নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮০

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১



১। নতুন লেখকের প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন- প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

২। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা কৌতুক চালু আছে হাঙ্গেরিতে। হাঙ্গেরিয়ানদের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর এই পুরো নামটা উচ্চারণ করা বেশ শক্ত। ওদেশে কেউ যখন খুব মাতাল হয়ে যায়, তখন তার বন্ধুরা তার নেশার পরিমাণ পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে, রবীন্দ্রনাথ ঠাকুর বানান কর তো। এই গল্প শুনে রবীন্দ্রভক্তদের ক্ষুদ্ধ হওয়া উচিত না, কারণ এই গল্পেও প্রমাণ হয় যে ওদেশে সাধারণ মানূষের মনে রবীন্দ্রনাথ কতখানি জুড়িয়ে আছেন!
(আমাদের দেশের মাতালরা রবীন্দ্রনাথের ধার ধারে না)।

৩। সিরাজ শিকদারের একটি কবিতার লাইনঃ আর কয়েকটা শত্রু খতম হলেই তো গ্রামগুলো আমাদের; জনগণ যেনো জল, গেরিলারা মাছের মতো সাঁতরায়…

৪। মানুষ যে কখন কীভাবে বদলায় তা কেউ বলতে পারে না । জলন্ত আগুনের সামনে হঠাৎ খুব কাপুরুষও সাহসী হয়ে উঠতে পারে । কেউ দেখছে না, কেউ জানছে না, তবু বিবেক দপ করে জ্বলে ওঠে আগুনের মতন ।

৫। আমি তো একসময় ভাবতাম লিখে লিখে পৃথিবীটা বদলে দিবো । এখন মনের মধ্যে জোর পাই না ।

৬। আজ খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি, আকাশের অবস্থা ভয়াবহ খারাপ! আকাশ ভরা মেঘ! বৃষ্টি হলে গজব হয়ে যাবে। একদিকে বইমেলা, অন্যদিকে ইজতেমা। হে প্রভু রক্ষা করো, দয়া করো।

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: অ্যাডলফ হিটলার খুব সম্ভব তাঁর "মাইন ক্যাম্প" গ্রন্থে লিখেছিলেন, লিখে সমাজ বদল হয় না। পৃথিবীতে বড় বড় বিপ্লব সংগঠিত হয়েছে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে। মানুষকে বক্তৃতার মাধ্যমে যতটা উজ্জীবিত করা যায়, লেখার মাধ্যমে করা যায় না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
মুখের কথার চেয়ে বইয়ের কথার দাম খুব কম নয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০০

এস এম মামুন অর রশীদ বলেছেন: একদিনের লেখা, একদিনের জ্বালাময়ী বক্তৃতা দিয়ে সমাজ পরিবর্তন হয় না বা বিপ্লব সংঘটিত হয় না। বৃহৎ পরিবর্তনের পেছনে প্রয়োজন সুদীর্ঘ প্রস্তুতি, সুদীর্ঘ প্রয়াস। সে হিসেবে লেখার মাধ্যমে সমাজ অবশ্যই পরিবর্তন হয়, তবে শুধু লেখা বা ভাষণ একমাত্র অনুষঙ্গ নয়, ব্যাপারটি মনে রাখতে হবে। :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

চাঁদগাজী বলেছেন:



আপনি কি প্রকাশক হতে চান? তা'হলে ডায়রীর ১নং পয়েন্ট নিয়ে ভাবেন! উহাকে বদলায়ে দিয়ে লেখেন যে, নতুন লেখক হওয়া, ২য় বিয়ে করার মতোই রোমান্টিক ও সহজ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ৬ নাম্বার পয়েন্ট নিয়ে একটু দ্বিধায় পড়ে গেলাম। একটা পোস্ট দিয়েছিলেন, আমি নাস্তিক নই শিরোনামে। সেদিন এক জায়গায় দেখলাম বললেন, মৃত্যুর পর কিছু নেই, এখানে প্রভুতে আশ্রয় খুঁজছেন? বিপদে পড়লে দয়ালের নাম?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: হুম মনে আছে।
তবে একটার সাথে আরেকটা মিলাবেন না।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

ঢাবিয়ান বলেছেন: রাস্তায় পড়ে থাকা ওগুলো কি? বই ??

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

রাজীব নুর বলেছেন: রাস্তা না, বইমেলা। আল্লাহর রহমতের পানিতে সব ভিজে গেছে।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

মাহমুদুর রহমান বলেছেন: না না মানি না।
মনের মধ্যে জোর আনতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৮

রাজীব নুর বলেছেন: জোর তো পাই না।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

সাইন বোর্ড বলেছেন: চেয়ারে বসে থাকা লোকটার কি মন খারাপ ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: কি জানি!

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ সুন্দর লাগলো, আজকের ডাইরি।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবু বই পড়ুন। মানুষ জানতে চায়। জানতে চাইলে পড়তে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: জ্বী। অবশ্যই।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৪

বলেছেন: বেশ গোছালো ও শিক্ষণীয় আজকের ডায়েরী +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: ১,২- মনে ধরেছে।


লেখায় ভালোলাগা। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: আরে আপনি!!!

এতদিন পর!!!!!
গ্রেট।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি যতদূর জানি মনে জোর থাকলে সব কিছুই সম্ভব ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: নের জোর টা কিভাবে তৈরি হবে? একা একা তো আর মনের জোর আসে না।
তাহলে কি করতে হবে বলেন তো।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কি ভাই? আপনার দুইটা বই মেলাতে কিন্তু ব্লগারেদ কিছুই জানাননি।!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: হা হা হা--
এগুলো অনেক আগের বই।
এ বছরের না। একটা তিন বছর আগে, একটা দুই বছর আগে।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

নয়া পাঠক বলেছেন: আরে ভাই বই তো বই, বই কি কখনো পুরোনো হয়? দুই বছর আগের হোক অথবা ২০ বছর বইটি তো থাকে চিরযৌবনা নতুন! মনে হয় আপনার বইয়ের নামগুলি আমাদের জন্য জানানো উচিত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন:

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

জাহিদ অনিক বলেছেন: নতুন লেখকদের সত্যিই অনেক পরিশ্রম করতে হবে...
সবগুলৈ সুন্দর __ +++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমি শীর্ষেন্ধু মুখোপাধ্যায়ের লেখার প্রচন্ড ভক্ত | আগের তুলনায় শীর্ষেন্ধুর লেখার ধার অনেক কমে এসেছে | শুনেছি তিনি বর্তমানে ধর্ম ও স্পিরিচুয়ালিটি নিয়ে খুব মগ্ন হয়ে গেছেন যা বয়স হলে অনেক কবি লেখকই ধীরে ধীরে ওই দিকে বেশি ঝুকে পড়েন | নতুন লেখকরা তার উপদেশ শুনলেই ভালো হয়, নতুবা অধিকাংশ ক্ষেত্রেই আবর্জনার সৃষ্টি হবে |

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: পার্থিব, দূরবীন, চক্র, মানবজমিন -- সব গুলো পড়া শেষ?

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পার্থিব, দূরবীন, চক্র, মানবজমিন পড়ে ফেলেছি অনেক অনেক আগে | তার ছোটদের জন্য লেখা উপন্যাসগুলোও আমার ভালো লাগতো, তার মধ্যে গোসাইবাগানের ভূত আমার খুবই প্রিয় |

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৫

রাজীব নুর বলেছেন: এই বই গুলো একবার করে পড়লে হবে না। অন্তত পক্ষে ২ বা ৩ বার করে পড়তে হবে।

কিশোরদের জন্য লেখা অনেক লেখা আছে তার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.