নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একবার আমি এক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল 'হনুলুলু' কোন দেশের রাজধানী? উত্তরটি আমি পারিনি। এই প্রশ্নের উত্তর আমি পারিনি বলে আমাকে আর কোনো প্রশ্ন করা হয়নি। বাসায় এসে জানলাম, হাওয়াই। হাওয়াই এর রাজধানী হনুলুলু। রাগে জিদ্দে হাওয়াই আর হনলুলু সম্পর্কে অনেক পড়াশোনা করলাম। পড়াশোনা করে জানতে পারলাম-- দেশটির মোট জনসংখ্যা ১৫,৯৫,৬৩৯ জন। মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের রাজধানী হনুলুলু-তে রাস্তা পারাপারের সময় কেউ মোবাইল ফোন ব্যবহার করলে ৩৫ মার্কিন ডলার জরিমানা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান হাওয়াই। তার পিতা হুসেইন ওবামা আফ্রিকার কেনিয়া থেকে বৃত্তি নিয়ে হাওয়াই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য আসেন। মা স্টানলি অ্যান ডানহ্যাম তখন সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পরস্পরের মধ্যে পরিচিতি, প্রেম অতঃপর বিয়ে ও ওবামার জন্ম।
একসময় হনুলুলুর রাস্তা আলোকিত করার জন্য কেরোসিনের বাতি ব্যবহার করা হতো। হাওয়াইতে বিদ্যুৎ-ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে দুটি বড়সড় প্রতিবন্ধকতা ছিল। একটি হলো এ দ্বীপদেশে প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে আসা আর অন্যটি হলো এর জন্য সঠিক জ্বালানির সরবরাহ নিশ্চিত করা। বছরের সর্বোচ্চ গড় তাপমাত্রা ৮০-৯০° ফাঃ (২৭-৩২° সে.) এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ৬৫-৭৫° ফাঃ (১৮-২৪° সে.)। হনলুলু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমেরিকার ব্যস্ততম এয়ারপোর্টের একটি! প্রতিবছর প্রায় ২ কোটি যাত্রী এই এয়ারপোর্টের দরজা দিয়ে যাতায়াত করেন। ১৯২৭ সালে জন রজরস এয়ারপোর্ট হিসেবে এই এয়ারপোর্টের গোড়াপত্তন। ১৯৪৭ সালে এর নাম হয় হনলুলু এয়ারপোর্ট। ১৯৫১ সালে এর নামের সঙ্গে যুক্ত হয় ইন্টারন্যাশনাল শব্দটি।
হনুলুলু যুক্তরাষ্ট্রের ৪৬তম জনবহুল শহর। হনুলুলু মূলত পর্যটক কেন্দ্র। হনলুলু ১১ শতকের দিকে প্রতিষ্ঠিত। ১৭৯৪ সালে, গ্রেট ব্রিটেনের ক্যাপ্টেন উইলিয়াম ব্রাউন বর্তমান হনলুলু হারবারে প্রথম বিদেশী হিসাবে পাল তোলেন। 'হাওয়াই' আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রশান্ত মহাসাগরের বুক চিরে যার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় এক মিলিয়ন বছর আগে। আমেরিকার মূল ভূখণ্ড থেকে হাওয়াইয়ের দূরত্ব দু হাজার তিন শ নব্বই মাইল। জাপান থেকে এর দূরত্ব তিন হাজার আট শ পঞ্চাশ মাইল। সেই অর্থে হাওয়াই দ্বীপের অবস্থান আমেরিকা ও জাপানের প্রায় মাঝামাঝি।
হাওয়াইকে ট্যুরিস্টদের স্যাংগ্রিলা— স্বর্গভূমি বলা হয়ে থাকে। ফুলের দেশ, সুন্দর তৃণলতার দেশ, ফলের দেশ ও ট্রপিক্যাল বৃক্ষরাজির দেশ হাওয়াই। হাওয়াই দ্বীপের সবচাইতে শক্তিশালী আগ্নেয়গিরি হল এই কিলাওয়েয়া। ১৯৮৩ সাল থেকে এর পূর্ব অংশ থেকে সারাক্ষণই লাভা বের হয়। সেই লাভার ঝরনা আর তার স্রোতে ১৪৪ স্কয়ার কিলোমিটার এলাকা চাপা পড়ে গেছে। প্রায় সাড়ে ১৪ কিলোমিটার রাস্তা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আগ্নেয়গিরিটির কারণে দ্বীপের সাথে নতুন জমিও তৈরি হয়েছে। প্লেনে করে শিকাগো থেকে আট ঘন্টা সময় লাগে হনলুলু যেতে।
আদি হাওয়াইয়ান ভাষা ছিল শুধু কথ্য, কোনও লিখিত অক্ষরমালা ছিল না। বর্তমানে হাওয়াইয়ান ভাষা লিখতে এঁরা ইংরেজি অক্ষরমালা ব্যবহার করেন। হাওয়াইয়ের অর্থনীতির প্রধান ভিত্তি পর্যটন। প্রতি বছর প্রায় ৭০ থেকে ৮০ লাখ পর্যটক আসেন। হাওয়াইয়ের জলবায়ু এবং মাটি আনারস চাষের পক্ষে খুবই উপযুক্ত। অনেক জাতের আনারস এখানে হয়। হাওয়াইয়ের আদি বাসিন্দারা নানা ধরনের দেবদেবী বিশ্বাস করতেন, যেমন আগ্নেয়গিরির দেবতা ‘পেলে’ যাকে ভয় এবং শ্রদ্ধা করা হত।
হাওয়াই সমুদ্রসৈকতে গেলেই এমন আলোহা (হাওয়াই) শার্ট ও স্লিভলেস আলোহা গাউন পরা পর্যটকের দেখা মিলবে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
যোখার সারনায়েভ বলেছেন: অনেক নতুন কিছু জানলাম এই পোস্টে!
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪
চাঙ্কু বলেছেন: আসুন হাওয়াই দেশটি সম্পর্কে জানি - হাওয়াই দেশ হল কবে থেকে?
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: আমি জানতাম কেউ একজন এই মন্তব্যটা করবে। করবেই।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাষ্ট্র হাওয়াই।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
আবু তালেব শেখ বলেছেন: হাওয়াই তো যুক্তরাষ্ট্রীয় প্রদেশ, হনুলুলু প্রাদেশিক রাজধানী। তাহলে টিভি চ্যানেলের প্রশ্নটা ভুল ছিল।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
রাজীব নুর বলেছেন: এই যে দারুন বললেন।
গুড।
আমিও এই প্রশ্নটাই করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাকে সে সুযোগ দেয়নি।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
রসায়ন বলেছেন: বিসিএসে কাজে লাগবে এগুলো
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! খুব সুন্দর লাগলো হাওয়াই সম্পর্কে এমন ঝরঝরে বর্ণনা পড়ে ।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোটভাইকে।
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩
নাইম রাজ বলেছেন: ভালো ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৪
শরীফ আতরাফ বলেছেন: একটু আগে একজনের 'ব্যানানা রিপাবলিক অফ হনলুলু' নিয়ে পোস্ট দেখলাম।এটা কি জিনিস?
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: !
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৭
ইমরান আশফাক বলেছেন: ভাল লাগলো, ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬
কনফুসিয়াস বলেছেন: ভাল লাগল। হনুলুলু সম্পর্কে জানার আগ্রহ অনেক দিন ধরেই. আপনি সেই আগ্রহ তা পূরণ করে দিলেন. ধন্যবাদ.
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫১
প্রামানিক বলেছেন: হাওয়াই দ্বীপের বিস্তারিত জেনে ভালো লাগল। ধন্যবাদ
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
ব্লগার_প্রান্ত বলেছেন: The argument is that Hawaii is an independent nation under military occupation
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: হুম।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
একটা মুভিতে প্রথম এই দেশটার কথা শুনি । তারপর সার্চ করে জানি এই দেশটা সম্পর্কে । আজ আবার নতুন করে জানলাম ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: এখন ,আসুন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বিজয়ী করি৷
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো পোস্ট....