নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহ্ প্রদত্ত একটি ধর্ম।
এটি কোন মানব রচিত ধর্ম নয়। এই বিধানে যা রয়েছে তা কল্যাণের জন্যই রয়েছে। আল্লাহ্ তার বান্দাদের সাথে বিন্দুমাত্রও জুলুম করেন না। কিন্তু আমাদের সমাজে ইসলাম সম্পর্কে অজ্ঞতা আর কিছু ভুল ধারনা থাকার কারনে নারীরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। তারা নিজেদেরকে অন্ধকারে পতিত করছে। নারীরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারনে কিছু নারীদেহ লোভী লোকেরা তাদের ব্যবহার করছে। পক্ষান্তরে ইসালামে নারীরা সম্মানিত। এখানে তাদেরকে ভোগের বস্তু হিসেবে দেখার কোন সুযোগ নেই।
২। রোম সম্রাট নিরো বেসুরো গলায় একটা অর্থহীন গান গাইলেন।
গান শেষ হতে না হতেই তার পারিষদগণ আনন্দে হর্ষধ্বনি করে উঠলেন। সম্রাটের প্রিয় পারিষদ পেত্রোনিয়াস বললেন, এটা অবশ্যই কোন মানুষের কন্ঠ নয়.........আমি নিশ্চিত এটা দেবকন্ঠ! অন্যান্য উপদেষ্টাগণও প্রতিযোগীতা মূলক প্রশংসায় ভাসালেন সম্রাটকে। কেউ বললেন, মহামান্য সম্রাটের কণ্ঠে এই অমৃত শুনে আমার জীবন ধন্য হয়েছে, আমার পিতা মাতার জীবন ধন্য হয়েছে। আর কেউ তো আনন্দে একেবারে মূর্ছা গেলেন।
৩। গৌতম বুদ্ধ ছিলেন ছোট্ট একটি রাজ্যের রাজপুত্র। ১৬ বছর বয়সে তিনি একটি প্রতিযোগিতায় তার স্ত্রীকে লাভ করেন। অতঃপর পুত্র রাহূল জন্মগ্রহণ করে। বুদ্ধ দুঃখের কারণ, দুঃখ দূর করার উপায় সমন্ধে উপদেশ দিয়েছেন। তার মতে জীবন দুঃখপূর্ণ। দুঃখের হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম, জরা, রোগ, মৃত্যু সবই দুঃখজনক। আর বাসনাই হল সব দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখমিশ্রিত। অবিমিশ্র সুখ বলে কিছু নেয়।
বুদ্ধ বলেনঃ যে কোন কাজ তাড়াহুড়া করে করা উচিত নয়। সব কাজ ধীরে ধীরে নির্ভূল ভাবে করা উচিত। প্রথমে সম্যকভাবে বিচার-বিশ্লেষণ করুন; তাড়াহুড়া না করে এই বিষয়ে আরও প্রশ্ন করার অবকাশ নিন। যথার্থ বিচার বিশ্লেষণ না করে সিদ্ধান্ত নেয় সমীচিন নয়।
৪। জ্ঞান অর্জনে ব্রতী হওয়াই মূর্খতা। কারণ জ্ঞানের কোন শেষ নেই। যার শেষ নেই, অন্ত নেই, যে দরজায় প্রবেশ করে বের হওয়ার কোন পথ খোলা থাকে না, তাতে প্রবেশ করা মানে পাগলামী।
৫। যদি তুমি সৎ ও সরল মানুষ হও, তাহলে মানুষ তোমাকে ধোঁকা দেবে। কিন্তু তার পরও তুমি সৎ ও সরল থেকো।’
বছরের পর বছর ধরে তুমি যা গড়ে তুললে, এক রাতের মধ্যেই কেউ তা ভেঙে দিতে পারে, তার পরও গড়ে তুলতে থাকো ।’
‘জীবনে শান্তির খোঁজ পেলে অন্যরা তোমার প্রতি ঈর্ষান্বিত হবে । তার পরও সুখী হও ।’
‘মানুষের জন্য তুমি যে ভালো কাজ করছ আজ, কালই মানুষ তা ভুলে যাবে। তার পরও ভালো কাজ করে যাও।’
১৬ ই মে, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: সৌদিরা বাঙ্গালীদের সম্মান করে না। মিসকিন বলে ডাকে।
২| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
শুধু নারীরা ইসলাম থেকে দুরে সরে যায়, ঢাকার মেয়েদের সৌদী পাঠালে ওরা ধর্মীয় কিছু শিখে আসতে পারবে।
১৬ ই মে, ২০১৯ রাত ৯:২৭
রাজীব নুর বলেছেন: নিজের জন্ম ভূমি থেকে না শিখতে পারলে অন্য কোঠাও গিয়েও শেখা সম্ভব নয়।
৩| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫০
আপেক্ষিক মানুষ বলেছেন: জীবন দর্শন তুলে ধরেছেন। ভাল লাগল। ধন্যবাদ।
১৬ ই মে, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: Life is a tale
Told by an idiot, full of -
Sound and fury,
Signifying nothing.
৪| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫২
আপেক্ষিক মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
শুধু নারীরা ইসলাম থেকে দুরে সরে যায়, ঢাকার মেয়েদের সৌদী পাঠালে ওরা ধর্মীয় কিছু শিখে আসতে পারবে।
স্যার, ধর্ম শিখতে নির্দিষ্ট কোন দেশে যাবার প্রয়োজন আছে কি? সৌদি তো কখনো ইসলামের আদর্শ হতে পারে না।
১৬ ই মে, ২০১৯ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: আদিম বা আদম মানব মানব গোষ্ঠীর প্রারম্ভিক যুগে পৃথিবীতে না ছিল কোনো ঈশ্বর, না ছিলো কোনো ধর্মের অস্তিত্ব। মানুষের মন থেকেই ধর্মের জন্ম, ঈশ্বর নামক অদৃশ্য অলীক ব্যক্তিটির গর্ভপাত।
৫| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: ছোট ভাইয়ের পোস্টে আজকে ভালো পড়ার সময় পেলাম না। যদি সময় পাই আবার আসবো।
শুভকামনা ও ভালবাসা রইলো।
১৬ ই মে, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ১৬ ই মে, ২০১৯ রাত ৯:১০
আলোর_পথিক বলেছেন: কারও অনুভূতিতে আঘাত দিতে চাইনা
১৬ ই মে, ২০১৯ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: We are so insignificant
৭| ১৬ ই মে, ২০১৯ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
@আপেক্ষিক মানুষ ,
রাজিব সাহেব নারীদের নিয়ে ভুল লিখেছেন; নারীরা কেন ইসলাম থেকে সরে যাবে? এই প্রথম বাংলাদেশের মেয়েরা মাদ্রাসায় যাওয়া শুরু করেছে; একজনকে পুড়েও ফেলেছে মাদ্রাসায়।
১৬ ই মে, ২০১৯ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: গতকাল রাতে স্বপ্ন দেখলাম- আমি অর্থমন্ত্রী হয়েছি। আমার গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়ছে। পেছনের সিটে আমি চোখ বন্ধ করে বসে আছি। ফাইল হাতে ড্রাইভারের পাশে বসে আছে আমার পিএস। সামনে পেছনে পেপু বাজিয়ে গাড়িতে আছে সিকুরিটির লোকজন। হঠাত রাস্তায় গাড়ি থেমে গেল। আমি আমার পিএস মকবুল কে বললাম- কি হয়েছে? পিএস জানালো স্যার রাস্তায় খুব জ্যাম। আমি বললাম- রংসাইড দিয়ে যাও।
৮| ১৬ ই মে, ২০১৯ রাত ১০:৪৮
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " গতকাল রাতে স্বপ্ন দেখলাম- আমি অর্থমন্ত্রী হয়েছি। আমার গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়ছে। পেছনের সিটে আমি চোখ বন্ধ করে বসে আছি। ফাইল হাতে ড্রাইভারের পাশে বসে আছে আমার পিএস। "
-আগামীতে এই রকম স্বপ্ন দেখলে, স্বপ্নের মাঝে টাকা ছাপানোর মেশিনটা বাড়ী নিয়ে আসবেন।
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: আহা !!!
৯| ১৭ ই মে, ২০১৯ রাত ১:৪৬
আকতার আর হোসাইন বলেছেন: ব্লগে আসতে পারছি না। পাসওয়ার্ড জনিত সমস্যারর কারণে।
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: দ্রুত সমস্যার সমাধান করুন।
১০| ১৭ ই মে, ২০১৯ রাত ৩:০৭
মাহমুদুর রহমান বলেছেন: এক থেকে পাঁচ অসাধারন।
ভালো লাগে আপনার এই জাতীয় অবলোকন।
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৭ ই মে, ২০১৯ ভোর ৪:৪০
ল বলেছেন: অসম্ভব ভালোলাগা +++
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১২| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:১২
মেঘ প্রিয় বালক বলেছেন: বাহ,একটি পোস্টে অনেক কিছু,এ যেন একের ভিতর ৫
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: জ্বী।
১৩| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগা
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:১২
জাহিদ অনিক বলেছেন: সুন্দর
১৭ ই মে, ২০১৯ রাত ১১:২২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৫| ১৭ ই মে, ২০১৯ বিকাল ৩:৪৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: ৪ নং পয়েন্ট'টা বেশ যুক্তিযুক্ত। এবং বাস্তবও।
শেষের কথাগুলো চমৎকার। +
১৭ ই মে, ২০১৯ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
ইসলাম নারী সন্মান দেয়, সেজন্যই বাংলাদেশ সৌদীতে নারী শ্রমিক পাঠাচ্ছে; এসব মেয়েগুলো বাংলাদেশে সন্মান পায় না।