নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি

১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৬

বিশ্বের নানা প্রান্তে আর্তঘাতী হামলা ঘটছে
নির্বোধ গুলো নিজেদের শক্তির জানান দিচ্ছে
অশান্ত আর অস্থিতিশীল হয়ে উঠছে পৃথিবী
হে মানুষ, আজ কোথায় তোমার মানবতা!
যদিও জঙ্গি হামলা রাজনৈতিক বিষয় নয়,
তবে সরকারকে থাকতে হবে বদ্ধপরিকর
লেখক, সংস্কৃতিকর্মী, মৌলানা, পুরোহিত
এবং দেশ প্রেমিকদের সোচ্চার হতে হবে
সুন্দর পৃথিবী গড়ার জন্য গোটা বিশ্ববাসীকে
এক কাতারে আসতে হবে, হাতে রেখে হাত
নির্বোধ জঙ্গিরা বুঝে না, মানুষ হত্যার কথা-
বলে না কোনো ধর্ম। মানব কল্যাণই ধর্ম
বহু ধর্মীয় সংগঠন উঠতি বয়সী তরুণদের
দিনরাত বিপথগামী করছে ভীষন গোপনে।
এরকম ধ্বংসলীলা চলতে থাকলে মানুষের
হাতে মানুষ মরবে সকাল সন্ধ্যা সারাবেলা
দুষ্টদের এই নারকীয় তাণ্ডব থামাতে হবে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:১১

আখ্যাত বলেছেন:

জঙ্গি না বলে সন্ত্রাসী বলাই ভালো
জঙ্গী মানে কী
বীর জোদ্ধা, রণবীর ইত্যাদি।

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: বাংলা অভিধান আমার দুইটা আছে।

২| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৯

ঢাবিয়ান বলেছেন: আখ্যাত বলেছেন: জঙ্গি না বলে সন্ত্রাসী বলাই ভালো
জঙ্গী মানে কী বীর জোদ্ধা, রণবীর ইত্যাদি।

কোথায় পেলেন আপনি জঙ্গীর এই আজগুবি সমার্থক শব্দ?

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: হুম, ব্লেন কোথায় পেলেন??

৩| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪১

মাহমুদুর রহমান বলেছেন: ঢাবিয়ান মন বলেন নি।

সন্ত্রাসবাদ যারা করে এরা কোন ধর্মের নয় এরা বিকৃতরুচির।

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৭

রাজীব নুর বলেছেন: আর তাদের কোনো ধর্মও নেই নিশ্চয়?

৪| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের কবিতার মান ক্রমশ উন্নতি হচ্ছে । ++

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া শুকরিয়া শুকরিয়া ।

৫| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:০০

আখ্যাত বলেছেন:
বেয়াদবী নেবেন না ঢাবিয়ান
একটু দেখে নিয়েন অভিধান
সন্ত্রাসীকে জঙ্গী বলা “জঙ্গী” শব্দের অপমান

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৯

রাজীব নুর বলেছেন: দিনের বেলা মসজিদে গুলি করে মানুষ মারবে তাকে শুধু সন্ত্রাসী বললে হবে? ওরা জঙ্গীদের চেয়ে খারাপ।

৬| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: আখ্যাত রাজাকার মানে তো তাহলে বন্ধু, আপনার বন্ধুকে কি তাহলে রাজাকার বলবেন?

জঙ্গী মানে warrior কিন্তু এখন বর্তমানে terrorist
মানুষ একেক সময় ঠিক করে, কোন শব্দের কি মানে হবে-

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৯

রাজীব নুর বলেছেন: ঠিক।

৭| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৫

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই... আমি একমত।

আর জঙ্গী অর্থ যুদ্ধা। এটা সত্য।

কিন্তু বর্তমানে যুদ্ধা অর্থে ব্যবহৃত হয় না। সন্তাস অর্থেই ব্যবহৃত হয় বোধ হয়।

২০ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩০

রাজীব নুর বলেছেন: নবাদ ভালো থাকুন।

৮| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১১:২৫

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন ভাই... আমি একমত।

আর জঙ্গী অর্থ যুদ্ধা। এটা সত্য।

কিন্তু বর্তমানে যুদ্ধা অর্থে ব্যবহৃত হয় না। সন্তাস অর্থেই ব্যবহৃত হয় বোধ হয়।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৯| ২০ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২১

আখ্যাত বলেছেন: :
বাংলা অভিধান আপডেট করা সময়ের দাবি

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১০| ২০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবারই উচিত মন থেকে খারাপী দুর করা। হিংসা দূর করা।
উন্নত মনের মানুষ হওয়া।
খারাপ কাজ করা উচিত নয়।
মানুষ খারাপ কাজ করলে সে আর মানুষ থাকে না।

২১ শে মার্চ, ২০১৯ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: আর যারা খারাপ কাজ করে আবার নামাজ রোজাও করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.