নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৩

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪০



১। কবি নির্মলেন্দু গুণ শেখ মুজিবের সাত মার্চের ভাষণকে বলেছেন একটি মহাকাব্য। আর সেই মহাকাব্যের মহাকবি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ভরাট কন্ঠে ভেসে এলো- এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম...

২। ৭ই মার্চের সেই ভাষণের ওপর ভিত্তি করেই রচিত হয় স্বাধীন বাংলাদেশের রূপরেখা। বঙ্গবন্ধু ২২ মিনিট তার জীবনের শ্রেষ্ঠ ও ঐতিহাসিক ভাষণ দেন। আজ থেকে ৪৩ বছর আগে অগ্নিঝরা একাত্তরের এইদিনে বঙ্গবন্ধুই ছিলেন একমাত্র বক্তা। গর্জে ওঠা জাতির পিতার কণ্ঠস্বর আমাদেরকে নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সংগ্রামী করে তোলে।

৩। ৭ই মার্চ ১৯৭১। বাঙালী জাতির জীবনে এক যুগান্তরকারী দিন। ৭ মার্চ বঙ্গবন্ধু বাঙালী জাতিকে এমন এক নুতন দিনের স্বপ্ন দেন যা জাতিগত ভাবে আমাদের অন্য ভাবে ভাবতে শুরু করায়।সেদিনই প্রথমবারের মত খোলামেলা ভাবে আমরা পকিস্তানী শাসকদের জানিয়ে দেই আমরা এখন স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত।

৪। একজন সাধু দীঘির মাঝখানে নৌকায় বসে আছেন একা ।
দিঘীর একপাড় থেকে একজন সাধুকে দেখে বললেন- আহ ! কী মহান মানূষ !
দিঘীর অন্যপাড় থেকে একজন সাধুকে দেখে বললেন- ব্যাটা চোর-বদমাশ !
আসলে, যার যার দেখার ভঙ্গি আলাদা ।

৫। দুধের বরন সাদা সাদা
কালা দিঘীর জল;
তাহার মনের গুপ্ত কথা
তুই আমারে বল।।

৬। সমস্ত বাঙালি কবিরা যত রাজনৈতিক কবিতা লিখেছেন, কোনোটিই বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের চেয়ে উৎকৃষ্ট নয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৫

মাহমুদুর রহমান বলেছেন:
৪। আসল কথা হচ্ছে যে যেমন তার দৃষ্টিভংগিও তেমন।
৫। বলতে পারলাম না।
৬। রফিক আজাদের "ভাত দে" কবিতাটি পড়েছিলেন?

০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: ৬। পড়েছি।

আজ দেখলাম, হকাররা মিছিল করছে, ভাত দে, কাপড় দে। নইলে বসতে দে। (হকারদের উচ্ছেদ করার কাওরনে তারা মিছিল করছে)

২| ০৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: গভীর শ্রদ্ধা ও ভালবাসা জাতির জনকের প্রতি।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৩| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
১৫ই আগষ্ট ১৯৭৫ পর দির্ঘ ২১ বছর টিভি বা রেডিওতে বঙ্গবন্ধু নামটি একবারও উচ্চারিত হয় নি।
৭ই মার্চের ভাষন তো দুরের কথা, ৭ই মার্চের ঘটনাবলিও স্মরন করা হত না।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু কেয়ামত পর্যন্ত থাকবেন।

৪| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: 7 মার্চ কে শ্রদ্ধা ।

চার পাঁচ বেশ ।


শুভকামনা রইল ।

০৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ!

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.