নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ শুক্রবার।
খুব ভোরে ঘুম থেকে উঠেছি। ছাদে গাছে পানি দিয়ে নিচে নেমেছি। সকালের নাস্তা হোটেলে খেয়েছি। অনেকক্ষন বিনা কারনে ঘুরে বেড়ালাম। শুক্রবার বার বলে রাস্তা ঘাট ফাঁকা ফাঁকা লাগে। আমি হাঁটছি আর গান গাইছি- ''আল্লাহ মেঘ দে পানি দে/ ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,/ আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা''। রাস্তার ধারে তিনটা চায়ের দোকান থেকে তিন কাপ চা খেলাম আর অনেক কিছু জানলাম। যা জানলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো।
১। বিবেকহীন মানুষের সংখ্যা এখন বাংলাদেশের গ্রামে-গঞ্জে-শহরে সর্বত্র বিরাজমান। অসংখ্য পাপ করার সুযোগ পেয়েও যে পাপ থেকে নিজেকে বিরত রাখে তাকে "মানুষ" বলে।
২। ভাস্কর্য নির্মাণ অত্যন্ত কঠিন কবীরা গুনাহ।
আর কোনো কোনো ক্ষেত্রে তা কুফরীর পর্যায়েও পৌঁছে যায়।
৩। একদিন দেখা যাবে ইলিশ কেনার জন্য ব্যাংক গুলো সহজ কিস্তিতে লোন দিচ্ছে। এইসব বৈশাখ ফৈশাখ আমাদের বর্জন করা উচিত। ইলিশ আমার প্রিয় মাছ। কিন্তু এত দামের কারণে খেতে পারি না।
৪। বসে থাকলে, আপনার ক্যারিয়ারও বসে থাকবে। দৌড়ান, আপনার ক্যারিয়ারও দৌড়াবে। দৌড়টা দিতে হবে, তবে ভেড়ার পালের মতো উদ্দেশ্যহীন নয়, মানুষের মতো।
৫। আধুনিক যুগে বসবাসরত সকলেই আধুনিক নয়।
৬। পৃথিবীতে সর্বাধিক ধর্ষণ করেছে সেনাবাহিনী। তারা সুশৃঙ্খল, দেশপ্রেমিক এবং ধর্মপরায়ণ।
পৃথিবীতে সর্বাধিক লুণ্ঠন করেছে ইংরেজরা। তারা সভ্য, জ্ঞানী ও সুশাসক।
পৃথিবীতে সর্বাধিক হত্যাকাণ্ড চালিয়েছে খ্রিস্টানরা। তারা শান্তিকামী, অহিংস ও প্রেমময়।
এই প্যারাডক্সিকাল পৃথিবীর সর্বাধিক যৌনকাতর প্রাণীটির নাম মুসলমান। তাদের স্বর্গচিন্তা মানে লাগাতার যৌনতা। অথচ জেনা হারাম। তাই হারাম থেকেই এল হারেম।
(ছবিটা আমার'ই তোলা। কাওরান বাজার। রাত দুইটা।)
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: মন্তব্যটা বুঝতে পারিনি।
২| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জান্নাতের ৭২ টির হুর কি আপনি চাননা?
অনেকেই তো চায়।
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: হুর আমি চাই না।
আমি দোযকে যাবো।
৩| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৫
নতুন নকিব বলেছেন:
৬ নং পয়েন্টটিতে উপস্থাপিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমান বা সূত্র আছে কি?
আপনিও তো তাহলে যৌনকাতরতাসূচকে জিতে যাওয়াদের একজন! এসব উদ্ভট কথা চায়ের দোকানে যাদের থেকে শুনেছেন, খোঁজ নিয়ে দেখতে পারেন, ওদের একেকটার দৈনিক গাঁজা সেবনের পরিমাণ কতটুকু!
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৫
রাজীব নুর বলেছেন: খুব রেগেছেন মনে হচ্ছে?
৪| ১২ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২২
করুণাধারা বলেছেন: মন খারাপ হয়ে গেল ছবিটা দেখে! এই টুকড়িটা চুরি হয়ে যাবে দেখে এরমধ্যে ঘুমাচ্ছে লোকটা! এভাবে ঘুম হয়!
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: কাওরান বাজারে সারারাত ঢাকার বাইরে থেকে আসা ট্রাক ভরতি তরিতরকারী আসে। সেগুলো তারা এই টুকরীতে করে নামায়।
৫| ১২ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
মাহমুদুর রহমান বলেছেন: এই প্যারাডক্সিকাল পৃথিবীর সর্বাধিক যৌনকাতর প্রাণীটির নাম মুসলমান।
আপনার কথার অর্থ তাহলে আমেরিকানরাও মুসলমান যেখানে প্রিথিবীর সবচেয়ে বেশী ধর্ষণ হয়?যেখানে প্রতিদিন শতশত হাজার হাজার মানুষ ধর্ষিত হয়?
আপনার অভিজ্ঞতা কম।বেশী বেশী করে পড়াশোনা করেন।
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: জ্বী। পড়াশোনা করবো।
৬| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩
ভুয়া মফিজ বলেছেন: জ্ঞানের উৎস যদি চায়ের দোকান হয়, তাহলে কিন্তু বিপদ আছে। তবে, আপনার এবারকার অর্জন খারাপ না। শেষেরটা অতি সরলীকরনের দোষে দুষ্ট।
রাত দুইটায় কারওয়ানবাজারে কি করেন? পার্টটাইম কিছু করার চেষ্টা করছেন?
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: না। তখন আমি যুগান্তর পত্রিকায় কাজ করতাম। অফিস থেকে এসাইনমেন্টে গিয়েছিলাম। রাতের ঢাকার ছবি তুলতে।
৭| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ভোরে ঢাকা শহরে বের হলে টুকরিতে ঘুমানো মানুষ দেখা যায়। ফুটপাথে শুয়ে থাকা মানুষ আমিও দেখেছি। তবে আমি দেখলে কোন লাভ নাই। যাদের দেখলে উপকার হতে পারে তারা কখনো দেখে না।
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৮| ১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৭
নীলপরি বলেছেন: ছবিটা মানুষের কষ্ট করা পরিশ্রম করার প্রতীক ।
৬নং মন্তব্য ভালো লাগলো ।
শুভকামনা
১২ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৬
ল বলেছেন: হারাম থেকে হারেম ---মানে কি ?
১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: মানে কি??? কি??? কি???
১০| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৯
নাহিদ০৯ বলেছেন: "অসংখ্য পাপ করার সুযোগ পেয়েও যে পাপ থেকে নিজেকে বিরত রাখে তাকে "মানুষ" বলে।
কথাটা খুব ভালো লাগলো। ইলিশ ফিলিশ ই আমাদের আরো পিছিয়ে দিচ্ছে। শখের দাম লাখ টাকা বলে বলে আমরা শখের নামে অপচয় করছি বেশি।
আমার মনে হয় শখের বসে কোন কিছু করক হারাম এর পর্যায়ে ফেলা উচিৎ। যেখানে অনেক মানুষ থাকার জায়গা পায়না, খেতে পায় না ভালোমতো, সেখানে লাখ টাকার শখ করা হারাম বলে নির্দেশনা জারি করা দরকার।
১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
১১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৭
হাবিব বলেছেন: একজনের পাপ যদি অন্যের উপকার হয় তখন তাকে কি বলে?
১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: পাপ করে অন্যের উপকারের দরকার নাই।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনি ঢাকা শহরকে বুঝতে পেরেছেন; ঢাকার মানুষই দেশ চালায়