| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

 কি হবে কবিতা লিখে?
কোনো কবি কি পেরেছে(?) কবিতা লিখে 
বাজারে জিনিসপত্রের দাম কমাতে?
পেরেছে কমাতে চালের দাম? কেন কবিতা লিখো? 
কবিরা দেশের কোন দায়িত্বটা পালন করে? 
অথচ তাদের লাফালাফিটা বড্ড বেশি।
প্রতিদিন এক লক্ষ্য কবিতা না লিখে-
এক লক্ষ্য দরিদ্রকে খাবার দাও, হে কবি
গভীরে যাও, গভীরে। আরো গভীরে- 
দুষ্টলোকেরা কবি হয়। হয় ভন্ড, প্রতারক 
সমস্ত চাষকরা মাছকে আমি ঘৃণা করি।
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: গ্রেট।
২| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবির বিবেক আরো জাগ্রত হোক !
...........................................................................
 
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: দেশের সমস্ত মানূষের বিবেক জাগ্রত হওয়া উচিত।
৩| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:১৯
নজসু বলেছেন: 
সত্যি তো। ![]()
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৯:৫৫
私 বলেছেন: কবিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করা হোক। মুছে যাক জীবনের সকল শোক।
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: শোক কে শক্তিতে রুপান্তর করতে হবে।
৫| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই নাকি? ভাই
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।
৬| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১০:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার বিক্ষিপ্ত চিৎকার, অক্ষর মালার সোচ্চার জনরোষ
অবলীলায় হাওয়ায় মিলিয়ে যায়।
বাতাস ভারী হয় না
কাগজে কলমে গুটিকয়েক অর্বাচীন শব্দ
গুমোট হয়ে পড়ে থাকে ঘরের এক কোণে।
দিস্তা দিস্তা কাগজের নিদারুণ অপচয়
অথবা বলা যেতে পারে মনন আর মস্তিস্কের কাগুজে ব্যবহার,
দুটোই ঠিক ভেসে গেলো বানের জলের মত।
 ![]()
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য কবিতা হয়ে গেছে।
৭| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:০২
মাহমুদুর রহমান বলেছেন: কবিরা হচ্ছেন একেকজন পথ নির্দেশক।মাঠে তো সাধারন মানুষকেই নামতে হবে।
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: মানি না।
৮| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৩২
সাইন বোর্ড বলেছেন: কবিতা নিয়ে মাঝে মাঝেই আপনার এরকম উল্টা-পাল্টা ভাবনার কথা চোখে পড়ে, এটা কি নিজে কবিতা ভাল লিখতে না পারার দুঃখ বা ব্যর্থতা থেকে ?
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
৯| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫৭
সোনালী ঈগল২৭৪ বলেছেন: সুন্দর হয়েছে , কবিতা কিন্তু মনের খোরাক যোগায় , সেটাই বা কম কিসে
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: মনের খোরাকে পেট ভরে না। আগে পেট।
১০| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১:৪২
জাহিদ অনিক বলেছেন: 
সত্যিই কবিতা লিখে কিছুই হবে না
 
১৭ ই জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: সিবাই তো আর রবীন্দ্রনাথ বা নজরুল হতে পারে না।
১১| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্বার্থ যখন সামনে এসে দাঁড়ায় তখন কবি ও কবিতা দুটোই পিঠ ফিরিয়ে নেয়।
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:০৩
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
১২| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৭:৫০
ইসিয়াক বলেছেন: আমার ক্ষমতা যে সীমিত।
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:০৪
রাজীব নুর বলেছেন: ক্ষমতা বাড়ানোর উপায় খুঁজে বের করুন।
১৩| 
১৭ ই জানুয়ারি, ২০১৯  রাত ১০:১২
সূচরিতা সেন বলেছেন: বাহ! রাজীব দা আপনিও কবিতা ধরে ফেললেন তাও বাজিমাৎ হয়েছে কবিতা।ভালো লাগল ।
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
১৪| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:৩২
ল বলেছেন: কবিদের বিরুদ্ধে বিদ্রোহ হোক
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ১:৫৬
রাজীব নুর বলেছেন: বিদ্রোহ করা ঠিক হবে না। 
তারা তো কারো কোনো ক্ষতি করছে না। কবিতা লিখছে।
১৫| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  ভোর ৫:৪৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
সিস্টেম ঠিক রাখতে হবে। অর্থাৎ সামর্থ্য বৃদ্ধি করতে হবে। ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে। চালের দাম কমালে কৃষক পথে বসে যাবে। সেটা কোন ভালো কাজ হবে না।
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: কৃষক তো মুনাফা বেশি পায় না। 
মুনাফা লাভ করে খুচরা বিক্রেতারা।
১৬| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  ভোর ৬:৫৮
চাঁদগাজী বলেছেন: 
কবিরা মানুষকে জীবনের গান শোনায়
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: ক্ষুধার্থ পেটে জীবনের গান কি ভালো লাগে?
১৭| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৭:২৪
রিদওয়ান হাসান বলেছেন: সমস্ত চাষকরা মাছকে আমি ঘৃণা করি। এটাই আসল কথা।
১৮| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৯| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৩৮
দৃষ্টিসীমানা বলেছেন: সবাই কবিদের পিছনে লাগলেন কেন ? শুনেছি কবির স্ত্রীরাই কবিকে ভৎসনা করে ।
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: কবিরা নষ্ট হয়ে গেছে।
২০| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  দুপুর ১২:০৮
ঠ্যঠা মফিজ বলেছেন: চরম হয়েছে কবিতা । কবিতা ছাড়া হয়ত আলোচনা সম্ভবও না। ধন্যবাদ ভাই রাজীব নুর।
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  সন্ধ্যা  ৬:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
২১| 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৮:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: কবিরা তো নিজেরাই খেতে পারেন না, অন্যদের কী খাওয়াবেন?
 
১৮ ই জানুয়ারি, ২০১৯  রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: আরে অনেক কবির অবস্থা বেশ রমরমা।
বিশাল চাকরি, গাড়ি-বাড়ি,  নারী সবই আছে।
২২| 
১৯ শে জানুয়ারি, ২০১৯  দুপুর ২:৫১
অপু দ্যা গ্রেট বলেছেন: 
অনেকটা পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি
 
১৯ শে জানুয়ারি, ২০১৯  বিকাল ৩:০০
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৯  সকাল ৮:৫৩
সনজিত বলেছেন: মর্মাহত