নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯১

০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫১



১। সুরঞ্জনাকে “ঐ যুবকের” সাথে কথা বলতে বারন করেছিলেন জীবনানন্দ দাস— পুরুষ মনের চিরন্তন আকুতি এটা। নারী-পুরুষের আদিরূপের ধারাবাহিকতায় এই ধরনের হিংসার অনুভুতি নারী-পুরুষ নির্বিশেষে যেকোন মানুষকে হিংস্রও করে তুলতে পারে। মানুষ বুদ্ধিমান প্রানী হলেও কিছু কিছু ক্ষেত্রে তারা আচরনগত ভাবেই বোকার মত আচরন করবে।

২। প্রেমিকঃ আমার প্রেমে পড়ার আগে আর কারো সঙ্গে প্রেম হয়েছিল তোমার ?
প্রেমিকাঃ চুপ।
প্রেমিকঃ কথা বলছো না যে ? রাগ করলে ?
প্রেমিকাঃ রাগ করি নি, আমি গুনছি ।

৩। বাবা আর ছেলে মার্কেটে গেছে। হঠাৎ ছেলে দেখে বাপের প্যান্টের চেইন খোলা !
ছেলেঃ বাবা, বাবা, তোমার প্যান্টের চেন খোলা !
বাবাঃ স্টুপিড, এভাবে বলতে নেই । বলতে হয়, “তোমার মেকআপ বক্স খোলা”
পরের দিন একই ঘটনার পুনরাবৃত্তি—–
ছেলেঃ বাবা, তোমার লিপস্টিক বের হয়ে গেছে ।

৪। কিছু ছেলে আছে যারা প্রেম করার জন্য সবথেকে স্মার্ট মেয়েটাকে খুজে নেয় এবং প্রেম করে। আর বিয়ে করার সময় ঘরকুনো, নামাজী ও সব থেকে ভদ্র মেয়েটাকেই বাছাই করে। আবার দেখা যায় ৩৫ বছরের এক লোক বিয়ে করার জন্য ১৭/১৮ বছরের মেয়ে খোঁজে। আজব লাগে আমার কাছে!

৫। বাংলাদেশে আসলে কোনো সত্যিকার ধার্মিক নেই। আমাদের সমাজটাই ভণ্ডামিতে পরিপূর্ণ। দূর্নীতিবাজরা যখন মসজিদে বা মাদ্রাসায় বড় অংকের টাকা দেয়, হুজুর তখন তার নামে দোয়া পড়তে থাকেন। সমাজের সর্বত্রই শুধু ভণ্ডামি চলছে...

৬। ভলতেয়ারের এই কথাটা আমার অসম্ভব পছন্দের, 'আমি তোমার সঙ্গে একমত না কিন্তু তোমার মত প্রতিষ্ঠার জন্য আমৃত্যু লড়ব'।

৭। আমাদের মধ্যে খুব কম মানুষই আছে, যারা সব দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তাদের বিশ্বাসের দেয়াল গড়ে তোলে। বেশিরভাগ মানুষেরই ধারনা, সে অনেক জানে।

৮। 'যদ্যপি আমার গুরু' আহমদ ছফার উদ্দেশ্য কি ছিল এই বইটি লেখার পিছনে, নিজের গুরুর মহত্ব তুলে ধরা নাকি আবদুর রাজ্জাক স্যারের নানান বক্তব্যের ব্যাখ্যা প্রদান?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: 5- নম্বর প্রসঙ্গে বলবো ধার্মিক মানে শুধু ধর্ম নয়, একজন সৎ, আদর্শবান কর্তব্যনিষ্ঠা দয়ালু যদি এক জনও থেকে থাকে তাহলে সামু ব্লগে আমার ছোট ভাই রাজীব নুর হা হা হা হা...

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: হে হে হে----

২| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪১

ডার্ক ম্যান বলেছেন: ছফার উদ্দেশ্য ছিল তাঁর গুরুর কথা সবাইকে জানানো। বইটির সবটাই যে সত্য হবে না, সেটা আন্দাজ করতে পারি

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৭

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০৩

ইসমত বলেছেন: যতটুকু মনে পড়ছে কথাটি ভল্টেয়ার নয় অন্য একজন বলেছিলেন।

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: হতে পারে।

৪| ১০ ই এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


মেয়েরা কাউকে পছন্দ না করলেও, অবহেলা করে না।

১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৮

রাজীব নুর বলেছেন: অবহেলা করে। অবশ্যই করে।

৫| ১০ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩০

তারেক_মাহমুদ বলেছেন: ৩ নং খুবই দুষ্টু জোকস, ৪ নং টা চিরন্তন সত্যি কথা।

১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ১০ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

হাবিব বলেছেন: "যথ্যপি আমার গুরু" বইটা পড়ার ইচ্ছা।

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: ছোট বই। একটানা পড়লে দেড় ঘন্টা লাগবে। পড়ে ফেলুন।

৭| ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:১১

মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই,
এটা কার হাতের ছবি? ছবিটা কি আপনি তুলেছিলেন?

১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: এটা সুরভির হাত।
ছবিটা আমি তুলেছি।

৮| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: ধার্মিক সেই যে ধর্মকে মূল্যায়ন করে।

১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: জ্বী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.