নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকান্ড হলো। এই ঘটনায় সারা বিশ্বের মানুষ মর্মাহত হয়েছে। যদিও তথ্যমন্ত্রী ধারনা করছেন এই অগ্নিকান্ডে বিএনপির হাত আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। এদিকে এক মেয়ে বইমেলা থেকে বের হয়ে দোয়েল চত্বরের কাছে আসতেই রাস্তার পাশে নারকেল গাছ পড়ে মরে গেল। মেয়েটির বিয়ে তারিখ ছিল আগামী শুক্রবার। মাত্র শুনলাম চিটাগাং এ বিমান ছিনতাই এর চেষ্টা করা হয়েছে। প্রিয় বইমেলা শেষের দিকে, কারো কারো বই একেবারেই বিক্রি হয়নি। প্রকাশক মনে মনে বলছেন, বই বিক্রি হয়নি তাতে আমাদের কোনো লস নেই। কারন লেখক নিজেই দুই শ' কপি নগদ টাকায় কিনে নিয়েছেন। এখন এই মৌসুমি লেখকরা চাচ্ছেন, বইমেলা আরও কয়েকদিন বাড়িয়ে দেওয়া হোক। তারা আত্মবিশ্বাস নিয়ে বলছেন, বানিজ্য মেলাও তো বাড়ানো হয়েছে। একটু আগে শুনলাম বহু প্রত্যাশিত ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে ছাত্রদল।
আমার এক চাচা আছেন। আমরা বলি- লাল কাকা।
লাল কাকাকে দেখেছি মন্দ কিছু ঘটলেই মিলাদ দিতে। তার ধারনা ছিল মিলাদ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। উদাহরন দেই- দেখা গেল আমার দাদাজান হাটতে গিয়ে উষ্ঠা খেয়েছেন। লাল কাকা বলতেন মিলাদ দিতে হবে। দেখা গেল, বাড়িতে চোর এসেছিল- কিন্তু কোনো কারনে চুরী করতে পারেনি- তখন লাল কাকা বলতেন- একটা মিলাদ দিতে হবে। অথবা জমি নিয়ে সমস্যা, বা কারো পরীক্ষা ইত্যাদি যে কোনো বিষয়ে লাল কাকা মিলাদ দিতেন। দুই কেজি জিলাপী আনতেন। দেড় শ' টাকা দিয়ে। (তখন জিলাপীর দাম কম ছিল) হুজুরকে দিতেন এক শ' টাকা। বাসার কাছের মসজিদের হুজুর। যেহেতু এখন আমাদের দেশে একের পর এক সমস্যা যাচ্ছে- তাই একটা সরকারী ভাবে মিলাদের আয়োজন করা যেতে পারে। তাতে বালা মসিবত দূর হবে। সারা বাংলাদেশের মানুষ একসাথে আল্লাহর দরবারে হাত তুললে- আল্লাহ নিরাশ করবেন না।
আমাদের মুন্সিগঞ্জে একটা কথা আছে-
ছোট লোকের পোলায় যদি জমিদারী পায়, কানের আগায় কলম গুজে বাঈজী নাচাত। একজন লেখক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন- পাঠক নাকি স্টলে এসে ফিরে যাচ্ছে। তার বই পাচ্ছে না। তাই উনি জানাচ্ছেন, এখন গেলে তার বই পাওয়া যাবে। দ্বিতীয় মুদ্রন এসে পড়েছে মেলায়। আরেকজন স্ট্যাটাসে লিখেছেন, এক লোক তিন দিন মেলায় এসে বই না কিনে ফিরে গেছেন। কারন লেখিকা স্টলে নেই বলে উনি বই কিনেন নি। জনৈক লেখিকা ফেসবুকে ছবি পোষ্ট করে তার প্রমান দিয়েছেন। আমি নিজে এই লেখিকার বই এক কপি সংগ্রহ করেছি। সত্য কথা বলি- এক পাতা পড়ার পর দ্বিতীয় পাতা পড়তে ইচ্ছা হয়নি। এরচেয়ে একজন সাধারন ব্লগার অনেক বেশি ভালো লিখেন।
মানুষের জীবনে সময় অনেক মূল্যবান। সত্যিকার অর্থে নতুন লেখকদের বেশির ভাগ বইগুলো পড়া মানে সময় নষ্ট করা। বিশেষ করে যারা কবিতার বই প্রকাশ করেছেন। অতি অখাদ্য। খুবই নিম্ম মানের কবিতা। মানুষ কেন টাকা দিয়ে এই ফালতু বই কিনবেন? একটা কবিতা কোনো রকমে পড়লে আর পড়তে ইচ্ছা করে না। কবিতার কোনো আগা মাথা নেই। ভাষা নেই। ছন্দ নেই। এই সমস্ত তথাকথিত লেখকদের বই পড়লে মনে হয় এরা সর্ব্বোচ এইট পাশ। না, আমি তাদের নিয়ে উপহাস করছি না। শুধু তাদের অনুরোধ করবো- দয়া করে প্রচুর পড়াশোনা করুন। তাহলে আপনাদের লেখার মান অনেক ভালো হবে। একজন সচেতন পাঠক বা একজন সত্যিকারের পাঠক আপনার লেখা দুই এক লাইন পড়লেই আপনার দৌড় কোন পর্যন্ত তা অতি সহজেই বুঝতে পারে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসাবে আপনাকে কফি খাওয়ানো হবে।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বারোয়ারি কাব্য!
তবে গাজন বেশী হলে
ঘুম ঘুম ভাব আসে।।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: গাজন কি গাঁজা?
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পর আপনেরে দেখলাম মনে হয় ।গুরুভাই কি দেশে গেছিলেন ?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: না। যাই নাই।
শেষ কবে গিয়েছি তাও মনে নাই।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পড়ানোর দায়িত্বে আপনিই থাকবেন আশা করি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
রাজীব নুর বলেছেন: না। হুজুর আছে না।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: এই পোস্টেও নিজের ছবি দিতে ভুললেন না! হাহ! তবে ছবি ভাল হয়েছে।
ইদানিং একা একা ছবি দিচ্ছেন যে। বিষয়টা কি? বৌ এর সাথে মান অভিমানের পর্ব চলছে নাকি?
হাজারোটা নিম্ন মানের বইয়ের মধ্যে একটি হলেও মানসম্পন্ন বই বেরিয়ে আসবে। এই জন্যই তো বই মেলা। বই প্রকাশকে তাই সাধুবাদ জানাই।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
রাজীব নুর বলেছেন: বইমেলা সফল হোক।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
মাহমুদুর রহমান বলেছেন: কিছু থেকে কিছু হলে মিলাদ পড়তে হবে এটা আমি বিশ্বাস করি না।মিলাদের হদিস কোন হাদিস কিংবাদ স্বয়ং আল্লাহ প্রদত্ত কিতাব আল কুরআনে আছি কিনা আমি জানি না। আমার কথা হচ্ছে,দূর আকাশের দিকে তাকিয়ে করুনার সুরে শুধু আল্লাহ তুমি সহায় হও।এই দোয়া করলে আল্লাহই তার জন্য যথেষ্ট।
আর এটা ঠিক বলেছেন কবিতায় ছন্দ না থাকলে সে কবিতা পড়ে মজা পাওয়া যায় না।পাঠক আগ্রহ হারিয়ে ফেলে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: জয়গুরু।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ১। বন্দুক নিয়ে যাত্রীরা কি ভাবে প্রবেশ করতে পারল? ২। মেরে ফেলা ঠিক হয়নি। এখন বের করা কঠিন হবে। ভবিষ্যত ঝুকিবহুল হতে পারে। মেরে ফেলা কোন সফল অভিযান হতে পারে না।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: দশ ট্রাক অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারলে সামান্য বন্ধুক অসম্ভব কেন?
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: দশ ট্রাক অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারলে সামান্য বন্ধুক অসম্ভব কেন?
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০০
রুদ্র আতিক বলেছেন: ভালই বলেছেন, তবে মিলাদে বিরিয়ানির ব্যবস্থা থাকলে সমাগম ব্যাপক হবে ! আর এত লোকের মধ্যে কারো না কারো প্রার্থনা তো কবুল হবেই ! অবশ্য বদহজমের সম্ভাবনা উড়িয়ে দেওয়া মুশকিল !
আর একটা কথা, যে দেশে টাকা হলে বাঘের দুধও মেলে সে দেশে টাকা থাকলে কবি বা লেখক হওয়া দুস্কর নয় !
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
রাজীব নুর বলেছেন: বিরিয়ানির ব্যবস্থা করলে লোক বেসি হবে, তখন দেখা যাবে কেউ কেউ পায়ের চাপায় মারা গেছেন।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
প্রামানিক বলেছেন: রাজীব নুর, সরকার মিলাদের ব্যবস্থা না করলেও আপনিই একটু ব্যবস্থা করে দাওয়াত দেন, আমরা দলবলে গিয়ে মিলাদ পড়বো।
নতুন কবিদের নিয়ে এমন করে লিখলে কবিরা কষ্ট পায়, তাদের প্রতি আপনার আরেকটু সদয় হওয়া উচিৎ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: তাদের প্রতি আমার সীমাহীন ভালোবাসা আছে।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫
সোনালী ঈগল২৭৪ বলেছেন: বাহ্ বেশ হ্যান্ডসাম তো আপনি দেখতে
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: ছোটবেলা থেকেই।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
নীল আকাশ বলেছেন: উম্মু আবদুল্লাহ বলেছেন: ইদানিং একা একা ছবি দিচ্ছেন যে। বিষয়টা কি? বৌ এর সাথে মান অভিমানের পর্ব চলছে নাকি?
উত্তরে রাজীব নুর বলেছেন: বইমেলা সফল হোক। - ব্যাপক বিনোদন!
কিছু লেখকের বই এমনই লিখেছেন, যে এটা পড়লে সব বই পড়ার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলতে হয়! আল্লাহ মালুম, এরা নিজেও কি একবার নিজের বই আগা থেকে গোড়া পর্যন্ত পড়ে দেখে না???????????????????
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মিলাদ বলতে কিছু নেই। আমাদের দেশেই কেবল এসব মিলাদ মাহফিলের আয়োজন করে
তবে দোয়া করতে পারেন সবাই, আল্লাহ আমাদের হেফাজত করুন
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: মিলাদেই দোয়া হবে।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: পড়লাম গ্রামের মিলাদের সঙ্গে স্মৃতিবিজড়িত জিলাপির প্রেমকাহিনী । এ স্মৃতি কখনো ভোলার নয়।
আর দু- এক জন কবিকে দিয়ে গোটা নুতন কবি/ লেখকদের বিচার করা আমার মত বিরোধী।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দাদা।
১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
শাহাদাত নিরব বলেছেন: মিলাদে যদি কাজ না হয় তবে হাচান মাহমুদ বলবে এটা জামাত শিবিরের লোক তাই সে দেশের মঙ্গল হোক এমন দোয়া করে নাই।
তার পরে মোল্লা খুঁজে বের করার জন্য বিশেষ কোনো বাহিনী গঠন করা। তারপর বন্ধুক যুদ্ধে সন্ত্রাসী (মিলাদের মোল্লা) নিহত ।
ঘুরে ফিরে আবার নতুন ইস্যু ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: হা হা হা ----
১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩
কানিজ রিনা বলেছেন: আমাদের মসজিদে দেখতাম শুক্রবার এলেই
কেউ নিয়ত করত চাউলের যাউ রান্না দেবে
মসজিদে। তা সেই যাউ উপলক্ষে
সবাই দোয়া মাহফিল করত যার যাউ তার
নিয়ত কবুল হওয়ার জন্য। যাউ অর্থ চাউলের
সাথে গুর দিয়ে কখনও বা দুধ দিয়ে রান্না
করা হোত।
আমাদের বাড়ির সামনে একটা কলাগাছে
বাগান ছিল শুক্রবার এলেই সেই বাগানের
কলা পাতা ছেড়ার ধুম পড়ত সেই যাউ শিন্নি
খাবে বলে। ছোটদের সাথে বড় যুবক
ছেলেরাও দৌড়াতো কলাপাতা ছিড়ার কাজে।
যদিও এই ব্লগে একজন আছে সেও যাউ
খাওয়ার জন্য আমাদের বাগানে কলাপাতা
ছিড়তো। এইবার বুঝুন মিলাদের যাও কত
মজার।
বই মেলা থেকে ছেলেটা আমাকে কিছু বই
এনে দিল, একটা বই পড়তে বেশ ভাল
লাগছে গ্রাবিয়েল গার্সিয়া মার্কেজের লেখা।
আমাদের দেশের লেখা বইও আছে সারা
বছরে সময় কাটবে ভালই। তাই বই হোক
সময়ের সঙ্গি। ধন্যবাদ।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দশ ট্রাক অস্ত্র নিয়ে তো কেউ বিমানে প্রবেশ করেনি।
বিমান অনেক কঠিন একখানা জিনিস।
সেখানে ট্রাক - লরির কোন প্রবেশাধিকার থাকে না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: তা ঠিক।
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: ছবিটা সুন্দর হয়েছে, হুযুর হুযুর একটা ভাব আছে (মিলাদ বিষয়ক পোস্টের আলোকে খাওয়াদাওয়ার ধান্দার কথা বলি নি কিন্তু)। বোঝাই যাচ্ছে দ্বীনের পথে ফিরে এসেছেন। দাড়ি থাকলে আরও ভালো লাগত মনে হয়।