নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমরা জাতি হিসেবে এখনও পুরোপুরি নষ্ট হয়ে যাইনি।
চেতনা আর মানবতা আমাদের মধ্যে আছে। প্রতিদিন বইমেলা তো অসংখ্য মানুষের ঢোল। বইমেলায় যাচ্ছে, বই কিনছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। বইমেলায় আগত সবার মুখে আমি আনন্দ দেখতে পাই। সীমাহীন আনন্দ। আমাদের দুঃখ দূর্দশার শেষ নেই। তারপরও বইমেলার দিকে তাকালে মনে হয় আমরা এক আনন্দময় জাতি। মানুষ লিখছে, প্রকাশক বই ছাপিয়ে যাচ্ছে আরেক দল কিনছে, পড়ছে এবং মন্তব্য জানাচ্ছে। বইমেলাকে কেন্দ্র করে চারিদিকে আনন্দ বিরাজমান আছে।
ইসরাত বানু নামে একজনের কাছ থেকে জানতে পারলাম- তার জবানীতেই শুনি।
অনেকদিন থেকে ভাবছি একবার বইমেলায় যাব। সবাই যাচ্ছে, আমি পারছি না, এনিয়ে বেশ তাড়া ছিল মনে! টংগী থেকে এসে আবার কোথাও যাওয়া খুব কষ্টের! আজ সুযোগ এলো। ইস্তেমার কারণে কলেজে যাওয়া যায় নি।তাই ভাবলাম বই মেলাতে যাই।
ফাতেমা আমার দেখা সবচেয়ে কাজের মানুষ, তাকেই ধরলাম।সে তার নিজের মেয়ে আর বোনের মেয়ে নিয়ে যেতে রাজী হইলো, যদিও তার কলেজে আজ অনুষ্ঠান ছিল। ভালো মানুষ সে, আমার আবদার ফেলতে পারে নাই!
প্রথমদিকে ভালোই ঘুরছিলাম। বই কিনেছি ডজন খানেক আমি। ফাতেমাও কিনেছে! কিন্ত কী কাহিনি অপেক্ষা করছিলো জানি নাই!
হঠাত মনে হোল পা কেমন মুক্ত। তাকিয়ে দেখি হিল থেকে স্যানডেল আলাদা! এই নিয়ে কতবার এটা ঘটলো হিসাব নাই! আজ মনে হচ্ছে আমার হাঁটায় কোন সমস্যা আছে! নাহয় কেন এমন হবে?
আমি নীল হয়ে গেলাম ভয়ে! কারণ আধ মাইল খানেক না হাঁটলে গাড়ি উঠতে পারব না!
আমি খালি পায়ে এতখানি পথ হেঁটে গাড়িতে উঠেছি। মানুষ বিপদে পড়লে কী না করে!
বাসায় এসে কতবার যে পা ধুয়েছি। অবশ্য বইগুলা দেখলে আর কষ্টের কথা মনে আসছে না!
ছবি গুলো আমার তোলা না। ফেসবুক থেকে নিয়েছি। আমি নিজে এখন পর্যন্ত বইমেলায় যাইনি। কেন যাইনি আমি জানি না। অবশ্য হাতে সময় আছে। যে কোনোদিন বা যে কোনো মুহুর্তে যাবো। যারা বইমেলায় যাচ্ছে, ফিরে এসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে- ছবি দিচ্ছে। সেই সব ছবি ও স্ট্যাটাস পড়ে আমি মুগ্ধ। প্রতিদিন এত এত ছবি আর স্ট্যাটাস পড়ে আমার মনেই হয় না- আমি বইমেলায় যাইনি। আমাদের ব্লগাররাও প্রতিদিন ব্লগে ছবি পোষ্ট করছেন ও লিখছেন বইমেলা নিয়ে। আমি দূর থেকে বসে খুব উপভোগ করছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩
রাজীব নুর বলেছেন: সেম টু সেম!!!
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ছবির সঙ্গে ক্যাপশনগুলো দিলে আরো একটু বুঝতে সুবিধা হত।
হ্যাঁ আমিও দেখছি প্রতিদিন ফেসবুক এবং ব্লগার বই লিখেছেন তারা স্ট্যাটাসে সেগুলো উল্লেখ করছেন দেখে খুব আনন্দিত লাগে ।
তবে এবারের বইমেলায় ভাইয়ের কোন বই পেলাম না। আশাকরি আগামীবার মিস হবে না ।
শুভকামনা রইল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: দাদা তিনটা বইয়ের কাজ শুরু করেছিলাম। একটাও শেষ করতে পারিনি।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
হাবিব বলেছেন: আমি আপনার একটা বই কিনেছি। টুকরো টুকরো সাদা মিথ্যা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২
রাজীব নুর বলেছেন: হা হা হা----
অনুপ্রানন করেছিল বইটা।
ধন্যবাদ।
অনেক শুকরিয়া।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৪
সামিয়া বলেছেন: চমৎকার
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: কয়দিন ধরে বইমেলা , কাজ আর সংসার নিয়ে এতো ব্যস্ত ছিলাম যে ব্লগে সময় দিতে পারিনি । আপনার পোষ্টে দুইটা ছবিতে আমার মতো দেখতে একজন কে লাগছে । খুব আনন্দিত হইলাম । আহা আমি যদি হইতাম । ভাইজান অনেক ভাল থাকবেন । ধন্যবাদ ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
পোস্টে আপনার ছবিগুলো যেমন ধার করা তেমনি আপনার লেখা থেকে ধার করে বলি -
আমরা জাতি হিসেবে এখনও পুরোপুরি নষ্ট হয়ে যাইনি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬
শায়মা বলেছেন: এবারের মত এত এত বইমেলা পোস্ট আগে আসেনি!
এবারে যেন জমজমাট মেলা সে বই কেনা হোক বা না হোক ব্লগারেরা তো আছে !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন বোন।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বেশিরভাগ ছবিই দেখি মেয়েদের! বইমেলায় মেয়েরাই বেশি নাকি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: আসলেই মেয়েরা বেশি যায় বইমেলায়।
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সত্যিই মুগ্ধ হবার মত।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: বইমেলায় ইসরাত বানু এর স্যান্ডেল ছেঁড়ার কথা পড়ে আমারও মনে পড়ে গেলো... ২০১৭ সালে বইমেলার মাসজিদে আসর এর নামায পড়ে উঠে দেখি আমার জুতো জোড়া গায়েব!
জুতো চোরের উপর রাগ করে সেদিন পুরো মেলা খালি পায়ে হেঁটেছিলাম। এবং তা দেখে একজন তরুণ স্টলমালিক আমাকে তার এক জোড়া স্পেয়ার স্যান্ডেল এগিয়ে দিয়ে অনুরোধ করেছিলেন, আমি যেন নিকটস্থ এলিফ্যান্ট রোড থেকে কিছু একটা কিনে নিয়ে আসি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: আমার কি সৌভাগ্য আপনি আমার পোষ্টে এসেছেন!
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
মাহমুদুর রহমান বলেছেন: বই মেলায় গিয়ে এবার বেশ আনন্দ করলাম।
ভালোই সময় কেটেছে।ভাবছি একটা ছবি ব্লগ পোষ্ট দিবো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
চাঁদগাজী বলেছেন:
জাতি স্বাধীন হওয়ার ৪৮ বছর পর, শতকরা ৪০ জন নিজের নাম লিখতে পারে না; সেই শতকরা ৪০ ভাগ কি বই লিখছেন, কি বই কিনছেন? যাঁদের ১০০ ভাগ মানুষ লিখতে ও পড়তে পারেন, তাদের তো এত বড় বইমেলা নেই! তা'হলে, শতকরা ৬০ ভাগের এত বড় বইমেলা কেন? এখানে নিশ্চয় সমস্যা আছে, এটা বইমেলা নয়, এটা কুটিল শিক্ষিতদের আড্ডা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: এতটা কঠোর হবেন না।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
গরল বলেছেন: চাঁদগাজী ভাই, যখন ভারতের ৯৯ শতাংশ মানুষ পড়তে জানত না তখনই ভারতে এক মহাকাব্য রচিত হয়েছিল। বই লিখতে হলে যে দেশের সব মানুষকে শিক্ষিত করে তারপর লিখতে হবে এটা আবার কেমন বিচার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: ঠিক।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ঢাকার বাইরে যাওয়াতে কত কিছু মিস করলাম ।
ধুররর ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩
রাজীব নুর বলেছেন: দূরত্ব যতই হোক সামুর মাধ্যমে আমরা সবাই কাছেই আছি।
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
অগ্নি সারথি বলেছেন: প্রথম ছবিটার পেছনে আলতো করে এই অধমকেও দেখা যায়!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
রাজীব নুর বলেছেন: গ্রেট।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
ওমেরা বলেছেন: আমিও আপনাদের লিখা পড়ে ছবি দেখে খুব মজা পাচ্ছি ।