নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৮৬

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

১। কতটুকু পেলে জীবনটাকে নরম্যালি হাসিখুশি ভাবেই যাপন করা যায়?
আমার হিসেবে বেশি কিছু না। মাথা গোঁজার একটা ঠাই, ঘুমানোর সময় মাথা রাখার জন্যে একটা বই, তিন বেলা খাবার, দুই সেট পোশাক, সাবান, একটা প্লেট, একটা গ্লাস, একটা স্টোভ, একটা শীতকালীন চাদর। ব্যাস! জীবনে এইটুকু থাকলেই লাইফ নিয়ে চুড়ান্ত সুখী না হয়ে উল্টো দুঃখ করাটা একটা ভয়াবহ হাস্যকর ব্যাপার হয়ে যায়।

২। কবি ঢোল বাজানোর কাজ পায় এক মেয়ের দলে। সেই মেয়ে দিনে গান গেয়ে নেচে জীবন চালাতো আর রাতে দেহ বেঁচে। দলে বেহালা, হারমোনিয়া, বাঁশি বাজানোর লোকও ছিল। ওলাওঠাতে সেই মেয়ের মৃত্যু হয়। কাওকে না পেয়ে কবি একাই লাশ দাহ করে। কিন্তু এমন পাপিকে আগুন ছোঁয়ানো ছিল মস্ত পাপ। সবাই কবিকে বলে, তুমি এটা কি করলে? ভগবান যখন প্রশ্ন করবে তখন কি জবাব দেবে? কবি বলেছিল- কোন জবাব দিব না, মাথাটা নীচু করে চুপচাপ দাড়ায়া থাকবো। কবির কাছে আমিও শিখলাম নিরব বিদ্রোহ। যা আজো আমার পথ চলার পাথেও।

৩। অন্যের কথা মতো নিজের জীবনকে না গড়ে, অন্যের ইচ্ছা মতো নিজেকে পরিচালিত বা ব্যবহৃত না হয়ে নিজের মধ্যের গুপ্ত সম্পদের আহোরণই আপনাকে প্রকৃত মানুষ হতে সহায়তা করবে।বিখ্যাত হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া বেশি কঠিন।

৪। শার্লক হোমস একজন গোয়েন্দা, আর প্রফেসর শঙ্কু একজন পাগলাটে টাইপের বিজ্ঞানী। মিসির আলি সম্পূর্ণ অন্য রকম। গোয়েন্দাও নয়, আর পাগলাটে টাইপের বিজ্ঞানীও নয়। মিসির আলি অত্যন্ত ঠাণ্ডা মাথার একজন যুক্তিবাদী মানুষ, যার জীবনের পথচলার সম্বল হলো লজিক। প্রফেসর শঙ্কুর জীবনের চালিকাশক্তি হলো বিজ্ঞান। মিসির আলির চালিকাশক্তি লজিক। তিনি লজিক দিয়ে সব কিছু ব্যাখ্যা করতে চান। কিন্তু কোনো কোনো সময় থমকেও যান, যখন দেখেন এমন বিষয় বা পরিস্থিতির তিনি মুখোমুখি হচ্ছেন, যা তিনি লজিক দিয়ে ব্যাখ্যা করতে পারছেন না।

৫। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহ ঠাকুর" ছদ্মনামে কয়েকটি কবিতা রচনা করেছিলেন। আধুনিক লেখক মণিশংকর মুখোপাধ্যায় তাঁর শংকর ছদ্মনামেই সর্বাধিক পরিচিত। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের বিখ্যাত চরিত্র লালমোহন গাঙ্গুলি "জটায়ু" ছদ্মনামে পরিচিত ছিলেন।
ছদ্মনাম ব্যবহারের প্রধান উদ্দেশ্য কোনো ব্যক্তির প্রকৃত পরিচয় গোপন রাখা।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৫

বলেছেন: অসাধারন

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫০

কাউছার হোসেন বলেছেন: পড়লাম..... আসাধারন

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩২

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১১

আকতার আর হোসাইন বলেছেন: ভাল লাগলো লেখা।

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৩:০৭

মাহমুদুর রহমান বলেছেন: অন্যের কথা মতো নিজের জীবনকে না গড়ে, অন্যের ইচ্ছা মতো নিজেকে পরিচালিত বা ব্যবহৃত না হয়ে নিজের মধ্যের গুপ্ত সম্পদের আহোরণই আপনাকে প্রকৃত মানুষ হতে সহায়তা করবে।বিখ্যাত হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া বেশি কঠিন।

অন্যের সাহায্য ছাড়া একাজ অসম্ভব।শতভাগ অসম্ভব।

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৩

রাজীব নুর বলেছেন: দেশ এগিয়ে যাক এটাই চাই।

৬| ১৬ ই মার্চ, ২০১৯ ভোর ৪:০৮

এস এম মামুন অর রশীদ বলেছেন: যারা মিসির আলিকে লজিক্যাল ভাবেন, তাদের উচিত আরও গভীরভাবে এই সিরিজের বই পড়া। কারণ এটি অত্যন্ত ইলজিক্যাল একটি ক্যারেক্টার।

১৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৩৪

রাজীব নুর বলেছেন: ও আছা তাই নাকি?

৭| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ নং টা ধনীরা যদি বুঝত...

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ১৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

চাঁদগাজী বলেছেন:


১ নং: আরো দরকার, পুরুষের জন্য স্ত্রী, নারীর জন্য স্বামী

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৩

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৯| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:১১

জাহিদ অনিক বলেছেন: অবস্থা যা হচ্ছে- আমাদের ব্লগারদের মনে হয় ছদ্মনামে ব্লগে লিখতে হবে

২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। সামু আমার জমজমাট হবে। এই বিশ্বাস নিয়েই রাতে ঘুমাতে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.