নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৮৩

০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৩:১০



১। আলোকিত মানুষ আলো ছড়াচ্ছেন, অন্ধকারের মানুষ সেই আলোকে সহ্য করতে পারছে না। সুতরাং আলো নোভানোর জন্য অন্ধকারের মানুষেরা ব্যস্ত। তাই হচ্ছে, তাই হতে থাকবে - যদি আমরা তাদের আলোকিত না করতে পারি।

২। ১৩৪ বছর আগে টমাস আলভা এডিসন বলেছিলেন, “’ভবিষ্যতের চিকিৎসক রোগীকে ওষুধ না দিয়ে তাকে শেখাবেন শরীরের যত্ন নেয়া, সঠিক খাদ্য নির্বাচন, রোগের কারণ নির্ণয় ও তা প্রতিরোধের উপায়’।”

৩। পাকিস্তান আমলে, পরাধীনতার সময়ে রবীন্দ্রনাথকে অস্বীকার করার নানা চেষ্টা হয়েছে; কিন্তু তাঁকে আমাদের জীবন থেকে মুছে ফেলা যায়নি। রবীন্দ্রনাথ সব সময় আমাদের ছুঁয়ে আছেন তাঁর অসাধারণ সৃজনশীলতা দিয়ে। তাঁকে অস্বীকার করার কোনো উপায় নেই। তাঁকে মুছে ফেলার সব চেষ্টা তাই ব্যর্থ হয়ে গেছে। এই অপচেষ্টা যাঁরা করেছিলেন ইতিহাসের আঁস্তাকুড়ে তাঁরা নিক্ষিপ্ত; কিন্তু রবীন্দ্রনাথ আজও ভাস্বর আমাদের সবার কাছে। রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন, 'আসব যাব চিরদিনের এই আমি।

৪। “৭১-এর সকালে তেজগাঁওয়ে নিজেদের বারান্দায় দাঁড়িয়ে এক শিশু বাংলাদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। রাস্তায় টহলরত পাকিবাহিনী এই স্লোগান শুনে সাথে সাথে ছেলেটির বাসার মধ্যে ঢুকে যায় এবং পতাকার লাঠিটি তার মাথার তালুতে সজোরে সেঁধিয়ে দেয়। এরপর বাসায় অবস্থানরত ছেলেটির বাবা ও দাদাকে দড়ি দিয়ে বেঁধে তাদের সামনেই মা ও দাদীকে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষণ শেষে হতভাগ্য দাদা ও বাবাকে ব্রাশ ফায়ারে হত্যা করে রেখে চলে যায়।”
(যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ, ডা. এম এ হাসান, পৃষ্ঠা ৯)

৫। We ran as if to meet the moon
That dawned behind the trees
The barren boughs without the leaves
Without the birds,without the breeze
---------(Going for Water,Robert Frost)

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:০৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাম্বার চারে স্তম্ভিত !

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: আল্লাহ যেন এরকম দিন আমাদের আর না দেন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: পোষ্ট ভালো লাগলো ।যুদ্ধপরাধের ঘটনাটা পড়ে মন খুব খারাপ লাগলো ।

শুভকামনা

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পরী।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪২

নয়া পাঠক বলেছেন: মুক্তিযুদ্ধের সময় এমন কতই না মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এই সোনার বাংলায়। যা শুনলে মাঝে মাঝেই স্তব্ধ হয়ে যাই।

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: ৭১ থেকে আমাদের শক্তি নিতে হবে।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৬

মাহমুদুর রহমান বলেছেন: ১,২,৩,৪ এবং ৫ ভালো লাগলো।

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

হাবিব বলেছেন: সব লোক আলোর পথে আসবেনা কোনদিনই। আলো আঁধারের পার্থক্য থাকবেই।

০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: মানে কিছু দুষ্ট লোক সব জাগায় থাকবেই।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৫

মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: সব মানুষকে আল্লাহ্‌ হেদায়াত দেয় না, ভালোর ভিতরে খারাপও থাকতে পারে। শুভ কামনা।।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২৪

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৭| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল ভয়ঙ্কর লগ ইন সমস্যা ভুগেছি। আগে উপস্থিতির জানান দিই। পোস্ট পড়ে মন্তব্য করার সুযোগ নাও পেতে পারি।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
কি যে হচ্ছে এসব?

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
কি যে হচ্ছে এসব?

৮| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৮

ঝিগাতলা বলেছেন: কি ভয়ংকর

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।

৯| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৫৮

আখ্যাত বলেছেন: :
এগুলি “সাদা মিথ্যা” কেন ভাই?
এগুলিতো কালো সত্য

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.