নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ৬ (ছবি ব্লগ)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬



সারাদিন তো আর বাসায় বসে থাকতে পারি না।
তাই কাজে অকাজে সারাদিন ঢাকা শহরের অলি-গলি ঘুরে বেড়াই। বেশ ভালোই লাগে আমার। পকেটে মোবাইল থাকার সুবিধা হলো- যেই দৃশ্যটা ভালো লাগে সাথে সাথে সেটার ছবি তুলে নিই। এবং আপনাদের সাথে শেয়ার করি। ঢাকার পথে পথে নামে এটা অব্যহাত থাকবে। ছবি গুলো আমাকে ভাবায়, হাসায় এবং কখনও কখনও মন খারাপ করে দেয়। সিটি করপোরেশনের লোকদের চাইতে আমার মনে হয়- আমি বেশি জানি, এই শহরের সমস্যা গুলো কি কি? এবং কিভাবে সমাধান করা যায়। কিন্তু আমার কাছ থেকে কেউ পরামর্শ নিবে না।
যাই হোক, কথা আর বাড়াবো না। আপনার মন দিয়ে ছবি দেখুন। বইমেলা চলছে। এবার ব্লগারদের প্রচুর বই বের হয়েছে। অনেক প্রকাশকও ব্লগার। একদিন এই বইমেলা ব্লগারদের দখলে চলে যাবে এই আমি বলে রাখলাম।

১।
স্থানঃ গুলশান-১। ছেলেটা হয়তো কোনো স্কুলের সামনে দাড়িয়ে বেলুন গুলো বিক্রি করে।

২।
বিয়ে বাড়িতে মানুষ কেন যে ফালতু খরচ করে! ধরুন, তিন দিনের জন্য লাইটিং এ দশ হাজার টাকা খরচ হয়। এই দশ হাজার টাকা ফালতু খরচ না করে, একশ' জন দরিদ্র মানুষকে একবেলা পেট ভরে খাওয়ানো যায়।

৩।
এই পিচ্চির বাপ গেছে, পিচ্চির জন্য বার্গার কিনতে। পিচ্চি বাপের হেলমেট পড়ে বসে আছে। এই পিচ্চি কিন্তু হেলমেট বাহিনীর সদস্য নয়।

৪।
ওভার ব্রীজের একটা পিলারও পোস্টার ছাড়া নেই। কেন? সিটি করপোরেশনের উচিত কঠিন ব্যবস্থা নেওয়া। দেখতে বড্ড নোংরা লাগে। যারা পোস্টার গুলো লাগায়, মানে যারা পোস্টার গুলো লাগাতে বলে- তাদের মানসিকতা অবশ্যই উন্নত নয়।

৫।
এই পিচ্চি তার বাপের সাথে হাঁটতে বের হয়েছে। সে ইচ্ছা মতো ছোটাছোটি করছে। বাচ্চা গুলো বাসা থেকে বের হতে পারলে খুব খুশি হয়।

৬।
এটা কোনো বিয়ে বাড়ি নয়। একটা মেডিকেল কলেজ। এরা কেন লাইটিং করেছে বুঝতে পারছি না। এটা কি বিদ্যুতের অপচয় নয়? মানুষের জ্ঞান বুদ্ধি কবে হবে?

৭।
এই পিচ্চি মনের আনন্দে রাস্তার ধুলো বালির সাথে খেলছে। ওর বাবা-মা কই?

৮।
শাহবাগ মোড়। রাস্তার পাশে অসংখ্য ফুলের দোকান। একদিন শাহবাগ থেকে একটা ফুলের তোড়া কিনতে গেলাম। দাম চাই চাইলো- পনের শ' টাকা। শেষমেশ পনের শ' টাকার ফুলের তোড়া কিনলাম ২৫০ টাকা দিয়ে। আজিব!!!

৯।
ভুলে নিজের একটা ছবি দিয়ে দিলাম। ক্ষমাপ্রার্থী।

১০।
মাশাল্লাহ মেট্রোরেলের কাজ ভালোই চলছে। তবে খুব ভোগান্তি হচ্ছে। খিলগা ফ্লাইওভার হয়েছে বা মগবাজার ফ্লাইওভার গুলোতে কি খুব সুবিধা পাচ্ছি? জ্যাম তো আগের চেয়ে বেশি। ফ্লাইওভার হওয়ার আগে এসমস্ত এলাকায় আগে এত জ্যাম হতো না।

১১।
এই মহিলা রাস্তায় বসে মাথায় শ্যাম্পু করছে। খুব ব্যস্ত রাস্তা- সেদিকে তার খেয়াল নেই। স্থানঃ মগবাজার মোড়। মহিলা সারাদিন রাস্তায় রাস্তায় থাকে, ভিক্ষা করে। সমস্ত ধুলো তার চুলে লাগে। কাজেই শ্যাম্পু করার প্রয়োজন আছে।

১২।
সেদিন সকালে বাসে উঠার জন্য সামান্য পা রাখার জন্য জায়গা পেলাম না। খুব চেষ্টা করেছিলাম। দেশ উন্নয়নের মহাসড়কে অথচ গনপরিবহনের কোনো উন্নতি আজও হলো না। আজ থেকে দশ/পনের বছর আগেও বাসে উঠতে গেলে ধাক্কাধাক্কি করতে হতো, আজও ধাক্কাধাক্কি করতে হয়।

১৩।
এই কুকুরটার কোনো চিন্তা ভাবনা নেই। সে দুপুরে খেয়ে রাস্তায় মাঝখানে আইল্যান্ডের উপর ঘুমিয়ে আছে। গাড়িঘোড়ার হর্নের শব্দে তার কোনো সমস্যা হয় না।

১৪।
বাড়ি-বাড়ি গিয়ে আজও কিছু লোক দা-বটি ধার করিয়ে দেয়। এই ছবিটি তুলেছি বাড়িধারা এলাকা থেকে।

১৫।
রাস্তায় বের হলেই মানুষ কেমন নিষ্ঠুর হয়ে যায়। কেউ কোনো নিয়ম মানতে চায় না। সবার মাঝে লক্ষ্য করা যায় বড্ড ব্যস্ততা। যে যেদিকে ফাঁক পায় ঢুকিয়ে দেয়। মুহুর্তের মধ্যে লেগে যায় বিরাট জ্যাম। গিট্রু জ্যাম।

১৬।
বাচ্চাদের খেলনা। এটা মোটেও বাচ্চাদের জন্য ভালো খেলনা নয়। খেলনা কিনলে শিক্ষনীয় খেলনা কেনা উচিত।

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

মাহমুদুর রহমান বলেছেন: ৩ নম্বর পড়ে হাসি পেল খুব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসা ভালো।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

মেহেদী হাসান হাসিব বলেছেন: সময় পেলে নগন্যের লেখায় চোখ বুলিয়ে যেয়েন। :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: বেশ ভাল লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এত দূরে থেকেও ঢাকার অলিগলি দেখতে পেলাম আপনার বদৌলতে। ধন্যবাদ! ৬ নম্বরের একটা ব্যাখ্যা আছে। হতে পারে এটা একটা ইন্ট্রা-ডাক্তার গন বিবাহ অনুষ্ঠান। হাসপাতালের বাইরে বের হবার সবগুলো কারন বন্ধ করে তাদের দিয়ে ২৪ ঘন্টা ডিউটি করানোর ফন্দি-ফিকির।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আসল কথা হলো বিদ্যুৎ অপচয় বন্ধ করতে হবে। মানবিক দিক জাগ্রত হতে হবে মানুষের।

ভালো থাকুন।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

জুন বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
+

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জুন।
ভালো থাকুন।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার ছবি তোলার হাত দারুণ।

২৫০ টাকা দিয়ে একটা ফুলের তোড়া না কিনে ঐ টাকা দিয়ে ৫টা ছেলেকে একবেলা খাওয়াতে পারতেন না? আমরা তিনবেলা মাছমাংস না খেয়ে একবেলা মাছমাংস খেতে পারি, এ থেকে যা বেঁচে যায় তা গরীবদের দিতে পারি। বিদেশ ভ্রমন না করে সেই অর্থও আমরা গরীবদের দিতে পারি। দুটা জামা হলেই হয়, কিন্তু আমরা দশটা জামা কিনি। এগুলোও কি অপচয় না? আমরা আনন্দের নামে অপচয় না করলেই পারি। কী বলেন রাজীব ভাই? এগুলো বললাম আপনার বিয়ে বাড়িতে ফালতু খরচের প্রসঙ্গে। খাওয়া-পরা বাদে বাকি সবই ফালতু খরচ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: বেশ মন্তব্য করেছেন।
আসলে বিরাট আলোচনার বিষয় আছে। আপনাকে পেলে একদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো। তারপর একটা সমাধানে আসবো ইনশাল্ললাহ।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

ভুয়া মফিজ বলেছেন: ৬ নং ছবিঃ সম্ভবতঃ প্রিন্সিপালের বিয়ে; একটু খোজ নিয়ে দেখলে পারতেন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: না প্রিন্সিপালের বিয়ে কলেজে হবে কেন? তাছাড়া প্রিন্সিপাল তো বুড়া।

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো ভাল লাগল। তবে আপনার ছবিটি দেখে মনে হচ্ছে আপনি কিছুটা ভারাক্রান্ত।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: শুধু ভারাক্রান্ত না। আমি শেষ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নিজে সমাজতন্ত্রের ভক্ত, তারপরও একটা কথা বলতে ইচ্ছে হলো। কেউ একজন বলেছিলেন, অপ্রাপ্তি থেকেই এর জন্ম।
টাকা-পয়সা থাকলে তো মানুষ খরচ করবেই। আমার থাকলে আমিও করতাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সঠিক বলেছেন।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


রাজধানীর জীবন, রাজনীতির জঠর

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: ধ ন্য বা দ।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

গরল বলেছেন: আপনার নিজের ছবিটা দারুন হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

আরোগ্য বলেছেন: হাসপাতালের ছবিটা আমিও বিয়ে বাড়ি মনে করেছিলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: হাসপাতাল না। মেডিকেল কলেজ।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:


বরাবরের মত ই সুন্দর । তবে ক্যাপশন গুলো আরও মজার ।

ভাল আছেন ভাই ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

করুণাধারা বলেছেন: চমৎকার ছবি ব্লগ। ১১ নাম্বার ছবি দেখে খুব মজা পেলাম, রাস্তায় বসে এভাবে চুল ধোয়া যায়! ১২ নাম্বার ছবি দেখে দুঃখ হলো, একটা রাজধানী শহরে এমন ভাবে গণপরিবহন চলে! ৯ নম্বর ছবিতে আপনাকে বেশ দেখাচ্ছে!!!! কিন্তু ছবিটা তুললো কে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার চাকরির খবর কী?
নতুন চাকরি কি পেলেন?
নাকি এখনো বেকার?
বেকার জীবন খারাপ না।
ঘুমানোর জন্য বেকার জীবনই সেরা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

রাজীব নুর বলেছেন: না চাকরি নেই।
কিন্তু দারুন ঘুম হয়।
এমন ঘুম আসে। রাতে না খেয়েই ঘুমিয়ে যাই।

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩

নজসু বলেছেন:



শুভ সকাল প্রিয় রাজীব ভাই।
ব্যস্ত ঢাকার ছবিগুলো চমৎকার ফুটিয়ে তুলেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় ছোট ভাই,

সুন্দর ছবি ও কথা তে এক টুকরো মহানগর দেখলাম। পোস্টে ভালোলাগা ++

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! আপনাকে কি এ কালের হিমু বলব?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: আমি তো হিমু'ই।
ছোটবেলা থেকেই আমি হিমু।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

বোকা পুরুষ বলেছেন: ছবিগুলো সুন্দর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার লেখা ও ছবি্
দারুন আপনার হবি।
সবই লাগে মধুর
মুখটি দেখলে ভাবীর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর ছড়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.