নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমার মনে হয় আমার চারপাশে সব মৃত মানুষেরা আছে। হাজার হাজার লক্ষ লক্ষ মৃত মানুষ। আজ অবধি যারা জন্মেছে এবং মরে গেছে তারা সবাই। খুব বন্ধুর মতো লাগে তাদের। খুব আপন মনে হয়। তারা আশে পাশেই আছে, ডিস্টার্ব করে না, শুধু সাথে থাকে। আমি খুব ফিল করি তাদের। অনেক সময়ে মধ্যরাতে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি।
২। এক চরম কৃপণ লোক সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যেতে লাগলো...
সে তখন দোয়া করতে লাগলো বিধাতার কাছে, “হে বিধাতা আমি যদি বেঁচে যাই তাহলে ১০০০ জন এতিমকে ২ বেলা বিরিয়ানি খাওয়াবো“।
তখনি এক বড় একটা স্রোত এসে তাকে সাগর তীরে ঠেলে দিলো! সে তখন দাঁড়িয়ে বলল, “হাহ! কিসের বিরিয়ানি!!”
তখন আচানক আরেকটা বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে গেলো!
তখন সে বলতে লাগলো... “আমি বলতে চাচ্ছি চিকেন বিরিয়ানী নাকি কাচ্চি!
৩। দেবতা জিউস সিংহাসনে বসে আছেন। তাকে ক্রোধান্বিত দেখায়।
তাঁর সামনে দাঁড়িয়ে স্বর্গীয় দেবদূত হার্মেস ।
দেবতা জিউস হুঙ্কার ছাড়লেন, পৃথিবী পাপ আর পঙ্কিলতায় পরিপূর্ণ হয়ে পড়েছে! আমি পৃথিবী ধ্বংস করে দেব!
জিউসের হুঙ্কারে কেঁপে উঠলেন হার্মেস । সম্পর্কে হার্মিস জিউসপুত্র; তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে পিতাকে বললেন, এপিমেথিউস- এর স্ত্রী প্যান্ডোরা কে আপনি একটি বাক্স দিয়েছিলেন। সেই বাক্সটি খুলতে আপনি নিষেধও করেছিলেন। কিন্তু, আপনার নিষেধাজ্ঞা অমান্য করে প্যান্ডোরা বাক্সটি খুলে ফেলেছিল। তারপর থেকেই পৃথিবীতে ঘৃনা ক্রোধ পাপ ছড়িয়ে পড়েছে!
৪। বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচালার সুন্দরী , সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে।
৫। পল্লীকবি জসীমুদ্দিনের লেখা বাঙ্গালীর হাসির গল্প আমাদের সাহিত্যের অমূল্য সম্পদ। কিন্তু সেই অমূল্য খাজানা এখন আর খুঁজে পাওয়া যায়না। বাংলা একাডেমি কেনো যে এগুলো পুনঃমুদ্রন করছেন না তা বোধগম্য নয়।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: এটাই তো চাই।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
ভুয়া মফিজ বলেছেন: দার্শনিক রাজীব নূরের দর্শন!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি গ্রীক মিথ ভালোবাসেন, বিবিধ ধর্মীয় মিথ নিয়ে আপনি একটা বই বের করেন, পাঠক পাবেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: যে তিনটার কাজ শুরু করেছি আগে সেগুলো শেষ করে নিই।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১
শিবলী আখঞ্জী বলেছেন: কৃপণ ব্যক্তিটা বিপদ থেকে উদ্ধার হয়ে বিধাতার উদ্দেশ্যে মনে মনে বলেছিল “তুমি আমারে ভয় দেখাইসো আমিও তোমারে লোভ দেখাইছি”
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
হাবিব বলেছেন: ভালো লাগলো আপনার দর্শন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: যে তিনটার কাজ শুরু করেছি আগে সেগুলো শেষ করে নিই। কোন ৩ টা কাজ ব্রাদার ?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: দেশভাগ নিয়ে একটা উপন্যাস। ফোটোগ্রাফী নিয়ে আর একটা চোট গল্প নিয়ে।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬
কিশোর মাইনু বলেছেন: ১/Deep Taught, Deep Feeling
২/ভগবানের লগে ও দু নাম্বারী?!?!?
ভাল তো, ভাল না!!!
৩/গ্রীক মিথোলজি নিয়ে লেখা শুরু করেছিলাম, বাট প্রচুর সময় দিতে হয়, তাই ইস্তফা আফাতত। পরে পান্ডোরার বাক্স দিয়েই শুরু করব চিন্তা করেছিলাম।
৪/ভাবী কি বরিশালের?!?!?
৫/আফসোসের বিষয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সব গুলো বিষয় নিয়ে মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭
জাতির বোঝা বলেছেন:
অসাধারণ সব বইগুলোর পুর্নমুদ্রণ জরুরি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: এই দায়িত্ব বাংলা একাডেমিকে নিতে হবে।
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০১
সনেট কবি বলেছেন: সব কথায় একমত নই।