| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজনীতি তো দুষ্টলোকদের দখলে চলে গেছে 
জনগনের অধিকার আদায়ের রাজনীতি নাই 
দেশের সমস্ত ভালোটুকু ভোগ করে নেতারাই 
অথচ প্রিয় দেশটা শুধু নেতাদের নয়, আমাদের 
গণতন্ত্র আর আমলাতন্ত্র লুটেপুটে খায় মিলে সব 
গরীবের শিক্ষিত ছেলেরা রয়ে যায় যে বেকার সব 
বড় বেশি অন্ধকারে দেশ আজ কেউ নয় নিরাপদ 
৩০ লক্ষ প্রান গেল, স্বচ্ছ পবিত্র স্বাধীনতা আসেনি
জন্মভূমির সবর্ত্র আজ ছড়িয়ে গেছে রাজনীতির বিষ 
অনিয়ম-অন্যায়ের মহাপ্লাবনে স্বাধীনতা গেছে মুছে  
১৭ কোটি বাঙ্গালীর জেগে ওঠার সময় হয়েছে আজ 
সব বুঝি অথচ বলা হয় না নষ্ট রাজনীতি হোক বন্ধ 
গর্ভধারিনী উপন্যাসটি পড়েছি আমি তিনবার, শিখেছি 
ভন্ড নেতারা গান্ধীবাদী হলে ক্ষমা পাবে আমার কাছে 
ইংরেজ করেছে শাসন দু'শো বছর, তারপর ৪৭, ৫২ 
ও ৭১ এ কত দুঃখ, কষ্ট আর রক্ত! পেলাম পতাকা 
আর কত সর্বনাশ হলে- নেতারা নড়েচড়ে বসবেন 
দেশ ও জাতির কল্যাণই হোক রাজনীতির উদ্দেশ্য।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
২| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৩৫
হাবিব বলেছেন: অনেক সুন্দর কবিতা
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়াশুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া শুকরিয়া
৩| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৩৬
বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় লেখার জন্য। আমরা শুধু রাজনীতি চাই। শুধু রাজনীতি পারে দুর্নীতি দূর করতে। আসলে রাজনীতি আর দুর্নীতি এক সাথে চলতে পারেনা। আমরা যেটাকে রাজনীতি মনে করি তা আসলে বাস্তবে দুর্নীতি।
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৫৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
৪| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৪০
হাবিব  বলেছেন: 
যতই বলো কবিতাতে
কিংবা কথা প্রতিবাদে
লাভ কিছু না হবে, যেই লাউ সেই সেই কদু!!
জোর খাটিয়ে মুল্লুকেরে
নেবে তারা আপন করে
তুমি আমি ফ্যালফ্যালিয়ে চেয়ে রবো শুধু!!
 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: চেয়ে থাকব না।
আমি উচিত শিক্ষা দিয়ে দিব।
৫| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:১৬
এম আর তালুকদার বলেছেন: সাধারন ভাবে অসাধারন লিখেছেন।
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!! 
লজ্জা লাগে।
৬| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:০৪
কলাবাগান১ বলেছেন: ওহে আলোর পথের দিশারীরা ...অন্ধকার কে ভয় পেও না....অন্ধকারের এর শেষে আলো আসবেই... গোয়েবেলস কে নিয়ে কবিতা লিখেই যাও...এক সময় না আরেক সময়ে আলো আসবেই ...সেই আলোতে গাড়ীর পতাকা কে উজ্জল দেখাবেই
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। 
ভালো থাকুন।
৭| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:০৭
কলাবাগান১ বলেছেন: এখন এত অন্ধকার যে মোমবাতি জ্বালিয়ে এই সব জ্বালাময়ী কবিতা লিখতে হচ্ছে...ল্যাপটপের পাওয়ার ও জন্য ও বিদ্যুত নাই...গলাটিপে ধরার কবিতা লিখি কিন্তু সমানে লিখেই যাচ্ছি
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: আমাদের কাজ লিখে যাওয়া। লিখে লিখে পৃথিবীটা বদলানো সম্ভব।
৮| 
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ১১:২৯
মাহমুদুর রহমান বলেছেন: পূর্ন কিংবা ত্রুটিপূর্ণ গন্তান্ত্রিক দেশের লিস্টে নাম নেই বাংলাদেশের। 
এমনন একটা হেডলাইন পড়েছি বিবিসি বাংলায়
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: আমরা যারা এই দেশে বাস করি- তারা সব জানি।
৯| 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১২:১০
অপু দ্যা গ্রেট বলেছেন: 
বাংলাদেশে রাজনীতি নাই
আছে পরিবার নীতি । 
আছে নিজের পকেট ভরে জনগন কে লাথি মেরে বড় বড় ভাষন দেয়া ।
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: এটা আধুনিক যুগ।
আমরা সমস্যা গুলো খুঁজে বের করবো। তারপর সমাধানের দিকে যাবো।
১০| 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৩:৪৩
ল বলেছেন: রাজনীতির কোবিতায় মুগ্ধতা
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: ল পড়ার শখ ছিল।
১১| 
১১ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৫১
পুলক ঢালী বলেছেন: সুন্দর উপলব্ধি এবং আবেদন।
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন। সুখি হোণ।
১২| 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:০১
পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা কবিতা খাসা হয়েছে । প্রচেষ্টা চলতে থাকুক...
শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোটভাইকে।
 
১১ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
১৩| 
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। ইদানিং কবিতা লিখতে শুরু করেছেন।।।
 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: এটাকে কবিতা বলে না। 
কবিতা লিখেন আপনি। 
আমি কবিতার কিছুই বুঝি না।
সত্য কথা হলো আপনাদের দেখে-দেখে শিখতে চেস্টা করছি।
১৪| 
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:৫৪
সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।
 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া চাচাজ্বী।
১৫| 
১১ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৪:৩৯
ইসিয়াক বলেছেন: অনেক অনেক সুন্দর হয়েছে।তাই...................।
শুভকামনা শুভকামনা
শুভকামনা শুভকামনা শুভকামনা শুভকামনা।
শুভকামনা শুভকামনা শুভকামনা শুভকামনা শুভকামনা শুভকামনা
 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: কি যে বলেন !!!
লজ্জা লাগে।
১৬| 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৩৯
তারেক ফাহিম বলেছেন: ইদানিং কবিতার চর্চা করছেন দেখে ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা।
অন্যদের কবিতা পাঠের অভিজ্ঞতা থেকে বলি, দাঁড়ি- কমা থাকলে কবিতাটি পাঠে আরও ভালো লাগতো, কবিতার সৌন্দর্য্য আরও বৃদ্ধি হতো। 
 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৩৫
রাজীব নুর বলেছেন: একটা কাজের পরামর্শ দিয়েছেন। 
মনে রাখবো আপনার কথা।
ভালো থাকুন।
১৭| 
১১ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:৫৮
ডার্ক ম্যান বলেছেন: আপনিও রাজনীতি করুন
 
১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: সবাই সব কিছু পারে না।
১৮| 
১২ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫৪
এফ.কে আশিক বলেছেন: সময়োপযোগী কবিতা
বেশ লিখেছেন- রাজীব নুর ভাই।
 
১২ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৯| 
১২ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৯
নজসু বলেছেন: 
আমি একটাই কথা ভাবি ভাই, তা হলো রাজনীতি যেদিন থেকে স্বার্থহীন হবে
সেদিন থেকে রাজনীতির মানে হবে জনগণের কল্যাণ।
 
১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে অর্থ্যাত দরিদ্র দেশের রাজনীতি এমনই হয়।
২০| 
১২ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন: 
বাংগালী ছেলেরা এখন সায়েন্স পড়ে না, ওরা রাজনীতি বুঝে বলে আমি বিশ্বাস করি না।
 
১২ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা এক তরফা বুঝে।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:৩৫
ঢাবিয়ান বলেছেন: অসাধারন হয়েছে। আমাদের সবারই যার যার অবস্থান থেকে প্রতিবাদী হওয়া প্রয়োজন।