নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৮০

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮


বইমেলাতে বাচ্চাটা আপন মনে খুব খেলছিল- ২০১২ ইং

১। বিয়ের পর যদি আপনার স্বামীর প্রতি প্রেম ভালোবাসা কমে যায়- তাহলে The Vow এই মুভিটি দেখুন। ইদানিং দেখা যায় আমাদের সমাজে বিয়ের পর ভালোবাসা উঠেই গেছে। এই মুভিটি স্বামী-স্ত্রীদের নতুন করে ভালোবাসাতে শেখায়। বিয়ের পর যদি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকে তাহলে বেঁচে থাকা অর্থহীন।
ছবির কাহিনী অনেকটা এই রকমঃ চরম রোমান্টিক একটি মুভি। ভালোবাসার মানুষটির জন্য মানুষ কি না কি করে মুভিটিতে তাই দেখতে পারবেন । মুভিতে লিও এবং পেইজ হচ্ছে দম্পতি যারা সবেমাত্র বিয়ে করেছে। একটি গাড়ি দুর্ঘটনায় পেইজ এবং লিও মারাত্মকভাবে আহত হয়। লিও সম্পূর্ণ সুস্থ হলেও পেইজ তার স্মৃতিশক্তি হারায়। সে লিওকে চিনতে পারেনা। লিও পেইজকে তার বাসায় আনতে চাইল, কিন্তু বাধ সাধল তার বাবা মা। যেহেতু লিও পেইজের কাছে সম্পূর্ণ অচেনা একজন মানুষ। তাই সে চেষ্টা করতে থাকে পেইজের স্মৃতি ফিরিয়ে আনার। ছবিটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। মুভিটি দেখার পর এক আকাশ আনন্দে আপনার মন ভরে উঠবে। নিজের অজান্তেই চোখ ভিজে উঠবে। অবচেতন ভাবেই স্বামী-স্ত্রী দুইজনের প্রতি দুইজনের ভালোবাসা বেড়ে যাবে।
তো দেখে ফেলুন এই অসাধারন মুভিটি।

২। মৃত্যুপথযাত্রী বৃদ্ধ চমকে উঠল।
‘- একি? তুই ধনিয়া?
- হাঁ চাচা। আমার জাত নেই, আমি নাকি রাণ্ডি!
- ছি ছি, এ কি বলছিস?
- হাঁ চাচা, আমাকে নাম লেখাতে হয়েছে। কাল থেকে বাজারে থাকতে হবে।
- আরে না, তুইতো লছমী।
- না চাচা, আমার স্বামী নেই।
- গাই গরুরও স্বামী নেই, তারা কি লছ্‌মী নয়?
- তা বললে চলে না, আমি তো গাই নই। আমি মানুষ।’

৩। মহানবী (সাঃ) বলেছেন "যে ব্যাক্তি দিনে ৪০ জন লোককে সালাম দিবে, ঐ ব্যাক্তি ঐদিন
মারা গেলে জান্নাতে প্রবেশ করবে।
(- সহীহ বুখারী)

৪। টিচার : যদি কোন সময় তোমার বেস্টফ্রেন্ড এবং তোমার গার্লফ্রেন্ড একসাথে পানিতে ডুবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে, তাহলে তুমি কাকে বাঁচাবে????
বল্টু : মরতে দেন দুইজন কেই।
টিচার : কেন???
বল্টু : তারা দুইজন একসাথে পানিতে কি করতে গেছিল!!!!!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

ঢাবিয়ান বলেছেন: রাজকন্যার ছবিটা দারুন হয়েছে। আজকের ডাইরিও ভাল লেগেছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

৩। মহানবী (সাঃ) বলেছেন "যে ব্যাক্তি দিনে ৪০ জন লোককে সালাম দিবে, ঐ ব্যাক্তি ঐদিন
মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। (- সহীহ বুখারী)

আসুন আমরা আজ থেকে সালাম দেবার রীতি চালু করি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

রাজীব নুর বলেছেন: আসসালামুয়ালাইকুম।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও মরে যেতে হয়।"
জীবনানন্দ দাশ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: আপনার লেখা যত পড়ছি ততই মুগ্ধ হচ্ছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩১

রাজীব নুর বলেছেন: আরে ভাই আপনিই আমাকে গ্রেট বানাবেন।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪১

জাহিদ অনিক বলেছেন:
মুভিটা দেখব। অবশ্যই দেখব। আপনার মুভি চয়েজ ভালো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: কিন্তু এই আমিই জীবনে সবচেয়ে বেশি ফালতু মুভি দেখছি।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

প্রামানিক বলেছেন: স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাদের মুভি দেখে কি ভালোবাসা তৈরী হবে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই তৈরি হবে।
একদম ম্যাজিকের মতো কাজ করবে।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: আসসালামু আলাইকুম, কেমন আছেন?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
জ্বী আমি আল্লাহর রহমতে ভালো আছি।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

অর্থনীতিবিদ বলেছেন: চার নম্বর কৌতুকটা পড়ে দীর্ঘক্ষণ হাসি থামাতে পারিনি :-)

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: হে হে হে

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.