নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বিরাট জমিদারের বাড়ির পাশে একটা কুড়ে ঘরে একজন গরীব লোক থাকত। সে বলত, জমিদার বাবুর বিরাট বাড়ি, এত বড় বাগান, ঘাট, বাধানো দিঘি, সিংহের মূর্তি বসানো দরজা। আমিও এর মালিক। জমিদা বাবু কাগজ পত্রে এসবের মালিক বটে। কিন্তু এই বাগান, দিঘি, সিংহদ্বার, এসব কিছু মিলিয়ে যে দৃশ্যের শোভা, আমিও তার সমান অংশিদার। আমিও তা উপভোগ করি। আমার কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
২। বিশ্বখ্যাত গ্রীক দার্শনিক সক্রেটিস বলেন, 'Woman is the greates source of chaose and disruption in the world' ‘নারী জগতে বিশৃংখল ও ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস’ ।
চীন দেশের নারীদের অবস্থার বিবরণ দিতে গিয়ে জনৈকা চীনা নারী বলেন, ‘মানব সমাজে নারীদের স্থান সর্বনিম্নে । অদৃষ্টের কি নির্মম পরিহাস! নারী সর্বাপেক্ষা হতভাগ্য প্রাণী। জগতে নারীর মত নিকৃষ্ট আর কিছু নেই’ ।
খৃষ্টধর্ম মতে নারীরাই নরকের প্রবেশ দ্বার। সপ্তদশ শতাব্দীতে ‘কাউন্সিল অব দ্যা ওয়াইজ’-এর অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় 'Woman has no soul' ‘নারীর কোন আত্মা নেই’ ।
ইহুদী ধর্মে : এ ধর্মে নারীর প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে, ‘সতী নারীর চেয়ে পাপিষ্ট পুরুষও শতগুণে ভাল’। তারা নারীকে যাবতীয় পাপ ও মন্দের মূল কারণ হিসাবে গণ্য করেছে ।
বৌদ্ধ ধর্মে নারীকে সকল পাপের জন্য দায়ী করা হ’ত। এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েষ্টমার্ক বলেন, Woman are of all the snares which the tempter has spead for man, the most dangerous; in woman are embodied all the powers of infatuation which blined the mind of the world. অর্থাৎ ‘মানুষের জন্য প্রলোভনের যতগুলি ফাঁদ বিস্তার করে রেখেছে, তন্মধ্যে নারীই সর্বাপেক্ষা বিপজ্জনক । নারীর মধ্যে সকল মোহিনী শক্তি অঙ্গীভূত হয়ে আছে, যা সমস্ত বিশ্বের মনকে অন্ধ করে দেয়’ ।
হিন্দু ধর্মে : নারীদেরকে বলী দেওয়া হ’ত এবং এ ধর্মে সতীদাহ প্রথা প্রচলিত ছিল । এছাড়াও এ ধর্মে নারীরা পিতার সম্পত্তি থেকে বঞ্চিত। হিন্দু ধর্মে নারীদের অতীব হীন ও নীচু স্তরের প্রাণী মনে করা হ’ত । এ দিকে ইঙ্গিত করেই Professor India গ্রন্থে বলা হয়েছে, There is no creature more sinful than woman. Woman is burning fire. She is the sharpedge of the razor she is verily all there in a body. অর্থাৎ ‘নারীর ন্যায় এত পাপ-পঙ্কিলতাময় প্রাণী জগতে আর নেই ।
ইসলাম মর্যাদার দিক দিয়ে নারীকে পুরুষের থেকে ভিন্ন করে দেখেনি। বরং ইসলামের আগমনেই নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত নারী সমাজ পেয়েছে মুক্তির সন্ধান ।
৩। পুরুষের চেয়ে নারীর সাহস বেশী । আর এই বেশী সাহসের কারনে নারীর সারা জীবন দুঃখ-কষ্ট পেতে হয় । কাঁদতে হয় । এটা পরীক্ষিত সত্য ।
৪। যে কোন একটা মেয়েকে বিয়ে করে ফেলুন। বউ ভালো হলো আপনার ভালো, বউ খারাপ হলে আপনি দার্শনিক হয়ে যাবেন, সেটা জগতের জন্য ভালো।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: ১। কোনো ধর্মই মানব জাতির মুক্তির পথ নয়।
২| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রসংসদ নির্বাচন নিয়ে একটি পোস্ট দিন। জীবনে হয়তো ওই দেশে যেতে পারবো না। আপনার মাধ্যমে জানার প্রয়াস ।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: !
৩| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৯
মেমননীয় বলেছেন: "পুরুষের চেয়ে নারীর সাহস বেশী"
আমি কখনো এমনটি দেখিনি, শুনিওনি!
আমি অবশ্য দার্শনিক না, সাধারন মানুষ।
আমার দেখায় ভুল থাকতে পারে।
আপনি দার্শনিক হলেন কিভাবে?
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৩
রাজীব নুর বলেছেন: আমি কিছুই না।
৪| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১০:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: সক্রেটিস একবার স্টুডেন্ট এর লেকচার দিচ্ছিলেন। সে সময় স্ত্রীর প্রবল জোরে চিৎকার করছিলেন । কিছু সময় বাদে ওনার স্ত্রী এসে ওনার মাথায় জল ঢেলে দিলেন । দার্শনিকদের উক্তি ছিল ,জানি মেঘ গর্জন করার পর বৃষ্টি হয়। কাজে এরকম বউ বিভ্রাট যাদের কপালে ঘটেছে তারা বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করবে ন , এটাই স্বাভাবিক।
আজকে অন্য ব্রাউজার দিয়ে ঢুকেছি। এখন প্রত্যেকদিন একটা না একটা ব্রাউজার ইউজ করছি। কাজ না করলে তাকে আনস্টল করে পরের দিন আবার একটি স্টল করা। কাজেই সামুতে ঢুকতে গিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা এভাবেই চলছে।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৪
রাজীব নুর বলেছেন: দাদা সামুর এই সমস্যা দ্রুত কেটে যাক। এটাই মনে প্রানে চাই।
৫| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫২
ল বলেছেন: পুরুষের চেয়ে নারীর সাহস বেশি ----জানতাম না
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৫
রাজীব নুর বলেছেন: ইহা সত্য।
৬| ১৪ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৫৬
ঢাবিয়ান বলেছেন: আপনার ২ নম্বর পয়েন্টে ইসলাম বাদে অন্য ধর্মকে হেয় করার একটা প্রয়াস রয়েছে যেটা ঠিক নয়।এর বীপরিতে নাস্তিকরাও হাজারটা পয়েন্ট নিয়ে হাজির হবে ইসলামকে হেয় করতে। আসলে হাজার বছর আগের ধর্মগ্রন্থ দিয়ে নারী পুরুষের অবস্থান বিচার করতে গেলে সমস্যা।কারন সেই সময়ের প্রেক্ষাপট ও আজকের প্রেক্ষাপটে আকাশ পাতাল ফারাক। সমাজে নারী পুরুষের অবস্থান, অধিকার এইসব নির্ভর করে মূল্যবোধের ওপড়। যে সমাজে মূল্যবোধ আছে, সেই সমাজে নারী, পুরুষের মর্যাদা সমান, কারো অধিকারই সেখানে ক্ষূন্য হয় না।
১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।
৭| ১৪ ই মার্চ, ২০১৯ সকাল ৯:০৮
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ইসলাম খু্বই সহজ এবং একটি ভাল ধর্ম । কিন্তু মোল্লারা এটিকে নষ্ট করে ফেলছে নিজের ধান্দার জন্য।
১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: ঠিক।
৮| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:১১
আকতার আর হোসাইন বলেছেন: মাহমুদুর রহমান বলেছেন: ১।
এ জন্যই ইসলামকে মানব জাতির মুক্তির
একমাত্র পথ বলা হয়।
২।
অসত্য নয়।সর্বদা একটা সংসারের দায়ভার
পুরুষের চেয়ে নারীর উপর বেশী অর্পিত হয়।
পুরোপুরি সহমত আছি...
১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
মাহমুদুর রহমান বলেছেন: ১।
এ জন্যই ইসলামকে মানব জাতির মুক্তির একমাত্র পথ বলা হয়।
২।
অসত্য নয়।সর্বদা একটা সংসারের দায়ভার পুরুষের চেয়ে নারীর উপর বেশী অর্পিত হয়।
৩।
না হেসে পারলাম না।