নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রাত প্রায় দুইটা।
বই পড়ছি। সহজ সরল অতি সাধারণ একটা বই। বইয়ের নাম- 'মেম সাহেব'। বইটা আগেও দু'বার পড়েছি। মূলত প্রেমের উপন্যাস হলেও এখানে রয়েছে দেশভাগের কথা, এক রিপোর্টারের অজানা জীবন কথা। আরও অনেক কিছু আছে। বাসায় আমি একা। ঘুম না আসা পর্যন্ত বইটি পড়ে যাবো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু পর-পর বাজ পড়ছে।
গলা শুকিয়ে গেছে। পানি খাবো।
অনেকক্ষন ধরেই তৃষ্ণা পেয়েছিল কিন্তু বই ছেড়ে উঠতে ইচ্ছা করছিল না। চারিদিকে মিষ্টি একটা সুবাস। প্রবল তৃষ্ণার কারণে আমি এক সময় বই বন্ধ করতেই দেখি একটি মেয়ে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষনের জন্য যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি এরকম সুন্দরী মেয়ে আমার জীবনে দেখিনি। মেয়েটির হাত ভরতি কাঁচের চুড়ি। মাথা ভরতি চুল। চোখে মোটা করে কাজল দেয়ার কারণে কিনা কে জানে মুখটা খুব বেশি মায়া-মায়া। এই রকম একটা মুখের দিকে তাকিয়ে একটা জীবন পার করে দেয়া যায়।
আমার অবস্থানটা বর্ণনা করে নিই-
আমি আছি পুরান ঢাকার কলতা বাজার এলাকায়। ছোট মামা আর মামি সাত দিনের জন্য মালোশিয়া গিয়েছেন বেড়াতে। আমাকে বাড়ি ঘর পাহাড়ে দিতে রেখে গিয়েছেন। বাসায় আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তাহলে এই মেয়ে এত রাতে এলো কোথা থেকে? রাতে আমি হোটেল থেকে খেয়ে আসছি। যদিও মামী রান্না করে রেখে গেছেন ফ্রিজে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার ধৈয্য আমার নেই।
যাই হোক, আমি চিৎকার দিতে গিয়ে নিজেকে সামলে নিলাম এবং বুঝালাম- মনে হয় বই পড়তে গিয়ে ঘুমিয়ে গিয়েছি এবং স্বপ্ন দেখছি। এই মধ্যরাত্রে মেয়েটিকে দেখে একটুও ভয় পাচ্ছি না। বরং রুপবতী মেয়েটিকে দেখে আমার ভাল'ই লাগছে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? ঘরে ঢুকলে কি করে? বাইরে তো ঝড় তুফান হচ্ছে। মেয়েটি দু'পা হেঁটে হাতের গ্লাসটি টেবিলের উপর রাখল। তখন বুঝতে পারলাম পায়ে তার নূপুর।
আমি এক আকাশ ভালোবাসা নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছি।
এক সময় মসজিদে ফযরের আযান হলো। মেয়েটিকে আর দেখা গেল না। তারপর আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। একেবারে দুপুর পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে ভাবলাম সুন্দর একটি স্বপ্ন দেখেছি। অনেক সময় নিয়ে গোছল করলাম। দুই লাইন গানও গাইলাম- ''চেনাশোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে, সেখানে অকারণে যায় ছুটে।'' দুপুরে খেতে বাইরে গেলাম না। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেলাম। সন্ধ্যায় কি মনে করে ঘর থেকে বের হলাম এবং একটা শাড়ি কিনে ফেললাম। মোটা পাড়। নীলের মধ্যে ছোট ছোট ফুল আঁকা। অকারনেই অনেকক্ষন হাঁটাহাঁটি করলাম। আকাশের অবস্থা ভালো না যে কোনো সময় বৃষ্টি নামবে। হোটেল থেকে রাতের খাবার খেয়ে, রাত ১১ টায় বাসায় ফিরলাম ছোট এক বাটি ভ্যানিলা আইসক্রীম নিয়ে। টিভিতে খবর দেখতে দেখতে আইসক্রীমের বাটি খালি করে ফেললাম। শরীর ঠান্ডা থাকলে রাতে আজে বাজে স্বপ্ন দেখব না।
আমি বই পড়ছি কিন্তু বইয়ে মন দিতে পারছি না।
গত রাতে দেখা মেয়েটি কি আজও আসবে? রাত একটা। মেয়েটি এখনও এলো না। মনটা খারাপ হয়ে গেল। এক সময় ঘুমিয়ে পড়লাম। এবং গুনগুন শব্দে ঘুম ভাঙ্গল। কে যেন গান গাইছে। তাকিয়ে দেখি মেয়েটি এসেছে। আমার দিকে তাকিয়ে মিষ্টি করে একটু হেসে দিল। আহ কি সুন্দর হাসি! এত সুন্দর করে এর আগে কোনো মেয়েকে হাসতে দেখিনি। আমি বললাম, কী খবর? আজ আসতে দেরী করলে যে? ঠিক এই সময় কোথাও বাজ পড়লো। গত রাতের মতো আজও ঝুম বৃষ্টি হচ্ছে। সাথে ধমকা হাওয়া। আমি বললাম, চলো ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। ''আজ আমরা বৃষ্টি বন্দী ভালোবাসার অপরাধে!'' বৃষ্টিতে ভেজার পর ভেজা জামা নিয়ে তোমার বসে থাকতে হবে না। তোমার জন্য একটা শাড়ি কিনেছি।
আমার কেনা শাড়িটা মেয়েটা হাতে নিল। আনন্দে তার চোখে পানি এসে পড়েছে। আমি বললাম, কাঁদে না।
যদি একদিন সকাল না হয়-
ফুল গুলো কুড়ি হয়ে যায়,
তবে দেখ- একজন তোমার প্রতীক্ষায়।
২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
২| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
মুক্তা নীল বলেছেন: রাজীব ভাই ,
নিমাই ভট্টাচার্যের মেমসাহেব এর দোলা বৌদি আপনার মাথায় কি ভর করেছে?
শেষের ছবিটি কি আপনার নিজ হাতে তোলা?
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: না ছবিটা আমার তোলা না।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬
ভুয়া মফিজ বলেছেন: আপনার কাছে তো দেখি মেয়েদের ছবির ভালো কালেকশান আছে!!!
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: না আমার কাছে কোনো কালেকশন নাই।
আমার নিজের তোলা ছবি আমার সংগ্রহে নেই।
৪| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিমাই ভট্টাচার্যের মেমসাহেব তো কালো ছিল ।আপনার মেম সাহেব তো দেখি খুবই সুন্দরী।
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: হা হা হা---
কালো আর ধলো ভিতরে সবারই সমান।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল প্রানবন্ত।
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৬
অয়ন নাজমুল বলেছেন: জানি নেট থেকে নামানো তবুও বলছি মেয়েটা খুব সুন্দর। ফেবু আইডি হবে না কি? :p
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ইন্সট্রাগ্রাম থেকে নিয়েছি।
৭| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৯
ল বলেছেন: অনেকেই ক্রাশ খাচ্ছে!!!!
ছবির নায়িকার সঙ্গে দেখা করা যাবে??? ---হা হা
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: দেখা করা যাবে না।
৮| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫০
পথ হতে পথে বলেছেন: আপনার রুচিবোধ আছে। চমৎকার ছবি বাছাই করেন।
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনার নিজস্ব কোন গ্রহ আছে নাকি?
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: আছে।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮
কালো যাদুকর বলেছেন: ভাল তো। গল্পের শেষে একটা টুইস্ট থাকলে আরো ভাল লাগত।
২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩২
নীলপরি বলেছেন: বাহ । ভালো লিখেছেন ।
শুভকামনা
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২২
নীল আকাশ বলেছেন: পথ হতে পথে বলেছেন: আপনার রুচিবোধ আছে। চমৎকার ছবি বাছাই করেন। - ১০০% স হ ম ত।
যেই মেয়ের ছবি দিয়েছেন সেই রকম মেয়ে রাতের বেলায় আসলে আপনি তো শুধু ক্রাশ খেয়েছেন, আমি হলে নির্ঘাত শবনমের মতো আরেকটা সিরিজ লিখে ফেলতাম।
অফ টপিক: মেয়ের হাতে কাচের চুড়ি নেই কেন?
ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: মিসটেক হয়ে গেছে।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬
অয়ন নাজমুল বলেছেন: ইন্সটা আইডিটা আমার পোস্টে শেয়ার করুন।
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: ইন্সটাগ্রাম। এটা কোনো আইডি নয়।
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ লাগলো রাজীব ভাই।
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৫
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: আবোল
তাবোল
২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: ঠিক।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
হাবিব বলেছেন: লাউ ফুলটা বেশি সুন্দর
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: এটা আমার বাসার ছাদে।
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার মেম সাহেবের ফটোক দেখিয়া পুলিকত হইলাম।
সেই বয়স আর নাই।
নইলে .....
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: মাথায় কি সাদা চুল আছে?
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: আসলে মানুষের জীবনটাই একটা গল্প, হোক সে কল্পনা বা বাস্তব।