নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মানুষ কে মানুষ বলা হয় তার মনুষ্যত্বের জন্য

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩



একবার এক ছাত্র শিক্ষার্থী জীবন শেষ করে এক বড় কোম্পানীতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে। ইন্টারভিউ বোর্ডের সিইও ছিলেন। তিনি প্রশ্ন করলেন, চাকরি পাবার পর তার পরবর্তী লক্ষ্য কী হবে?
চাকরিপ্রার্থী উত্তর দিলেন আপনার চেয়ারটায় গিয়ে বসা। তার এই সাহসী উত্তরের জন্যেই সাথে সাথে তার চাকরি হয়ে গিয়েছিলো।
আসলে ইন্টারভিউ বোর্ডে নিয়োগকর্তারা দেখতে চান আপনার সাহস আছে কি না আপনার নিজের প্রতি বিশ্বাস আছে কি-না। ইন্টারভিউতে অপরপক্ষকে আপনাকে ইমপ্রেস করতে হবে। এজন্যে সাহসী হওয়া খুব গুরুত্বপূর্ণ।

একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর- আসবেই।
এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে- একদিন... ।।
পৃথিবীর মাটি হবে মধুময়, বাতাস হবে মধুময়, আকাশ হবে মধুময়- একদিন..
আমরা মানি নাকো বাঁধা বন্ধন, হাতে বাধি রাঁখি বন্ধন, সামনে সত্যের জয়- একদিন...


স্ত্রীর পিড়াপিড়িতে নাসিরুদ্দিন একটা গরু কিনল ।
কিন্তু গরু ও গাধার জন্য গোয়াল ঘরে পর্যাপ্ত যায়গা না থাকায়, একটা ঘুমালে আরেকটাকে দাড়িয়ে থাকতে হতো ।
প্রিয় গাধার এই দুরবস্থা দেখে হোজ্জা একদিন খোদার কাছে প্রার্থনা করছে, "হে আল্লাহ, দয়া করে গরুটাকে মেরে ফেল যাতে আমার গাধাটা একটু আরাম করে ঘুমাইতে পারে"।
পরদিন সকালে সে গোয়াল ঘরে গিয়ে দেখে যে গাধাটা মরে পরে আছে।
প্রানপ্রিয় গাধার মৃত্যুতে হতাশ হয়ে হোজ্জা বিরস বদনে আকাশের দিকে তাকায়ে বলল, "কোন অভিযোগ করব না খোদা, কিন্তু তুমি এতদিন ধরে সারা দুনিয়ার মালিক হয়েও, কোনটা গরু কোনটা গাধা এইটা চিনলা না!"

একজন সৎ ও সাহসী লোকের যে গুনগুলো থাকে আজকালকার বদমাইশরাও সেইসব গুন অর্জন করে রাখে। এই ফলে আমরা ভালো লোক, মন্দলোক গুলিয়ে ফেলি।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

তারেক ফাহিম বলেছেন: প্রথম অংশে ভালোলাগা।

২য় পেয়ারাটি ভালো করে বুঝিনি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আমি নিজেই ঠিক বুঝি না।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
গ্রিক দার্শনিক এরিস্টেটল বলেছিলেন- ম্যান ইজ আ সোস্যাল এনিম্যাল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

ভুয়া মফিজ বলেছেন: মনুষ্যতের<মনুষ্যত্বের.............. হেড লাইনেই বানান ভূল থাকা ঠিক না।

হোজ্জার গল্পটা মজার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভুল ধরিয়ে দেবার জন্য।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:

সাহসী ও সৎ লোকের কদর কমে গেছে; আসলে, অসতদের সংখ্যটা বেড়ে গেছে বাংলাদেশে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: খুব বেশি বেড়েছে সংখ্যাটা।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: তবুও বেঁচে থাকার মানে দাঁড়িয়েছে, নিজ নিজ বৈশিষ্ট্য গুলোই খাঁটি ও সত্যিকারের। তাই সৎ এবং সাহসিকতার দৃষ্টান্ত কম হলেও নিজেদের মত চালিয়ে নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১

সোনালী ঈগল২৭৪ বলেছেন: শেষের কৌতুকটা বেশ হয়েছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.