নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শমী কায়সারের মোবাইল চুরীর ঘটনায় সাধারন মানুষ যা ভাবছেন

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১৮



১। শমী কায়সারকে আজীবন জাতীয় প্রেস ক্লাবে নিষিদ্ধ করা হোক...

২। শমী কায়সারের আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

৩। সাংবাদিকরা এমন কি হয়ে গেছে যে তাদের চোর হিসেবে সন্দেহ করা যাবে না! শমীরা ভালভাবে জানে বিবেক বিক্রি করা সাংবাদিক সম্প্রদায় টাকার জন্য সবকিছু করতে পারে।

৪। শহীদুল্লাহ্ কায়সারের মেয়ের কাছে এই আচরণ অত্যন্ত অনাকাঙ্ক্ষিত! উনাকে বয়কট করলাম!!

৫। নিজে ভালো থাকা এবং অপরকে ভালো রাখাই একজন সত্যিকারের মানুষের কাজ।

৬। অন্যদের মুখোশ খুলতে খুলতে যারা একদম ক্লান্ত তারা কি নিজের মেধাবী মুখোশটাকে একবারও খোলার চেষ্টা করেছেন?
সেই মুখোশের রঙিন আবরণগুলো খুলতে খুলতে নিজেই হারিয়ে যাবেন না তো?

৭। ধন্যবাদ, শমী কায়সার। কাকে চোর বলতে হয়, কাকে প্রকাশ্যে চোর বলেও পার পাওয়া যায়, অন্তত এটুকু তুমি জানো।

৮। মনে হয় মোবাইলে প্রভার মতোন ভিডিও ছিল, এজন্য উনি মোবাইলের জন্য অস্তির হয়ে উঠেছিলেন।

৯। অতি সাধারণ মানুষ কিছু হারাইলে জ্ঞান শূন্য হয়ে যাকে তাকে সন্দেহ.... এবং সে নিজে ও চারপাশের মানুষজন আর পরিবেশ অস্থির করে তোলে।
শমীও ঐ রকম অতি সাধারণ।

১০। প্রেসক্লাবে সত্যিকার সাংবাদিক যদি থাকতো দুয়েকজন, তাহলে বাঁ হাতের এক চড়ে ওই অভিনেত্রীর কয়েকটা দাত ফেলে দিতেন তারা। যেহেতু এমন কোনো খবর আমরা পাইনি, ফলে ধরে নিতেই পারি ওখানে সাংবাদিক বলে কেউ ছিলেন না।

১১। সব সাংবাদিকরাই সৎ সাহস রাখেন না। প্রতিবাদীর সংখ্যা হাতে গোনা কয়েকজনই হয়। জোড়ালো প্রতিবাদ হলেও হতে পারতো কিন্তু তা হয়নি।

১২। বু‌দ্ধিজীবীর কন্যার এত বু‌দ্ধি? ফোন চু‌রি গে‌ছে ব‌লে নিউজ কাভার কর‌তে যাওয়া সাংবা‌দিক‌দের চোর স‌ন্দে‌হে আট‌কে রাখে?
ছিঃ সে আবার এম‌পিও হ‌তে চে‌য়ে‌ছে।
‌তীব্র নিন্দা জানাই।

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ২:৩৬

পাকাচুল বলেছেন: যে গরু দুধ দেয়, তার লাথিও মধুর লাগে। বর্তমানে সাংবাদিকদের অবস্থা হলো এইরকম।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: হাতে গোনা কয়েকজন সাংবাদিক ভালো আছে। বাকি সবার অবস্থা ভালো না।

২| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ২:৪৫

অনল চৌধুরী বলেছেন: অনেকের পেশাই অভিবাবকের নাম ভাঙ্গিয়ে চলা।
আর মিডিয়ার কার অতীত ইতিহাস কি,সেটা সাংবাদিকরাই ভালো জানে।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: সবারই অতীত আছে।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:২২

চাঁদগাজী বলেছেন:

এরা অসুস্হ এলিট পারিবারের লোকজন।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: এলিট রা গরীব লোকদের সাথে এরকম আচরনই করে থাকে।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:১৩

বলেছেন: নিন্দনীয়

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: 'ছেলেবিটি'দের মোবাইল এক আচানক ভয়ঙ্কর জায়গা! কে জানে, কখন কি থেকে যায় ভিত্রে! ;)

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: এটাই আসল সমস্যা।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫

নজসু বলেছেন:




মানুষ ভালো মন্দ দুটো দিকই চিন্তা করে।
যার মন মানসিকতা যেমন।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত নিন্দনীয়।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: হুম।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৯

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ৫নং মন্তব্যটা দারুণ ।

শুভকামনা

২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৪

বাংলার মেলা বলেছেন: শমী কায়সার কোন বাঙালি ছেলেকে বিয়ে করতে ভয় পাচ্ছিলেন, যদি ছেলেটি রাজাকার হয় - এই আশঙ্কায়। তাই কোলকাতার কোন এক অর্ণব ব্যানার্জিকে রেজোয়ান রশীদ বানিয়ে বিয়ে করলেন, অতঃপর তার প্রথমা স্ত্রীর কাছে ঘাড় ধাক্কা খেয়ে দেশে ফিরে এসে ই কমার্সের ব্যবসা শুরু করলেন। কিন্তু স্বভাবে কোলকাতা ভাবটা রয়েই গেল। দুইটা মোবাইল কত আর দাম? আমি ওখানে উপস্থিত থাকলে ঐ মোবাইল দুইটার দাম পরিশোধ করে ওখান থেকে বেরিয়ে যেতাম। কিন্তু ৫ নং মন্তব্যের ব্যাপারটাও ফেলে দেবার মত নয়।

আপডেট কি? ওই মোবাইল কি আর পাওয়া গেছিল পরে?

২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আমার মোবাইল হারালেও আমি হই চই করতাম না। চুপ করে চলে আসতাম।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০০

মোগল সম্রাট বলেছেন: বাল-ছাল নিয়াও ব্লগে পোস্ট দেয়া লাগে, রানু ভাই?

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ব্লগে যে কোনো বিষয় নিয়েই পোষ্ট দেওয়া ্যায়। হোয়ট ওণয় কাড় কাছে পোস্ট তা --- মনে হবে না।

১১| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১১

তারেক_মাহমুদ বলেছেন: ফেসবুকের বহুল চর্চিত বিষয়।

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: ফেসবুকে চব্বিশ ঘণ্টা খুব হই চই চলে। তারপর থামতে থাকে।

১২| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৫

এম.জে. রহমান বলেছেন: আমাদের দেশের মানুষ অন্যকে সম্মান দিতে শিখবে কবে ? ধনী-গরিব, রাজা-প্রজা সবাই কে সম্মান দিতে হবে ; সমাজে কারো অবদান কম নয় , যেমন শরীরে হাত-পা , চোখ -কান সহ সকল অঙ্গ-প্রত্যঙ্গ গুরুত্বপূর্ণ। তুচ্ছ জিনিসের জন্য চোর অপবাদ দেয়া অত্যন্ত নিন্দনীয়।

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: এটা খুব অপমান কর।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৬

আঁধার রাত বলেছেন: দোষের কিছু করেন নাই তিনি। ঘরের মধ্যে শুধু সাংবাদিক ছিলেন মোবাইল হারিয়েছে তাহলে সাংবাদিকদের মধ্যেই কেউ না কেউ মোবাইল চুরি করেছে। দরজা আটকায়ে ঐ ঘরের সবাইরে ন্যাংটা করে সার্স করা উচিত ছিল। প্রয়োজনে গ্রাভিটি চেকও করা যেতে পারে। কি সাংবাদিক কি চোর হয় না?
চোরের সাথে উত্তম আচরন করেছে।

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: কিন্তু ফোনটা সাংবাদিকেরা চুরী করে নাই।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪১

ঢাবিয়ান বলেছেন: সাংবাদিকরদের কি উচিৎ না এখন মানহানির মামলা করা? মইনুল হোসেনে একজনকে চরিত্রহীন ( যদিও সেটা ছিল পেশাগতভাবে চরিত্রহীন বলা) বলায়তো সব সাংবাদিক একেবারে রাগে ফেটে পড়েছিল। আর এখন যে চোর অপবাদ দিয়ে সার্চ করা হল, এতে তাদের মানহানি হয় নাই?

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: এখন আর আসল সাংবাদিক নাই।
দশ জনের মধ্যে ৮ জনই ভন্ড। লোভী আর দালাল।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০২

নতুন নকিব বলেছেন:



পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দুটি নিয়ে গেছেন। এরপর সাংবাদিকদের প্রতি ‘দুঃখ প্রকাশ’ করেন শমী কায়সার। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে ‘ভুলবোঝাবুঝি’ হয়েছে, যা অনিচ্ছাকৃত। - বিডি প্রতিদিন। নিউজ সূত্র: শমীকাণ্ডে তোলপাড়

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ভেরি গুড নিউজ।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩০

ব্লগার_প্রান্ত বলেছেন: কাহিনী জানিনা

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঐ মিটিংয়ে সবাই উচ্চশিক্ষিত ছিল তাহলে কি তথাকথিত উচ্চশিক্ষিতরাই বড় চোর?!

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৩

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম ।

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২২

রাজীব নুর বলেছেন: হুম!

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই সবে অনলাইনে এলাম! কিছুইতো জানিনা !!

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: যত কম জানবেন তত ভালো।

২০| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

জাতির বোঝা বলেছেন:
বেশীর ভাগই ( তবে সবাই নন) সাংবাদিক নামে মাত্র। একটি কার্ড গলায় ঝুলিয়ে মাস্তানী আর চাদাবাজি করে বেড়ায়।

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৩

রাজীব নুর বলেছেন: চাঁদাবাজিও সবাই করতে পারে না। শেষে ধান্দাবাজি করে।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! বেশ ভালো পোস্ট। একজন বুদ্ধিজীবী কন্যার এমন আচরণ হওয়াটাই সঙ্গত। উনি বাবা মায়ের সঠিক গাইড পেয়ে বড় হয়েছেন। কাজেই কোনো রাগ নয়, কোনরকম ভন্ডামি না করে এমন পারিবারিক ঐতিহ্য বহন কারী পরিবারকে জানাই ধন্যবাদ।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় ছোট ভাইকে।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

২২| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫২

অনল চৌধুরী বলেছেন: আর মিডিয়ার কার অতীত ইতিহাস কি,সেটা সাংবাদিকরাই ভালো জানে [/sb- নায়িকা থেকে ব্যবসায়ীতে পরিণত হওয়া ব্যাক্তিকে বলেছি।

২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: এরকম অতীত প্রতিটা মানূষেরই থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.