নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
শাহেদ, নীলা আর পরী- মোট তিনজনের পরিবার।
খুব সুন্দর একটি পরিবার। আনন্দময় একটি পরিবার। হাসি-খুশি আর প্রানবন্ত। আমার ধারনা ঢাকা শহরে এরকম পরিবার খুব কম আছে। শাহেদের নিজের কাছেই মাঝে মাঝে অবাক লাগে! অন্যসব পরিবারের মতোন তাদের পরিবারে ঝগড়া নেই, ভুল বুঝাবুঝি নেই। শাহেদের ধারনা যেসব পরিবারের সদস্যদের চাহিদা বেশি থাকে, সেসব পরিবারে অশান্তি বেশি হয়। তার পরিবারের তিন জনের'ই অনেক কম চাহিদা। সবচেয়ে বড় কথা- তারা একে অপরকে খুব ভালো করে বুঝে। একটা সংসারে এই বোঝাপড়াটা অনেক বড় ব্যাপার। সকালে নাস্তার টেবিলে একজন আরেজনকে ছাড়া খেতে বসে না। নো নেভার। নীলা প্রতিদিন সকালে এরকম নাস্তা বানায় না। প্রতিদিনের নাস্তায় তার ভিন্নতা আছে। একদিন আফগানিস্তানী পরোটা তো আরেকদিন মালোশিয়ান পরোটা। আরেকদিন চালের আটার রুটি। এভাবে সপ্তাহে সাত দিন, সাত রকম নাস্তা।
সংসারে শান্তির জন্য কিন্তু ভালো রান্না অনেক বড় ব্যাপার।
এই রান্না নিয়েও কিন্তু অনেক সংসারে অশান্তি হয়। তাই রান্না ব্যাপারটাকে কিছুতেই অবহেলা করা যাবে না। আজ দুপুরে নীলা ফুলকপি, শিম, মটরশুটি আর নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করেছে। খেতে দারুন হয়েছে। সাথে ছিল বাঁধা কপি ভাজি আর ঘন ডাল। তারা তিনজন মিলে খেল। খাওয়ার সময় খুব গল্প হলো। আজ গল্প বলল, তাদের মেয়ে পরী। পরী এত গল্প কোথা থেকে শিখল কে জানে! তার আজকের গল্পটা এরকম- 'একটা বোকা পিঁপড়া বিকেলে রাস্তায় হাঁটতে বের হয়ে দেখল, এক চামচ মধু মাটিতে পড়ে আছে। শাহেদ আর নীলা দু'জনেই অবাক হয়ে মেয়ের গল্প শুনছে মুগ্ধ হয়ে। পরী মাথা নেড়ে-নেড়ে গল্প বলে যাচ্ছে, পিঁপড়াটা ভাবলো মধুর গন্ধটা তো বেশ লাগছে। একটু খেয়ে নিই। পিঁপড়া একটু মধু খেয়ে মুগ্ধ! এত মজা! এটা কি সুন্দর বনের মধু?
রাতে খেতে বসে শাহেদ আর পরী খুব অবাক!
নীলা কখন চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর বিফ সিজলিং করেছে কে জানে! তারা ভেবেছিল আজ ডিম বাজি আর ডাল দিয়ে রাতে খেতে হবে। তিনজন মিলে খুব গল্প করতে-করতে ডিনার শেষ করে। তারপর তারা বেলকনিতে বসে, নানান বিষয় নিয়ে গল্প করে। নীলা গান গায়। পরী কবিতা আবৃত্তি করে শুনায়। পরী শিশু একাডেমীতে ভরতি হয়েছে। সেখানে আর্ট আর কবিতা আবৃত্তি শিখছে। শাহেদ মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে, তারপর তারা মুভি দেখে। আসলে শাহেদ-নীলা জানে কি করে প্রতিটা দিনকে নতুন করে সাজাতে হয়। এই কারনেই তাদের সংসারটা ভীষণ আনন্দময়। কখনও বিরক্তি বা একঘেয়েমি আসে না। তাদের ঘরে বিশাল এক খাট। একপাশে নীলা, আরেক পাশে শাহেদ আর পুরো ঘর আলোকিত করে বাবা-মার মাঝখানে ঘুমায় রাজকন্যা পরী। দু'জনে মেয়ের গায়ে হাত রেখে ঘুমায়। আর মেয়েও বাবা মার গায়ে দুই হাত মেলে দেয়।
শাহেদ বাসায় ফেরার পথে নীলা আর পরীর জন্য রোজ কিছু না কিছু নিয়ে যায়।
নীলা কমলা পছন্দ করে। এবার বাজারে বেশ ভালো কমলা উঠেছে। ডজন নিচ্ছে আড়াই শ' টাকা করে। শাহেদ নিজের হাতে বেছে বেছে এক ডজন কমলা নিল। মেয়ে পছন্দ করে মালটা। এক কেজি মালটাও নিল। শাহেদ বাসায় ফিরে দেখে মেয়ে পড়তে বসেছে। নীলা তার ইতালী প্রবাসী বোনের সাথে ভাইবারে কথা বলছে। তাদের একমাত্র মেয়ে পরী সব ঘরের দেয়ালে শিল্পকর্ম করেছে। এ বি সি ডি, অ আ, ক খ, এক দু তিন সহ দৈত্য এঁকেছে, মীনা কার্টুনের মীনাকে এঁকেছে, প্রজাপতি, ডলফিন, গ্রামের ছবি এঁকেছে। গ্রামের ছবিটা শাহেদের বেশ লাগে। সে তার মেয়ের আঁকা গ্রামের ছবি দেখে মুগ্ধ হয়ে প্রায়ই দেখে! ছবিটাতে ধানক্ষেত আছে, ছোট কিন্তু লম্বা একটা খাল আছে, চাপকল আছে, কয়েকটা মূরগী আর একটা গোয়াল ঘরে দুইটা ছাগল। গরু নেই কেন কে জানে!
বিশেষ দিন গুলোতে শাহেদ-নীলা'রা অন্য রকম ভাবে কাটায়।
এই ১৬ ডিসেম্বরে তারা সবাই লাল-সবুজ জামা পড়েছে। সকাল বেলাতেই তারা বেড়াতে বের হয়ে যায়। সারাটা দিন তারা নানান জাগায় ঘুরে বেড়ায়। নীলা যদি বলে, চলো মাওয়া যাই। শাহেদ মানা করে না। মেয়ে যদি বলে বাবা চিড়িয়াখানায় যাবো- শাহেদ সাথে সাথে মাওয়া থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেয়। গতকাল তারা একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে শাহেদের সাথে আমার দেখা। শাহেদ। শাহেদ জামাল আমার পুরোনো বন্ধু। ওর স্ত্রী নীলা ভাবী চমৎকার মেয়ে। ওদের মেয়ে পরী- খুব বেশী মায়াবতি। একদম মন কেড়ে নেয়। সবার সাথে খুব আড্ডা হলো। রাত সাড়ে এগারোটা পর্যন্ত বিয়ে বাড়িতে আমাদের গল্প চললো। আগামী শুক্রবার শাহেদদের বাসায় আমাদের দাওয়াত। নীলা ভাবী চমৎকার রান্না করেন।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১
নতুন-আলো বলেছেন: অনেক সুন্দর
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
বাকপ্রবাস বলেছেন: সুন্দর এবং সুখী পরিবার
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
নজসু বলেছেন:
মনে হচ্ছে যেন এক টুকরো স্বর্গ।
এই সুখ, আনন্দ. হাসি অমলিন থাক আজীবন।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
রাজীব নুর বলেছেন: আমিন।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা রইল।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪
রাজীব নুর বলেছেন: ২০১৮ সাল চলে যাচ্ছে! যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তবে দোষ আপনার'ই। এসে ক্ষমা চেয়ে নিবেন।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
আলমগীর কাইজার বলেছেন: সুন্দর পরিবার, শাহেদের পরিবারের জন্য শুভকামনা রইলো।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: "বৃথাই বুকে পুষে বেড়াও গ্লানি, বৃথাই তুমি নিজেকে দাও দণ্ড;
দুই খণ্ডে সমাপ্ত যে-বইখানি- তুমি ছিলে মাত্র তার এক খণ্ড!!
৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হেভেনলি আউটফিট! ভাল থাকুন, সুস্থ থাকুন, অটুট থাকুন।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: ঘুম-পাড়ানি মাসিপিসি মোদের বাড়ি যেয়ো/ বাটা ভ'রে পান দেবো গাল পুরে খেয়ো ।
ঘুম-পাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো/ খাট নেই, পালঙ্ক নেই, চোখ পেতে বোসো ।
৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
পবিত্র হোসাইন বলেছেন: আমার প্রদীপখানি অতি ক্ষীণকায়া ,
যতটুকু আলো দেয় তার বেশি ছায়া ।
এ প্রদীপ আজ আমি ভেঙে দিনু ফেলে ,
তাঁর আলো তোমাদের নিক বাহু মেলে ।
সুখী হও দুঃখী হও তাহে চিন্তা নাই ;
তোমরা তাঁহারি হও , আশীর্বাদ তাই ।
-রবীন্দ্রনাথ ঠাকুর
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: শুনি- ক্ষণে ক্ষণে মনে-মনে
অতল জলের আহবান ।
মন রয় না, রয় না, রয় না ঘরে,
চঞ্চল প্রাণ ।
৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: শাহেদ, নীলা ও পরীর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। ভালোবাসা ও শুভকামনা রইলো আমার ভাইয়ের পরিবারের প্রতিও।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: অনেকদিন আগে একটা বাংলা সিনেমা দেখেছিলাম...
কিন্তু নাম টা কিছুতেই মনে করতে পারছি না।
১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
বিজন রয় বলেছেন: ব্লগে এই সপ্তাহে আপনার ৯ বৎসর পূর্ণ হলো। তবে আপনি প্রকৃত ব্লগিং করছেন এই বৎসর থেকে। এটার পেছনে আমার কোন অবদান থাকলে সে দোষ আমি মাথা পেতে নিবো, ক্ষমা চাইবো না।
আপনি এভাবে ব্লগিং করুন, আমাদের কষ্ট দিন।
আমরা কোন কিছু মনে করবো না।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১
রাজীব নুর বলেছেন: আমি কি বলব?
আমার কিছু বলার নাই।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
বিজন রয় বলেছেন: আর হ্যাঁ, এটা আপনার ২২০০ তম পোস্ট!!!!!!!
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২
রাজীব নুর বলেছেন: পোষ্ট হবার কথা ছিল- ৪২০০ তম।
এত কম হওয়াতে আমার মন খারাপ। আমি ফান করছি না। আমি সিরিয়াস।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
আরোগ্য বলেছেন: আপনাদের ভালোবাসা অটুট থাকুক।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: আমাদের মানে কি?
আপনি শাহেদের কথা বলছেন?
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
মাহের ইসলাম বলেছেন: অনেক ভালো লাগল।
আপনাদের মেয়ে নিশ্চয় মোবাইল আর ট্যাবে গেইম খেলে খেলে চশমা ধরেছে ?
অনেক শুভ কামনা রইল।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
রাজীব নুর বলেছেন: একদম ঠিক ধরেছেন।
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১
প্রামানিক বলেছেন: সুখী দাম্পত্য কামনা করি।
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: আপনাদের দোয়ায় সুখীই আছি।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৪
ফয়সাল রকি বলেছেন: ব্লগার_প্রান্ত বলেছেন: আয়নায় দেখা যাচ্ছে, একজন মহিলা আপনাদের ছবি তুলছে, দরজায় আরেকজন আছে। ওনারাও কি সুখী পরিবারের অংশ?
সুন্দর পোষ্ট, লাইক
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
সনজিত বলেছেন: সুখী পরিবার
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: এমনি এমনি সুখী পরিবার হয়ে যায়নি। নিজেকে তৈরি করে নিতে হয়েছে।
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
নজসু বলেছেন:
পরী মা ককোন শ্রেণিতে পড়ছে?
পড়ালেখা কেমন করে?
২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: আল্লাহর রহমতে আমার মেয়ে পড়ালেখায় খুব ভালো। কেজি টু থেকে-
ক্লাশ ওয়ান এ উঠলো।
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ছোট্ট সুখী পরিবার.....
২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
দারুন লাগল ।
ছবিটা দেখে আরো ভাল লাগছে ।
আপনার বাসা চিনলে আমাকে আটকে রাখা যেতো না । সপ্তাহের সাত দিন ই পরী কে দেখার জন্য । আসলে নাস্তার জন্য হাজির হয়ে যেতাম ।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: আমি ভুলেছি সেই পথ; যে পথে তুমি ছিলে,
আমি লিখেছি তোমার নাম বেদনার অন্তমিলে।
২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৪
সোহানী বলেছেন: শাহেদ, নীলা ও পরীর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। এভাবেই চলুক জীবন জীবনের নিয়মে…...
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার মেয়ে শুধু মায়াবতীই নয় তাকে দেখে অনেক বুদ্ধিমতী বলেও আমার কাছে মনে হয় |
২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: দারুন বুদ্ধিমতি।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭
ব্লগার_প্রান্ত বলেছেন: আয়নায় দেখা যাচ্ছে, একজন মহিলা আপনাদের ছবি তুলছে, দরজায় আরেকজন আছে। ওনারাও কি সুখী পরিবারের অংশ?
সুন্দর পোষ্ট, লাইক