নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৬

১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৫

১। রাস্তাতে এক ফকির কে দেখে এক মহিলা বলছে- এই তোমাকে কোথায় যেন দেখছি মনে হচ্ছে !!
ফকিরঃ হ্যাঁ ম্যাডাম কালকেই না আপনে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলেন !! আর আমার প্রোফাইল পিকচার এ তো কমেন্ট ও দিছেন।

২। রবীন্দ্রনাথের একটা গানে তাঁর রাষ্ট্রদর্শন প্রকাশ পেয়েছে। সে বিস্ময়কর বিপুল জনপ্রিয় গানটিতে রবীন্দ্রনাথ জানিয়ে দিয়েছেন রাষ্ট্রের শাসক ও শাসিতের সর্ম্পক কেমন হওয়া উচিত। কেমন হওয়া উচিত নাগরিকের কার্যবিধি ও প্রশাসকের ক্ষমতার প্রকৃত সরূপ। গানটিতে আমরা রবীন্দ্রনাথের কল্যাণরাষ্ট্রের ধারনা পেয়ে যাই। রবীন্দ্রনাথের যে কটি গান প্রতিটি বাঙালির চেতনা ধারন করা উচিৎ - আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে -এই গানটি তেমনই একটি গান।

৩। পবিত্র কোরআনে আছে, একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো, যার শেকড় রয়েছে মাটির গভীরে আর শাখা-প্রশাখার বিস্তার দিগন্তব্যাপী, যা সারা বছর ফল দিয়ে যায়।
প্রতিটি ভালো কাজই মানুষের মন জয় করে করতে হয়। আর মানুষের মন জয় করার একটি অব্যর্থ অস্ত্র হলো সুন্দর কথা।
একবার রাজার এক ভৃত্য পলায়ন করেছে। রাজা তাকে প্রাণদন্ডের আদেশ দিলেন। তাকে নিয়ে যাওয়া হলো জলল্লাদের কাছে। জল্লাদ খড়গ তুলতে উদ্যত। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেচারা কাতর স্বরে প্রার্থনা করলো, হে করুণাময় যারা আমাকে হত্যা করতে চাইছে তাদেরকে তুমি ক্ষমা কর। কারণ আমি তাদের ক্ষমা করেছি। বাদশা আমাকে প্রাণদন্ডের আদেশ দিয়েছেন এতে আমার কোনো দুঃখ নেই কারণ এই বাদশাহ আমাকে প্রতিপালন করেছে। তুমি এদের সবার পাপ ক্ষমা করো। বাদশাহ ভৃত্যের ফাসির মঞ্চেই ছিলেন। ভৃত্যের মৃত্যুকালীন প্রার্থনা শুনে তার চিত্ত বিগলিত হলো। তার সমস্ত রাগ পানি হয়ে গেল। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, ওকে মুক্ত করে দাও।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যে নোবেল পুরস্কার পান। পশ্চিমাদের অনেকেরই এটা সহ্য হচ্ছিলো না বরং গাত্রদাহ হচ্ছিলো। একবার এক পশ্চিমা সাহেব রবীন্দ্রনাথকে বলেই বসলেন, গীতাঞ্জলি বইটি দারুণ হয়েছে। আসলে কে তোমার হয়ে ওটা লিখে দিয়েছিলো? সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো কবিগুরুর বুদ্ধিদীপ্ত উত্তর, তার আগে বলো দেখি, কে আসলে তোমাকে পড়ে দিয়েছিলো, গীতাঞ্জলির মতো কাব্য।

৪। পশু পশুত্ব নিয়ে জন্মায় এবং সারাজীবন পশুই থাকে । কিন্তু মানুষ মনুষ্যত্ম নিয়ে জন্মায়না তাকে মনুষ্যত্ম অর্জন করতে হয় । ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাকটেরিয়া থেকে শুরু করে অনেক প্রাণী আছে যারা জন্ম থেকেই আত্মনির্ভরশীল হয়, কিন্তু মানব শিশু তা পারেনা । মানুষ জন্ম হয় পরনির্ভরশীল হয়ে পরে সে আত্মনির্ভরতা অর্জন করে । সকল প্রাণী আহার করে, বিশ্রাম করে, ভোগ করে, যৌন তারনা অনুভব করে, ক্ষুধার তীব্রতা বুঝতে পারে, মানুষও এসব পারে । মানুষ আরো অনেক কিছু পারে যা অপর কোন সৃষ্টি পারেনা ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


১ নম্বরটা টপ হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

২| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: আজকেরটা অনেক বেশি ভাল লেগেছে।

রবি ঠাকুরের জবাবটা এক কথায় অসাধারণ ছিল।

শেষেরটাও খুব ভাল লেগেছে। মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয়।

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার , আপ‌নি আমা‌কে প্র‌তিশ্রু‌তি দি‌য়ে‌ছি‌লে বাংলা‌দে‌শের সম্পদ ১৮ কো‌টি মানুষ‌কে কা‌জে লাগা‌নোর ফরমুলা দি‌য়ে পোস্ট দি‌বেন। আ‌মি কিন্তু অ‌পেক্ষায় আ‌ছি।

স্যার , আপ‌নি আমা‌কে প্র‌তিশ্রু‌তি দি‌য়ে‌ছি‌লে বাংলা‌দে‌শের সম্পদ ১৮ কো‌টি মানুষ‌কে কা‌জে লাগা‌নোর ফরমুলা দি‌য়ে পোস্ট দি‌বেন। আ‌মি কিন্তু অ‌পেক্ষায় আ‌ছি।

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: আরে ভাই আমার মনে আছে। সময় সুযোগ হচ্ছে। অপেক্ষা করুন। বলেছি, যখন তখন অবশ্যই দিব।

৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১১:০০

মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো কথাগুলো।

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ৭:১১

বলেছেন: মন জয় করার অস্ত্র হলো সুন্দর কথা বলা --- অসাধারণ ----++++


ফেবু যুগের যত রসবোধ ১ম টা জাককাস্ হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১২

আখ্যাত বলেছেন:
সুস্বাদু+স্বাস্থ্যকর পোস্ট উপহার দেয়ার জন্য শুকরিয়া

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ১৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল...

১৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন: ১ নাম্বারটা টপ হাহাহা।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৩

নজসু বলেছেন:


১ নম্বরটা জটিল।
শেষেরটা ভাবার মতো।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: চারটি চার রকম ফ্লেভার ; বেশ ভালো।

শুভকামনা ও ভালোবাসার প্রিয় ছোট ভাইকে।

১৮ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.