যখন সম মর্যাদা সম্পন্ন কোন পুরুষ বিয়ের প্রস্তাব দেয়।” (আল তিরমিযী)

রাসুলের কুমারী স্ত্রীরা

মুহাম্মদ (৫৭০ - ৬৩২ খ্রিস্টাব্দ) ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে মুসলমানদের মাঝে গণ্য। নবী মুহাম্মাদ তার জীবনে যে সকল মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুসলমানগণ তাদেরকে উম্মাহাতুল মুমিনীন অর্থাৎ মুসলমানদের মাতা হিসেবে অভিহিত করেন। কোরানে ও সেটি উল্লেখিত হয়েছে। কুরআন ৩৩:৬:
নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তাঁর স্ত্রীগণ তাদের মাতা.[১]
তিনি আরবীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেনানায়ক হিসেবেও সফলতা লাভ করেছেন। ইতিহাসে তাকে রাজনৈতিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে সফল ব্যক্তি এবং ইসলামের প্রবর্তক হিসেবে চিহ্নিত করা হয়। যৌবনে তিনি মূলত ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। ২৫ বছর বয়সে তাঁর সাথে আরবের তৎকালীন বিশিষ্ট ধনী এবং সম্মানিত ব্যক্তিত্ব খাদিজার বিয়ে হয়। তাদের বৈবাহিক জীবন প্রায় ২৪ বছর স্থায়ী হয়। এরপর খাদিজা মৃত্যুবরণ করেন। খাদিজার জীবদ্দশায় তিনি আর কোন স্ত্রী গ্রহণ করেননি। মুসলিম জীবনীকারদের বর্ণনামতে, খাদিজার মৃত্যুর পর নবী আরও ১০ জন (মতান্তরে ১২ জন) স্ত্রী গ্রহণ করেন। অর্থাৎ তার স্ত্রীর সংখ্যা সর্বমোট ১১ জন (মতান্তরে ১৩ জন)। ইসলামে এককালীনভাবে চারটির অধিক বিয়ে নিষিদ্ধ হলেও কুরআনের সূরা আহযাবের ৫০-৫২ আয়াত অনুযায়ী মুহাম্মাদ চারটির অধিক বিয়ের অনুমতিপ্রাপ্ত ছিলেন। স্ত্রীদের মধ্যে শুধুমাত্র আয়েশা ছিলেন কুমারী। বাকি সব স্ত্রী ছিলেন বিধবা । মুহাম্মাদের জীবনকে প্রধান দুইটি অংশে ভাগ করা হয়: মক্কী জীবন এবং মাদানী জীবন। মক্কী জীবনে তিনি দুইজনকে বিয়ে করেন। তার বাকি সবগুলো বিয়েই ছিলো মাদানী জীবনে তথা হিজরতের পরে। মুহাম্মদের বৈবাহিক জীবনে তালাক ছিল না। এ কারণে কুরআনে তালাক সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ স্যার। হাবীব স্যার।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ,ইসলামের নবীর সাথে বিয়ের সময় মা আয়েশার প্রকৃত বয়স কত ছিল? ৬ নাকি ১৯?

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: আমার ভুল হতে পারে।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কিশোরী আয়েশা রাঃ এর বিয়ে নিয়ে বিদ্বেষীদের মিথ্যাচার!!

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আয়েশার সঙ্গে রসূলুল্লাহ্ ﷺ -এর বিবাহ

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: হুম।
ধন্যবাদ।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

আরোগ্য বলেছেন: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এগারোটা বিয়ে করেছিলেন চৌদ্দটি নয়।
আমার নানুর এগারো বছরে বিয়ে হয়।তার ছোট বোনের হয় সাত বছরে। এ নিয়ে তাদের কোন আক্ষেপ নেই।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: সেযুগে এটাই নিয়ম ছিল।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি মুহাম্মদ-এর পর দুরুদ(সাঃ) লিখবেন...

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
শুধরে নিলাম।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

সাইন বোর্ড বলেছেন: প্রায়ই দেখা যায় কেউ যখন নিজেকে খুব জ্ঞানী ভাবা শুরু করে তখন সে ইসলাম এবং অামাদের নবী করিম (সাঃ) এর কিছু বিতর্কিত বিষয় নিয়ে বলা বা লেখালেখি শুরু করে, হতে পারে নিজেকে অালোচনায় রাখার জন্য সে এটা করছে, কিন্তু অামরা তাঁর অসংখ্য মহৎ কর্মের কথাও লিখতে পারি, যেটা নিয়ে অন্য কোন ধর্মের মানুষের মধ্যেও কোন বিতর্ক নেই, যা সর্ব কালেই মানব জাতির জন্যে অনুকরণীয় ।

৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১

বলেছেন: ছাগল কখন মানুষ হপে?

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: কঠিন আইন করতে হবে। এবং ছাগল গুলো যেন আইন মানে তার ব্যবস্থা করতে হবে।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:১৮

নতুন নকিব বলেছেন:



প্লিজ, দয়া করে পোস্টটি এডিট করে মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু অালাইহি ওয়াসাল্লাম এর নামের শেষে পুরোপুরি না পারেন সংক্ষেপে অন্তত 'সাঃ' লিখে দিতেন যদি। সবিশেষ কৃতজ্ঞতা।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১০

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। এখনই এডিট করে দিচ্ছি।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের প্রতিটি পৌরসভায় পাবলিক টয়লেটের সংখ্যা আরও বাড়াতে হবে | তা নাহলে দেশে ছাগলের সংখ্যার বিস্ফোরণের খুবই সম্ভাবনা আছে | ;)

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৪

পদাতিক চৌধুরি বলেছেন:

নিচের ছবিটা দিয়ে বাকিটা কল্পনা ।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাসুল (সঃ) এর বিয়ে ছাড়া আর কিছুই পাননি তার জীবন থেকে? এগুলো করে কখনই বিখ্যাত হতে পারবেননা। পক্ষান্তরে ধীকৃত হবেন। রাসুল (সঃ) মানবের কল্যাণে কতকিছুই তো করেছেন আর একটু ছিটে-ফোটা নিয়ে লেখেন?

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: আমি তো মন্দ কিছু লিখি নাই।
প্রিয় নবীর আজ বিয়ের কথা লিখলাম। অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে লিখব।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ধর্মের বিষয়ে আমি অজ্ঞ তাই এ বিষয়ে কথা বলতে চাই না

তবে এইসব ছাগলেরা কোনদিন মানুষ হবে না

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ তারেক ভাই। ভালো থাকুন।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

মাহমুদুর রহমান বলেছেন: ৪-একজন পাগলের সাথে তুলনা চলে এদের।এরা প্রত্যেকেই মানষিক ভারসাম্যহীন।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

রাজীব নুর বলেছেন: আমার সবচেয়ে দুঃখ লাগে- যখন দেখি শিক্ষিত শ্রেনীও এই কাজ করে।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

কালো_পালকের_কলম বলেছেন: ভাই পোস্ট থেকে কমেন্টে জ্ঞানের খোরাক বেশি মনে হচ্ছে.... তাই চুপচাপ দেখি এটাই ভালো

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

রাজীব নুর বলেছেন: কথায় বলে না, রোদের চেয়ে বালুর তাপ বেশি।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

কালো_পালকের_কলম বলেছেন: খাটি কথা

০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.