নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একজন কবির সব দুঃখ থাকে তার বুকের মধ্যে চাপা। নির্জনে সেই দুঃখ মুক্তি পায় শব্দ সমাহারে কিংবা সুরে। 'ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে।' চাবি ভাঙ্গলে কি ঘর খোলা যায়? ঘর খুলতে গেলে ভাঙ্গতে হয় তালা!
২। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা করেন আগে নিজে সে আচরন করুন।
৩। অতীতের দিকে তাকাবেন, কোনো দুঃখবোধ ছাড়াই। বর্তমানকে গ্রহণ করবেন সাহসিকতার সঙ্গে। ভবিষ্যতের জন্য প্রস্তুত হবেন আত্মবিশ্বাস নিয়ে।
৪। প্রাচ্যের অন্যান্য জাতিসমূহ থেকে গ্রীকদের জীবন-যাপনের পদ্ধতি ও রীতিনীতি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরণের। তাদের পোশাক ছিল জমকাল, ঢিলে-ঢালা এবং তারা চওড়া কান বিশিষ্ট টুপি মাথায় দিত। তাদের জীবন দর্শন ছিল এই ধরণের যে, জীবনকে আজই উপভোগ করতে হবে, আগামীকাল আমরা নাও থাকতে পারি। এই কারণে গ্রীকেরা ভোগ-বিলাসকে তাদের অন্যতম প্রধান বিষয় মনে করত। তদের কাছে ধর্ম ছিল ভবিষ্যৎ জীবনের বিষয় তাই তাদের চিন্তা-ভাবনায় এর স্থান ছিল সামান্য মাত্র।
৫।
কোনো ব্লগার কি এভাবে জাল ফেলে মাছ ধরেছেন?
৬। বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিলো। ঈগলের বাসায় ছিলো তার চার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিলো তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠলো। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পরে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচের এক মুরগীর বাসার উঠোনে । মুরগী সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো। অন্যান্য ডিমের সাথে রাখলো। যত্ন করে তা দিতে থাকলো।
একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো। মুরগীর বাচ্চাদের সাথেই ঈগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো। কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করতো। আকাশে একদিন ঈগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগীকে জিজ্ঞেস করলো, যদি আমিও তাদের মত উড়ে বেড়াতে পারতাম। মুরগী হেসে উত্তর দিলো, তুমি কিভাবে উড়বে? তুমি তো মুরগী এবং মুরগী কখনো উড়ে না। ঈগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো সেও তাদের মতই উড়ে বেড়াবে। কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগী বলতো যে এটা একেবারেই অসম্ভব। মুরগীর এই কথাটিই ঈগল বিশ্বাস করতে শিখলো এবং তার জীবনটা বাকী মুরগীদের মতই কাটিয়ে দিলো। অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল।
আসলে আমাদের জীবনেও এটা চরমতম সত্য। তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে। তাই তুমি যদি ঈগলের মত উড়ার স্বপ্ন দেখো, তবে সেই স্বপ্নকেই অনুসরন করো। মুরগীর কথায় কান দিতে যেও না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: আমি পারি না।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: ডায়েরির শেষে সহমত যে মুরগীর কথায় কান দেবো না হা হা হা .....
আমি একবার গ্রামে খেপ না খ্যাপনা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করেছিলাম। পাঁচ - সাত বার ফেলেওছিলাম । কিন্তু প্রত্যেকবারই জাল জড়িয়ে এক জায়গায় পড়েছিল । কিছুতেই গোল করে ফেলতে পারেনি । উল্টে ভেজা জাল ফেলতে গিয়ে ডান হাতে প্রচন্ড ব্যাথা পেয়েছিলাম ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: জাল ফেলার একটা টেকনিক আছে। সেটা শিখতে পারলে আর সমস্যা নাই।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
২ মুরগী সব বাংগালীকে মুরগীতে পরিণত করেছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২
নয়া পাঠক বলেছেন: মুরগীর কথা শুনবো না বাঁধ ভেঙ্গে প্রবাহিত হবো বন্যার পানির মতো।
আর খ্যাপলা জাল ফেলে কত্ত মাছ ধরেছি। দেখে মনে হয় খুব কঠিন আসলে ব্যাপারটা সাইকেল চালানোর মতই সোজা। বাম হাতের কনুইয়ের পিছনে একটি অংশ তুলে দিয়ে ডানহাতে একপ্রান্ত ধরে রাখতে হয়। কয়েকবার দুলিয়ে একটা ঝাঁকি দিয়ে বাম দিক থেকে আগে ছুঁড়ে দিতে হয় সব শেষে ছাড়তে হয় ডান হাতে ধরে রাখা প্রান্ত।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: এরপর গ্রামে গেলে এই পদ্ধতিতে চেষ্টা চালাবো।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
মাহমুদুর রহমান বলেছেন: তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে।
মন ছুঁয়ে গেল।
আর জাল মারার কথা বলছেন? অগনিতবার মেরেছি ভাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১০
রাজীব নুর বলেছেন: বাহ!!!
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:১৭
ল বলেছেন: বিশ্বাস - ই ধর্ম - যা মানি তাই প্রতিফলিত হয়।
আজকের ডায়েরী সেরা +++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১০
রাজীব নুর বলেছেন: খূব ভাল।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২
নজসু বলেছেন:
দুই নং টা খুবই দামী কথা।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
Subdeb ghosh বলেছেন: অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যশা
করেন আগে নিজে সে আচরন করুন।
ভালো++++++
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
বাকপ্রবাস বলেছেন: সুন্দর।
জাল মেরেছি, গ্রামের বাড়িতে বেড়াতে গেলে সেখানে জাল মারা শিখেছিলাম।