নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ৯৪

২২ শে মে, ২০১৯ রাত ১১:০৮



১। হাদিসে শাড়ির কথা নেই। কিন্ত শাড়ি দিয়ে বানানো কাথা গায়ে দিচ্ছেন হুজুররা। হাদিসে চিংড়ি মাছ খাওয়ার কথা নেই। আমরা চিংড়ি আরাম করে খাই। হাদিসে তিন বেলা ভাত খাওয়ার কথা নেই। আমরা খাচ্ছি। মাছের ছুটকি খাওয়ার কথা নেই। কিন্তু আমরা এসব খাচ্ছি। মালয়েশিয়ার লোকরা কাকড়া খায়। কাকড়া খাওয়ার কথা কি হাদিসে আছে?

২। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলেছেন, “ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে”। আম বাংলাদেশীদের প্রিয় ফল। বাঙ্গালীর ফল বলতে মানুষ বুঝে আম, জাম, কাঁঠাল ইত্যাদি। আর আমের একটি সেরা জাত হল ফজলি। যা রাজশাহী অঞ্চলের দিকে জন্মায়। আমার দৃঢ় বিশ্বাস আছে, ইন্ডিয়ার আম বাংলাদশের ফজলির চেয়ে মিস্টি হবে না।

৩। আপনি যদি ভুল মানুষের সঙ্গে সময় ব্যয় করেন, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। কারণ আপনি যে মূল্যবান সময় ব্যয় করছেন, তা আর ফিরে আসবে না কখনো। আপনার চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যথায় নেতিবাচক মানসিকতার মানুষেরা নিজেদের পাশাপাশি আপনাকেও ডোবাবে।

৪। সারাক্ষন মৃত্যুর চিন্তা আসে মনে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয়- আমি আর বেশিদিন বাঁচবো না। হাতে সময় খুব কম।
ডাক্তার বললেন, মৃত্যুভয় থাকাটা ভাল।
মনোরোগ বিশেষজ্ঞ বললেন- মুভি সিরিজ Final Destination দেখুন মৃত্যুভীতি আর থাকবে না।
মসজিদের ইমাম বললেন, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সব ঠিক হয়ে যাবে।
আর আমি নিজেকে বলি- 'সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়।

৫। বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।

৬। গাছ কেটে পরিবেশের বিপর্জয় ঘটিয়ে পৃথিবীর উন্নত এক সভ্যতা, মায়া সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। অন্যান্য দেশ যেখানে ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানোর নির্দেশ দিচ্ছে, সেখানে আমাদের দেশে নানান অজুহাতে গাছ কাটা বেড়েই চলেছে।
১৯৯০ সালে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে ৩৫ ডিগ্রি, এবং ২০২০ সালে তাপমাত্রা হবে ৫০ ডিগ্রী সেলসিয়াস।

৭। তুমি নামাজ পড়ো, রোজা রাখো,
অথচ তুমি ভন্ড। বিরাট বদ। তার মানে নামাজ রোজা করলেই তোমাকে ভালো মানুষ বলা যাবে না।

৮। দু'জনের ভালোবাসায়- সংসার হয়, সন্তান হয়, বংশ বাড়ে। কিন্তু সবার ভালোবাসায় একটি সুখী সমৃদ্ধ দেশ ও সুন্দর পৃথিবী গড়ে ওঠে, এই সহজ কথাটা কেউ বুঝতে চায় না ।

মন্তব্য ৪২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৯ রাত ১১:৩৩

কানিজ রিনা বলেছেন: আপনার বানী গুল ভাল, বেশী ভাল
লাগল ৩নং ও ৫নং।
হাদীসে মহানবী সাঃ আঃ জীবন আদর্শ
মেনে চলা খুব কঠিন কাজ বিশেষ করে
খাদ্যের উপর অনুশীলন। তিনি ছিলেন
মহামানব সাধারন মানুষ কখনই তা
পারবে না। এই যেমন ধরুন রোজার
সময় মহানবী একটি বা তিনটি খেজুর
খেয়ে ইফতারী সেহরী করেছেন। অথচ
সাধারন মানুষ তা দুইদিনও অনুশীলন
করতে পারবেনা। তথাপি মোহাঃ সাঃ আঃ
বলেছেন পেট পুরে না খেতে তাইকি
আমরা করি। ধন্যবাদ আপনার পোষ্টে।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২| ২২ শে মে, ২০১৯ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


৮ নং: বাংগালীরা শুধু নিজের সন্তানের জন্য সব করে; অন্যের সন্তানকে চাকরাণী করে ঘরে আনে;ঈহা মুর্খ জাতি

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫২

রাজীব নুর বলেছেন: কথা সত্য।

৩| ২৩ শে মে, ২০১৯ রাত ১২:৩৩

পথিক প্রত্যয় বলেছেন: কাঁকড়া বাংলাদেশের মানুষও খায়

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: সবাই খায় না। অল্প কিছু মানুষ খায়।

৪| ২৩ শে মে, ২০১৯ রাত ১২:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: হাদীস পরে আগে কোরআনে কি বলছে সেটা পড়ুন।
নবী (সা.) কে যখন এ বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি স্পষ্ট করে বলেছেন, সমুদ্রের যত প্রাণী আছে সব তোমাদের জন্য হালাল।’সুতরাং, চিংড়ি, কাঁকড়া এরমধ্যে প্রথমেই আসবে। এইজন্য বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, চিংড়ি এবং কাঁকড়া দুটিই হালাল, দুটিই বৈধ, দুটিই খাওয়া জায়েজ।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি খান তো?

৫| ২৩ শে মে, ২০১৯ রাত ১:২৭

মাহমুদুর রহমান বলেছেন: তোমাদের জন্য হালাল করা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য।
সূরা মায়িদাহ আয়াত ৯৬।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ২৩ শে মে, ২০১৯ রাত ১:৩৫

ফেরদাউস আল আমিন বলেছেন: হাদিস হযরত মুহাম্মাদ (সঃ) মহাপ্রয়ানের ২০০ বছর পর লিখিত আকারে সংরক্ষন শুরু হয়। সুতরাং এর authenticity নিয়ে সংরক্ষনকারিরাই অনেক বক্তব্য দিয়েছেন।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৭| ২৩ শে মে, ২০১৯ রাত ৩:০৬

কলাবাগান১ বলেছেন: [link|https://www.jugantor.com/country-news/180628/আল্লাহ-শেখ-হাসিনাকে-বাচাঁইয়া-রাখুন|আল্লাহ শেখ হাসিনাকে বাচাঁইয়া রাখুন
[link|https://www.jugantor.com/country-news/180628/আল্লাহ-শেখ-হাসিনাকে-বাচাঁইয়া-রাখুন|আল্লাহ শেখ হাসিনাকে বাচাঁইয়া রাখুন

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।

৮| ২৩ শে মে, ২০১৯ রাত ৩:০৭

কলাবাগান১ বলেছেন: সরি লিং টা কাজ করছে না প্লিজ মুছে দিবেন

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: মুছার দরকার কি? থাক।

৯| ২৩ শে মে, ২০১৯ ভোর ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চমৎকার একটি লেখা।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে হাদিসে সব কথাই যে থাকতে হবে সেটা কেন মনে হলো?
হাদিসে ইন্টারেনট এর কথা নেই।
বিদ্যুতের কথা নেই।
স্মার্টফোনের কথা নেই।
বিমান এর কথা নেই।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: আরও বহু কথা নেই।

১১| ২৩ শে মে, ২০১৯ সকাল ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,




৪,৫,৬,৮ বেশী ভালো লেগেছে।

নবী (সঃ) এসির বাতাস গায়ে লাগিয়ে নামাজ আদায় করেছেন, এসি গাড়ি ছাড়া মরুভূমিতে চলেন নি,, হেলিকপ্টারে চড়েই কোথাও বয়ান করতে যেতেন , এমন কথাও হাদীসে লেখা নেই।

আমাদের আম এককালে মিষ্টি ছিলো এখন কার্বাইডের কারনে রঙিন বেশী, মিষ্টি কম।

ইতিবাচক একটা মানুষ কোথায় খুঁজে পাওয়া যাবে ? ঠিকানা দেন... :||

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আমি একদিন ইতিবাচক হবো।

১২| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:১৪

মেঘ প্রিয় বালক বলেছেন: রাস্তায় পাওয়া ডায়েরীর কথা গুলো বেশ।

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: নরওয়ে দেশটি নিয়ে পোষ্ট দিব আজ।

১৪| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ১ নং এর খামাখা চুলকানি টা না দিয়েও পোস্ট টা প্রসব করা যেত...

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: হে হে---

১৫| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০২

গরল বলেছেন: আমার কাছে সেরা আম ল্যাংড়া।

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: আমার কাছে সেরা আম হিমসাগর।

১৬| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৪২

জাহিদ অনিক বলেছেন: ৩ নাম্বার খুব সুন্দর

২৩ শে মে, ২০১৯ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১৭| ২৩ শে মে, ২০১৯ রাত ৮:৫৮

জুন বলেছেন: আমার মনে হয় ফজলি আমের চেয়ে গোপালভোগ আর ল্যাংড়া আম মিষ্টি বেশি সাথে সুন্দর ঘ্রান রয়েছে। বিশেষ করে মালদার ল্যাংড়া আম।

২৩ শে মে, ২০১৯ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: না ভাই।
আমের সেরা হলো হিমসাগর। কঠিন মিষ্টি।

১৮| ২৩ শে মে, ২০১৯ রাত ৯:২০

জুন বলেছেন: হ্যা এই নামটাই মনে আসছিলো না। ঠিক বলেছেন হিমসাগর :)

২৩ শে মে, ২০১৯ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: হিমসাগর জাস্ট গ্রেট।

১৯| ২৩ শে মে, ২০১৯ রাত ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চিংড়ি আমার খুব প্রিয় অথচ এলার্জির কারণে খেতে পারি না।

২৩ শে মে, ২০১৯ রাত ১০:৫৪

রাজীব নুর বলেছেন: দেশী চিংড়ি খাবেন এলার্জি হবে না।

২০| ২৩ শে মে, ২০১৯ রাত ৯:৫১

কলাবাগান১ বলেছেন: আমার অনুরোধ রাখতে আপনার অসুবিধা কোথায়....এটা সামান্য অনুরোধ যে ভুল কমেন্ট টা মুছে দিবেন..

২৩ শে মে, ২০১৯ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: না, থাক।
সমস্যা কি?
ভুল কমেন্ট তো আর মাছ ভাত চাচ্ছে না।

২১| ২৪ শে মে, ২০১৯ রাত ১২:১৬

কলাবাগান১ বলেছেন: আপনার এই ত্যাড়ামির কোন ফায়দা নাই.. আপনাকে বয়কট করাই শ্রেয়

২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৩৮

রাজীব নুর বলেছেন: এটা মোটেও ত্যাড়ামি নয় ভাই।
এটা আন্তরিকতা। এটা আবদার।
বুঝতে চেষ্টা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.