নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৮৭

২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:৪৯

১। পৃথিবীতে চিন্তাশীল মানুষের কথা শুনার সংখ্যা খুবই কম। বানরের খেলার প্রতিই বরং মানুষের আগ্রহ বেশী।

২। যে যাকে যতটা ভালবাসা দেবে, প্রতিদানে ততটা ভালবাসাই পাবে। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়।

৩। জিলাপী এবং ফুচকা'র ইংরেজী কি হবে ?

৪। আকাশ ফরসা হতে শুরু করেছে । আমি ব্যালকনিতে এসে দাড়িয়েছি । ভোরের আকাশ দেখা দারুন একটা ব্যাপার । এর মধ্যে একটা কাক আমার ব্যালকনির সামনে দিয়ে উটে গেল । কাক কে দেখে একটা ঈশপের গল্প মনে পড়ল।
গল্পটা এই রকম- এক শিয়াল দেখল যে এক কাক মুখে মাংস নিয়ে গাছের ডালে উঠে বসলো। সে ভাবল মাংসটা তার পেতেই হবে। সে গাছের নিচে গিয়ে কাককে ডেকে বলল “শুভ সকাল কাক মাড্যাম। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। আপনার পালকগুলো অনেক সুন্দর। আপনার গলার আওয়াজও নিশ্চয়ই অনেক সুন্দর হবে। আমাকে একটা গান শুনান, প্লীজ। আমি বাধিত হব তাহলে। আপনাকে আমি তাহলে পাখির রানী বলতে পারবো”। কাক যেই ক্যা ক্যা শুরু করলো। তার মুখ থেকে মাংস পড়ে গেলো। আর শিয়াল সেই মাংস নিয়ে দৌড় দিলো।
এই গল্পের মরাল টা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নিবেন ।

৫। হও ধর্মেতে ধীর
হও কর্মেতে বীর
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়।

৬। “... বন্ধু পাওয়া যায় সেই ছেলেবেলায় স্কুল-কলেজেই। প্রাণের বন্ধু। তারপর আর না।"
"আর না? সারা জীবনে আর না?"
"জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারো বন্ধু নয়। তারা দু'রকমের। এনিমি আর নন-এনিমি। নন-এনিমিদেরই বন্ধু বলে ধরতে হয়।”
― শিবরাম চক্রবর্তী, ঈশ্বর পৃথিবী ভালোবাসা

৭। পুরুষের একমাত্র দূর্বলতা হচ্ছে নারীর চোখের পানি।
এই নারীটি হতে পারে তার বোন, হতে পারে তার মা কিংবা হতে পারে স্ত্রী অথবা প্রেমিকা।
কিন্তু নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই।



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৭

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,



রাস্তায় পাওয়া ডায়েরীতে আমিও একটা কিছু যোগ করি --
রাগ করে ফুল ছেঁড়া যায় , ফুল ফোটানো যায় না ।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।

২| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

আমি মুক্তা বলেছেন: আমরা সবাই নিজেকে নিজে বড় এবং জ্ঞানী মনে করি বলেই জ্ঞানের কথা শোনার চেয়ে বাঁদর খেলা দেখায় বেশি সময় ব্যয় করি।

সবগুলো পয়েন্টই ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

মুক্তা নীল বলেছেন: নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই --- এটা কে বল্লো আপনাকে?

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: কেউ বলে নাই।
আমার ধারনা।

৪| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৯

ম্যাড ফর সামু বলেছেন: নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই--- কথাটা মনে হয় ঠিক নয়। আমার মতে নারীর দূর্বলতা:
১। স্বামী/ভালোবাসা।
২। সন্তান
৩। আরও অনেক থাকতে পারে, আর বলতে পারলাম না... =p~

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: আর যে নারীর স্বামী সন্তান নেই?

৫| ২২ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ৩ নম্বরের উত্তর জটিল। সহজ ভাষায় জিলাপি ফুড, ফুচকা ফুড। এইভাবে বোঝাতে চাই। নারীর দুর্বলতা আছে, নারীর দুর্বলতা তার চরিত্রে।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব ভাই চমৎকার লেখার জন্য ধন্যবাদ।
বেশ কয়েকদিন আসতে পারিনাই।
আশা করি কুশলে আছেন্।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আপনাকে মিস করেছি।
জ্বী আমি ভালো আছি।
না, আমি ভালো নেই। বেকার মানুষ ভালো থাকতে পারে না।

৭| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

বলেছেন: মুক্তা নীল বলেছেন: নারীর নির্দিষ্ট কোন দূর্বলতা নেই --- এটা কে বল্লো আপনাকে?


নারী অবলা, স্নায়ুবিক দূর্বলতা, অধিক পরিশ্রম ও প্রতিকূলতার মোকাবিলায় অক্ষম-------এটা কতটুকু গ্রহণযোগ্য?

নারীদের. জন্য ভিন্ন ভাবে ভাবনার প্রয়ােজন রয়েছে।



২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:০৮

আকতার আর হোসাইন বলেছেন: বরাবরের মতই সবকটি ভাল লেগেছে।

২২ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৯| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১১:১৯

সুমন আরাব বলেছেন: ভালো লাগলো সুভো কামোনা রৈলো কেয়বোররড ের সোমোসসা বানান ভুল কিসু মোনে কোরবেন না

২৩ শে মার্চ, ২০১৯ সকাল ৭:৩৯

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! বেশ লাগল আজ রাস্তায় পাওয়া ডাইরিটা । সবগুলোই চমৎকার লাগলো । ফুচকা বা জিলাপি ইংরেজি নামেই খ্যাত কারণ ইংরেজরা ওই নামেই খেত বলে যতদূর জানি ।

২৩ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

১১| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

Sujon Mahmud বলেছেন: মেয়েদের মন বোঝা, কোনো পুরুষের পক্ষে সম্ভব না।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ঠিক কথা।

১২| ২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৫

মাহমুদুর রহমান বলেছেন: ও ধর্মেতে ধীর
হও কর্মেতে বীর
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও আগুয়ান
সাথে আছে ভগবান হবে জয়।


খুব সুন্দর কথা।

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: হে হে হে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.