নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ বড়দিন

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯



যেদিনটিতে সৃষ্টিকর্তা নিজেই মানুষরূপে এ পৃথিবীতে এসেছেন সেদিনটি কোনো সাধারণ ছোট দিন হতে পারে না। তাই এ দিনটি বড়দিন। বড়দিন হচ্ছে প্রকৃতপক্ষে অন্তরাত্মায় বড় হওয়ার দিন। এ দিন মানুষের সাথে মিলনের দিন, ক্ষমা করার দিন, নম্র হওয়ার দিন। এদিনে ভক্ত মানুষ বুঝতে পারে, তার নিজের মধ্যে গর্ব করার মতো অর্জন কিছুই নেই, তার যা আছে বা সে যা-কিছু হয়েছে তার সবটাই অনুগ্রহ।

প্রত্যেক ধর্মেরই মূল বাণী মানবতা।
বড়দিন উপলক্ষে যে প্রেম, প্রীতি ও শান্তির বাণী প্রচার করা হয় তার মূলে রয়েছে মানবতা। কোন ধর্মই এই বোধ থেকে বিচ্ছিন্ন নয়। বড়দিন মানুষকে শান্তি, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। মুসলিমরা আসলে যীশুকে ভালোবাসেন, সম্মান করেন। ২৫ ডিসেম্বর মানেই অনেক অনেক অনন্দ আর ভালবাসা।

পৃথিবী যখন পাপে পরিপূর্ণ, ঠিন তখনই ঈশ্বর যিশুকে পৃথিবীতে পাঠান মানবজাতিকে পাপের পথ থেকে উদ্ধার করতে। শয়তানের হাত থেকে রক্ষা করতে। যিশুর জন্মের পরপরই আকাশের বুকে ফুটে উঠেছিল একটি বিশেষ তারা। পণ্ডিতেরা সেই তারা দেখে বুঝতে পারলেন, পৃথিবীতে সেই মহান রাজার জন্ম হয়েছে, ঈশ্বর যাকে পাঠানোর কথা বলেছিলেন মানবজাতির মুক্তির জন্য। পূর্ব দেশের তিন পণ্ডিত বহু দূর থেকে বেথলেহেমে রওনা হলেন তাদের রাজাধিরাজকে শ্রদ্ধা জানাতে।
ধীরে ধীরে শিশু যিশু বড় হয়ে উঠেন। এর পর পাপে পরিপূর্ণ মানুষকে মুক্তির বাণী শোনালেন। তিনি বললেন, ‘ঘৃণা নয়, ভালোবাসো। ভালোবাসো সবাইকে, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শত্রুকেও। মানুষকে ক্ষমা করো, তাহলে তুমিও ক্ষমা পাবে। কেউ তোমার এক গালে চড় মারলে তার দিকে অপর গাল পেতে দাও।’ ঈশ্বরের নামে অসুস্থদের সুস্থ করে তুললেন তিনি, মৃত মানুষকে জীবিত করলেন। যিশুখ্রিষ্ট হয়ে উঠলেন মানুষের মনের রাজা।

যিশু যে অমিয় বাণী রেখে গিয়েছেন তার দ্বারা আমরা পারলৌকিক মুক্তিরপথ খুঁজে পাই এবং সংঘাত ও স্বার্থের দ্বন্দে লিপ্ত আজকের দুনিয়াকে মুক্তির পথদেখাতে পারে যিশুর সেই অমিয় বাণী।

ম্যারি ক্রিসমাস ...

যিশুর জন্ম যে অলৌকিক ভাবে হয়েছে তা আমি বিশ্বাস করি না। নো নেভার।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


জেরুসালেম, দামেস্ক, আলেকসান্দ্রিয়া যখন রোমানদের দখলে, তখন ঈশা (আ: ) এর আবির্ভাব ঘটে; বিশ্ব কি তখন আসলে পাপে ডুবে ছিলো, নাকি তার দেড় হাজার বছর আগের থেকে ভালো চলছিলো?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: কঠিন প্রশ্ন করেছেন।
উত্তর আপনাকেই দিতে হবে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

জুন বলেছেন: শুভ বড়দিন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

রাজীব নুর বলেছেন: আপনাকেও।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বড় দিনের উৎসব হোক সার্বজনীন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

রাজীব নুর বলেছেন: শুধু বড় দিন না- যে কোনো উৎসব'ই হোক সার্বজনীন।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মাহমুদুর রহমান বলেছেন: মহান আল্লাহ্‌ মানুষের মধ্যে নফস-কবল্ব দুটোই দিয়েছেন।যে যেটা বিশ্বাস ও অবিশ্বাস করবে সে ফলও তেমন পাবে।কেননা দুটোই মানুষের ইচ্ছাধীন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: একদিনে নম্রভদ্র সেজে লাভ নেই।নম্র-ভদ্র হতে হবে প্রতিদিন প্রতিটি মুহূর্তে।এটা আমার কথা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

রাজীব নুর বলেছেন: ভালো কথা।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বড় দিনের উৎসব হোক সার্বজনীন। শুধু বড় দিন না- যে কোনো উৎসব'ই হোক সার্বজনীন।
দুটোতেই আমি সহমত।
শুভ বড়দিন :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

রাজীব নুর বলেছেন:

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:




শুভ বড় দিন

তবে আজ্জ দিন টা খুব ই ছোট ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

রাজীব নুর বলেছেন: শীত কালের দিন গুলো ছোট হয়।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


'বিশ্ব পাপে ডুবে যাওয়ায়' ঈশা (আ: )'এর আবির্ভাব ঘটেনি, ঘটেছে রোমানদের বিরুদ্ধে ইহুদীদের সমবেত করার জন্য। ইহুদী রাবাইরা জেরুসালেম মুক্ত করার চেষ্টা না করে, রোমানদের মেনে নিয়ে, তাদের অধীনত্ব মেনে নিয়েছিলো, তিনি ইহুদীদের সমবেত করে, রোমানদের তাড়ানোর জন্য চেষ্টা করেছিলেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: যিশু যে অমিয় বাণী রেখে গিয়েছেন তার দ্বারা আমরা পারলৌকিক মুক্তিরপথ খুঁজে পাই এবং সংঘাত ও স্বার্থের দ্বন্দে লিপ্ত আজকের দুনিয়াকে মুক্তির পথদেখাতে পারে যিশুর সেই অমিয় বাণী

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নজসু বলেছেন:



শুভ হোক।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সাহিনুর বলেছেন: আপনাকে বড় দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া ।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

হাবিব বলেছেন: ঈসা ( আ:) কে যারা আল্লাহর পুত্র দাবী করে তাদেরকে নিয়ে পোস্ট দেয়া কি ঠিক হলো?
ম্যারি ক্রিসমাস রাসূলের(স.) এর সময় পালন করা হতো কি?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: আমি আজও একপজন খাটি ধার্মিক হতে পারিনি।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ বড়দিন

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: সেম টু ইউ ম্যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.