নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পরিবর্তন চাই

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৭



স্বাধীনতার এত বছর পরও কেন আমাদের দেশে একটা ভালো হাসপাতাল নেই?
কেন চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে? যাদের টাকা নেই তারা কিভাবে চিকিৎসা নিবে বিদেশ গিয়ে? আজও কেন কোনো মন্ত্রী এমপি বা প্রধানমন্ত্রী বলছে না আমরা এমন হাসপাতাল বানাবো এবং হাসপাতালে এমন চিকিৎসক থাকবেন যাতে আর কারো বিদেশ যেতে না হয়। দেশ উন্নয়নের মহাসড়কে তাহলে চিকিৎসা নিতে কেন বিদেশে? দুঃখের বিষয় আজও সরকারী হাসপাতাল গুলোতে দালাল দিয়ে ভরা। দালাল গুলোর ব্যবহার অতি নিষ্ঠুর। গত দশ বছরে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে দালাল দূর করতে পারলো না? রোগীদের অনেকক্ষন লম্বা লাইনে দাঁড়িয়ে ডাক্তারের সাথে দেখা করতে হয়। বিশেষ করে সরকারী হাসপাতাল গুলোতে চিকিৎসা নিতে গেলে ভীষন কষ্ট, জীবন নষ্ট। হুমায়ূন আহমেদ ক্যান্সারে মারা যান। তার মৃত্যুর পর বেশ কিছু ছেলে মেয়ে খুব লাফালাফি করেছিল। তারা বলেছিল দেশে ক্যান্সার হাসপাতাল করবে। করবেই। আজ তারা কোথায়? তারা লাফালাফি তো খুব করেছিল।

স্বাধীনতার এত বছর পরও কেন ফুটপাত দিয়ে শান্তিতে হাঁটা যায় না।
ঢাকা সিটির কোনো মেয়র কেন আজও ফুটপাত দখল মুক্ত করতে পারলো না? আজও কেন নগরবাসীর এত দূর্ভোগ? কেন ফুটপাত ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা? কেন এত জ্যাম? যদি এসবের সমাধান না করতে পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিন। পদ দখল করে রেখে লাভ কি? নির্বাচনের সময়ে বলেছিলেন সুন্দর ঢাকা উপহার দিবেন। দিতে পারেন নি। ব্যর্থতা মেনে নিয়ে পদত্যাগ করুন। আমরা ঢাকাবাসী চাই শান্তি। আগুনে পুড়ে মরতে চাই না। মূল্যবান সময় জ্যামে নষ্ট করতে চাই না। ইদানিং মনে হচ্ছে এই দেশে জন্ম নেওয়াটাই যেন পাপ। সব খারাপের দেশ যেন বাংলাদেশ। খাদ্যে ভেজাল। হায়াত থাকতে মানুষ ভেজাল খাবার খেয়ে মরে যাচ্ছে। দেখার কেউ নেই। বলার কেউ নেই। এই দেশের মানুষ, এই দেশে জন্ম নিয়ে যে পরিমান কষ্ট করে সারাটা দিন, আমরা ধারনা আল্লাহ এই দেশের মানূষকে মৃত্যুর পর শাস্তি দিবেন না। কারন তারা নিজ জন্ম ভূমিতেই কষ্ট যা পাবার পেয়ে গেছে।

স্বাধীনতার এত বছর পরও কেন বাসে উঠতে হয় দৌড়ে দৌড়ে, ধাক্কাধাক্কি করে।
সিট পাওয়া তো দূরের কথা। আল্লাহর ত্রিশটা দিন একই অবস্থা। শুক্রবার- শনিবার নেই। বছরের ৩৬৫ দিন একই অবস্থা। কেন আজও কোনো মন্ত্রী এমপি গনপরিবহনের সমস্যার একটা স্থায়ী সমাধান করতে পারলেন না? তাহলে দেশের এত এত মন্ত্রী এমপি কি করে সারা বছর? কেন আজও নদী ভাঙ্গন রোধ করা গেল না? দেশ স্বাধীন হয়েছে ৪৮ বছর হয়ে গেল। কোনো সরকার নদী ভাঙ্গন রোধ করতে পারলো না? কেন দেশে এত এত বেকার? অর্থনীতির সুত্র বলে, জনসংখ্যা অভিশাপ নয় আর্শীবাদ। মালোশিয়া আজ কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি! পদ্মা সেতু হচ্ছে, মেট্রোরেল হচ্ছে ভালো কথা। মহাখালী, খিলগা বা মগবাজারে ফ্লাই ওভার ব্রীজ হবারও পরেও জ্যাম কিন্তু কমেনি। আজও মানুষ রাস্তায় ঘুমায়। ওভার ব্রীজে ঘুমায়। প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে ভিক্ষুক। প্রতিদিন কোথাও না কোথাও চুরী হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতী হচ্ছে। আর অন্য দিকে কিছু লোক হুট করে সীমাহীন টাকার মালিক বনে গেছেন। তাদের পাসপোর্টে সব সময় ২/৩ টা দেশের ভিসা লাগানোই থাকে।

এই দেশের মানুষ গুলোর মন মানসিকতা নষ্ট হয়ে গেছে।
কেউ কোনো নিয়ম কানুন মানতে চায় না। নিয়ম কানুন না মানাটাই তারা বাহাদূরী মনে করে। বাসা বাড়ির ময়লা ডাস্টবিনে না ফেলে পথের মোড়ে ফেলে রাখে। ইচ্ছা হলো তো ফুটপাতে বাইক উঠিয়ে দিল। যেখানে সেখানে গাড়ি পার্কিং করে। উল্টো পথ দিয়ে গাড়ি চালায়। ফুটপার দখল করে দোকানপাট বসিয়ে এলাহি কান্ড-কারখানা। সরকারী প্রতিষ্ঠান মানেই যেন ঘুষ বাধ্যতামূলক। ঘুষ না দিয়ে কোনো কাজ করা সম্ভব নহে। সিটি করপোরেশনের অফিসে ট্রেড লাইসেন্স করাতে গেলে তাদের বাড়তি টাকা দিতেই হবে। পাসপোর্ট করার জন্য পুলিশ ভেরিফিকেশনের জন্য টাকা দিতে হবে। হবেই। এ সমস্ত কাজ তারা হাসিমুখে করে। এজন্য তাদের বিন্দু মাত্র লজ্জা বা অনুসুচনা হয় না। এই দেশে আজ আর কোনো খাঁটি মানুষ নেই। সব শালা চোর হ্যায়। সব ধান্ধাবাজ। সব দালাল। যাদেরকে ভালো মনে করছেন, তারাও ভালো নয়, ভালোর মুখোশ পরে আছে।

মন্তব্য ৩৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০২

বিবেকহীন জ্ঞানি বলেছেন: কথাগুলো আসলেই সত্যি বটে।
এতো মন্ত্রি বিদেশে চিকিৎসার জন্য যায় কেউ তো দেশে ফিরে দেশের মানুষের জন্য কিছু করার চিন্তা করে না।
মাহাথির মোহাম্মদ কঠিন অসুস্থ হয়েও বিদেশে চিকিৎসার জন্য যায়নি এর পর পর ই নিজের দেশে সেই চিকিৎসার সুব্যবস্থা করে ফেললেন।

আমাদের সবাই মুখ ভরা আশ্বাস ই দিয়ে যায় তবে কাজের কাজ কেউ ই কিছু করে না।অভাগা জাতি আমরা সবাই আমাদের চুষে খায়।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: এবার মনে হয় দেশে ফিরে কাদের সাহেব হাসপাতাল বানাবেন। ইনশাল্লাহ।

২| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৭

তারেক ফাহিম বলেছেন: রাজীব ভাই, কেমন আছেন?
অনেক দিন পর ব্লগে আসতে পারলাম।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি এই ভয়েই আছি। কোন দিন বন্ধ হয়ে যায়!!!

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি এই ভয়েই আছি। কোন দিন বন্ধ হয়ে যায়!!!

৩| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কিছু যদি না পারেন অন্ততঃ মাউন্ট এলিজাবেথের একটা শাখা তো খুলুন। আর ডাঃ দেবী শেঠীকে দিয়ে আমাদের ডাক্তারগুলোকে প্রশিক্ষণ দেওয়ান।

চেন্নাইয়ের হাসপাতালগুলোর শাখা খুলুন। আমার মনে হয় আমাদের উপকার হবে।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: ভালো প্রস্তাব দিয়েছেন।

৪| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মতো ক্ষুদ্রায়তনের দেশে ১৮ কোটি জনসংখ্যা এখন আর আশীর্বাদ নয়। এটাকে মোটামুটি অভিশাপ ধরতে পারেন।

০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: না অভিশাপ ধরবো না।
এই বিশাল জনগোষ্ঠিকে সঠিক কাজে লাগাতে পারলে দেশের উন্নতি হবে।

৫| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩০

করুণাধারা বলেছেন: আমার ধারণা বাংলাদেশে অনেক দক্ষ ডাক্তার আছেন। সমস্যা হচ্ছে, তাদের অধিকাংশই চিকিৎসাসেবা দেওয়ার বদলে রোগীর কাছ থেকে কি করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় সেই হিসাবটা করতে থাকেন।

০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: আপনার ধারনা ভুল নয়।

৬| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: পড়লাম। তবে সমস্যাটা লোকালাইজড নয়, গোটা উপমহাদেশের।

শুভকামনা প্রিয় ছোটভাইকে।

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: এই সমস্যা গুলো দরিদ্র দেশে বেশী হয়।

৭| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৩০

ভুয়া মফিজ বলেছেন: স্বাস্থ্যখাত তো স্বাস্থ্যখাত, কোন খাতটা ভালো অবস্থায় আছে???

সব শালা চোর হ্যায় এই এক কথায় সব বলে দিয়েছেন। :)

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকারগুলো দেশকে কলোনী হিসেবে নিয়েছে, সরকারের লোকেরা যেই পরিমাণ আয় করছে, বৃটিশ এতো আয় করেনি ভারতে

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।

৯| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন:

স্বাধীনতার পর থেকেই দেশটা ঘুমন্ত লুটপাট হয়ে আসছে। বঙ্গবন্ধু যাদেরকে দিয়েছিলেন দেশ গঠনের কাজ, তারাই দেশটাকে ভেজে খেয়েছেন।

আর সেই ভাজাপোড়ার উচ্ছিষ্ট পাকসাফ করছে জনগণ।


০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

১০| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টের প্রতিটি কথাই অত্যান্ত যুক্তিযুক্ত।কিন্তু এ কথাগুলো শোনার মত কেউ তো নেই।পূর্ণ করার মত কেউ তো নেই।সাধারন মানুষ,খেটে খাওয়া মানুষ দিনের পর দিন অনুন্নত চিকিৎসা সেবার কারনে মরে যায়, ঝরে যায় পৃথিবীর বুক থেকে। তাঁদের আর্তনাদ
শোনার মত তখন যেন কেউকেই পাওয়া যায় না,বড় বড় কর্তা ব্যক্তিরা তখন বধির হয়ে যায়।

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

১১| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৩

ঢাবিয়ান বলেছেন: আমরা যদি আশায় থাকি কোন এক শুভক্ষনে এই দেশের রাজা বাদসাহের মন মানসিকতা আমুল বদলে যাবে আপনাতেই তবে খবরই আছে। পরিবর্তনটা আমাদেরই আনতে হবে।

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: সাধারন মানূষের কি করার আছে?

১২| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৩

নয়া পাঠক বলেছেন: ভাই দেশ মনে হয় ভালই উন্নতি হইছে নইলে যেখানে মালয়েশিয়া বা খোদ সিঙ্গাপুরের এমপি বা মন্ত্রী প্রধানমন্ত্রী গণ যেখানে চিকিৎসা নিতে যেতে ভয় পান সেখানে আমরা যাই। আবার সেখানকার ডাক্তারগণ এসে আমাদের দেখে যায়, ভাবা যায় এমনটা।

প্রসঙ্গত: মাউন্ট এলিজাবেথেও কিছু বাংলাদেশী ডাক্তার রয়েছেন, যতদূর আমি জানি।

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: দেশ এগিয়ে যাক এটাই সব মানুষ চায়।

১৩| ০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৮

বোকা পুরুষ বলেছেন: দেশের সব সমস্যা যদি দুর হয়ে যায় তাহলে তো আর মন্ত্রিদের পেছনে আর কেউ আর দৌড় ঝাপ করবেনা, ঘুষ বানিজ্য কমে যাবে। এর জন্য কিছু সমস্যা সব সরকারি ইচ্ছে করেই জিইয়ে রাখে আমার মনেহয়। কারন সরকারের সদ ইচ্ছা থাকলে সব সমস্যাই সমাধান করা যায়। তার বেশ কিছু উদহারণও আমারা দেখেছি..যেমন নেদারলেন্ডের রাষ্টদূতের ব্যাগ চুরি হওয়ার পর সেটা একদিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। কিন্তু আপনার আমার কিছু হারালে পুলিশ সেটা কানেই নেবেনা। দেশটা হচ্ছে এলিট সমাজের আমরা হচ্ছি তাদরে টাকা কামানোর প্রোডাক্ট।

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: দামী মন্তব্য করেছেন।

১৪| ০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: না অভিশাপ ধরবো না।
এই বিশাল জনগোষ্ঠিকে সঠিক কাজে লাগাতে পারলে দেশের উন্নতি হবে।

কি ভাবে কাজে লাগাতে চান তার একটা প্লান দেন তো পড়ে বিমোহিত হই।

অতিরিক্তি কোন কিছু ই ভালো নয়। বাংলাদেশের জনসংখ্যা এখণ মাত্রাতিরিক্ত। কোন কাজ নাই । কাজ দেবার কোন উপায়ও নাই। মধ্যপ্রাচ্য আর মালয়েশিয়াতে কামলা দেয়া এক মাত্র উপায়। তাও এখন আর আগের মতো কামলা তারা নিতে চায় না।

তবে আপনার পরিক্ল্পনাটা জানতে পারলে আমার ভালো লাগবে।

আপনার শাহেদ কি কাজ পেয়েছে?

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: এই বিশাল জনসংখ্যা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে একটা পোষ্ট দিব।

শাহেদ কাজ পায়নি।

১৫| ০৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অথর্নী‌তির সূত্র বল‌তে আপ‌নি কি ম্যালথা‌সের তত্ত্ব‌কে বুঝা‌তে চে‌য়ে‌ছেন?

নই‌লে কোনটা বলুন।

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: আরে না, এক অর্থনীতিবিদের সংজ্ঞা দিয়েছি।

১৬| ০৮ ই মার্চ, ২০১৯ রাত ২:৫২

মিঃ হাসান বলেছেন: ডাঃ দেবী শেঠী একজন জীবন্ত কিংবদন্তী - একথা সত্য । যারা দেবী শেঠী, দেবী শেঠী করে মুখে ফেনা তুলছেন - তারা কখনো ডাঃ লুতফর রহমানের নাম শুনেছেন কী ? এক ভাই দেখি আবার বললেন তাকে দিয়ে প্রশিক্ষণ দেওয়াতে । এখানে ব্যপারটা যখন দেশাত্মবোধের, তখন আমাদের যা আছে, তাই নিয়ে শুরু করার কথা কি ভাবা যায় না ? ছোটবেলায় শুনতাম হাতী কখনো নিজের শরীরটা দেখতে পায়না, ঠিক তেমনি তারা ডাঃ লুতফর রহমানদের চিনেনা, ডাঃ এ,বি,এম আব্দুল্লাহকে কসাই বলতে ছাড়েনা কিন্তু সময়মত দেবী শেঠী কে আনা গেছে বলে হাফ ছাড়তে ভুলেনা । যদিও ইন্টারভেনশন হয়ে গিয়েছিল তিনি আসার অনেক আগেই যা কখনো নিউজ হবেনা । বাংলাদেশীদের সমস্যা এখানেই । তারা ঘুষখোর, সুদখোর, বলে একজন নোবেল বিজয়ীকে অপমান করতে দ্বিতীয়বার ভাবেনা, কীকরে আর কেউ নোবেল পেতে চাইবে এই আশা করবেন? অনেক বছর আগে বহু ভাষাবিদ, পণ্ডিত বলে গিয়েছিলেন যে দেশে গুণের কদর নেই, সেই দেশে গুণী জন্মাতে পারেনা । কাজেই স্বপ্ন দেখতে থাকুন দেশে কবে মাউন্ট এলিজাবেথ হবে তার । নিজেরা বদলাতে না পারলে দেবী শেঠী-দের পা-ই চাটতে হবে ।

০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্যে সব ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
শান্ত হোন। আসলে সবার আগে আমাদের আশাবাদী মানসিকতার মানুষ হতে হবে। তারপর পজেটিভ ভাবনা ভাবতে শিখতে হবে।

১৭| ২৪ শে মার্চ, ২০১৯ রাত ১২:২১

মিঃ হাসান বলেছেন: আমি দুঃখিত, যদি আমার কথায় অযৌক্তিক ক্ষোভ প্রকাশ পেয়ে থাকে। আসলে দেশাত্ববোধ বলতে আমি বুঝি নিজের পেশা, ভালোবাসার জায়গাটাতে শতভাগ নিষ্ঠা আর সততা নিয়ে কাজ করে যাওয়া যদি ও কেবল যদি আমার পেশা রাষ্ট্র ও মানবিকতার সাথে বিরোধী না হয়। অর্থাৎ আমার কাজ যদি চুরি, ডাকাতি, দুর্নীতি না হয়। আমরা যারা এখানে আছি তারা সবাই উচ্চ শিক্ষিত এবং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন। ভেবে দেখুন তো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা রেখে আমাদের প্রত্যেকের কাজ সঠিকভাবে সততার সাথে করে যাওয়ার চেয়ে দেশকে এগিয়ে নেওয়ার আর কোনও সহজ ফর্মুলা আছে কী?

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২১

রাজীব নুর বলেছেন: ন্যবাদ আপনাকে।
সুন্দর বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.