নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৮৪

০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৮



একটি ভালো মেয়েমানুষ মানেই পৃথিবীতে স্বর্গের টুকরো। -রোমাঁ রোলাঁ।

১। বদু মিয়া ২ মিটার লম্বা একটা দড়িতে ছাগল বেঁধে বাজারে গেল। এসে দেখে ওইটা ৩ মিটার দূরে ঘাস খায়। ক্যামনে??

২। একদিকে অগনিত মানুষ দুমুঠো ডাল-ভাতের জন্য, গায়ে সামান্য দুটুকরো কাপড় জড়ানোর জন্য, ছোট একটা কুড়ে ঘরে মাথা গোজার ঠাইয়ের জন্য জীবিকার আশায় হন্যে হয়ে জলে-স্থলে ছুটে বেড়ায়, কঠোর পরিশ্রম করে মাথার ঘাম মাটিতে ফেলে; আবার অন্য দিকে কিছু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিতান্তই শখ পুরনের জন্য যন্ত্রপাতি কিনে জলে-স্থলে ঘুরে বেড়ায় পানির নিচের ছবি তোলার জন্য, মানুষকে তাক লাগিয়ে দেওয়ার জন্য । তাদের টাকাগুলো মনে হয় অতিরিক্ত হয়ে গিয়েছে । কি বিচিত্র এই দুনিয়া !!! এই দুনিয়ার মানুষগুলো !!!

৩। রবীন্দ্রনাথ ঠাকুর যে ক’টি প্রেমের গল্প লিখেছেন, ‘মেঘ ও রৌদ্র’ তার মধ্যে অন্যতম। স্বদেশের সাধারণ মানুষের ভীরুতা, অজ্ঞতা ও হীনম্মন্যতার পরিচয়টিও তিনি এখানে একেবারে নির্মোহ দৃষ্টিতে পরখ ও উপস্থাপন করেছেন।
এই গল্পটি লিখেছিলেন তার দৃপ্ত যৌবনে ১৮৯৪ সালে। তখন তিনি জমিদারি দেখাশোনার কাজে স্থায়ীভাবে বসবাস করছেন শিলাইদহের কুঠিবাড়িতে। গল্পের নামই যেখানে 'মেঘ ও রৌদ্র' সেখানে আকাশ যে তার মেঘ আর রোদের আলো-ছায়া নিয়ে জীবন এবং প্রকৃতির ওপর একটা প্রভাবসঞ্চারী ভূমিকা পালন করে যাবে, সহজেই তা অনুমান করা যায়।
আসলে রবীন্দ্রনাথের সমগ্র সাহিত্যকর্ম জুড়েই গড়ে উঠেছে মানুষ ও প্রকৃতির এক চমৎকার সহাবস্থান। মানুষের অব্যক্ত অনুভবকে ব্যক্ত ভাষার শিল্প মাধুর্যে অনবদ্যভাবে প্রকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথ যেমন বিস্ময়করভাবে পারঙ্গম ছিলেন প্রকৃতি বর্ণনাতেও ছিলেন তেমনি অনন্য।

৪। ব্লগে লোকজন একেবারেই কম। সেই জমজমাট ভাবটা খুব বেশী ভাটা পড়ে গেছে। একটা পোষ্ট প্রথম পাতায় অনেকক্ষন থাকে। পাঠক নাই। মন্তব্য নাই। বেশ কয়েকদিন ধরে শ্রদ্ধেয় চাঁদগাজী'কে ব্লগে পাচ্ছি না! এরকম আর কতদিন চলবে এই স্বাধীন দেশে? আচ্ছা, আসলেই কি আমরা স্বাধীন? আমি সামুর সমস্ত ব্লগারদের ফিরে পেতে চাই। তাদের লেখা পড়তে চাই। তাদের কাছ থেকে মন্তব্য চাই। আশা করি খুব দ্রুত সামুর সমস্ত সমস্যা কেটে যাবে। আসলো আসবে। আসবেই। আবার সামু আগের মতোন হয়ে যাবে ঝলমলে।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০২

আখ্যাত বলেছেন: লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি।
কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে,
কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে,
কোনো পথ মানবহৃদয়ের অতলস্পর্শে নামিয়াছে।
যে যে-দিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না।
মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জাগয়ার মধ্যে বাঁধাইয়া রাখিয়াছে।


ঠাকুরের লাইব্রেরির মত অবাধ হোক সামু

০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৪

আকতার আর হোসাইন বলেছেন: বাকস্বাধীনতা কেড়ে নেয়ার মধ্য দিয়েই পূর্ণ স্বাধীনতা হরন করা হয়। আশা করি, আমরা আবারো স্বাধীনতা ফিরে পাবো। একদিন বৃষ্টি হবে, রাজপথে জনতার ঢল নামবে।
একদিন বসন্ত আসবে। ফুল ফুটবে। ব্লগে তার সৌরভ ছড়াবে। এভাবেই ফিরে পাব আমাদের বাকস্বাধীনতা ইনশাআল্লাহ।

০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৩| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পটা কি গল্পগুচ্ছে আছে?

০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: জ্বী আছে।

৪| ০৯ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৯

কসমিক রোহান বলেছেন: সামু আগে উৎসবমুখর ছিলো। সামুতে ঢুকলেই মন ভরে যেত। ভরাযৌবনা নদী শুকিয়ে যায়।
আমরা সামুকে খরামুক্তি দেখতে চাই। সকলে মিলে ইচ্ছা গ্রহণ ও কার্যক্ষম পদক্ষেপ নিলে সহজেই সম্ভবপর হবে।

০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: ইনোশাল্লাহ।

৫| ০৯ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:১৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সত্যি, কি বিচিত্র এই দুনিয়া ! এই দুনিয়ার মানুষগুলো !

০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি।
সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠে নি
আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি।
মধুরতম যে-কথা আমি বলতে চাই। সে কথা আজও আমি বলি নি।

৬| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ যখন কারো উপর খুশী হন তখন তাকে উপহার স্বরুপ কন্যাসন্তান দান করেন।

হ্যা আমরা স্বাধীন আর সে জন্যই তো ভিপিএন দিয়ে ব্লগে প্রবেশ করি।

০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৭| ০৯ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: মনটা খুবই খারাপ, ব্লগের এই অবস্থা তার উপর মাথা ব্যাথা খুব। আপনার শেষ পয়েন্টার সাথে আমিও গলা মিলিয়ে বলতে চাই, সামু তার নিজের অবস্থানে ফিরে আসুক।

০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ আসবে।

৮| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




শেষের কথাটিই যেন মিথ্যে নয়, সাদা সত্য হয়ে ওঠে!

০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৯| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১১:৪৯

আরোগ্য বলেছেন: জানিনা আমরা কবে বাক স্বাধীনতা ফিরে পাবো?

১০ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১৮

রাজীব নুর বলেছেন: এজন্য আমাদের কিছু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

১০| ১৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:০৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ছবিটি ভাল লেগেছে।

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: নিজের হাতে তুলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.