নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (অপ্রয়োজনীয় সব ছবি)

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯



আমার জীবনের বেশির ভাগ সময় অপচয় হয়েছে।
আমি দরকারী বা ভালো বই খুব কম পড়েছি। অপ্রয়োজনীয় বই বেশি পড়েছি। ভালো মুভি না দেখে ফালতু মুভি দেখেছি বেশী। অর্থ্যাত আমার জীবনের মূল্যবান সময় গুলো আমি অপচয় করেছি। প্রয়োজনীয় ছবি না তুলে আমি ফালতু ছবি তুলেছি। আরেকবার যদি পৃথিবীতে আসি তাহলে সময়ের অপচয় করবো না। মানুষ খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে। তাই প্রতিটা মুহুর্ত খুব মূল্যবান। যারা মূল্যবান সময় নষ্ট করে তারা নির্বোধ। আমি নির্বোধ। জীবনের ত্রিশ বছর সেই কবেই পার করে ফেলেছি। আর ত্রিশ বছর কি বেঁচে থাকবো? ভুলে ভুলে জীবন গেল। এমন কিছু করতে পারিনি- যে আমার মৃত্যুর পর মানুষ আমাকে স্মরন করবে। কোনো পদক পেলাম না। কেউ আমার সাক্ষাৎকার নিল না। কেউ অটোগ্রাফ নিলো না। কেউ দৌড়ে আসে না সেলফি তোলার জন্য। কোনো অনুষ্ঠানের প্রধান অতিথি হতে পারলাম না। আমস্টারডাম যাওয়ার বড় সখ ছিল, সেটাও কপালে জুটলো না। একদিন হুট করে স্ট্রোক করে মরে যাবো। খেলা শেষ। কোনো দাগ রেখে যেতে পারলাম না পৃথিবীতে!

১।
ভূতের সন্ধানে এই বাড়িতে এসেছিলাম।

২।
কেউ কেউ একা অথবা একা একা কেউ!

৩।
শুটকি মাছ।

৪।
অপ্রয়োজনীয়।

৫।
শুভ জন্মদিন।

৬।
এই ফুল গাছটা আমার দারুন লাগে।

৭।
আমাদের আরিশ। সে আবার স্কুলে ভর্তি হয়েছে। বিরাট দুষ্ট।

৮।
আমাদের একটি ছবি।

৯।
হাঁস প্যাক প্যাঁক করতে-করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে খাবারের সন্ধানে।

১০।
ছোটবেলা খুব মিষ্টি খেতে পারতাম। এখন একটার বেশি খেতে পারি না।

১১।
যখন সন্ধ্যা নামে।

১২।
নদীর নাম মধুমতি।

১৩।
প্রতিটা বিয়ের অনুষ্ঠানে প্রায় সকলকেই দেখা যায় মোবাইল দিয়ে ছবি তুলতে।

১৪।
কত অপ্রয়োজনীয় ছবি যে আমি তুলেছি তার হিসাব নেই।

১৫।
একদিন দেখি একদল ছেলে-মেয়ে ব্যস্ত রাস্তা আটকে নাচছে!

১৬।
সেদিন আকাশ ভরা মেঘ জমেছি।

১৭।
বেলুন উড়িয়ে শুভ কাজের সূচনা করা হয়।

১৮।
লেখকদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

১৯।
সাঁতার জানলেও স্প্রীডবোটে উঠলে ভয় করে।

২০।
পরী।

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২০

হাবিব বলেছেন: ২০ নাম্বার ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগলো++++

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এটা আমার কন্যা। আমার ভূবন।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১

হাবিব বলেছেন:




১) ভুত পেয়েছিলেন?
২) একা একা কে দাঁড়িয়ে?
৩) শুটকি মাছটা প্রায় জীবিত যেন.....
৪) খুব অপ্রয়োজনীয়
৫) কার জন্মদিন?
৬) আসলেই দারুণ!
৭) আরিশ কে?
৮) হ্যাপি কাপল
৯) হাস কি শুধু খাবারের জন্যই প‌্যাঁক প‌্যাঁক করে?
১০) মিষ্টিগুলো স্বাস্থ্য সম্মত?
১১) কোথাকার ছবি?
১২) খুব সুন্দর
১৩) আপনিও কি তুলেছিলেন ?
১৪) কোথা থেকে তুলেছেন?
১৫) তারা কি জন্য নাচছে? কি বরছে নেচে নেচে?
১৬) কোনদিন?
১৭) বেলুন ছাড়া অন্যকিছু কেন উড়ানো হয়না? এরকম প্রচলন কখন থেকে হয়েছে?
১৮) আপনি তখন কোথায় ছিলেন? আর লোক দু'জনের সাথে আপনার কি সম্পর্ক?

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ১। ভূত পাইনি। আসলে ভূর বলে তো কিছি নেই।
২। সুরভি।
৫। রোজার।
৭। আমার ছোট ভাইয়ের ছেলে।
১৭। অনেকে কবুতরও উড়ায়।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩

হাবিব বলেছেন:





উপরের ১৮ নাম্বার টা ১৯ হবে।

১৮) আপনি কি লেখক হিসেবে কোন পুরষ্কার পেয়েছেন কখনো? ছবিতে কে কে আছেন?

***আপনার প্রথম ছবিটা কার? আরিশের?

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: না,পাইনি।
কোনো দিন পুরস্কার পাওয়ার মতো কিছু করতে পারিনি।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

পবিত্র হোসাইন বলেছেন: ১৭ নম্বরটি ভালো ছিল ।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

সেলিম৮৩ বলেছেন: কয়েকটা ছবি বেশ ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

কামরুননাহার কলি বলেছেন: এই ছবিগুলো হয়তো আপনাকে মনে রাখবো। ‍গুগল সার্চ দিলে ছবিগুলো দেখলে, সবাই বলবে এগুলো তো রাজীব নূর ভাই এর ছবি তোলা।
ছবিগুলো খুব ভালো লেগেছে। ১৬ নং ছবিটা আমার খুব ভালো লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ১৬ নং ছবিটা আমার বাড়ির ছাদ থেকে তোলা।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১৩তে আর্ট আছে। ১০নাম্বারটা না দিলেও চলতো...

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৭

মেহেদী হাসান হাসিব বলেছেন: ১১, ১৭ ভাল লাগছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪০

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: কিছু ব্লগার ব্লগ-কে ব্যক্তিগত Facebook a/c ভাবছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮

সনেট কবি বলেছেন: মনমুগ্ধকর!

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চাচাজ্বী।

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

বাংলার মেলা বলেছেন: যখন তখন রাস্তা আটকে যেসব ফালতু ছেলেপেলে নাচানাচি করে, তাদেরকে উল্টো করে পেটানো দরকার - দেখাই যাচ্ছে রাস্তায় যানজট লেগে গেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: সেদিন ভয়ঙ্কর যানজট লেগেছিল।

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ। সুন্দর ছবি ব্লগ। একেবারে মন ভালো করা ছবি যাকে বলে


শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোট ভাইকে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাচ্চাগুলোর ছবি খুবই সুন্দর , রাস্তা আটকে নাচানাচির ব্যাপারটা ভালো লাগেনি

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

চাঁদগাজী বলেছেন:


আপননি ঢাকার কোন এলাকায় থাকেন?

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: খিলগা/ মতিঝিল/শান্তিনগর এলাকায়।

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভবঘুরে এই আরকি?

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: হুম।

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





সব গুলো ছবির মধ্যের গল্প গুলো সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মাহমুদুর রহমান বলেছেন: যে পদক বেঁচে বাজারে এক কেজি চালও কিনতে পাওয়া যায় না সে পদকের চিন্তা করে কি লাভ?

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: না না আমি পদক টদক এর চিন্তা করি না।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৪

প্রামানিক বলেছেন: ছবিগুলো বেশ ভালো লাগল। ধন্যবাদ

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ...

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.