নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একবার ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করা হয়েছিল- পৃথিবীর বয়স কত? আয়তন কত? ঘাবড়ে গিয়েছিলাম। পানি নি। পরে জেনেছি। পৃথিবীর বয়স আনুমানিক ৪,৫০০ মিলিয়ন। এবং আয়তন- ৫১,০১,০০,৫০০ বর্গ কিমি। এরপর থেকে আমি বিভিন্ন ইতিহাস জানতে শুরু করি। যাই হোক, আসুন আজ একটি ফিনল্যান্ড দেশ সম্পর্কে জানি।
ফিনল্যান্ডে একটি শব্দ রয়েছে, 'সিসু'। যার অর্থ হচ্ছে, আপনার চলার পথে যাই আসুক না কেন দৃঢ় উদ্যম ও মনের জোর ধরে রাখুন। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। পরিস্কার পরিচ্ছন্ন দেশ। দেশের জনগন আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ রাস্তার মোড়ে ময়লা ফেলে না। রংসাইড দিয়ে গাড়ি চালায় না। ফুটপাতে কেউ বাইক চালায় না। বাসেও ধাক্কাধাক্কি করে উঠতে হয় না।
ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সবসময় দিন থাকে। আয়তনের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে এ দেশের অবস্থান ৬৫তম। ফিনল্যান্ডের পশ্চিমে সুইডেন, পূর্বে রাশিয়া, উত্তরে নরওয়ে এবং দক্ষিণে রাশিয়া। ফিনল্যান্ড খুবই সুন্দর সমৃদ্ধ দেশ। বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম। মাথাপিছু আয় ৩৪,৮১৯ মার্কিন ডলার। প্রতিটি পৌর এলাকায় স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ওদের দেশে হাসপাতাল গুলোতে দালাল নেই। স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের কোন ফি দিতে হয় না।
ফিনল্যান্ড হচ্ছে ‘হ্রদ’ আর ‘দ্বীপ’-এর দেশ- হ্রদের সংখ্যা ৬০ হাজার আর দ্বীপের সংখ্যা সাড় ৬ হাজার। সবচেয়ে বড় হ্রদের নাম ‘সায়মা’। সায়মার আয়তন ৪ হাজার ৪০০ বর্গকিলোমিটার। ফিনল্যান্ডের উলু নামে একটি শহর আছে, যেখানকার বাসিন্দাদের ২৩ ঘণ্টা রোজা রাখতে হয়। বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা ৬০ লক্ষ। গড়ে প্রতি বর্গকিলোমিটারে ১৭ জন বসবাস করে। ১৯৯৫ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়। ফিনল্যান্ডে প্রায় এক লক্ষ মুসলমানের বাস। দেশটির কোথাও কোনো মাদরাসা নেই। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য যে কোনো দেশেরই ২৫ ভাগ এলাকায় বনভূমি থাকা দরকার। সেখানে ফিনল্যান্ডের ৭২ শতাংশই হচ্ছে বনভূমি।
১৮৬০ সালে ফিনল্যান্ডে দুর্ভিক্ষ দেখা দেয়; এতে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ মানুষ মারা যায়। ফিনল্যান্ড ৭ থেকে ১৬ বছর বয়সী ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা লাভ করে। ফিনল্যান্ডে বেকার, অসুস্থ, অক্ষম এবং বৃদ্ধদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। এদেশের মোট জমির মাত্র ৭ শতাংশে চাষাবাদ হয়ে থাকে। দেশের প্রধান অর্থকরী ফসল বার্লি, যব ও গম হলেও সারাদেশে আলু ও সুগার বিট জন্মে। আর রয়েছে হাঁস-মুরগি, গরু-বাছুর, ভেড়া ও শূকরের খামার। তাছাড়া দেশে প্রায় ৪ লক্ষ ১৪ হাজার পোষা বলগা হরিণ রয়েছে।
দেশটিতে আত্মহত্যার হার অত্যন্ত বেশি। সুখী দেশের লোকজন আত্মহত্যা করে কেন আমাকে বুঝে আসে না। বিশ্বব্যাপী আত্মহত্যা প্রবণতায় ২২তম অবস্থানে রয়েছে দেশটি। কিন্তু ধীরে ধীরে এ সমস্যারও সমাধানের পথে এগিয়ে চলেছে দেশটি। ১৯১৭ সালে স্বাধীনতার আগে রুশ সাম্রাজ্যের অধীনে ছিল দেশটি। দেশটিতে ভদকা তৈরি একটি প্রাচীন প্রথা। ফিনিশ ভদকা তৈরি হয় বার্লি দিয়ে। একসময় ফিনল্যান্ড ছিল সুইডেনের অংশ। ফিনল্যান্ডের রাষ্ট্রভাষা দুটো- ফিনিশ আর সুইডিশ। তবে বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হয়।
দেশটির জনগন প্রচুর পড়াশোনা করে। অসংখ্য লাইব্রেরী আছে। প্রতিদিন ৫৫টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এবং ম্যাগাজিন ৭৫টি প্রকাশিত হয়। ১৮৬০ সালে প্রতিষ্ঠিত হেলসিংকি লাইব্রেরিতে প্রায় ২১ লক্ষ বই রয়েছে। হেলসিংকি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি হচ্ছে জাতীয় লাইব্রেরী। এখানে বইয়ের সংখ্যা ২৬ লক্ষ। জাতি হিসেবে তারা অনেক উন্নত। উন্নত তাদের মন মানসিকতা। মানবিক দিক তাদের প্রবল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিজেদের ব্যক্তিগত সাফল্য নিয়ে কথা বলতে খুব কমই দেখা যায়। বরং অনলাইন হোক বা অফলাইন, সবখানেই তারা নিজেদের সাফল্যের ব্যাপারে বিনয় প্রদর্শন করে। অনেকেই এমন বিনয়কে লজ্জার বহিঃপ্রকাশ মনে করে, কিন্তু এটিই তাদেরকে সুখী হতে সাহায্য করেছে হয়তো। অর্থনৈতিক দিক দিয়ে ফিনল্যান্ড বিশ্বের অন্যতম একটা সবল দেশ।
বাংলাদেশে লোকজন এদেশে এসে খবরের কাগজ বিক্রি করে। রেস্টুরেন্টে কাজ করে। এদেশে বেশির ভাগ বাঙ্গালী, ইন্ডিয়ান, পাকিস্তানী সমুদ্র পথে অবৈধ ভাবে আসে। বাংলাদেশে ফিনল্যান্ডের কোন দূতাবাস না থাকায় বাংলাদেশী নাগরিকদের ফিনল্যান্ড যেতে হলে ভারতের রাজধানী নয়াদিল্লীতে অবস্থিত ফিনল্যান্ডের দূতাবাসে আবেদন করতে হয়। ঢাকা থেকে দালাল ধরে গেলে ইন্ডিয়া গিয়ে বেগ পেতে হয় না। পড়াশুনার জন্য ইউরোপের যে দেশগুলোতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা গ্রহণ করা যায় তাদের মধ্যে একটি ফিনল্যান্ড।
১৯ শে মে, ২০১৯ রাত ৯:২১
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
২| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:২১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসাধারণ!
১৯ শে মে, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:২৫
জাহিদ অনিক বলেছেন: বাহ অনেকদিনপর আপনার আসুন---- দেশটি সম্পর্কে জানি পোষ্ট, পড়ে ভালো লাগলো। মনে মনে ফিনল্যান্ড চলে গিয়েছিলাম
২০ শে মে, ২০১৯ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: একদিন অবশ্যই যাবেন।
৪| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
ওরা কি বাংলা শিখতে পারে না? ঢাকায় একটা হাই কমিশন করতে পারছে না কেন?
২০ শে মে, ২০১৯ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: এর উত্তর আমার কাছে নেই।
৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৩৭
মেঘ প্রিয় বালক বলেছেন: ফিনল্যান্ড সম্পর্কে অনেক কিছু জানলাম প্রিয় ব্লগার। নরওয়ে দেশটার সম্পর্কে কিছু জ্ঞান নিতে চাই। যদি লিখেন।
২০ শে মে, ২০১৯ রাত ৮:২৮
রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।
৬| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।আর অবাক হলাম।
আসলেই, সিসু শব্দ খুব শক্তিশালী অর্থ বহন করে।
২০ শে মে, ২০১৯ রাত ৮:২৯
রাজীব নুর বলেছেন: হুম।
৭| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:১৮
সুদীপ কুমার বলেছেন: সুন্দর।
২০ শে মে, ২০১৯ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:২৮
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভালো লেগেছে।
২০ শে মে, ২০১৯ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ২০ শে মে, ২০১৯ রাত ৮:০০
ল বলেছেন: জানলাম
২০ শে মে, ২০১৯ রাত ৮:৩২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ২০ শে মে, ২০১৯ রাত ৯:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিজের দেশ সম্পর্কে ই কিছু জানতে পারলাম না।
২০ শে মে, ২০১৯ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: জানুন। সময় তো আছে।
১১| ২০ শে মে, ২০১৯ রাত ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জানব কিভাবে মানুষের পেটে পেটে কূটবুদ্ধির প্যাচ।
২১ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: বুদ্ধি দিয়ে বুঝবেন।
১২| ২০ শে মে, ২০১৯ রাত ৯:৫৮
জুন বলেছেন: ফিনল্যান্ড সম্পর্কে বিশদ জানা হলো রাজীব নুর ।
২১ শে মে, ২০১৯ দুপুর ১:৪৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফিনল্যান্ড সম্পর্কে অনেক কিছু জানা হলো। ধন্যবাদ।