নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হয়তো আমার মৃত্যু হবে- গভীর রাতের অন্ধকারে
ঘর থাকবে অন্ধকার, আলোতে আমার ঘুম হয় না
বিছানায় গভীর ঘুমে থাকবো আমি, পাশে সুরভি।
ঘরের বাইরে জোছনা রাত, হু হু করে হাওয়া বইবে
গাছের পাতা শন শন শব্দে কাঁপবে, পেঁচা চেয়ে রবে নিরবে
কেউ টের পাবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না
এমন সময় আজরাইল এসে দাঁড়াবে আমার শিয়রে
শীতের রাতে নরম বিছানায় কম্বল গায়ে এই আমি
মুহুর্তের মধ্যে রুহ কবচ করে নিয়ে যাবে আজরাইল
পরদিন অনেক বেলা হবার পর সুরভি বুঝতে পারবে
তারপর একে একে জানতে পারবে সমস্ত পরিচিতরা
সুরভি কান্নায় ভেঙ্গে পড়বে। তারপর দাফন কাফন
দুই চারদিন আমাকে নিয়ে টুকটাক কথা হবে খুব
তারপর ভুলে যাবে। এই তো জীবন, এই তো নিয়ম।
(এই তো গত রাতের আগের রাতের কথা। ঘুম আসছিল না। অথচ রাত তখন তিনটা। মনে হছে বুকে ব্যথা করছে। সম্ভবত গ্যাস্ট্রিকের ব্যথা। সুরভিকে ডাক দেইনি। ডাক দিলেই বেচারা ভয় পেয়ে যাবে। আমি বাম পাশ ফিরতেই- হুট করে খুব মৃত্যু চিন্তা এলো। আমি মোটেও ভয় পাইনি। অস্থির হইনি। তখন এই কবিতাটা মাথায় এলো। লিখবো না, লিখবো না করেও আজ লিখে ফেললাম। মনের আবেগ বুকের মধ্যে চেপে রাখা ঠিক না।
আমি কবিতা লিখতে পারি না। তবুও কবিতার মতোন করে কিছু একটা লেখার পর খুব শান্তি শান্তি লাগে।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।)
১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: গত বছরের কথা।
সুরভিদের বাসায় গিয়েছিলাম। রাতে ঘুম আসছিল না। ছাদে গিয়েছি। তখন দেখি পাশের বাসার কার্নিশে এক জোড়া পেঁচা। কাজেই অল্প কিছু পেঁচা ঢাকা শহরে আছে।
২| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার খুব ইচ্ছা, পৃথিবীর সবাই যেন পরিণত বয়সে মৃত্যুবরণ করে। এটা খুবই দরকারী।
১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন। ধন্যবাদ।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৮
পথ হতে পথে বলেছেন: অন্তর থেকে লিখেছেন, পড়ে ভালো লেগেছে ।
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৪
ডার্ক ম্যান বলেছেন: গত বছর আমি কয়েকবার মৃত্যুকে আলিঙ্গন করতে চেয়েছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।
মানুষের মৃত্যুই শেষ কথা।
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: মৃত্যুকে আলিঙ্গন করার আগে ভালো কিছু করুন।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১১
মাহমুদুর রহমান বলেছেন: সময় থাকতে সতর্ক হন।
আল্লাহর বিধান অনুসারে জীবন যাপন করলে আর কোন চিন্তাই থাকে না।
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: আল্লাহর বিধান অনুসরন করলে না খেয়ে মরতে হবে।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:১৫
ল বলেছেন: আপনার দীর্ঘায়ু কামনা করছি
বৈশাখী শুভেচ্ছা।
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৬
হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: আমিন।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪২
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মৃত্যুর জন্য কারোই মেজরিটি লেভেল সমান হবার প্রয়োজন হয় না। আমার বিশ্বাসকে মজবুত করে।
সবাই ইহলৌকিক জীবন ত্যাগ করবে। এই সমান জায়গাটায় আমার মতন ছোটরাও মৃত্যুর অধিকার পায়। আপনার কি মতামত, এখানেও কি অধিকার বঞ্চিত করার উপায় আছে?
১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: নো নেভার।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
শহরে কি পেঁচা আছে? পেঁচা থাকলে, আপনি সময়টা টের পেতে পারেন; এখন থেকে শহরে পেঁচা থাকার মতো পরিবেশ রক্ষায় কাজ করেন। আপনার নববর্ষ সুন্দর হোক।