নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পরকীয়া

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৩



মাসুম সাহেব পরকীয়া করেন।
প্রচন্ড বুদ্ধিমান এবং স্মার্ট। তিনি ফেসবুক থেকে পরকীয়া করার জন্য নারী বেছে নেন। তারপর খুব ধীরে ধীরে বরশি ফেলেন। তিনি এমন নারী'ই বেছে নেন যার সাথে পরকীয়া করা যায় বিনা দ্বিধায় এবং অযথা জুটঝামেলা হবে না।। এ পর্যন্ত তিনি অনেক গুলো পরকীয়া করেছেন। এবং সব গুলোতেই সাকসেস। যে পর্যন্ত তিনি বিছানায় না নিতে পারেন ততদিন পর্যন্ত তার কার্যক্রম চলতেই থাকে। এমন কখনও হয়নি তিনি টোপ ফেলেছেন আর কোনো নারী ধরা দেয়নি। তার ধারনা নারীরা ধরা দিতেই বসে আছে। বিছানায় নেওয়ার জন্য একজন নারীর পিছনে তার একমাস সময় ব্যয় করতে হয়। একজন নারীকে তিনি ছয় মাস ব্যবহার করেন। তারপর আর ভালো লাগে না। তখন আবার নতুন শিকার ধরার জন্য বরশি ফেলেন। গত দশ বছর ধরে এমনই চলছে। এই ব্যবসা বেশ রমরমা। তাদের চ্যাটিং দেখলেই বুঝা যায়- পরকীয়া প্রেম কতটা ভয়ানক হতে পারে।

ফেসবুকে অসংখ্য নারী আছে ডিভোর্সি। স্বামী নাই, স্বামী ছেড়ে চলে গেছে, স্বামী বিদেশ থাকে, তালাক হয়ে গেছে, স্বামীর সাথে বনিবনা হয় না, বয়স হয়ে গেছে- বিয়ে হয় না, দেখতে সুন্দর না, অথবা স্বামী আছে কিন্তু স্বামী স্ত্রীর প্রতি মনযোগ নেই, অল্প বয়সী মেয়ে এদের আবেগ বেশি- অল্পতেই এদের কাবু করা যায়। মাসুম এধরনের নারীদের বেছে নেয়। এরা অল্পতেই গলে যায় অথবা বলা যায় অল্পতেই এদের আয়ত্ত করা যায়। মাসুম গত একযুগ ধরে এমনটা করেই যাচ্ছে গভীর গোপনে। কেউ জানে না, কেউ টের পায় না। আর কেউ টের পেলেও মাসুমের কিছু যায় আসে না। মাসুমের মতো লোক এসমাজে অভাব নেই। তারা সারাক্ষন ওৎ পেতে বসেই আছে। মেয়ে গুলো অনায়াসেই ধরা দেয়। মাসুমরা উপভোগ করে যায়। আর মেয়ে গুলোও যেন কেমন- বিবাহ বহির্ভূত সম্পর্ক গুলোও মেনে নেয় হাসিমুখে। গত বারো বছর ধরে ফেসবুকের কল্যানে মাসুমদের সময় বেশ ভালো যাচ্ছে। এদের পেছনে খুব বেশি টাকাও খরচ করতে হয় না। হোটেলে গেলে এর চেয়ে বেশি টাকা লাগে।

কথার জালে, মিথ্যা ভালোবাসার টানে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে মাসুম এইভাবে দিনের পর দিন বহু নারী উপভোগ করে যাছে। নানান গিফট দিচ্ছে, নানান গিফট পাচ্ছে। তিন মাস ছয় মাস লাগিয়ে উপভোগ করে তারপর ইচ্ছা করে একটা ঝগড়া লাগিয়ে সম্পর্কে ইতি টেনে দেয় মাসুম। মেয়েটা বেশ কয়েকদিন মন খারাপ করে থেকে তারপর আবার অন্য একজনের দিকে পা বাড়ায়। এদিকে মাসুমও যায় নতুন শিকারের সন্ধানে। অনেক ধনী নারী বা স্বামী পরিত্যক্তা নারী ভাবেন- যদি কিছু ঘটে তো ঘটুক। খুব বোরিং দিন যাচ্ছে। নিজের শরীরেও একটা চাহিদা আছে। চাহিদা মেটানো দরকার। জীবনটা তো খুব ছোট কিছু ঘটলে ঘটুক। মরে তো যেতেই হবে আনন্দ করেই মরি। এই ভেবে নারীরা পা বাড়ায়। আর মাসুম মজা লুটে নেয়। এরকম বহু নারী আছে, বহু মাসুম আছে এই সমাজে। এরকম মাসুমকে হয়তো আপনিও চিনেন-জানেন। সবই গভীর গোপন। এরকম সম্পর্ক গুলোতে মামলা মোকাদ্দমার ঝামেলা নেই। মেয়েরা তো আর চিৎকার করে বলতে পারে না মাসুম তাদের সাথে কি কি করেছে! রাতের বেলা একটা কেবিন নিয়ে বরিশালের লঞ্চে উঠে গেলেই হলো। অথবা কোনো হোটেলে। অনেক সময় মেয়েটাই ফোন করে বলে- বাসায় কেউ নেই। চলে আসো। মেয়েটা লজ্জা মাখা গলায় বলে কনডম নিয়ে এসো।

প্রতিটা নারী পুরুষের মনে রাখা দরকার বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই একটি বিষাক্ত সম্পর্ক। আরও মনে রাখা দরকার আপনি ওই ফেসবুক বন্ধুর সঙ্গে যে আকর্ষণে দেখা করেছেন সেটা অল্প সময় পরে উবে যাবে। এটা স্বছ-পবিত্র প্রেম বা ভালোবাসা নয়। এটা মোহ। মোহ বেশি দিন থাকে না। হৃদয় দিয়ে বুঝতে চেষ্টা করুন- মোহ সাময়িক। মানব জীবন অনেক বড় ব্যাপার। তাই ইতিবাচক জীবন কাটান। যারা ফেসবুকের মাধ্যমে এই সমস্ত বাজে কাজ করে বেড়ান তাদের বলল, ফেসবুকিং বাদ দিয়ে ব্লগিং করুন। লিখুন, পড়ুন। অনেক আনন্দ পাবেন। খারাপ কাজ থেকে দূরে থাকুন। অসামাজিক সম্পর্ক স্থাপন করে কি দরকার নিজের গায়ে দাগ বসাবার। পরিস্কার থাকুন। পরিচ্ছন্ন থাকুন। পবিত্র থাকুন। এই মোহটা বাদ দিতে পারলেই আপনি জয়ী হতে পারবেন। আসলে, অল্প কিছুক্ষনের আনন্দের চেয়ে আমৃত্যু স্বস্তিতে থাকতে পারাটা অনেক বড় গুন।

মন্তব্য ৭১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আবার কিছু নারী পরকিয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, যদিও তারা জানেন ইহা একটি খারাপ কাজ। অধিকাংশ ক্ষেত্রে তারা তাদের স্বামোদের থেকে মূল্যায়ন না পাওয়ার জন্যই এমনটা করতে বাধ্য হন। মজার বিষয় হচ্ছে, এই স্বঈরাই কিন্তু সমাজে উঁচু মানের পোশাক পরে থাকেন!

মাসুম সাহেবদের জন্য অভিশাপ!

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সমাজটাকে বদলাতে হবে।
পচে গলে যাচ্ছে।
আমাদের সমাজ তো আমাদেরই বদলাতে হবে। পাশ্চাত্য থেকে তো কেউ আসবে না।

২| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাস্তব কাহিণি।৷ মিথ্যা না। এমন লোক সমাজে আছে। তবে আমার প্রশ্ন হল, বিজ্ঞান বলে নারীদের বুদ্ধি নাকি ১৪গুন। আসলেই কি/? নয়তো তারা এতো বোকা কেন? হুদাই একজনের সাথে প্রেম করে ধোকা খাবে। ফেসবুকে যার কোন ভ্যালু নাই সেইখানেও উলটাপালটা প্রেম করবে। ভাবা দরকার কার সাথে কি করছি ।।। অনেক সময় ই তারা কলেজে দেখেছি ফালতু টাইপের খাজাখোর পোলাপান দের সাথে প্রেম করে।

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: মেয়েদের মন মানসিকতা বড্ড দুর্বল।
নরম সুরে দুই একটা কথা বললেই গলে যায়।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

খাঁজা বাবা বলেছেন: ভাল কথার দাম নাই, নিষিদ্ধ জিনিসে বেশী আকর্ষন খোজে মানুষ। :(

২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: এরা নির্বোধ মানুষ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

বাকপ্রবাস বলেছেন: শঠতা আমার খুব অপছন্দ

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: যুগটাই তো শঠতার।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

নাহিদ০৯ বলেছেন: নিষিদ্ধ জিনিস, বেশী আকর্ষন X(

কোন বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা, অবৈধভাবে স্পর্শ করা, খারাপ কথা শোনা আর কল্পণা করা ও আকাংখা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয়। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পন্থা।

এই প্রক্রিয়া’র প্রতিটি ধাপে ফেসবুক খুবই ভালো এবং সহজ একটা মাধ্যম।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: এই সমস্যা আহামরি আকার ধারন করেছে।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

মজুমদার আলমগীর বলেছেন: জীবনে যখন প্রথম শুনি ”মাল” যায়! আমি এদিক-ওদিক তাকাতাম কিন্তু মাল খুজে পেতাম না। একসময় আমার ঘোর কাটল “মাল” মানেই হলো “রঙ্গিন নারী”। পন্যের মোড়েকে সাথে তুলনা করলাম; পন্যের মোড়কের রং পাল্টায় যেমন মুহুর্তে, নারীরও মোড়ক পাল্টায় মুহুর্তের মধ্যেই।
যাই হোক আমাদের পারিবারিক অবক্ষয় এর জন্য দায়ী। আমাদের প্রতিটি পরিবারকে অবশ্যই সচেতন হতে হবে। সন্তাদের পোশাকের ধরণ পরিবার থেকে প্র্যাক্টিস করাতে হবে। কিছুটা হলেও কটুক্তি থেকে রক্ষা পাওয়া যাবে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: অথচ ইসলাম নারীকে সম্মান দিয়েছে। সেই নারীকে নিয়ে ছিনিমিনি খেলা!!ছিঃ

৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


সমাজের অস্হিরতা, অসমতা, এনার্খি, এসব সমস্যার জন্ম দিয়েছে, মানুষের মরাল কমে গেছে

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: এর সমাধানের জন্য কি করতে হবে তাই বলেন। আপনি অভিজ্ঞ মানুষ।
ব্লগারদের তো একটা দায়িত্ব আছে সমাজের জন্য।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

নীল আকাশ বলেছেন: দারুন! রাজীব ভাই, আমি অলরেডি এই বিষয়ে লিখতে শুরু করেছি। খুব ভালো করেছেন পোষ্ট দিয়ে। সমস্যাটা আস্তে আস্তে প্রকট আকার ধারন করছে। সচেতনতার জন্য সবারই এগিয়ে আসা উচিৎ।
সমাজে সবাই এই সব ব্যাপারে চোখে ঠুলি পড়ে থাকে......
ফেসবুক আর ম্যাসান্জার বা এই ধরনের টুল গুলির ব্যাপক সহজলভ্যতাই এত প্রসারের কারন।
আমি আরো বিস্তারিত ভাবে লিখবো.......
ভালো থাকুন, সব সময়।
শুভ কামনা রইল!

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

রাজীব নুর বলেছেন: গ্রেট।
লিখুন ভাইজান। সব সমসয়া গুলো আমাদের লিখে লিখে জাতির সামনে তুলে ধরতে হবে।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

মিঃ আতিক বলেছেন: নং মন্তব্যটা যখন পড়ছি তখন নিচে কিসের বিজ্ঞাপন এলো তা স্ক্রীন শটে দিলাম। নং মন্তব্যটা যখন পড়ছি তখন নিচে কিসের বিজ্ঞাপন এলো তা স্ক্রীন শটে দিলাম।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: যে যাই বলুক আজও নারী সমাজ পন্য। নারী ছাড়া যেন কোনো বিজ্ঞাপন সম্ভব না।
এই সমাজে একটা মাস্টার্স পাশ করা মেয়ে একা ইন্টারভিউ দিতে যেতে সাহস পায় না।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শুধু মাসুম সাহেব মাসুমাদেরকে ইউজ করছে ভাবছেন কেনো রাজীবভাই। মাসুমারা ইউজ হচ্ছে তাই নয় তারাও হয়তো মাসুম সাহেবদেরকে ইউজ করছে। কে জানে?

তবে যে যাই করুক এসব সামাজিক অবক্ষয়। একজন মানুষের জীবনের নৈতিক অবক্ষয়ও বটে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ছোট ছোট সমস্যা থেকেই বড় সমস্যা সৃষ্টি হয়।
লাগাম টা টেনে ধরা দরকার।

১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯

নীল আকাশ বলেছেন: মিঃ আতিক বলেছেন: নং মন্তব্যটা যখন পড়ছি তখন নিচে কিসের বিজ্ঞাপন এলো তা স্ক্রীন শটে দিলাম। নং মন্তব্যটা যখন পড়ছি তখন নিচে কিসের বিজ্ঞাপন এলো তা স্ক্রীন শটে দিলাম। - আমি যে সত্য কথা বলেছি এটাই সেটার প্রমান। বলুন ভূল বলেছি কিছু???

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: আপনি ভুল বলেন নি।
এবং আমার বিশ্বাস আপনার লেখায় আরও অনেক কিছু বের হয়ে আসবে।

১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: হ্যাঁ, সমাজে এরকম মাসুম সাহেবদের সংখ্যা কম নয়।
তবে প্রযুক্তির কল্যানে নৈতিকতার অবক্ষয় দ্রুত ত্বরান্বিত হচ্ছে!!

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: এই অবক্ষয় ঠেকাতে হবে।
ব্লগার হিসেবে আমাদের দায়িত্ব আছে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: এই অবক্ষয় ঠেকাতে হবে।
ব্লগার হিসেবে আমাদের দায়িত্ব আছে।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

সাইন বোর্ড বলেছেন: বিকৃত যৌনাচারে সাময়িক সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায় না ।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: এটা ওদের বুঝাতে হবে।
বুঝাতে পারলে ওদের দিয়ে অনেক ভালো কাজ করা সম্ভব।

১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

আরোগ্য বলেছেন: বর্তমানে পরকিয়া সমাজে মারাত্মক আকার ধারণ করেছে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: সমাধানের পথ গুলো আমাদের মানে ব্লগারদের বের করতে হবে।
সরকার তো মহা ব্যস্ত এদিকে তাদের চোখ নেই।

১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভীতরে কু-কর্ম করে বাহিরে যারা সাধুর রূপ ধারণ করে
তাদের সহচার্য ভূজঙ্গ জ্ঞানে পরিহার করো।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি জ্ঞানী মানূষ।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
এ ভ্রম মোর গেল না রে।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: লালন সাহেব গ্রেট।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রতিটা নারী পুরুষের মনে রাখা দরকার বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই একটি বিষাক্ত সম্পর্ক।
কি রানু? ইন্ডিয়াতে তো পরকিয়া করা অপরাধ নয়।

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

রাজীব নুর বলেছেন: কথায় আছে আগে নিজের ঘর সামলাও।
আমাদের দেশের সমস্যা নিয়ে আমরা আগে ভাববো। আমাদের মুসলিম দেশ। আমাদের হিসাব নিকাশ আলাদা।

১৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন: আমি নিজেই নিজের সাথে পরকিয়া করি,,,,,,,,,,,,,,

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: হা হা হা---এটা ভালো বলেছেন।

২০| ২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

করুণাধারা বলেছেন: এগুলোকে বলা যায় নষ্টামি!!

২৪ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: নষ্টামি অনেকেই করতে চায় না। তবু কিভাবে -কিভাবে যেন এই পথে পড়ে যায়।

২১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভারতীয় সুপ্রিম কোর্টে এখন পরকীয়া কিন্তু বৈধ। কাজেই এখন পরকীয়া নিয়ে হই হই করার দিন শেষ।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
পরকীয়ার ভালো দিকও নিশ্চয় আছে।

২২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

তারেক ফাহিম বলেছেন: ভাবিছ পরকীয়া করুম, রাজীব ভাই অনুমতি দিলে B-)

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: নো নিড।

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধর্ম থেকে যত দূরে যাবে মানুষ, তত এগুলো বাড়তে থাকবে...

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: এটা একটা দামী কথা বলেছেন।

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বিভিন্ন পার্ক এবং রেস্টুরেন্টে গেলে ফ্রিতেই হাজারো পরকীয়া জুটি ধরা! :D আগে রমনা পার্কে গেলে দেখতাম সেথায় ভূরি ভূরি! আহারে কেমনে সামলায়! :(

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: এসব সাময়িক কামনা বাসনা ভালোবাসার পবিত্রতাকে নষ্ট করে।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

রাজীব নুর বলেছেন: পবিত্রতা তো আর দেখা যায় না।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: এসব সাময়িক কামনা অনন্তরের পবিত্রতাকে নষ্ট করে।

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: জ্বী।

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
হায়রে পরকীয়া
হায় ক্রিয়া বিক্রিয়া !

২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: আমার ভাবতে ভালো লাগে একদিন সব ঠিক হয়ে যাবে।

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

কথার ফুলঝুরি! বলেছেন: কথায় আছে, ঢেঁকী স্বর্গে গেলেও ধান ভাঙ্গে । যে পরকীয়া করার সে যেভাবেই হোক করবেই । কিন্তু ইদানিং ফেসবুকের কল্যাণে কেউ একটু সুযোগ দিলেই ধীরে ধীরে সবাই এত কাছে এসে যায় যে এ ধরনের বিষয়গুলো আরও বেশী ঘটছে এখন ।

এমনিতেই ফেসবুকের কারনে আমরা এখন আমাদের সঙ্গীর সাথে সময় কাটাই কম ফেসবুকে থাকি বেশী তার উপর একজন অপরিচিত বন্ধু/ বান্ধবী কিংবা নিজের সঙ্গী ছাড়া অন্য কারও সাথে রেগুলার ফেসবুক চ্যাট করলে বিষয়গুলো অন্যরকম হতে খুব কম সময়ই লাগে । তার উপর আবার একে অপরকে দেখিয়ে, একে অপরের জন্য ফেসবুক স্ট্যাটাস । আর অনেকের কাছে এই বিষয়গুলো কিছুইনা, একটু গল্প করলে কি হয়, এমন কিছু । কিন্তু গল্প করা মানেই যে তার মনোযোগ তার সঙ্গীর থেকে সরে গিয়ে অন্য কোথাও গিয়ে পরা, সঙ্গীকে অবহেলা করা এবং সম্পর্কের মাঝে সন্দেহ, অবিশ্বাস ও তৃতীয় ব্যক্তির প্রবেশের পথ আরও সুগম করে দেওয়া । তাই একদম গোরা থেকেই এগুলো খেয়াল রাখা উচিত কারন অনেক সময় চাইলেও কিছু বিষয় পারা যায়না ।
খুব কম মানুষ পাবেন যারা এই বিষয়গুলো কে স্ট্রিক্টলি মেইন টেইন করে নিজের সঙ্গীর সম্মান ও সঙ্গীর সাথে তার সম্পর্কের বিশ্বাস ও ভরসা ধরে রাখতে পারে ।

ফেসবুক একটা জঘন্য জিনিস ।

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।

৩০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

কিরমানী লিটন বলেছেন: পরকিয়া এক ধরনের বিকৃত মানসিকতা- মানসিক রোগও বলা যায়। আর যাই হোক- পরকিয়ার পরিনতি কখন ভালো হয় না। তবু মাসুম সাহেবদের মত মানসিকতার মানুষে এখন সমাজ ঠাঁসাঠাসি।
আপনাকে অভিবাদন সমাজের এই অসঙ্গতিকে আপনার লিখায় তুলে ধরার জন্য। শুভকামনা জানবেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ খুব সুন্দর মন্তব্যের জন্য।

৩১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




'পরকীয়া' বলতেই আমরা অত্যন্ত খারাপ কিছুকেই ধরে নিই। আসলে পরকীয়া হলো, বিবাহ বহির্ভূত একটি সম্পর্ক । এমন সম্পর্ক
অস্বাভাবিক ও অসুন্দর কিছুই নয় যতোক্ষন পর্য্যন্ত না তাতে শারীরিক বিষয়টি যোগ হয়, দেনা পাওনা যোগ হয়। তা হলেই সে সম্পর্কের মাধুর্য্য নষ্ট হয় , নষ্ট হয় বিশ্বাস। আর তা গড়ায় গিয়ে সামাজিক বিশৃংঙ্খলায়, যেমনটা আপনি বলতে চেয়েছেন। সমাজে এর প্রকটতাই বেশী কারন মানুষ বড্ড বেশী ভোগবাদী হয়ে যাচ্ছে দিনকে দিন।

পরকীয়ার মতো একটি সম্পর্কে বিশ্বাসের, বন্ধুত্বের জায়গাটি সবাই হয়তো ধরে রাখতে পারেন না। কথার ফুলঝুরি! বোধহয় ঠিকই বলেছেন ২৮ নম্বর মন্তব্যে - "খুব কম মানুষ পাবেন যারা এই বিষয়গুলো কে স্ট্রিক্টলি মেইন টেইন করে নিজের সঙ্গীর সম্মান ও সঙ্গীর সাথে তার সম্পর্কের বিশ্বাস ও ভরসা ধরে রাখতে পারে ।"

সবটা মিলিয়ে ভালো লেখা । মানুষ যদি মানুষ হয় , হয় মানবিক, রাখে নৈতিকতাকে সমুন্নত তবে সমাজে এসব অনর্থ কিছু ঘটার কথা নয়।


২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপয়াঙ্কে খুব সুন্দর মন্তব্য করেছেন।

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

আবু তালেব শেখ বলেছেন: নারীদের দোষটা একটু বেশি

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

রাজীব নুর বলেছেন: চারিদিকে এত নিউজ, এত ঘটনা, নাটক সিনেমা তবু নারীরা সচেতন হয় না।

৩৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

মায়াবী ঘাতক বলেছেন: সময় এসেছে পরকিয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার। তা না হলে এই বিষ মহামারি আকারে ছড়িয়ে পড়বে আর সামাজিক ভারসাম্য নস্ট করে ফেলেবে।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: পরকীয়া নিয়ে একটা আইন আছে আমাদের দেশে। এই আইনটা বেশ মজার। এই আইনে মেয়ের কোনো শাস্তি হবে না। পুরুষের জেল জরিমানা দুইই আছে।

৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সোনালী ঈগল২৭৪ বলেছেন: সমাজের জন্য এমন মাসুম সাহেবের অভিশাপ

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

রাজীব নুর বলেছেন: এরকম অভিশাল সমাজে ভুরিভুরি।

৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

অপু দ্যা গ্রেট বলেছেন:





আজ পর্যন্ত একটা কিয়াও করতে পারলাম না । পর তো আরো দুরের ব্যাপার ।

যাই হোক বিষয়টা অনেকটা ক্যান্সারের মত । ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে । যদিও কেউ এ বিষয়ে মুখ খুলে থাকেন না । তবে আমার মনে হয় পারিবারিক বন্ধন । জেনারেশন গ্যাপ ও নৈতিক শিক্ষা মানবিক মুল্য বোধ । আর আছে অপসংস্কৃতির প্রভাব ।

আমাদের নৈতিক শিক্ষা পারিবারিক বন্ধন এবং সুস্থ মানসিকতার বিকাশ ঘটাতে হবে ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: আমি আমার এই দেশটাকে খুব ভালোবাসি।
তাই এই দেশের মঙ্গল চাই। মন থেকে চাই সব খারাপ দূর হয়ে যাক।

৩৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মাসুম সাহেব সমাজটাকে চাঙা করে রেখেছেন। তার কাছে শেখার আছে অনেক কিছু। কেউ একজন তার জীবনে আছেন যে তাকে বোকাচোদা ভাবে। আরো ভাবে তার কিছুই করার ক্ষমতা নেই। কিন্তু অন্য কেউ তাকে বদলে দিয়েছে। এবং তাকে শক্তিশালী করে গড়ে তুলেছে। এখন সেই কেউ একজন ভাবে তিনি অমানুষ, পশুর মত।

৩৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.