নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। বেশ কিছু দিন ধরে মনটা খারাপ হয়ে আছে।
মন খারাপ হওয়ার কারন হচ্ছে বৃষ্টি হচ্ছে না। অথচ আমার হিসাব মতে বৃষ্টি হওয়ার কথা। প্রতিদিন অপেক্ষায় থাকি ঝুম বৃষ্টি হবে। অথচ সারাদিন থাকে কড়া রোদ। রোদে চামড়া যেন পুড়ে যায়। এদিকে আবহাওয়া রোজ বলছে বৃষ্টি হবে। কিন্তু কই বৃষ্টি? উলটা করা রোদ। টানা ১০/১২ দিন হয়ে গেলো বৃষ্টি নেই। আজিব ব্যাপার! বাংলাদেশের বেশীর ভাগ মানুষ দরিদ্র। সবার ঘরে এসি থাকে না। তার মধ্যে আবার কারেন্ট চলে যায়। দোজক নেমে আসে তখন। সীমাহীন কষ্ট। সারাদিন মানুষ বাইরে কষ্ট করে এসে ঘরেও কষ্ট।
২। আলেকজান্ডার বেলায়েভের একটি উপন্যাসের নাম 'উভচর মানুষ'। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটা কিছু দিন আগেও আমার কাছে ছিল। এখন হারিয়ে গেছে।
বইটির নায়ক 'উভচর মানুষ'। সে স্থলে থাকতে পারে আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন।
৩। লেখালেখি হচ্ছে নিঃসঙ্গ ও একাকি একটি জীবিকা যাতে টাকা আয়ের সম্ভাবনা খুবই সামান্য। হাজার হাজার লেখকের মধ্যে হয়তো মাত্র ১/২ জন সাফল্যের মুখ দেখে এবং তারা ভাগ্যবান। বাংলাদেশে প্রচুর লোক লেখালেখি করে। এদের বেশির ভাগ'ই নিজের টাকা দিয়ে বই ছাপাতে হয়। আর সত্য কথা হলো এদের লেখার মানও অতি নিম্মমানের। তারপরও আমি বলব, তারা লেখালেখি চালিয়ে যাক। তবে সামুতে ব্লগিং করে বহু লোক জাতে উঠেছে। কেউ কেউ বিদেশ চলে গেছে। তারপর ব্লগ ছেড়ে দিয়েছে।
৪। অদ্ভুর একটা স্বপ্ন দেখলাম-
লন্ডন থেকে ফেরার পথে প্লেনে আমার পাশে বসেছিলেন অমিতাব বচ্চন। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারিনি! লোকটা সামনা-সামনি আরও বেশী স্মার্ট আরও বেশী ব্যাক্তিত্ববান। আমি বললাম স্যার- আমার মা আপনার সব গুলো মুভি অনেকবার করে দেখেছেন। আপনার দারুন ভক্ত। বচ্চন সাহেব একটা সাদা কাগজে দুই লাইন কবিতা লিখে অটোগ্রাফ দিলেন আমার মায়ের জন্য। কবিতাটি ছিল এই রকম- "The ghost of Roger Casement/ Is beating on the door.'' দুবাই এয়ার পোর্টে বচ্চন সাহেব নেমে গেলেন। সাথে ক্যামেরা থাকতেও তার সাথে ছবি তোলার কথা একদম ভুলে গেলাম।
৫। গোপনে আমাকে বহুবার কাঁদতে হয়।
শ্রীলঙ্কার ঘটনা আমাকে খুব কষ্ট দিয়েছে। এর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ঘটনায় মানসিকভাবে অনেক আঘাত পেয়েছি। নুসরাতের ঘটনা আমাকে সারারাত ঘুমাতে দেয় নি। এই যে প্রতিদিন কোথাও না কোথাও একসিডেন্ট হচ্ছে, ধর্ষন হচ্ছে। এই সমস্ত ঘটনা আমাকে অস্থির করে তোলে। আমার রাতের ঘুম কেড়ে নেয়। এফআর টাওয়ারে আগুনে পুড়ে মানুষ মরলো। বড় মর্মান্তিক।
এরা কেউ'ই আমার আত্মীয় স্বজন না, বন্ধু না, এমনকি পরিচিতজনও না। তবু তাদের জন্য আমার কষ্ট হয়। চোখে জল আসে। আমি কাঁদি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যেন এরকম ঘটনা না ঘটে।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭
রাজীব নুর বলেছেন: না। ছবিটা এই অধমের।
২| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২১
পবিত্র হোসাইন বলেছেন: দুঃখের একটা কবিতা বলেন!
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: দুঃখের কবিতা কি? দুঃখের কবিতা সবার জীবনের একান্ত ব্যক্তিগত কবিতা, যা নিজে ছাড়া অন্য কেউ পড়তে পারেনা। দুঃখের কবিতা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারেনা।
৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
পবিত্র হোসাইন বলেছেন:
ভুয়া মফিজ বলেছেন: ছবিটা কি চে গুয়েভারার কোন সাগরেদের?
না মফিজ ভাই, লিওনার্দো ডিক্যাপ্রিওর খালাতো ভাই
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
কিশোর মাইনু বলেছেন: ২/ পড়ে দেখত হবে বইটা।
৪/ স্বপ্ন মাত্রই অদ্ভূদ। অদ্ভুদ না হলে সেটা স্বপ্নই না।
৫/ সবার জন্যই কথাটা সত্যি ভাইয়া।।।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
জুন বলেছেন: ইকথিয়ান্ডারের জন্য আমারও মন কাদে রাজীব নুর । যখন পড়েছি তখন টিভিতে ন্যশ জিও ছিল না । তাই কৌতুহলী মন বিস্মিত হয়েছিল বেলায়েভের বর্ননায় । পরে এ নিয়ে নির্মিত ছবিও দারুন আকর্ষনীয় ।
বৃষ্টির অপেক্ষায় প্রতিদিনের মত আজও ছিলাম ।
শেষ প্যারাটির মত আমিও বলি, "কেন কেন কেন প্রতিদিন এই সাধারন নিরীহ মানুষ কিসের বলি হচ্ছে" !!
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
ল বলেছেন:
স্পেশাল ডায়েরী
ভালো লাগা রেখে গেলাম
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
মাহমুদুর রহমান বলেছেন: চারদিক প্রচন্ড গরম।ছায়ায় বসে কিংবা দাড়িয়েও শান্তি নেই কোন।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: মৃত্যুর পরও শান্তি নেই।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কিছু উপলব্ধি।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেবল মাত্র ধর্মের কারণে মানুষ উগ্র হয়ে যাচেছ এটা ভাবতে আমার খুব খারাপ লাগে।
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: তবে এটাই কি সত্য নয়?
২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২
রাজীব নুর বলেছেন: তবে এটাই কি সত্য নয়?
১০| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের এক মাত্র পরিচয় থাকা উচিত- আমরা সবাই মানুষ। আমরা সবাই এক সাথে মিলেমিশে থাকবো। ভাগ করে খাবো।
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৪
রাজীব নুর বলেছেন: এটা আবেগের কথা।
বাস্তব বড় কঠিন।
১১| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের আরেক জন সহব্লগার আপনার মতো করে ডাইরি লেখা শুরু করেছেন।তবে আপনিই পথিকৃত।
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: বাহ!!
২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৬
রাজীব নুর বলেছেন: বাহ!!
১২| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: পাঁচ নম্বরে সহমত ভাই এর সঙ্গে আমার নরকীয় হত্যাকাণ্ডে ধিক্কার জানানোর ভাষা নেই। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।
4 নম্বরটি সত্য বলে মনে হলো।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
মুসলিম জাতিগুলো পড়ালেখা ও জীবনোপলব্ধির অভাবে পৃথিবীর বর্তমান সংস্কৃতির সাথে তাল মিলাতে পারছে না
২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: তার মধ্যে আবার আছে কড়া ধর্মীয় বোধ।
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৪
নীলপরি বলেছেন: ৫নং এর সাথে একমত । হিংসা বন্ধ হোক । মানুষের শুভ বুদ্ধির উদয় হোক ।
শুভকামনা
২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: মন্তব্যের জনয় অনেক ধন্যবাদ।
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: লেখালেখিতে বৈষয়িক কোন লাভ নেই আজকাল।
২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২
রাজীব নুর বলেছেন: আমি তো ব্লগে লিখে বিপুল আনন্দ পাই।
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:০১
অয়ন নাজমুল বলেছেন: আপনার লেখা সহজ ও সাবলীল। ডায়রির মতো না লিখে আপনার গল্প লেখার ট্রাই করা উচিত। আরেকটু সিরিয়াস হোন। মাথায় গল্প ক্রিয়েট করে তারপর লিখতে বসুন। অপেক্ষায় রইলাম।
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
গল্প কি লিখব, মাথায় নানান রকম চিন্তা ভাবনা।
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০১
ভুয়া মফিজ বলেছেন: ছবিটা কি চে গুয়েভারার কোন সাগরেদের?