নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ভাইসব.....ভোট তো হইয়া গেলো! কাইল কি গাড়ি-ঘোড়া চলব?
২। অভিনন্দন মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ম্যাডামের বিপুল ভোটে বিজয় লাভ করার জন্য ।
৩। বিপুল ভোটে ৭১-এর বিজয় নিশ্চিত হতে যাচ্ছে। এ বিজয় মুক্তিযুদ্ধের বিজয়।
৪। জাতি দেখলো একটি নির্লজ্জ বেহায়াপনা নির্বাচন। সাবাস বাংলাদেশ।
৫। পুলিশ খারাপ সেনাবাহিনী খারাপ সাংবাদিক খারাপ হুজুররা খারাপ,বাংলাদেশের সবাই খারাপ। ভালো গুলা দেকছিনা কেনো??
৬। বড় ছেলে ভোটার হবার হবার পর ভোট দিতে পারেনি! কারণ? দুইবারই তাকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে হয়েছে!
৭। যেমনেই হোক, দশ বছর পর এই দেশের বউত মানুষ ভোট দিবার পারছে এইডাও একটা বিশাল ঘটনা!
৮। আমি একটা চূড়ান্ত ইতর অসভ্য অগণতান্ত্রিক অসংস্কৃতির রাষ্ট্রে বসবাস করি।
৯। ১৮ ঘন্টা পর নেটের মুখ দেখলাম! নির্বাচনের খবর কি!
১০। জো জিতা ওহি সিকান্দার!
১১। ড. কামাল না থাকলে বিম্পি এত বড় বিপদে পড়তো না।
১২। এখন আর সারা রাত জেগে ভোটের ফলাফলের অপেক্ষা করতে হইবো না রে পাগলা...পাশ পাশ...
১৩। জাতীয় নির্বাচন একটা শিল্পকর্ম। এ ধরনের শিল্পকর্ম সবার পছন্দ নাও হতে পারে।
১৪। এটা এমন একটা ভোট, যেটার ফলাফল জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।
১৫। আমি জালিমকে সুযোগ দিই তাদের পাপকে পাকাপোক্ত করার জন্য। অতঃপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি।.......(সূরা আল ইমরানঃ১৭৮)
১৬। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ : শেখ হাসিনা...!
১৭। ফেসবুকে বিপ্লব না ঘটিয়ে আত্মসমালোচনা করুন।
১৮। আশেপাশের প্রায় জায়গায় খবর নিয়েছি। প্রতিটি কেন্দ্রেই বানচাল হয়েছে। তারপরও যদি গণমাধ্যম প্রচার করে- নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, তাহলে তাদেরকে 'দালাল'ই বলবো।
১৯। বিপ্লব করতে চাই না। শুধু নিজের সন্তান এই দেশে জন্ম দেওয়ার আগে ১০০ বার ভাববো। তাছাড়া, আমি বিপ্লবী কিংবা রাজনীতিক না। সামান্য নাগরিক।
২০। মির্জা ফখরুল এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি কি আর পারবেন নির্বাচন প্রত্যাখ্যান করতে? মাইনকা চিপায় বিএনপির মহাসচিব!
২১। আজকে মনের শান্তিতে ঘুমানো যাবে। নৌকা না জিতলে এতোক্ষণে তান্ডব শুরু হয়ে যাইতো দেশে।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: শীত একটি ধনী ঋতু। উহা গরিবকে কষ্ট দেয়।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জাতীয় নির্বাচন একটা শিল্পকর্ম। এ ধরনের শিল্পকর্ম সবার পছন্দ নাও হতে পারে।
......................................................................................................................
ভায়া বেড়ে বলেছেন,
সেই সাথে অন্যদলের নির্বাচন গুলি যোগ করেন ।
.........................................................................................................................
কয়লা ধুলে ময়লা যায় না, অতএব রোবট প্রশাসন চালু করুন ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: চতুর্থ বারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লৌহ মানবী শেখ হাসিনা!
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
যোখার সারনায়েভ বলেছেন: হুম বুঝলাম।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯
রাজীব নুর বলেছেন: অভিনন্দন বাংলাদেশ আওয়ামী লীগ!
জয় বাংলা
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৯
রসায়ন বলেছেন: ফেসবুকের বিভিন্ন নিউজ পেজগুলোয় যান, আরো অনেক পাবেন ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভরাত্রী গুরু ভাই।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: এই বিজয়ের মাসে শুধু লীগ জিতেনি। এই জয় মুক্তিযোদ্ধাদেরও।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৪
ইলি বলেছেন: জো জিতা ওহি সিকান্দার! জয় বাংলা
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: পলিটিক্স করতে পলিসি জানতে হয়, মেধার চর্চা লাগে..
অমেধাবীরা হাও মাও করে। যুগে যুগে মেধার জয় হোক..
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
ভোটের আগেই, বেশীর ভাগ মানজুষই ভোটের রেজাল্ট অনুমান করতে সক্ষম হয়েছিলেন
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: মৃত্যু ১৮ আওয়ামী লীগ -১২ বিএনপি -৩, আন সার-১ ইসলামি ছাত্রসেনা ১ সাধারণ মানুষ-১
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: যা প্রত্যাশিত তাই হয়েছে। এই ব্লগেই আমি লিখেছিলাম আওয়ামী এবং তাদের মিত্ররা ৩০০ টি আসনে বিজয়ী হবে। পুলিশের দাবড়ানি খেয়ে বিএনপি অনেক আগেই মাঠ ছেড়ে পালিয়ে যায়।
কিন্তু কেন্দ্র দখল যেভাবে হবে ভেবেছিলাম সেভাবে মনে হচ্ছে হয় নি। এর ব্যাখাও নিশ্চয়ই কিছুদিনের মধ্যে পাওয়া যাবে। সত্য কখনও লুকিয়ে থাকে না।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: বিজয়ী এবং পরাজয়ী উভয়ের কাছেই এ নির্বাচন অতুলনীয় এবং অবিস্মরণীয়।
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
রিদওয়ান হাসান বলেছেন: আরো কিছু আছে। সংযোজন কইরা দিয়েন রাজীব ভাই-
১। নির্বাচনে ৩টি মাত্র ভোট পেয়েছেন এক প্রার্থী। মন খারাপ করে বাড়ি ফিরে তিনি দেখলেন, বউ ব্যাগ ট্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে।
স্বামী বললেন, ‘তোমার আবার কী হইলো?’
বউ জবাব দিলো, একটা ভোট তুমি দিসো। একটা ভোট আমি দিসি। আরেকটা কে দিসে? আমি কিছু বুঝি না মনে করসো?!’
২। যেহেতু আওয়ামী লীগই স্বাধীনতার পক্ষের একমাত্র দল, তাই তাদেরকে রাস্ট্রীয় ফরমান বলে ক্ষমতায় চিরস্থায়ী ঘোষনা দিলে পাঁচ বছর পর পর নির্বাচনের ঝামেলা থেকে জাতি মুক্তি পেত।
৩। পাঁচ বছর আগে মৃত আমার নানা আজ ভোট দিয়ে গেছে! জীবিত আমি, ভোট দিতে পারি নাই!
৪। সেনাবাহিনী আছে ক্ষমতা নাই! সাংবাদিক আছে সম্প্রচার নাই! ফেসবুক আছে ইন্টারনেট নাই! স্বাধীন বাংলাদেশ আছে কিন্তু স্বাধীনতা নাই!
৫। পিলখানা ট্রাজেডি কেনো হয়েছিল জাতি আজ বুঝতে পারলো।
৬। বিজয়ী মীরজাফরের চাইতে পরাজিত সিরাজউদ্দৌলার মর্যাদা অনেক বেশী।
৭। মোশারফ করিমের কৌতুক না দেখে নির্বাচনের ফলাফল দেখুন। ভালোই বিনোদন পাবেন।
৮। ম্যাচ ফিক্সিং করেও হ্যাট্রিক করার জন্য স্বাগতিক আওয়ামী লীগকে অভিনন্দন।
৯। এবার টের পাইছেন তো, কেন মানুষ ১৯৭৫ সালে জানাযাও পড়ে নাই!!"
১০। শেখ পরিবারের সব মারি নাই, দুয়েকটা রেখে গেছি। যাতে জাতি বুঝতে পারে তারা কেমন ছিল? -মেজর ডালিম
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি......
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
নজসু বলেছেন:
একদম ঠিক বলেছেন।
আমরা সাধারণ পাবলিক এই জাতীয় নানা কথাই ভাবি।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে। সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: আপাততঃ ১০ নম্বরটাই ঠিক কথা!
এ নির্বাচন ইতিহাস হয়ে রবে, এবং বহুল পঠিত ও চর্চিত হবে নানা কারণে।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আহসান স্যার মন্তব্য করার জন্য।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২
আশরাফুল অ্যাস্ট্রো বলেছেন: ২১ নাম্বার টা সবচেয়ে যুক্তি যুক্ত.।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩
শরীফ আতরাফ বলেছেন: আওয়ামী লীগ একটা ভালো সময় বেছেই নির্বাচন দিয়েছে। এখন শীতকাল। তাই তাদের পৌষ মাস ছিল আর বাকিদের সর্বনাশ।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ২:৪৪
কালো যাদুকর বলেছেন: শান্তিতে আপাতত ঘুমান। তবে আস্তে আস্তে রেডিও হন, পরাধিনতার জন্য।
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩
রাজীব নুর বলেছেন: যুদ্ধ, খুন, সন্ত্রাসমুক্ত আগামী দিনের প্রত্যাশায়..
১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২
জাহিদ অনিক বলেছেন:
অনেক কথা বাঙালীর মনে ------- অনেক ভাষা !
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: =Happy New Year=
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
হ্যাপি নিউ ইয়ার
ওয়েকাম টু আনাদার বিশ্ব
০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
রাজীব নুর বলেছেন: Happy New Year 2019
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
মাহমুদুর রহমান বলেছেন: নির্বাচনী ফলাফলা যাই হোক আমরা মেনে নিব।
কথাটি বলেছিলেন ওবায়দুল কাদের।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: শপথ গ্রহন শুরু হয়েছে।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭
গেছো দাদা বলেছেন: অসাধারন পোষ্ট। অনেককিছু বুঝতে পারছি সাধারন বাংলাদেশি মানসিকতা সম্বন্ধে। ধন্যবাদ।